Homestay tourism boom in Dooars during festive season

The homestay facilities in Dooars region are all booked to full for the festive season. This is a huge shot in the arm for the Bangla Government, led by Mamata Banerjee, who has been working tirelessly for the last seven years to project the state as an ideal tourist destination.

All the homestay cottages in Lataguri and Dhupjhora region in Jalpaiguri district, and the hamlets in Kalimpong district, have full booking for the festive period. The homestay owners and tour operators have expressed their happiness over this development.

Lataguri and Dhupjhora are extremely popular tourist destinations. Every year during Durga Puja, tourists throng these places. Additionally, several new homestay facilities have opened near Jaldhaka and Gorubathan. The natural beauty of these places is too alluring for tourists to ignore.

In the last two-three years, there has been a considerable rise in the number of homestay facilities in the State. The government has also come up with a new homestay tourism policy. This has led to a tourism boom for north Bengal.

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

Bengal Govt to set up homestays in north Bengal

Homestays are gradually becoming an integral part of the tourism policy of the Bengal Government. A chain of homestays in Alipurduar district, branded Blue Home Stay, is going to be the latest addition. It would be inaugurated by Chief Minister Mamata Banerjee.

This State Government-assisted project is unique in the sense that all these homestays would involve Adivasi families of the district. Tourists would get to experience life as lived by Adivasi families. All the homestays would come up in forested areas, ideal for providing respite to the mind and the body. They would be blue in colour, hence the name.

Twelve homestays are going to be set up in the first phase of the project, in Chilapata, Totopara, Shalkumar Haat and Hatipota. In the second phase, 13 more are to come up in Chilapata, basti 28 and 29, and Madarihat.

The State Government is soon going to come up with a Homestay Policy. The policy would bring in transparency as well as fully exploit the potential of homestays.

Further developments are also in the offing: a tourist information centre in Alipurduar town, the district capital, introduction of more tourist taxis, tourism centres in Nararthali and Bhutanghat, and a tourist hub in Jayanti.

Mamata Banerjee has fulfilled a longstanding demand of the people of the region by creating the district of Alipurduar. Since Tourism has a lot of potential in this district of lush forested hills, wildlife, tea gardens and the unique Adivasis way of life, these steps would boost the fulfilment of that potential.

 

উত্তরবঙ্গে হোম স্টে তৈরী করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর সফরের আগে পর্যটনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মাইলস্টোনের কাছাকাছি আলিপুরদুয়ার জেলা । আলিপুরদুয়ারে দীর্ঘ দুই দশকের দাবি পূরণ হতে চলেছে।যার  মধ্যে অন্যতম ‘এক জানলা ‘ ব্যবস্থায় কেবলমাত্র পর্যটকদের স্বার্থে জেলা সদরে নিৰ্দিষ্ট ‘ট্যুরিজম ইনফরমেশন সেন্টার ‘ তৈরীর জন্য জমি দেখার কাজ শুরু হয়েছে।

পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কনসালটেটিভ কমিটি গড়তে প্রস্তাব গেছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার নিৰ্দিষ্ট  “হোম স্টে ‘নীতি আনতে  চলেছে – যার ফলস্বরূপ জেলার ভিতরে থাকা প্রায় ২০০ হোম  স্টে- র জন্য নির্দিষ্ট নীতি আসতে চলেছে।  যাতে জেলার পর্যটন ব্যবস্থার যেমন স্বচ্ছতা আনতে চলেছে।  তেমনই জেলা পর্যটনের স্বার্থ ও পর্যটনের সন্মান দুই বৃদ্ধি পেতে চলেছে।

উল্লেখ্য , মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের থাকাকালীন জেলার মানচিত্র প্রথম ১২ টি সরকারি সাহায্য প্রাপ্ত নতুন হোম স্টে উঁদ্বোধন হতে চলেছে। ‘হোম স্টে’ পরিকল্পনায় প্রথম দফায় চিলাপাতা, টোটোপাড়া ,শালকুমার হাট ,হাতিপোতার নিৰ্দিষ্ট ১২ টি আদিবাসী পরিবার হোম স্টে গুলি পরিচলনা করবে।দ্বিতীয় দফায় ফের তেমনই   আর ও ১৩টি  হোম স্টে তৈরী হবে চিলাপাতা , ২৮ ও ২৯ বস্তি ও মাদিরহাটের।

আলিপুরদুয়ারে পর্যটন নিয়ে বাইরে থেকে আসা পর্যটকরা বিভিন্ন সমস্যার  কথা তুলে ধরেন যার মধ্যে  অন্যতম ছিল হোম স্টে গুলির ভাড়া নিয়ে।অভিযোগ ছিল , একেক হোম,স্টে  থাকা -খাওয়া নিয়ে একেরকম অৰ্থ দাবি করছে।  কোনও নির্দিষ্ট সরকারি পারমিট যুক্ত টুরিস্ট ট্যাক্সি নেয়।যে যেমন পারছে ,তেমন টাকা নিচ্ছে গাড়ি ভাড়া।ছিল না কোনও পর্যটন ইনফরমেশন সেন্টার।পর্যটনের সঙ্গে জড়িতদের একটি অংশ স্পষ্ট বলেছে ,সব কিছু যেন অগোছালোভাবে চলছে।  নিয়মনীতি না থাকায় পুরপুরি ট্যাক্স থেকে বছরের পর  বছর বঞ্চিত হচ্ছে রাজ্য সাকার।  নিৰ্দিষ্ট রেট চ্যাটের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট অসোসিয়েশন ১৫ দফা দাবি  রাজ্যের পর্যটন মন্ত্রী কে পাঠান।নারারাথলি ,ভুটানঘাটে নতুন করে পর্যটন কেন্দ্র ,জয়ন্তীতে ট্যুরিস্ট হাবের জন্য পৃথকভাবে আলোচনা করা হবে বনদপ্তরের সঙ্গে।একইভাবে বক্সাতে হাতি সাফারি নিয়ে হবে আলোচনা।

সরকারের আর্থিক সাহায্যে হোম স্টে – গুলিকে সাজানো হচ্ছে। একটি আদিবাসী পরিবারে থাকার অনুভব কেমন তা সেখানে গেলেই বুঝতে পারবেন  পর্যটকরা। সরকারের হাতে নির্দিষ্টি রেট চার্ট থাকছে সেখানে। হোম স্টে নিয়ে কলকাতা থেকে আলিপুরদুয়ার ,অনলাইনে,সড়কের পাশে ডিসপ্লে করে প্রচার চলবে।নির্দিষ্ট ‘লোগো’ প্রায় তৈরি। যদি সরকারি সাহায্যে মডেল হোম স্টে হিসেবে জনপ্রিয় হয় , তবে জেলার বাকি  হোম স্টে গুলিও যেন একই নীতিতে নিময় মেনে পরিষেবা দেয়।সেইজন্য খুব দ্রুত বেসরকারি হোম  স্টে ট্যুর অপারেটরদের নিয়ে ও দ্রুত বৈঠক হবে জেলা প্রশাসনের উদ্যোগে।

Bengal Tourism to set up more lodges in north Bengal

The state Tourism department has decided to set up more tourist lodges in various parts of North Bengal and it has already identified land where the proposed lodges would be constructed.

A tourist lodge will be set up inside the forest near Chalsa. A tourist lodge would also come up at Domhani area of Jalpaiguri.

A Day Centre would also be constructed in the forest area of Bhutanghat in Alipurduar.

The tourists lodges are being constructed in places abound in natural beauty.

It may be mentioned that after coming to power, the Mamata Banerjee-led Trinamool Congress government laid great stress on developing the tourism infrastructure across the state.

A host of new projects have come up promoting various tourist spots in the state. Homestay has also been given a special importance by the government. It is aimed at helping boost the socio-economic condition of villagers in North Bengal. Tiger Safari is also coming up in North Bengal, which is believed to be one of the largest attractions in the state.

 

উত্তরবঙ্গে আরও লজ তৈরী করবে পর্যটন দপ্তর

উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পর্যটকদের জন্য আরও লজ তৈরি করার রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য উপযুক্ত জমিও চিহ্নিত করা হয়ে গেছে। এমন জায়গা নির্বাচন করা হয়েছে যেখানে পর্যটকরা প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

চালসার কাছে জঙ্গলে একটি লজ তৈরি করা হবে, জলপাইগুড়ির দোমহনিতেও তৈরি করা হবে আরেকটি লজ। আলিপুরদুয়ারের ভুটানঘাটের জঙ্গলে একটি ডে-সেন্টার তৈরি করা হবে। উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামো আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সারা রাজ্য জুড়েই পর্যটনের বিকাশে জোর দিয়েছে। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে আরও উন্নত করতে শুরু হয়েছে নানা প্রকল্প।

রাজ্য সরকারের তরফে হোম স্টে ব্যবস্থার ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গে “টাইগার সাফারি” শুরু হতে চলেছে; আশা করা যায় এর ফলে উত্তরবঙ্গের পর্যটন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

 

 

Bengal ready with ‘homestay policy’ for tourism

Bengal Government is ready with the new homestay policy and it is ready to be placed in next state Cabinet meeting, state Tourism minister said.

The idea was conceptualised by Chief Minister Mamata Banerjee while she was travelling in North Bengal. She instructed the state Tourism department to frame the policy as soon as possible.

“The Homestay permits tourists to board and lodge with local residents and get an instant feel of the society and culture there. This gives a chance for the residents to have a mean of livelihood as well,” the minister said.

“The intention is to spread the homestay culture in Bengal only for a growing footfall of foreign tourists,” the minister added.

The families involved in the homestay would be brought under Bread & Breakfast Scheme, which will help them by having a tie-up with Incredible India. Also, plans are going on to start community development and organic farming in places – Darjeeling, Lamahata, Purulia, Bankura, Mandarmoni and in many other places.

 

পর্যটনের বিকাশের জন্য নয়া ‘হোম স্টে নীতি’ তৈরী রাজ্যের

বাংলাকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই পেশ করা হবে নতুন ‘হোম স্টে নীতি’ জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী।

নতুন ‘হোম স্টে’ নীতি তৈরির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেন এবং পর্যটন দপ্তরকে দ্রুত এই কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।

মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যেই বাংলায় এই হোম স্টে কালচার আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে পর্যটকরা এই এলাকার সংস্কৃতি সম্পর্কে যেমন অবগত হবেন তেমনই বেশ কিছু কর্মসংস্থানও তৈরি হবে এর ফলে।

ইতোমধ্যেই দার্জিলিং ও ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে ‘হোম স্টে’ পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে৷

দার্জিলিং, লামাহাটা, পুরুলিয়া, বাঁকুড়া, মন্দারমনি এবং অনেক অন্যান্য স্থানে – হোম স্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ৷

Govt set to promote home stays in north Bengal

Two thousand rooms and increasing, home stays are the new craze for tourists visiting north Bengal. Home tourism in Darjeeling Hills is set to get another boost. The State government has decided to promote organic farming in areas promoting home stays.

The move is also aimed to streamline the services and to have a data base on home stay facilities and to categorise them as per their standard. The concept started during the last Commonwealth Games in Delhi to provide world class services to tourists and to supplement the availability of accommodation in the metros and tourist destinations.

Home stays have become very popular in remote tourist destinations in Dooars and Darjeeling hills where many unemployed youths and families have made them their main source of income.

“There are more than 2,000 home stay rooms and the number is increasing rapidly,” said Goutam Deb, West Bengal tourism minister. “The State government will religiously and seriously promote home stays. We will also promote organic farming in the areas coming up with home stay facilities. Organic food would be another attraction,” said the Minister.

 

উত্তরবঙ্গে হোম-স্টে পর্যটনে নতুন উদ্যোগ রাজ্যের

দার্জিলিঙের হোম ট্যুরিজম একটি নতুন দিশা পেতে চলেছে। উত্তরবঙ্গ পরিদর্শনে আসা পর্যটকদের জন্য ২০০০ এর বেশি হোম ষ্টে রুমের ব্যবস্থা করা হয়েছে। হোম স্টে প্রমোট করার পাশাপাশি চারপাশের এলাকায় জৈব চাষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

দার্জিলিং আর ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে হোম ষ্টে পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এগুলি এখানকার বেকার যুবক ও তাদের পরিবারগুলির আয়ের প্রধান উৎস।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “এখনও পর্যন্ত ২০০০ এর বেশি হোম ষ্টে রুম আছে এবং এর সংখ্যা আরও বাড়ানো হবে”।

তিনি আরও জানান, “রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে হোম ষ্টে-র উন্নয়নের উদ্যোগ নিয়েছে। হোম ষ্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ”।