Armed struggle is not expected in democracy: WB CM

“Not armed struggle but all round development is the key issue in the hills”, said Chief Minister Mamata Banerjee after warning people who were engaged in creating disturbance saying that “law will take its own course”.

“Such armed struggle is not expected in democracy and any attempt to weaken law and order situation will be dealt with seriously,” she said before leaving Sukna on her way back to Kolkata.

She said: “I want hill to come forward. But despite wishing for something we cannot do many things. The reason being there is GTA. But we are doing as much as work we can do from outside.”

Taking a dig at the Centre once again, Banerjee said: “Sometimes Delhi also extends support. But I am not in favour of armed struggle. I always favour nothing but development. Often, there were attempts to create such problems in the hills. But we must keep in mind that these are not expected in democracy and law will take its own course.”

সশস্ত্র আন্দোলন কাম্য নয়ঃ মুখ্যমন্ত্রী

যারা আন্দোলন করে পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সশস্ত্র সংগ্রাম নয়, পাহাড়ের উন্নয়নই মূল লক্ষ”।

এদিন সুকনা থেকে কলকাতা ফেরার আগে মুখ্যমন্ত্রী বলেন,”এই ধরনের সশস্ত্র সংগ্রাম গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার কোনরকম চেষ্টাকে বরদাস্ত করা হবে না”।

তিনি বলেন, “আমি চাই পাহাড়ের মানুষ মূলস্রোতের সঙ্গে থেকে পাহাড়কে ভালবাসুন, সামাজিক সব কাজে অংশ নিন। পাহাড়ের আরও উন্নয়ন হোক। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমরা তা করতে পারছি না জি টি এ র কারণে। কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব ততটা কাজ আমরা করছি”।

কেন্দ্র প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কখনো দিল্লিও ওদের সমর্থন করছে। কিন্তু আমি সশস্ত্র সংগ্রামের পক্ষে নই। আমি উন্নয়নের পক্ষপাতী। প্রায়ই পাহাড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে এই ধরণের কাজ গণতন্ত্রে এটা আশা করা যায় না। সশস্ত্র আন্দোলন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

WB CM once again shows her humanistic side

En route to Bagdogra Airport from Darjeeling today, in Sonada in Darjeeling district, one of the cars in the Hon’ble President Pranab Mukherjee’s convoy, a convoy which included West Bengal Chief Mamata Banerjee, skidded off a hilly highway into a gorge. Six among the President’s security team were travelling in that car.

The Hon’ble President and the Chief Minister were thankfully unharmed.

The Chief Minister, ever the helping hand, immediately got into the act of overseeing the rescue operation. Wielding a mike, she walked around the accident site and passed about instructions to ensure a coordinated response to the accident. All the six people inside the car were rescued and taken to hospital. There were no serious injuries – a few cuts and bruises, and a fractured arm.

This incident has once again highlighted the humanistic side of Mamata Banerjee. She has time and again got into such selfless acts, of helping people needing attention, a recent incident being ensuring a man injured in an accident near the Akashvani Bhawan in Kolkata got proper medical attention.

 

আরও একবার মমতার মমতাময়ী রূপ

আজ দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দর ফেরার সময়ে দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়ের এসকর্ট কার। পিছনেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সোনাদার কাছে মুখ্যমন্ত্রীর গাড়ির ঠিক আগে থাকা একটি গাড়ি খাদে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় নিরাপত্তাকর্মী।

সৌভাগ্যক্রমে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী অক্ষত রয়েছেন।

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজের তদারকি করেন। একটি মাইক নিয়ে পুরো উদ্ধারকাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নির্দেশ দেন উদ্ধারকারী দলকে। যে ছয়জন আহত হয়েছেন তাদের সকলকে উদ্ধার করা হয়েছে এবং সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনরকম গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।

এই ঘটনা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দিককে তুলে ধরেছে। সাধারণ মানুষের জন্য তার উদ্বেগ চিন্তা ও সচেতনতা এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল। কয়েকদিন আগেই কলকাতার আকাশবাণী ভবনের কাছে একটি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তিনি এসএসকেএমে নিয়ে গিয়ে তার যথাযথ চিকিৎসা করান।

WB CM launches Khadya Sathi Scheme

West Bengal Chief Minister Ms Mamata Banerjee launched the Khadya Sathi Scheme today.

On the occasion a colourful parade was held on Red Road.

Under the Khadya Sathi Scheme, 7 crore 49 lakh people, that is, almost 80% of the State’s population, would get rice and wheat at Rs 2 per kg each. A family can get a maximum of 35 kg of food grains per month at subsidised rates.

Recipients would include 33 lakh people of the Jangalmahal region, 12 lakh drought-affected people of Purulia district, 11.24 people, including tea garden workers and their families, 3.11 lakh Cyclone Aila-affected people, 3569 people of Singur who had lost their land, 1700 homeless people of Kolkata and the people living in the Hills region of Darjeeling.

The parade included workers of the Health & Family Welfare Department’s ASHA Scheme with their newly-given bicycles, and new mini-fire tenders, double-decker buses and commercial vehicles bought under the Gatidhara Scheme.

The Chief Minister also inaugurated Watgunge, Amherst Street, Tollygunge and Patuli women’s police stations.

 

The salient features of her speech are as follows:

  • From today, almost 7 crore people out of the 9 crore in Bengal will receive rice and wheat at Rs 2 per kg.
  • I am thankful to the farmers of Bengal for contributing to the stock of grains required for Khadya Sathi.
  • 15 lakh metric tonnes of rice have already been procured, which is more than our target of 10 lakh metric tonnes.
  • The Krishak Mandis have been instrumental in the procurement process.
  • Out of 176 Krishak Mandis, 120-130 are already up and running.
  • We have been providing the people of Singur who lost their land with help until they get their land back.
  • 16 lakh Kanyashree and 40 lakh Sabuj Sathis are part of the development we have made.
  • With Khadya Sathi Scheme, there will be people who will receive benefits from multiple programmes.
  • The Central Government has reduced the allotments for most important social programmes like ICDS.
  • The Central Government can stop them but we cannot stop the benefits being extended to the people of our State.
  • It is our responsibility towards the people, we cannot step back on that promise and commitment.
  • There are people who are busy spreading slandering the developments in Bengal. Who stopped them from working when they were in power?
  • We are aiming for all-around development, from infrastructure to transport, many in collaboration with foreign countries like Japan and Germany.
  • Today the people of the Hills are happy. We are proud of them for the hard work they do.
  • Bengal is surging ahead in medium-scale and small scale business.
  • The people who criticise us should take note of the truth and accept it and not speak without getting their facts right.
  • In four years we have completed work that cannot be normally completed in 40 years.
  • We have worked for the development of every community and caste in Bengal.
  • West Bengal is the perfect example of tolerance where Hindus, Muslims, Sikhs, Christians and others live in peace and harmony.

 

খাদ্য সাথী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে চালু হল ‘খাদ্য সাথী’ প্রকল্প। সকলের জন্য খাদ্য – আমাদের সংকল্প।

আজ রেড রোডে এই প্রকল্পের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। একটি কুচকাওয়াজের মাধ্যমে সূচনা হবে এই প্রকল্পের।

রাজ্যের ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে এই প্রকল্পের আওতায় আসছেন। এর ফলে রাজ্যের ৭ কোটির অধিক মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন।

রাজ্যের ৩৩ লক্ষ জঙ্গলমহলবাসী, পুরুলিয়া জেলায় খরা-কবলিত ১২ লক্ষ আধিবাসী, রাজ্যের সমস্ত আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষ, চা বাগানের ১১.২৪ লক্ষ শ্রমিক ও অশ্রমিক পরিবার, আয়লা-বিধ্বস্ত ৩.১১ লক্ষ মানুষ, সিঙ্গুরের ৩৫৬৯ জন জমিহারা কৃষক, কলকাতায় ১৭০০ গৃহহীন পথবাসী এবং দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের সকল আদিবাসী ২ টাকা কেজি ফরে চাল ও গম পাবেন।

উপরোক্ত গণবণ্টন ব্যবস্থার জন্য রাজ্য সরকার বছরে ৪২৮২ কোটি টাকা ব্যয় করবে।

এই অনুষ্ঠান উপলক্ষে মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্য সাথী’ প্রকল্পের ট্যাবলো।

ওয়াটগঞ্জ, আমহার্স্ট স্ট্রিট, পাটুলি ও টালিগঞ্জ এই ৪টি মহিলা থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন
  • আজ খাদ্য সাথী প্রকল্পের উদ্বোধন করা হল, আমি সকলকে অভিবাদন জানাচ্ছি
  • বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৭ কোটি লোক এসেছেন এই প্রকল্পের আওতায়
  • ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • ধান উ९পাদনে বাংলা সেরা
  • মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৫ লক্ষ মেট্রিক টন বাড়ানো হয়েছে
  • খাদ্য মানুষের বাঁচার প্রধান উ९স
  • ১৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে
  • শুধু জঙ্গলমহল নয় সব এলাকার আদিবাসী, তপশিলি ও গরিব মানুষ এই ২ টাকা কিলো দরে চাল ও গম পাবে
  • ১৭৬ টি কৃষক বাজার তৈরি হচ্ছে, এর মধ্যে ১২৩ টির কাজ শেষ হয়ে গেছে
  • বাম আমলে বঞ্চিত চা বাগানে বিনামূল্যে চাল দিচ্ছে রাজ্য সরকার
  • কোনও চালু প্রকল্প বন্ধ হবে না
  • ৩১ লক্ষ কন্যাশ্রী, ৪০ লক্ষ সবুজ সাথী, ১৬ লক্ষ শিক্ষাশ্রী প্রকল্পের আওতায়
  • চা শ্রমিকদের জন্য ১০০ কোটির প্যাকেজ চালু করব
  • আমি কথা কম বলে কাজ করে যাই
  • আজ বাংলায় জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, আর কি চান আপনারা?
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে
  • খাদ্য-বস্ত্র-বাসস্থান মানুষের বাঁচার অধিকার
  • নগরোন্নয়নে বিশ্বের দরবারে স্থান বাংলার
  • ধর্ম মানেন না বলে আপনারা চান উ९সব বন্ধ হয়ে যাক
  • বড় শিল্পের ক্ষেত্রে বাংলাই গন্তব্য
  • বাম আমলে স্বাস্থ্য কেন্দ্র গুলি পরিণত হয়েছিল যমালয়ে, এখন সেগুলোর প্রভূত উন্নতি হয়েছে
  • প্রায় ৯০টি থানা তৈরি হয়েছে এই ৪ বছরে
  • ৪ বছরে ৪০ বছরের কাজ করেছে এই সরকার
  • ইয়োকোহমার সাথে একগুচ্ছ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে, এর ফলে হাওড়া শহর নতুন ভাবে সেজে উঠবে
  • যারা কাজ করে তারা এগিয়ে চলে
  • সহিষ্ণুতার বড় উদাহরণ হল পশ্চিমবাংলা
  • শিল্প মানে কি মুখ ভরা গল্প?
  • জঙ্গলমহলে আর অশান্তি ছড়াবেন না
  • পরিবর্তন এসেছে, পরিসংখ্যান সেকথা বলে

 

Mamata warns against destructive politics in the Hills

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has warned that she will not tolerate politics of strife in the Hills. She was speaking at a rally near Siliguri on Thursday, January 21.

She took up serious issue with the torching of State Government properties, like the forest bungalow in Takdah and several other guesthouses. She said that the State Government would rebuild the bungalows. She added, “Because of such incidents, a lot of money is being spent needlessly.”

She also targeted naysayers regarding the creation of the secretariat for North Bengal, Uttar Kanya. She said the State Government has simply fulfilled the aspirations of the people there, and that her Government has always been for developing infrastructure for the people.

The Chief Minister also outlined the developments which have been done by the State Government in Darjeeling district, like restoring the Sukna bungalow and the house where Sister Nivedita stayed in Darjeeling, and many other places like Lamahata and Darjeeling itself.

 

পাহাড়ে ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে মমতা  

বৃহস্পতিবার শিলিগুড়িতে একটি সাফারি পার্কের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পাহাড়ে কোনওরকম অসহিষ্ণুতা তিনি বরদাস্ত করবেন না।

তিনি বলেন, তাকদা বাংলো সহ আরও কয়েকটি অতিথিশালা তৈরি করেছিল রাজ্য সরকার, কিন্তু সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এও বলেন রাজ্য সরকার পুনরায় এই বাংলো তৈরি করবে। এইসব ঘটনার জন্য অযথা অনেক টাকা নষ্ট হয়।

উত্তরকন্যা তৈরির প্রসঙ্গে তিনি বলেন, উত্তরকন্যা তৈরি নিয়ে কেউ কেউ সমালোচনা করেন। উত্তরবঙ্গের জন্যও পৃথক সচিবালয় করার কথা আমরা ভেবেছিলাম এবং রাজ্য সরকার তার দেওয়া প্রতিশ্রুতি এবং মানুষের আকাঙ্খা পূর্ণ করেছে।

দার্জিলিং জেলায় রাজ্য সরকার দ্বারা সম্পন্ন উন্নয়নের কথাও এ দিন তার বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুকনা বাংলো, ভগিনী নিবেদিতার বাসস্থান এবং লামাহাটার বিভিন্ন জায়গা সংরক্ষণের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

WB CM forms a development board for Mangar community

West Bengal Chief Minister on Wednesday announced formation of a development board for the Mangar community residing in the state and sanctioned funds for the Lepcha Board.

“The Hill communities are very close to my heart. Today I have announced setting up of a development board for the Mangar community,” Ms Banerjee said on a Facebook post during her tour to Darjeeling district.

She said funds have been sanctioned for construction of night schools, hostels for girls, jhora improvement schemes, apart from several other projects for the Lepcha Board, which would now be known as the West Bengal Mayal Lyang Lepcha Development Board.

“Today, I have handed over to them a cheque of Rs 10 crore for construction of ‘Rong Lee’ houses for Lepcha families. 2,000 such houses have already been completed and (work on) 1,000 more are going on, which will be completed very soon,” the chief minister said.

Since its formation, the Lepcha Board has actively worked for development of housing, education, livelihood, sanitation, tourism and preservation and propagation of heritage, arts and crafts and language of the community, she said.

As a part of the ‘Clean Darjeeling, Green Darjeeling’ mission, the government has sanctioned 22,500 toilets for various Hill communities involving a substantial funding.

“We have taken a decision to build two 100-seater Youth Hostels – one for Lepcha Board and another for Tamang Board at Rs. 5 crore each. The hostels will be equipped with solar lighting, solar heating, rainwater harvesting and other modern eco-friendly amenities,” Ms Banerjee added.

Tamang community confers the title ‘Nalsang Dolma’ (Goddess of Light) on WB CM

On the invitation of the Tamang Development and Cultural Board, West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present in their First Foundation Day Celebration in Kalimpong on September 15, 2015.

The Board was formed by West Bengal Government in July, 2014.

It was a very colourful show with thousands of participants comprising various indigenous people of the hills turning out in their traditional attire and performing their traditional arts.

The Tamang community conferred on WB CM the title “Nalsang Dolma” (The Goddess of Light).

“I feel humbled with their love and affection,” WB CM tweeted in response.

“Our government is providing support for building houses, livelihood, preservation of language and culture and development of handicrafts and traditional art forms of these people of the hills,” she further wrote on her Facebook page.

On the occasion, WB CM handed over a cheque of Rs 10 crore to Tamang Board as first installment for construction of 1000 houses.

The Chief Minister also released funds to Sherpa Board and to Bhutia Board for construction of houses for Sherpa and Bhutia communities, respectively.

Darjeeling will remain in Bengal: WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee while addressing a gathering in Kalimpong said she was ready to lay down her life for the Hills but would not allow the Hills to separate from Bengal.

The message was loud and clear. “Mera jindagi pahar ke liye barbad karney ke liye hum taihar hain, lekin hum pahar chorney ke liye, torney ke liye taihar nehi hain” (I am prepared to lay down my life for the Hills but will not leave the Hills or allow the separation of Hills), said the chief minister.

She was addressing a large gathering in Kalimpong on the occasion of the foundation day of Tamang development and cultural board. “I do not come to the Hills to indulge in politics. The Hills have not witnessed any developmental activity for a long time. I come to the Hills to ensure development,” said Banerjee.

WB CM also said, “The Mangar community has been demanding a development board for long. Let me work out how we can resolve their problem.”

“I have come to the Hills more than 70 times. However, I do not come to the Hills just to enjoy the view and the weather. I come here when the people of the Hills are in trouble. My heart is with the Hills. When the Hills cry I cry, when the Hills smile, I smile,” said the CM.