WB CM inaugurates irrigation, water and healthcare projects

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated irrigation, water and healthcare projects at in New Town today.

Five projects under the Irrigation & Waterways Department were inaugurated: a concrete bridge over Tolly Nullah (Adi Ganga), beautification of both sides of Keshtopur Canal adjoining VIP Road, dredging of Tolly Nullah from Garia station to Shamukpota, construction of another pump house in Sonarpur and construction of concrete bridges over storm water and drain water channels in Ghunimeghi mouza, the last three being in South 24-Parganas district.

Chief Minister Mamata Banerjee also inaugurated a 100 MGD (millions of gallons per day) drinking water supply project. The first phase of the project is of 20 MGD capacity, for supplying water in New Town. The rest would cover the civic areas of Bidhannagar, Nabadiganta Township, South Dum Dum and Haroa.

Along with these, some major healthcare projects were inaugurated, too. Superspeciality hospitals in Bolpur and Metiabruj are part of the grand project of 41 superspeciality hospitals in the State. The other projects inaugurated were: critical care unit (CCU) at NRS Medical College and Hospital, dialysis unit at Bishnupur District Hospital, and digital X-Ray units at Gangarampur Subdivisional Hospital, Sagar Dutta Medical College and Hospital and RG Kar Medical College and Hospital.

 

নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ নিউটাউনে সেচ ব্যবস্থা, জল সরবরাহ এবং স্বাস্থ্যবিভাগের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেচ ও জলপথ বিভাগের ৫ টি প্রকল্পের উদ্বোধন হল এদিন। গৃহীত প্রকল্পগুলি হল কালীঘাট মন্দিরের নিকট আদি গঙ্গার (টালি নালা) উপরে পারাপারের পাকা সেতু নির্মাণ, ভি.আই.পি রোড সংলগ্ন কেষ্টপুর খালের উভয় পাড় সৌন্দর্যায়ন, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া স্টেশন থেকে শামুকপোতা পর্যন্ত আদি গঙ্গার (টালি নালা) ১৩ কিমি দৈর্ঘ্যে ও বিদ্যাধরী খালের ১২ কিমি দৈর্ঘ্যে পুনঃখনন, সোনারপুরে পাম্প হাউস নির্মাণ, ভাঙ্গর থানার ঘুনিমেঘি মৌজায় এস.ডব্লিউ.এফ ও ডি.ডব্লিউ.এফ চ্যানেলের ওপর পাকা সেতু নির্মাণ।

নিউটাউনে ১০০ MGD ভূ-পৃষ্ঠ জল সরবরাহ প্রকল্প উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে ২০ MGD জল সরবরাহ করবে নিউ টাউনে, দ্বিতীয় পর্যায়ে ৮০ MGD জল সরবরাহ করবে বিধাননগর, নবদিগন্ত, দক্ষিণ দমদম এবং হাড়োয়া এলাকায়।

এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পেরও উদ্বোধন হল। এগুলি হল – বোলপুর এবং মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এন.আর.এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিট, বিষ্ণুপুর জেলা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট, গঙ্গারাম মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিজিটাল এক্স-রে।