Bengal Govt plans to implement ‘Nijo Griho Nijo Bhumi’ in the Hills in a big way

Now that Chief Minister Mamata Banerjee has brought back peace to the Hills, the developmental projects of the State Government are also gradually reaching all the people.

The latest plan by the Government will see the Gorkha Territorial Administration (GTA) administering the Nijo Griho Nijo Bhumi Prakalpa extensively in the districts of Darjeeling and Kalimpong.

It was being administered there but the earlier GTA board had stopped that activity. Now things are getting back to normal.

Under the scheme, launched by Mamata Banerjee on October 18, 2011, 5 decimal of land is provided to the homeless and landless.

Another important aspect of this decision to implement the scheme is that tea garden workers can also apply as the plantations are located on land leased from the State Government.

To make things easier, applications can be submitted in block offices, block Land and Land Reforms Department offices and gram panchayat offices. Committees have been constituted in each of the eight blocks comprising the two districts which include the block development officer, block land and land reforms officer and a member of the Board of Administrators of the GTA.

Applications for the blocks of Kalimpong-1, Kurseong, Mirik, Sukhiapokhari, Rungli Rungliot and Darjeeling-Poolbazar will be received from June 4 to 9. For Kalimpong-2, it will be from June 11 to 16 while for Gorubathan it will be from June 18 to 23.

Source: Millennium Post

 

State Govt plans to showcase tribal culture of the Hills 

The State Government has chalked out a unique plan of developing cultural tourism in the Darjeeling Hills region by showcasing the customs, food habits and rituals of the tribal groups residing there.

West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), which comes under the aegis of the State Micro, Small and Medium Enterprises (MSME) Department will be executing the project. WBKVIB has signed memorandums of understanding (MoU) with 15 of the culture and development boards set up by the government.

For each of these boards, WBKVIB will set up Folk Art Centres, where the tribal people will be able to showcase their traditional dress, weapons, musical instruments and other specialties. Handicrafts will also be available for display as well as sale at these centres. Each of the boards will be allocated a sum of Rs 2 to 3 lakh.

More than eight of the 15 development boards have already earmarked land for the Folk Art Centres. The rest will complete the work soon. These centres will be projected as tourist destinations by the State Tourism Department.

 

আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে পাহাড়ের পর্যটনকে উন্নীত করতে 

রাজ্য সরকার পরিকল্পনা করেছে পাহাড়ের পর্যটনকে আরও একধাপ উন্নত করতে এবার পাহাড়ের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রীতি, খাদ্যাভাস ও অনুষ্ঠানকে তুলে ধরা হবে।

ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে। এবিষয়ে ১৫টি (গোর্খা, নেপালি, লেপচা, মায়েল, তামাং, শেরপা, ভুটিয়া, খাম্বুরাই, মানগড়, লিম্বু, নেওয়ার, খাস, কামী, ধিমাল, ভুজেল) সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রর সঙ্গে এ বিষয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য লোক শিল্প কেন্দ্র গড়া হবে। এই কেন্দ্র গুলিতে আদিবাসীরা তাদের পারম্পরিক বেশভূষা, অস্ত্র, বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী সকলের সামনে তুলে ধরবেন। এতে পাহাড়ে পর্যটনের আকর্ষণ আরও বাড়বে।

গত মার্চে অনুষ্ঠিত পাহাড়ের সম্মেলনে আধিকারিকরা এই উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ও তাদের জমি খোঁজার নির্দেশ দিয়েছিলেন যেখানে সরকার এই লোক শিল্প কেন্দ্রগুলি গড়বে। ইতিমধ্যেই আটটি উন্নয়ন বোর্ড জমি খুঁজে পেয়েছে।

আদিবাসীদের তৈরী জিনিসপত্রও থাকবে এই কেন্দ্রগুলিতে। প্রতি উন্নয়ন বোর্ডকে এর জন্য ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। প্রতি উপজাতির পোশাক আলাদা, তাদের অস্ত্রও আলাদা ধরনের। তারা তাদের পারম্পরিক গান ও নাচের মাধ্যমে তাদের অনুষ্ঠান পালন করে।

এসবের মাধ্যমে পর্যটকদের খুব ভালো করে আকর্ষিত করা যাবে। এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ইতিমধ্যেই ১৫ কোটি টাকা ধার্য করেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পরিকল্পনা আছে দেশী ও বিদেশী পর্যটকদের কাছে পাহাড়ের পর্যটনকে তুলে ধরার।

Source: Millennium Post

 

Initiatives to solve scarcity of water for agriculture in the Hills

The Bengal Government wants to solve the problem of scarcity of water for agriculture in the Hills region by implementing ‘hydro water project-zero energy’ across the region.

The GTA would also soon submit certain proposals to the State Government.

The government has already allotted Rs 10 crore to make ways for distributing water for agriculture in the region. Among the measures being undertaken is the digging of ponds, which is part of the ‘Jal Dharo Jal Bharo’ scheme.

The ‘Jal Dharo Jal Bharo’ scheme is also being utilised for micro-irrigation in the Hills.

 

পাহাড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ রাজ্যের

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ‘হাইড্রোওয়াটার প্রোজেক্ট-জিরো এনার্জি’ গঠন করে পাহাড় জুড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বিকল্প উপায়ে কীভাবে পাহাড়ে সেচের জল পৌঁছে দেওয়া যায় তার জন্য জিটিএ’র কাছে রাজ্যের তরফে প্রস্তাব চাওয়া হয়েছে। পাহাড়ে চাষের জল নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব তারা খুব শীঘ্রই রাজ্যের কাছে জমা দিতে চলেছে।

ইতিমধ্যেই চাষের জলের পর্যাপ্ত জোগানের জন্য রাজ্যের তরফে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে তরাই অঞ্চলে যেখানে সম্ভব সেখানে ছোট করে পুকুর কেটে তার মাধমেও এলাকায় জলের যোগান বাড়াতে উদ্যোগ নিচ্ছে জলসম্পদ উন্নয়ন দপ্তর।

সম্প্রতি হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে জল ধরো জল ভরো প্রকল্পের খোঁজ নেওয়ার প্রসঙ্গে পাহাড়ের জলের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে ক্ষুদ্র সেচে জলের পর্যাপ্ত জোগানের লক্ষ্যে জল ধরো জল ভরো প্রকল্পের প্রসার নিয়ে জিটিএর সদস্যদের সঙ্গে জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

‘Synergy’ meet organised to boost MSMEs in Hills

On the heels of the two-day long Hill Business Summit, a “Synergy” meet was organised in Darjeeling by the Micro Small and Medium Enterprises (MSME) department in collaboration with the Confederation of Indian Industries (CII).

Proposals amounting to a sum of around Rs 9 crore have been submitted by different enterprisers in the micro and small sector.

“Synergy”, a one stop destination provides logistical support to MSMEs by providing single point contact; scheme procedures; schemes for startups; upgradation of existing old industries; know how on formation of industrial cooperatives and market access.

Stalls were put up by different departments under the State Government and the Gorkhaland Territorial Administration including MSME, Land, Labour, Power, Fire and Emergency Services, Finance, Tourism, Horticulture. Around 200 entrepreneurs visited.

 

পাহাড়ে অনুষ্ঠিত হল ‘সিনার্জি’ বৈঠক

দার্জিলিং পাহাড়ে উত্পাদিত চকোলেট, নুডলস, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী বিশ্ব বাংলা স্টলের পাশাপাশি বিভিন্ন শপিংমলের বিপণনকেন্দ্রে রেখে বিক্রিতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পেতে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেগুলিরও দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটিরশিল্প বিভাগের ডিরেক্টর।

দার্জিলিঙে স্থানীয় উদ্যোগপতিদের নিয়ে ‘সিনার্জি’ নামে আলোচনা সভায় তিনি জানান, পাহাড়ের ছোটো উদ্যোগপতিদের তৈরি জিনিসপত্র বিক্রিতে ‘এক জানালা’ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এই বৈঠকে ৯ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সব পরিষেবা প্রদানই হল সিনার্জি বৈঠকের লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য থেকে শুরু করে, স্টার্টআপগুলির জন্য কি কি প্রকল্প আছে সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয় সিনার্জিতে। তাছাড়া, পুরোনো শিল্পের আপগ্রেড, শিল্প সমবায় তথা মার্কেট এক্সেস সম্বন্ধেও জানা যায় এখানে।

পাহাড়ের ‘সিনার্জি’’ বৈঠকে রাজ্য সরকার ও জিটিয়ের বিভিন্ন দপ্তর স্টল দিয়েছিল। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন উদ্যোগপতি।

You give us peace, we will give you prosperity: Mamata Banerjee at Hill Business Summit

Chief Minister Mamata Banerjee today inaugurated a two-day industrial meet in Darjeeling. In her speech, she highlighted the potential of the region in the eco-friendly sectors of IT, tourism, horticulture, agro industries, medicinal plants, food processing and education.

There will be sessions from 11 AM to 3 PM tomorrow. The Chief Minister will be present during the sessions on the second day also. Finance Minister Dr Amit Mitra is also present at the meet.

This is for the first time that such a meeting is taking place in the Hills.

Highlights of the Chief Minister’s speech:

It is our proud privilege that we are organising this kind of summit in the Hills for the first time

Darjeeling Hills have a huge potential. Tea, trade, tourism, transport are its mainstay. Horticulture, food processing, skill development and software industry sectors can also be explored.

This kind of initiative (business summit) will go a long way in job creation.

Arrangements were made for this summit within a month. We thank GTA for all the cooperation.

Bengal is going ahead. Bengal means business.

We are No. 1 in India in ease of doing business, e-reforms, e-governance, skill development, agriculture and other sectors.

You give us peace, we will give you prosperity.

Darjeeling lost more than Rs 1000 crore in the strike last year. People of Darjeeling were the biggest sufferers.

Let us make a new beginning. Let us prepare a plan of action. Government will provide all support and cooperation.

The young generation has immense potential. The youth of Darjeeling are very skilled, and can be used in any industry.

Two IT Parks are coming up in Kalimpong and Darjeeling.

We are coming up with proper plan regarding harnessing the horticulture sector – orchids, herbs, even cinchona medicine plant.

An education hub is coming at Kurseong. A new medical college will be set up.

A lot can be done for the development of Darjeeling. We are developing some cottages at Tiger Hill. There are plans for the development of Sandakphu, Kurseong, Mirik and Kalimpong also.

We want to set up industry and folk centre at Mirik. Steel hub, horticulture hub, health hub – a lot can be done in the Hills.

We must ensure Darjeeling is green and clean.

We must shun violence. Political leaders might gain from violence, not the common people.

There is enough scope in tourism sector. In Bengal, we have hill, forest and even sea.

Earlier, Darjeeling was neglected and not taken care of. Now, I come to the Hills every two or three months.

Our government will give you Rs 100 crore for promotional development and job-oriented industries.

Let us compete on the agenda of development.

We want the people of Darjeeling to prosper. I would request the Centre not to play divisive politics in the Hills for the sake of one Lok Sabha seat.

I thank my industry friends for taking interest and coming to the Hills. After the rains yesterday, Kanchenjunga is smiling today.

 

শান্তি থাকলেই সমৃদ্ধি, পাহাড়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

আজ দার্জিলিঙে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল এই সম্মেলন চলবে সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম পাহাড়ে এরকম একটি সম্মেলন হচ্ছে।

তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে – তথ্যপ্রযুক্তি, পর্যটন, উদ্যানপালন, কৃষি শিল্প, ঔষধি গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ও শিক্ষা – পাহাড়ের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

এই প্রথমবার পাহাড়ে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দার্জিলিংবাসীকে অভিনন্দন জানাই।

দার্জিলিংএ বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। চা, বাণিজ্য, পর্যটন, পরিবহণ এগুলোতে তো সুযোগ আছেই। এছাড়া, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, দক্ষতা উন্নয়ন, সফটওয়্যার এগুলোতেও সম্ভাবনা আছে।

এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এরকম উদ্যোগ খুব প্রয়োজন।

জিটিএ এই সম্মেলন করার আবেদন করেছিল, আমরা তার এক মাসের মধ্যে এই সম্মেলন করেছি। জিটিএ কে ধন্যবাদ সবরকম সহযোগিতা করার জন্য।

বাংলা নিজেকে প্রমাণ করেছে, বাংলা এগিয়ে চলেছে। বাংলা মানেই বাণিজ্য।

শিল্প করার সুবিধা, দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কৃষিতে, ই-টেন্ডার, ই-রিফর্ম, ই-গভর্নেন্স – সবেতেই আমরা দেশে শীর্ষে।

পাহাড়ে শান্তি থাকলেই সমৃদ্ধি আসবে।

গত বছর ৬ মাসের বন্ধে দার্জিলিঙের ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। জনগণের সব থেকে বেশী ভোগান্তি হয়।

আসুন নতুন করে শুরু করি, শান্তিতে শুরু করি। আমাদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে।

দার্জিলিঙের যুব সম্প্রদায়ের দক্ষতা আছে। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। বিভিন্ন শিল্পে তাদের কাজে লাগানো যেতে পারে।

আমরা দার্জিলিং ও কালিম্পঙে দুটি আইটিপার্ক তৈরী করছি।

আমরা কৃষি ও উদ্যানপালনের জন্য পরিকল্পনা করছি। অর্কিড, ফুল, সিঙ্কোনা মেডিসিন প্ল্যান্ট কীভাবে কাজে লাগানো যায়, দেখা হচ্ছে।

কার্শিয়ঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। নতুন মেডিক্যাল কলেজও তৈরী হচ্ছে।

দার্জিলিঙের অনেক জায়গার আরও উন্নয়ন করা যায়, টাইগার হিলেও কয়েকটা কটেজ তৈরীর পরিকল্পনা আছে। সান্দাকফু, কার্শিয়ং, মিরিক, কালিম্পঙের উন্নয়ন করা যায়।

আমরা মিরিকে শিল্প ও লোককেন্দ্র গড়তে চাইছি। স্টীল হাব, উদ্যানপালন হাব, হেলথ হাব, এখনও অনেক কিছু করা বাকি আছে।

দার্জিলিঙকে স্বচ্ছ এবং সবুজ রাখতে হবে।

এখানে যেন আর কোনও অশান্তি না হয়। এই অশান্তিতে কিছু রাজনৈতিক নেতার ফায়দা হয়, সাধারন মানুষের না।

পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে।

আগে দার্জিলিঙকে অনেক উপেক্ষা ও অবহেলা করা হত। এখন তো আমি দু-তিন মাসে একবার পাহাড়ে আসি।

দার্জিলিঙে কর্মসংস্থান-মুখী শিল্প গড়ে তোলার জন্য আমাদের সরকার ১০০ কোটি টাকা দেবে।

উন্নয়নের কাজে প্রতিযোগিতা করুন।

দিল্লীর কাছে একটাই অনুরোধ, দার্জিলিংকে সুস্থ থাকতে দিন, দার্জিলিংকে টুকরো করতে কাউকে সাহায্য করবেন না। রাজনীতির জন্য দার্জিলিংকে ভাগ হতে দেব না।

সকল শিল্পপতিকে ধন্যবাদ এখানে আসার জন্য, গতকাল শিলাবৃষ্টির পরও আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।

 

 

Process of dialogue for restoring normalcy in the Hills has begun: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today held a meeting with political parties from the Hills to end the ongoing impasse in the Darjeeling Hills and restore normalcy in the region.

Four major political parties (GJM, JAP, GNLF and TMC) were present at the meeting.

 

Here is what the Chief Minister said after the meeting:

Today’s meeting was positive and cordial. A dialogue process has been initiated to restore normalcy in the Hills and bring back peace in the region.

Dialogue is a continuous process. Regular interaction will continue. We will meet again on September 12 in Uttarkanya at 3 PM.

We are all in favour of restoring peace and normalcy in the Hills. We requested them (the Hill parties) to withdraw the bandh, as common people are suffering. Tea, tourism, transport sectors have been hampered.

Let them take their time. They have their own political considerations. Government is bound by its constitutional mandate. But the process of dialogue should continue.

We thank the representatives of all the Hill parties who were present today. We want peace and progress in the Hills.

 

 

পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনা প্রক্রিয়া চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের ৪ টি বড় রাজনৈতিক দল (GJM, JAP, GNLF and TMC) আজকের এই বৈঠকে উপস্থিত ছিল।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আজকের এই বৈঠক ইতিবাচক হয়েছে। আজকের এই বৈঠকের মাধ্যমে একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আজকের এই বৈঠক।

এখন থেকে নিয়মিত আলোচনা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩ টেয় উত্তরকন্যায় বৈঠক হবে।

আমারা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক, সমস্যার সমাধান হোক। বনধ তুলে নেওয়ার জন্য আমরা ওদের (পাহাড়ের দলগুলিকে) অনুরোধ করেছি। চা বাগান বন্ধ হয়ে গেছে; পর্যটন, পরিবহণ সব কিছুর ক্ষতি হচ্ছে।

পাহাড় নিয়ে আলোচনা শুরু হল, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে। এবার ওদের (পাহাড়ের দলগুলি) নিজেদের আলোচনা করতে দিন, ওদের কিছু সেট আপ রয়েছে। তবে নিয়মিত আলোচনা হবে।

পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমার ধন্যবাদ। পাহাড়ের ভাই-বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। পাহাড়ের উন্নয়ন হোক।

Bengal Govt to hold talks on Hills crisis on August 29: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at the State secretariat, Nabanna, to announce that the president of the central committee of the Gorkha National Liberation Front (GNLF) has written to the Bengal Government, asking for a “high-level intervention to end the present crisis in the Hill areas of Darjeeling” and has “humbly requested for talks to restore peace and normalcy in the Hills”.

The Chief Minister said that the Government, ever eager to bring normalcy to the Darjeeling and the entire Hills region, has “decided to respond positively to the request”, setting August 29 as the date for a meeting at which not only GNLF but “all major political parties will be called”. The meeting will be held at Nabanna from 4 pm. That the Government is attaching importance to the fact that GNLF has extended the hand of friendship to the Government was also borne out when she said, “GNLF is a very old party”.

She said, “Representatives of the development boards will also be called to the meeting”. Mamata Banerjee also extended an open invitation to all “political parties that think on similar lines as the GNLF”, saying they are “welcome to join” as well.

“We are in favour of peace, normalcy and development. We are ready to talk to anyone who is in favour of peace and normalcy. I had myself chaired a meeting with all the chairpersons of the development boards”, said the Chief Minister in the course of the press conference.

Underlining once again the policy of the State Government, the Chief Minister said, “We want development of the Hills. I appeal to my brothers and sisters in the Hills to cooperate with us to restore peace and normalcy there. Working together is essential for the development of the Hills and of the State as a whole”.
 

 

আগামী ২৯ আগস্ট পাহাড় নিয়ে বৈঠক করবে রাজ্য সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙের এ শান্তি ফিরিয়ে আনার জন্য আলোচনার আবেদন জানিয়ে গতকাল GNLF এর কেন্দ্রীয় কমিটি-র সভাপতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন। সেই চিঠির সদর্থক জবাব দিয়ে আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

GNLF এর Central Committee-র সভাপতি গতকাল আমাদের একটা চিঠি পাঠিয়েছেন দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একটি বৈঠক করার জন্য। দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের অনুরোধ জানিয়েছেন তারা।

আমি ওদের অনুরোধের প্রেক্ষিতে respond করছি। যারা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাদের সঙ্গে সরকার সব সময় কথা বলতে পারে। কথা বলাটা রাজনৈতিক সৌজন্যতা। আমরাও চাই উন্নয়ন হোক, শান্তি আসুক। এর আগে আমি দার্জিলিঙের উন্নয়ন পর্ষদগুলির চেয়ারম্যানদের নিয়ে একটা বৈঠক করেছিলাম। GNLF অনেক পুরনো দল। ওনারা কথা বলতে চান, এটা একটা শুভ সংকেত, constructive সংকেত।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৯ তারিখ বিকেল ৪ টেয় নবান্নে একটি বৈঠক করব, যারা শান্তির পক্ষে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান তাদের নিয়ে। মেজর পলিটিকাল পার্টির নেতারা সহ সব উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এই সিদ্ধান্তের সাথে যারা একমত সেইসব পার্টি চাইলে এগিয়ে আসতে পারেন।
আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা চাই পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য আমি পাহাড়ের ভাই বোনেদের আবেদন জানাচ্ছি। পাহাড় সহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করা জরুরী।

 

 

Bengal CM criticises Opposition for fanning tension in the Hills, bats for talks

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Opposition for fanning tensions in the Hills just for their vested interests. She gave a statement in the State Assembly on Tuesday in connection with the situations in the Hills.

She once again requested parties in Darjeeling Hills to shun violence so that common people could get some respite from the indefinite shutdown.

Urging the parties to hold discussions with the state government over its demand for a separate state of Gorkhaland, the CM told the Assembly that schools, offices and tourism have come to a halt due to the bandh in the Hills and the region has suffered a loss of Rs 550 crore.

Mamata, according to PTI, said that Darjeeling had been a part of West Bengal and she will not allow its division, adding that time has come for election to the Gorkhaland Territorial Administration as its five-year-term comes to an end.

 

বন্‌ধ প্রত্যাহার করলেই আলোচনা, দার্জিলিং প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং পাহাড়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাজ্য সরকার। তবে আন্দোলনকারীদের আগে হিংসা ও বন্‌ধ প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতির যে সুষ্ঠু মীমাংসা সম্ভব, সেটা আবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার বিধানসভায় জিটিএ এবং দার্জিলিঙের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত রিপোর্ট পেশ করতে গিয়ে বিধানসভায় এমন মনোভাব প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত পাহাড়ে ৫৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিং ইস্যুতে বামপন্থীরা চিরকালই মানুষকে বিভ্রান্ত করছে। ভাষা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ওটা বামপন্থীদের রটনা। দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি বা অন্যান্য আন্দোলন বহুকাল আগে থেকেই চলছে। আমরা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক করেছি। প্রতি ১০ বছর অন্তরই ওদের একটা আন্দোলন চাগিয়ে ওঠে। সাম্প্রতিক অতীতে গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে সমর্থন হারাচ্ছিল। পুর নির্বাচনে তার ছায়া পড়েছিল। চুক্তি অনুসারে জিটিএ–‌র পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে। এবার সেখানে নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চা হারানো জমি পুনরুদ্ধারের জন্য গোর্খাল্যান্ডের দাবিতে নতুন করে আন্দোলন করছে। রাজ্য প্রশাসন যথেষ্ট সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি মানুষের প্রাণহানি। তা–‌ও আমরা ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দরজা খোলা রেখেছি।”

Bengal CM declares Kalimpong as 21st district of the State

Today Bengal Chief Minister Mamata Banerjee announced Kalimpong as 21st district of the State.

“I am in the Hills because Kalimpong is becoming a new district. In April, Jhargram and Asansol will become districts,” she said on Monday.

The State Government recently created 15 development and cultural boards for different hill communities. The boards are to ensure all-round development of these communities.

On December 18, 2015, the West Bengal Cabinet gave a nod to the formation of Kalimpong district and Mirik sub-division.

At today’s public meeting, the CM laid the foundation stones several developmental projects including the development of Nature Interpretation Centre at Kalimpong, renovation of roads, Anjuman-E-Islamia Community Hall in Kurseong, Subhas Ghising Memorial Community Hall in Dow Hill, renovation of Raj Rajeshwari Hall in Kurseong, renovation of infrastructure in Naxalbari.

 

Excerpts of her speech:

  • Today is Kalimpong Day. I congratulate all of you
  • People of Kalimpong wanted a new ray of light. Valentine’s Day has become Kalimpong Day now
  • Five years ago when I started coming to the Hills, I wanted to develop the Hills. We formed the GTA
  • GTA and local municipalities have the power to carry out development in the Hills. I wanted to give extra support
  • We formed 15 developmental boards. We have taken initiatives to promote tourism
  • We developed Morgan House, Hill Top tourism circuit. We have done a lot of work and will continue to do so
  • Kalimpong did not have full administrative support. People had to go all the way to Darjeeling for work
  • We are proud of our students. They are our assets. They are our future
  • We will take up a new water supply project for Kalimpong
  • We will develop the Kalimpong-Sikkim Silk Route at a cost of Rs 220 crore
  • Those who indulge in violence do not want peace in the Hills
  • We don’t want violence in Hills.We believe unity is strength.Will not tolerate if someone tries to incite violence
  • Those who cannot fight us politically try to incite violence. We will not allow any violence between any community
  • Hum Kalimpong ka unnati chahanche. Hum Maa-Behen ka izzat chahanche. Hum naujawan ke liye naukri chahanche

 

২১তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল কালিম্পঙ

আজ কালিম্পঙের মেলা গ্রাউন্ডে মঞ্চে দাঁড়িয়ে মমতা কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করলেন। শহর আবেগে ভাসছে। চারদিকে পতাকা–‌ফেস্টুন যেন উৎসব শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কালিম্পঙে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী হাত নাড়িয়ে তাঁদেরও পাল্টা অভিনন্দন জানান। রাস্তার দু’‌ধারে ছিলেন অসংখ্য মানুষ। শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, তোরণ।

মহকুমা শাসকের অফিসে বসেই আপাতত নতুন জেলার কাজ হবে। এই বাড়িটি সংস্কারের কাজ হচ্ছে। ২০১১–‌য় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বহুবার কালিম্পঙে এসেছেন। চারিদিকে ঘুরেছেন। কালিম্পংকে আরও সাজিয়ে তোলার ইচ্ছে আছে তাঁর।

মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন তিনি পাহাড়কে কিছুতেই ভাগ হতে দেবেন না। ২০১১–‌র পর থেকে এ পর্যন্ত মুখ্যমন্ত্রী ১৫টি বোর্ড তৈরি করেছেন।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ কালিম্পং দিবস। আমি সকলকে অভিনন্দন জানাই
  • কালিম্পঙের মানুষ একটি নতুন আশার আলো চেয়েছিল। ভ্যালেনটাইনস ডে এখন কালিম্পং ডে
  • পাঁচ বছর আগে আমি পাহাড়ে আসা শুরু করেছিলাম, আমি পাহাড়ের উন্নয়ন চাই। আমরা জিটিএ তৈরি করেছি
  • জিটিএ এবং লোকাল কর্পোরেশনের হাতেই পাহাড়ের উন্নয়নের ক্ষমতা। রাজ্য সরকার যথাসাধ্য সাহায্য করেছে
  • আমরা ১৫টি উন্নয়ন পর্ষদ গঠন করেছি। পর্যটন বিকাশের জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি
  • আমরা হিল টপ ট্যুরিজম সার্কিট, মরগ্যান হাউসের উন্নয়ন করেছি।আমরা অনেক কাজ করেছি আর ভবিষ্যতেও করব
  • কালিম্পঙের মানুষকে সব কাজের জন্য দার্জিলিং যেতে হত
  • আমরা আমদের ছাত্রছাত্রীদের জন্য গর্বিত। ওরা আমাদের সম্পদ, ওরাই দেশের ভবিষ্যৎ
  • কালিম্পঙে নতুন জল সরবরাহ প্রকল্প হবে
  • ২২০ কোটি টাকা খরচ করে আমরা কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়ন করব
  • যারা পাহাড়ে হিংসা ছড়াচ্ছে, তারা পাহাড়ে শান্তি চায় না
  • আমরা পাহাড়ে কোনরকম অশান্তি চাই না। আমরা বিশ্বাস করি একতাই বল
  • আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে অশান্তি ছড়াচ্ছে। সরকার কোন অশান্তি বরদাস্ত করব না
  • আমরা কালিম্পঙের উন্নতি চাই, মা-বোনেদের সম্মান চাই, যুব সম্পদায়ের জন্য কর্মসংস্থান চাই

 

 

No shutdown in Hills: Mamata Banerjee

In a bid to foil the bandh called by the Gorkha Janmukti Morcha (GJM) in Darjeeling Hills, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said there will be no shut down in the hills.

“Bengal’s economy was affected by bandhs. There was enough bandh politics. There should be no more bandhs and blockades,” she said at a gathering in Murshidabad.

Three ministers of the West Bengal Cabinet, Goutam Deb, Rabindranath Ghosh and James Kujur are in the Hills to monitor the situation. The Bengal Government has also decided to enforce a three-day pay cut for it’s employees in Darjeeling who will not attend their offices during the bandh in the Hills.

Trinamool Congress organised a rally yesterday requesting people to maintain normalcy of life during the bandh.

 

পাহাড়ে বনধ বরদাস্ত নয়: মমতা

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধকে নস্যা९ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন পাহাড়ে বনধ বরদাস্ত করব না।

মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বনধের কারণে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এতদিন অনেক বনধের রাজনীতি হয়েছে। আর কোন বনধ নয়”।

পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার তিনজন মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং জেমস কুজুরকে পাহাড়ের পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। বনধের কারণে দার্জিলিঙে যেসকল রাজ্য সরকারী কর্মচারী অনুপস্থিত থাকবে তাদের তিন দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বনধের সময় জনজীবন স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে গতকাল একটি মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস।