Tourist hotspots in Bengal beckon revellers during Dol break

With massive infrastructure development undertaken in the past six years by the Mamata Banerjee government in tourism sector, tourist spots in Bengal have turned out to be ideal destinations for the four-day-long holiday in the coming week.

The holiday will start with Dol and Holi on March 1 and 2 respectively, followed by Saturday and Sunday. Visiting Santiniketan during Dol always bears a special significance. This year, there is also demand at places like Bankura, Purulia, West Midnapore and Cooch Behar. Hotel owners in tourist spots including Mukutmanipur, Ayodhya Hills and Jhargram have been getting several calls for booking.

A large number of people have also chosen Digha and Mandarmoni as their all time favourite to visit during Dol. Many are also going to visit Darjeeling and other tourist spots in north Bengal.

Soon after coming to power, Chief Minister Mamata Banerjee directed the state tourism department to take necessary steps to ensure that Bengal comes up as the number one tourism destination across the globe.

Development of necessary infrastructure including roads, basic amenities, better lodging facilities have been carried out, besides promoting the local art forms.

 

দোলের ছুটিতে জমজমাট পশ্চিমবঙ্গ পর্যটন

এবছর দোল উপলক্ষে টানা ৪ দিন ছুটি। আর তাই ভ্রমণপ্রিয় বাঙালী পেয়ে গেছে ঘুরতে যাওয়ার আরেকটা সুযোগ। অন্যান্য রাজ্য বা বিদেশ নয় – পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রের চাহিদাই তুঙ্গে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। তার ফলস্বরূপ, গত ছয় বছরে পর্যটনে উন্নতিও হয়েছে চোখে পড়ার মতো।

দোলের সময় শান্তিনিকেতন যাওয়ার ঝোঁক থাকে সকলেরই। কিন্তু এবছর অন্যান্য জেলাতেও – যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার – প্রচুর মানুষ বেড়াতে যাবেন এই ছুটিতে।

মুকুটমণিপুর, অযোধ্যা পাহাড়, ঝাড়গ্রামের মত পর্যটন কেন্দ্রের হোটেল মালিকরা অসংখ্য ফোন পাচ্ছেন ওই চার দিন তাদের হোটেলে ঘর বুকিং-এর জন্য।

অনেকে আবার দীঘা-মন্দারমনিকেও বেছে নিয়েছেন এই চারদিনের ছুটির জন্য। অনেকে আবার পা বাড়িয়েছেন দার্জিলিং ও উত্তরবঙ্গের দিকে।সব মিলিয়ে দোলের ছুটি জমজমাট।

 

 

Organic colours made by Adivasi women of Jangalmahal to be available for Holi

The Bengal State Government, in collaboration with Jadavpur University, is training Adivasi women of Purulia district (part of the Jangalmahal region) to create organic red, blue and yellow-coloured powders for Holi (abir), from palash (flame-of-the-forest), aparajita (butterfly pea) and genda (marigold) flowers, respectively. These are going to be sold under the Biswa Bangla brand in bamboo containers of two sizes – 250 g (to be priced at Rs 90) and 500 g – from State Government stalls across the State.

Presently, 60 Adivasi women from seven gram panchayats of Purulia have been selected for the project, for which the West Bengal SC ST Development and Finance Corporation (WBSCSTDFC) is spending Rs 15.5 crore. This project has also fulfilled a long-standing demand of the State flower growers’ and flower sellers’ association.

These coloured powders would not be just like any ordinary ones – essential oils derived from these flowers would be mixed with them to create scented abir. The bamboo containers would be manufactured by members of the Kalindi family, traditionally famous in the Jangalmahal region for bamboo crafts.

 

 

জঙ্গলমহলের আদিবাসীদের তৈরি ভেষজ আবিরে রঙিন হবে এবছরের দোল উ९সব

এবার বাংলার দোল যাত্রাকে রাঙিয়ে দেবে পুরুলিয়ার আদিবাসীদের তৈরি ভেষজ আবির ‘বনপলাশী’।পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে সাহায্য করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। তাঁদের প্রশিক্ষণেই আবির তৈরির পদ্ধতি শিখছেন আদিবাসী মহিলারা।

পলাশ, অপরাজিতা, গাঁদা ফুল থেকে তৈরি এই আবির দোলের আগেই চলে আসবে প্রত্যেক সরকারি স্টলে। সব ঠিক থাকলে বিশ্ববাংলা ব্র্যান্ডের নামেই বাঁশের তৈরি পাত্র করে বিক্রি করা হবে এই ভেষজ আবির। আড়াইশো গ্রামের ছোট পাত্রের দাম হবে মাত্র নব্বই টাকা। আর বড় পাত্রে থাকবে ৫০০ গ্রাম আবির।

বর্তমানে সাতটি গ্রাম পঞ্চায়েতের ষাট জন আদিবাসী মহিলাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তফশিলি জাতি, তফশিলি উপজাতি উন্নয়ন ও অর্থ নিগমের প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকায় সূচনা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্প ফুলচাষিদের দীর্ঘদিনের চাহিদা ও পূরণ করবে।

এই আবির একেবারে পরিবেশবান্ধব।ফুলের নির্যাস থেকেই আবিরে সুগন্ধী মেশানো হবে। আর বাঁশের পাত্র তৈরি করবে জঙ্গলমহলের বাঁশের কাজ করার জন্য বিখ্যাত কালিন্দী পরিবার।

 

Trinamool candidates connect with people during Dol Utsav

The colours of Dol Utsav added flavours to the campaign of the Trinamool Congress for the forthcoming Assembly election, almost in every corner of the State.

While Mamata Banerjee greeted the people of the State through social media on this joyous occasion, other Trinamool Congress candidates connected with the local people.

From the Behala East candidate and Kolkata Mayor, Sovan Chatterjee to the Barjora candidate Soham, the Trinamool candidates spread the message of communal harmony. Rashbehari candidate Sobhandeb Chattopadhyay, Ballygunge candidate Subrata Mukherjee and Bidhannagar candidate Sabyasachi Dutta spent time rejoicing in the spirit of the festival of colours in their respective constituencies.

Holi 2016_1ee

Laxmi Ratan Shukla during Dol in his constituency of Howrah Uttar

Holi 2016_6e_Sobhandeb Chattopadhyay

Sobhandeb Chattopadhyay celebrating Dol Utsav with his electorate

Holi 2016_3e

Krishnendu Narayan Choudhury getting splashed with colours in Malda

Holi 2016_4e

Goutam Deb took some time out during campaigning to celebrate Dol

Holi 2016_5e_Sovan Chatterjee

Sovan Chatterjee indulging in the play of colours during Dol Utsav

দোল উৎসবে জনসংযোগ বাড়ালেন তৃণমূল প্রার্থীরা

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দোল উৎসব এক অন্য মাত্রা এনে দিয়েছে। দোল উৎসবের দিনও সারা রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে মিলে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল প্রার্থীরা।

মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের সকলকে শুভ দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তৃণমূলের প্রার্থীরাও শহরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে এই উৎসবে সামিল হয়েছেন।

বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বড়জোড়ার প্রার্থী সোহম, প্রত্যেকেরই প্রচারের বার্তা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি।

রাসবিহারী কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জের প্রার্থী সুব্রত মুখার্জি, বিধাননগরের প্রার্থী সব্যসাচী দত্ত নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারে গিয়ে এলাকার সাধারণ মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং রঙের উৎসবে মেতেছেন।

এদিন হাওড়ার প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা কোথাও ব্যাট হাতে, কোথাও টুর্নামেন্টের উদ্বোধন করে প্রচার সেরেছেন।

Tight security measures by State Govt ensures peaceful Dol Yatra

Dol Yatra was celebrated with gaiety and fervour in West Bengal on Thursday as revellers took to streets armed with sprinklers since morning.

The West Bengal Government had taken elaborate security measures to avoid any untoward incidents.

Policemen were deployed at every crossings. Mobile Police vans and policemen on motorbikes kept vigil in the lanes and by-lanes of the city. The Kolkata Police took help of aerial surveillance drones and CCTVs which are placed at strategic points in the city to keep watch.

Streets got rainbow-coloured as people played with colours of different hues to mark Holi, known as ‘Dol Yatra’ in the State.

‘Basanta Utsav’ was celebrated at the newly set up Rabindra Tirtha in Rajarhat

The police arrangements on Thursday will be in place on Friday too.

Police Helplines for Holi:

Distress helpline: 100
Kolkata Police Control Room: 22143230 / 22141310

Bengal Govt celebrates ‘Basanta Sandhya’

West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present at Basanta Sandhya today – a cultural evening dedicated to the spirits of Holi, the festival of colours.

Held at Nazrul Mancha, the programme was organized by Kolkata Improvement Trust and Kolkata Metropolitan Development Authority in association with the I&CA Department, West Bengal Government.

The cultural programme featured performances by Ustad Rashid Khan, Pundit Tejendra Narayan Majumdar, Pundit Bikram Ghosh, Indranil Sen, Subhamita and Rituparna Sengupta.

Incidentally, the West Bengal Chief Minister also inaugurated the Jai Hind Bhavan, a community hall set up by the KMC, at Bhowanipore.