State Govt’s Bengal Safari Park welcomes bears

The Bengal Safari Park on the outskirts of Siliguri has now become home to a pair of two Asiatic Himalayan black bears, named Jennifer and Dhruv.

The bears were brought from Darjeeling. One of them is eight years old while the other is 17.

At present, both the bears are caged. Their diet has been enriched with the necessary nutrients and many fans have also been installed to ensure that their surroundings maintain a cool room temperature.

It is being expected that the bear safari would commence at the park from this year itself. The bears will be released into the forests after caring for them in the cage for a few days.

 

Source: Siliguri Times

 

বেঙ্গল সাফারি পার্কে আনা হচ্ছে দু’টি ভাল্লুকও

শীত ও বড়দিনের মরসুমে কচিকাঁচা থেকে বড়দের ‘বেঙ্গল সাফারি পার্কে’র আকর্ষণ বাড়াতে, দু’জন অতিথি পাহাড় থেকে আসছেন সমতলে। ওরা দুটি কালো ভালুক বা হিমালয়ান ব্ল্যাক বিয়ার।

দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক থেকে দু’টি ভাল্লুক আসতে চলেছে। স্বাভাবিক জঙ্গলে তাদের থাকার প্রস্তুতিও শেষ। বাসিন্দাদের দেখানোর পরিকাঠামোও তৈরি। শুধু আসার পর আরও দিন ৭ নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ছেড়ে দেওয়া হবে পার্কে।

সেই সঙ্গে নতুন বছরের শুরুতেই পার্কে জুড়বে আরেকটি সাফারি-লেপার্ড সাফারি। এখন পার্কে বিভিন্ন পশু পাখির সঙ্গে রয়াল বেঙ্গল টাইগারের দর্শন বা হাতির পিঠে চড়ে জঙ্গলে ঘোরার আনন্দ তো রয়েছেই। রবিবার, সকাল থেকে মেঘলা আকাশ, ঠান্ডা হাওযায় শীতের আমেজের মধ্যে পার্কে ভিড় উপচে পড়ে।

২০১৬ সালের জানুয়ারি মাসে ২৯৭ হেক্টর স্বাভাবিক জঙ্গল ঘিরে তৈরি বেঙ্গল সাফারির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হরিণ, সম্বর, গন্ডার, ময়ূর-সহ বিভিন্ন ধরনের পশুপাখিদের আনা হন। তার পরে তৈরি হয় কুমির ও ঘড়িয়ালদের জলাশয়। কলকাতা চিড়িয়াখানা থেকে আনা হয়, দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে।

পুজোর আগেই ডুয়ার্স থেকে দুটি হাতি এনে চালু হয়ে গিয়েছে হাতি সাফারিও। এসেছে সাদা ময়ূর, জঙ্গলক্যাট, বুনো শুয়োর-সহ নানা জন্তু। পার্কের আধিকারিকেরা জানান, এর পরে ভালুকের সাফারি চালু হবে বলে ঠিক হয়। মাস দু’য়েক আগেই পরিকাঠামো তৈরিও হয়ে যায়।
নীচে এসে বুনো দু’টির মানিয়ে নিতে সমস্যা হবে না। পরবর্তীতে সংখ্যাটা ৬টি করে বাড়ানো হবে।