Bangla no. 1 in preventing parent-to-child transmission of HIV: Mamata Banerjee

Bangla has been adjudged the best State in the country in the prevention of parent-to-child transmission of HIV (human immunodeficiency virus), which leads to AIDS. On the occasion of World AIDS Day, Mamata Banerjee shared this piece of information on Twitter.

“I am happy to share with all of you that as per the assessment done by NACO for ‘Prevention of Parent to Child Transmission of HIV’ programme for 2017-18, Bangla has emerged No. 1 in the country,” the tweet read.

In her tweet, Mamata Banerjee has also said that, with the proper implementation of the Prevention of Parent to Child Transmission (PPCT) programme, the State Government has enabled 16.5 lakh pregnant women from Bangla in preventing the transmission of HIV to their newborn children.

It may be mentioned that for those adults and children found HIV positive, the Government provides free treatment through Anti-Retroviral Therapy Centres situated in sub-divisional, district and medical college hospitals.

Bengal no. 1 in preventing parent-to-child transmission of HIV: Mamata Banerjee

Bengal has been adjudged the best State in the country in the prevention of parent-to-child transmission of HIV (human immunodeficiency virus), which leads to AIDS. This happy news was shared by Chief Minister Mamata Banerjee in a Facebook post yesterday.

“I am happy to share with all of you that as per the assessment done by NACO for ‘Prevention of Parent to Child Transmission of HIV’ programme for 2017-18, West Bengal has emerged No. 1 in the country,” the post read.

NACO, or the National AIDS Control Organisation, is a Central Government agency under the Ministry of Health and Family Welfare. It has played an important role in controlling the spread of HIV and the treatment of AIDS since the early 1990s.

Through her post, Mamata Banerjee has also shared that, with the proper implementation of the Prevention of Parent to Child Transmission (PPCT) programme, the State Government has enabled 16.5 lakh pregnant women from Bengal in preventing the transmission of HIV to their newborn children. For those adults and children found HIV positive, the Government provides free treatment through Anti-Retroviral Therapy Centres situated in sub-divisional, district and medical college hospitals.

Last but not the least, the Chief Minister has conveyed her best wishes to all those involved in the programme, from doctors and health staff, NGO volunteers and the parents themselves.

 

এইচ আই ভি নির্মূলে সর্বোচ্চ স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ

বাবা-মায়ের থেকে সন্তানদের শরীরে এইচ আই ভি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে একথা ঘোষণা করেছেন।

‘প্রিভিশন অফ পেরেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচ আই ভি প্রকল্পের ২০১৭-১৮ র কাজে বাংলা এক নম্বর স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় ন্যাশনাল এইডস অর্গানাইজেশন (ন্যাকো) এই স্বীকৃতি দিয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, এই প্রকল্পের অধীনে এ রাজ্যের ১৬ লক্ষ ৫০ হাজার গর্ভবতী মহিলা সুফল পেয়েছেন। এছাড়াও যারা এইচ আই ভি পজিটিভ পাওয়া যায় তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা-পরিষেবা দেয় রাজ্য সরকার।

Here is the full facebook post

 

Bengal Govt committed to the welfare of HIV+ people

Among the schemes started by Chief Minister Mamata Banerjee for the people of Bengal are several welfare schemes and programmes for AIDS and HIV patients as well.

The Bengal Government provides subsidised rice at Rs 2 per kg to poor HIV patients in the state, including sex workers.

The Food Department carried out surveys last year on the basis of which it is distributing the foodgrains. Since there is stigma attached to such people, the department has ensured that the details about these people are available only to its officials. Neither the ration shop owner of the locality nor the local food inspector and officials are privy to the details.

All schools run under the West Bengal Board of Secondary Education (WBBSE) have been instructed to include students living with or diagnosed with HIV as ‘child belonging to disadvantaged group’.

The student will get similar nature of facilities that SC/ ST or minority students get, including government grants, reservation, scholarships and hostel facility.

Sex workers are a vulnerable group who are at risk of contracting HIV. The Bengal Government has launched a scheme ‘Muktir Alo’ for the rehabilitation of women who have been trafficked for prostitution.

This scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, was inaugurated by her in September 2015. It has been successful in providing succor to such women in its own small way. One such beneficiary, after receiving training, has opened a cafeteria named Mukti near the entrance of Alipore Zoo.

Similar cafeterias by beneficiaries have also been opened at other places in Kolkata – at Munshiganj in Khidderpore and at the court premises in Alipore. Another is slated to open at Bikash Bhavan in Salt Lake.

Clearly, the Bengal Government is committed to the well-being of all, and does not discriminate among beneficiaries while distributing services to people.

 

এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ বাংলার সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যবাসীদের জন্য বহু প্রকল্প চালু হয়েছে গত ছয় বছরে। এই প্রকল্পগুলির সুবিধা যেমন পাচ্ছেন সাধারণ মানুষ, রাজ্যের এইডস আক্রান্তরাও পান এদের সুফল।

রাজ্যে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হচ্ছে এইডস আক্রান্তদের এবং যৌনকর্মীদের। গত বছর খাদ্য দপ্তর সমীক্ষা করে যার ভিত্তিতে তারা খাদ্য শস্য বিতরণ করছে। যেহেতু এইডস রোগীরা সমাজে কিছুটা হলেও বঞ্চিত, তাই, তাদের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র এই দপ্তরের আধিকারিকদের কাছে সংরক্ষিত থাকবে। রেশন দোকান, স্থানীয় ফুড ইন্সপেক্টর, আধিকারিক – কেউই এই তথ্য জানতে পারবেন না।

এছাড়াও, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এইডস আক্রান্ত পড়ুয়াদের ‘চাইল্ড বিলঙ্গিং টু ডিসএডভান্টেজ গ্রুপ’ হিসেবে চিহ্নিত করতে। তফসিলি জাতি ও উপজাতি বা সংখ্যালঘু পড়ুয়ারা যা সুযোগ সুবিধা পেয়ে থাকে – যেমন, অনুদান, সংরক্ষণ, বৃত্তি ও হোস্টেলের সুবিধা – এরাও সেই সকল সুবিধা পায়।

যৌনকর্মীদের মধ্যে এইডস সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ‘মুক্তির আলো’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে ক্যাফেটেরিয়া খুলেছেন এক পাহাড়ি কন্যা। আলিপুর চিড়িয়াখানার প্রবেশের ঠিক মুখেই খোলা হয়েছে এই ক্যাফেটেরিয়া – নাম দেওয়া হয়েছে ‘মুক্তি’।

এই উদাহরণগুলি থেকেই বোঝা যায় এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা, মাটি, মানুষের সরকার।

 

Image is representative