Now, KMC to collect garbage four times a day

From August 15, Kolkata Municipal Corporation (KMC) will introduce the system of collecting garbage during the evenings too. This will be a major step towards better solid waste management in the city.

With this routine in place, daily garbage collection will increase from three times to four.

KMC will set up three groups of people for each borough, who will keep an eye on garbage accumulation from 12 noon till 9 pm. Each group will have a supervisor. The groups will inform the Solid Waste Management Department of the corporation at which places garbage has accumulated and from where KMC’s vehicles may collect the same from.

Waste amounting to 4,500 metric tonnes is generated per day in Kolkata, which the KMC handles, while the total municipal waste generation in Bengal stands at 14,000 metric tonne per day.

The Bengal Government’s Solid Waste Management Rules 2016 categorises solid waste into six broad categories – industrial hazardous waste, healthcare or biomedical waste, solid waste (waste from houses, schools, offices, etc.), plastic waste, electronic or e-waste and construction or demolition waste. The Government is working upon classifying solid waste under three subcategories – biodegradable waste, recyclable waste and inert waste.

Source: Millennium Post

State Govt inks MoU with UK body for skill development of healthcare professionals

For skill development of healthcare professionals employed with the Bengal Government, a Memorandum of Understanding (MoU) has been signed between the State Government’s Institute of Health and Family Welfare and the United Kingdom’s Department of Health’s Health Education England.

According to a communiqué, the initiative to sign the agreement was taken to ‘strengthen the collaborative relationship to support skill development of healthcare professionals in Bengal and the UK’, after ‘recognising the common healthcare challenges the two countries face and as well as the value of learning in a global context’.

The MoU will ensure sharing of expertise on education and training of healthcare professionals, including review, and upgradation, wherever required, of existing educational programmes, and development of new ones.

According to Health Department officials, the agreement will facilitate acquiring of best practices in healthcare education and practices by doctors of Bengal. in fact, it will be beneficial for both as it will be a continuous process of knowledge sharing.

Source: Millennium Post

 

স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউকের সাথে মৌ স্বাক্ষর রাজ্যের

রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বিকাশের জন্য ইউকের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এই চুক্তিটি হয়েছে রাজ্যের ‘ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ এর সাথে  ইউকের স্বাস্থ্য দপ্তরের ‘স্বাস্থ্যশিক্ষা ইংল্যান্ড’ এর।

বাংলা ও ইউকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং স্বাস্থ্যক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের দক্ষতা বিকাশের জন্যই এই উদ্যোগ। এই দুই দেশে স্বাস্থ্যপরিষেবা প্রদানের ক্ষেত্রে যে প্রতিকূলতা আছে তার মূল্যায়ন করে আন্তর্জাতিক স্তরে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোও লক্ষ্য এই চুক্তির।

এই মউয়ের ফলে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ বাড়বে। এর ফলে বর্তমান স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামো যেমন উন্নীত করা যাবে তেমনই ভবিষ্যতে আরও নতুন কর্মসূচী চালু করার সুযোগও পাওয়া যাবে।

Health for all: Bengal shows the way

Healthcare is one of the major factors that determine the progress of a State and its people. From the time Trinamool Congress came to power, the state of healthcare in Bengal has progressed by leaps and bounds. The best matrix to judge this would be to look at some of the targets set by the National Health Policy 2017 for the country and comparing it to West Bengal.

The Central Government target for Life Expectancy at Birth is to achieve 70 by the year 2025. The Life Expectancy at Birth in Bengal in 2014 was 70.2.

The total Fertility Rate the Central Government hopes to attain by 2025 is 2.1, whereas in Bengal it was 1.6 as early as 2013. The lower the Total Fertility Rate, the better it is.

It is the same if we look at Infant Mortality Rate, where the Centre hopes to reduce the rate to 28 by 2019. In Bengal we had already lowered it to 26 in 2016.

In the last six years, Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

The State Government has also taken the path-breaking decision of withdrawing all user charges from all Government hospitals, including medical college hospitals. These user charges include those of drugs, surgical implants and usage of costly devices.

Under Mamata Banerjee, the Health Department has been one of the best-performing departments over the last five years in West Bengal. People all over the State are very happy with the overall developments in Healthcare.

 

স্বাস্থ্যে মমতার ছোঁয়া মা-মাটি-মানুষ সরকারের

মমতা বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর বিগত পাঁচ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নায্যমূল্যের ওষুধের দোকান, নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র এবং মাল্টি -সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন এনেছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হল জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭-র রিপোর্ট।

জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭ অনুযায়ী,

Life expectancy at birth:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট – ৭০
২০১৪ পশ্চিমবঙ্গ – ৭০.২

Total Fertility rate:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২.১ শতাংশ। ২০১৩ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এই হার ১.৬ শতাংশ।

শিশু মৃত্যুর হারঃ

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২৮। ২০১৬ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ২৬।

ইন্সটিটিউশন ডেলিভারিঃ

বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ইন্সটিটিউশন ডেলিভারির হার ৬৫ শতাংশ(২০১১) থেকে বৃদ্ধি পেয়ে ৯০ হয়েছে।

 

বর্তমানে রাজ্যের সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। এর পাশাপাশি, রাজ্যে সরকারী হাসপাতালগুলিতে ভর্তি সকল রোগীদের বিনমূল্যে ওষুধপত্র ও অনান্য সুযোগ সুবিধেও দেওয়া হচ্ছে। সরকারী হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে হয়েছে ২৭,০০০। সব মিলিয়ে সার্বিক উন্নয়নে রাজ্যের সমস্ত মানুষ খুব খুশি।

 

 

Bengal Govt allots Rs 3300 crore to spruce up state-run health system

After proposing a regulatory body to keep tabs on private health facilities, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday turned the focus on the government healthcare system, raising the plan budget from Rs 2,999.22 crore in 201617 to Rs 3,299 crore, as a first step to augment the infrastructure. The Rs 300-crore raise seems to be in sync with the steady increase in budgetary allocation since 2011-12, when the plan budget was merely Rs 871.87 crore.

A total of 42 multi and super-speciality hospitals, each with 300-500 beds, are being built in 15 districts at a cost of Rs 2,714 crore. Besides, 33 critical care units (CCU) and 21 high-dependency units (HDU) are already functional in tertiary and secondary hospitals. Fourteen more such CCUs and HDUs will operate by 2017-’18.

Eight health districts have been created at Nandigram, Jhargram, Bishnupur, Rampurhat, Diamond Harbour, Bashirhat, Asansol and Kalimpong to streamline the functioning of the district health administration. 27,000 beds have been added in the new and existing government hospitals together. To cater to the pressure, 4,544 doctors, 6,535 nurses, 833 pharmacist and 1,001 technicians have been added to the existing medical and paramedical force of the state.

At present, 113 Fair Price Medicine Shops offer discount up to 72%. 52 Fair Price Diagnostic Centres offer CT scan, MRI and Digital X-ray at low rate. Four State-run and three private Medical colleges offer 3150 MBBS seats, 133 PG seats and 31 post-doctorate seats. At present there are nine nursing training schools and five more are coming up. The Milk Bank at SSKM and the cord blood bank at Calcutta School of Tropical Medicine are now functioning. The number of sick newborn stabilization unit now stands at 370 while there are 70 sick newborn care units.

 

স্বাস্থ্য খাতে ৩৩০০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার

বেসরকারি হাসপাতালের গতিবিধির ওপর নজর রাখতে রেগুলেটরি কমিশন তৈরীর পর বুধবার বিধানসভায় পেশ হল স্বাস্থ্য বাজেট। ২০১৬-১৭ আর্থিক বছরে এই বাজেটে বরাদ্দ অর্থের পরিমাণ ২,৯৯৯.২২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩২৯৯ কোটি টাকা করা হয়েছে। ২০১১-১২ সালে যেখানে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ টাকার তুলনায় এবারের বাজেটে বরাদ্দ টাকার পরিমাণ ৩০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে যখন পরিকল্পনা খাতে বরাদ্দ টাকার পরিমাণ ৮৭১,৮১ কোটি টাকা।

১৫টি জেলায় ২,৭১৪ কোটি টাকা খরচে মোট ৪২টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরী হয়েছে। এগুলির প্রত্যেকটিতে ৩০০-৫০০টি বেড রয়েছে। এর পাশাপাশি ৩৩টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হয়ে গেছে।২০১৭-১৮ সালে এই রকম আরও ১৪টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হবে।

নন্দীগ্রাম, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, রামপুরহাট, ডায়মন্ড হারবার, বসিরহাট, আসানসোল ও কালিম্পং সহ ৮টি স্বাস্থ্য জেলা তৈরী হয়েছে। নতুন ও পুরনো সরকারী হাসপাতালগুলিতে বেডের সংখ্যা ২৭০০০ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন মেডিকেল ও প্যারামেডিকেল সেন্টারগুলিতে ৪৫৪৪ জন ডাক্তার, ৬৫৩৫ জন নার্স, ৮৩৩ ফার্মাসিস্ট এবং ১০০১ জন টেকনিশিয়ানকে নিযুক্ত করা হয়েছে।

বর্তমানে ১১৩ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে যেখানে প্রায় ৭০% ছাড়ে ওষুধ পাওয়া যায়। ৫২ টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে কম খরচে সিটি স্ক্যান, এম আর আই এবং ডিজিটাল এক্স-রে করা হয়। ৪টি সরকারী ও ৩টি বেসরকারী মেডিকেল কলেজ রয়েছে যেখানে এম বি বি এস এর আসন সংখ্যা ৩১৫০, পিজি-র আসনসংখ্যা ১৩৩ এবং পোস্ট ডক্টরেটের আসন সংখ্যা ৩১। বর্তমানে ৯টি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে আরও ৫টি স্কুল তৈরী হচ্ছে। এস এস কে এমে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কর্ড ব্লাড ব্যাঙ্ক পরিষেবা চালু হয়ে গেছে। ৩৭০টি এসএনএসইউ তৈরী হয়েছে আগে এই সংখ্যা ছিল ৭০।

 

Biggest healthcare reform under Mamata Banerjee – Highlights of new ‘Health Bill’

Mamata Banerjee led Government has ushered in sweeping reforms in healthcare system in the State with the new West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017.

The bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

It may be mentioned that on 22 February, the Chief Minister had conducted a meeting with representatives of various private hospitals and nursing homes in Kolkata. In the meeting she had announced the formation of a regulatory commission for private hospitals.

Highlights of the bill:

  • From bed charge to cost of surgery or ICU charges, all packages must have a specific charge. Patients must not be charged more than what is mentioned in the rate chart.
  • Additional costs, if any, during the course of treatment, cannot exceed a certain percentage of the package. The additional cost must be clearly specified in the bill.
  • Every hospital must display the fixed rate chart.
  • e-prescriptions and all medical records must be given to patients.
  • Help desks must be set up to assist families of patients regarding any information about the bill or treatment.
  • Hospitals cannot withhold the bodies of deceased patients if bill is pending.
  • Primary treatment must be provided to accident victims before informing the police.
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops.
  • If any hospital violates the new law, they will be fined Rs 10 lakh or more. Government also has the right to cancel their license.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যক্ষেত্রে বিরাট সংস্কার

এবার হাসপাতালের লাগাম ছাড়া বিলে রাশ টানতে কড়া আইন আনলেন মুখ্যমন্ত্রী। নতুন যে আইন মুখ্যমন্ত্রী তৈরি করছেন, তাতে কী থাকছে?

• নতুন বিলের নাম ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭।

• অপারেশন থেকে শুরু করে বেডের চার্জ, আইসিইউ থেকে যেকোনও প্যাকেজের দর নির্দিষ্ট করে রাখতে হবে। তার থেকে বেশি টাকা কোনও অবস্থাতেই নেওয়া যাবে না।

• চিকিৎসা চলাকালীন আরও কোনও খরচ বাড়লেও সেই রেট বা চার্জের বাইরে একটি নির্দিষ্ট শতাংশ টাকাই অতিরিক্ত হিসেবে বিলে সংযোজন করা যাবে। অতিরিক্ত খরচের সবটা বিলে স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

• ফিক্সড রেট চার্ট টাঙিয়ে দিতে হবে প্রত্যেকটি হাসপাতালে।

• ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে।

• বিল ও চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য রোগীর পরিবারকে জানানোর জন্য হাসপাতালে হেল্প ডেস্ক স্থাপন করতে হবে।

• বিল বাকি থাকলেও মৃতদেহ কোনও ভাবে আটকে রাখা যাবে না।

• দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে আগে প্রাথমিক চিকিৎসা করে তার পর পুলিশকে জানাতে হবে।

• ১০০ বা তার বেশি শয্যাবিশিষ্ট হাসপাতালে ফেয়ার প্রাইস মেডিসিন শপ চালু করতে হবে।

• নতুন আইনের কোনও ধারা অমান্য করলে বেসরকারি হাসাপাতালের ১০ লাখ টাকার বেশি জরিমানা এবং লাইসেন্স বাতিলের ক্ষমতা থাকছে রাজ্য সরকারের হাতে।

Provide selfless service to patients with a smile, Didi tells private hospitals

Bengal Chief Minister Mamata Banerjee today urged the private hospitals to treat patients, specially those from economically weaker sections, with a smile. She was speaking at the function of a private hospital in Newtown.

The CM said that hospitals are not a place for business. “The State Government is ready to provide full cooperation to you but not for fleecing the poor,” she reiterated. She added that for incidents of violence at hospitals, law will take its own course.

The CM suggested to the private hospitals that they could start ‘budget section’ for poor people.

On February 22, 2017, the Chief Minister had met with representatives of the private hospitals and nursing homes in and around Kolkata. In the meeting she had announced that a Commission to regulate the private hospitals would be set up.

 

 

হাসিমুখে মানুষের জন্য কাজ করুন, বেসরকারি হাসপাতালগুলিকে বললেন মুখ্যমন্ত্রী

আরও একবার বেসরকারি হাসপাতালগুলিকে রোগীদের প্রতি মানবিক আচরণের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিউটাউনে এক বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন মানবিকতার সঙ্গে, হাসিমুখে মানুষের জন্য কাজ করুন।

মুখ্যমন্ত্রী বলেন, “সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত, কিন্তু গরীব মানুষদের লুঠ করা চলবে না”। তিনি আরও বলেন, হাসপাতালে কোন রকম অশান্তি আমরা সমর্থন করি না। আইন আইনের পথে চলবে।

গরীবদের জন্য বেসরকারি হাসপাতালগুলিকে একটি ‘বাজেট সেকশন’ তৈরী করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

গত ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী টাউন হলে কলকাতা ও আশেপাশের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের জন্য একটি হেলথ রেগুলেটরি কমিশন গঠন করার কথাও ঘোষণা করেন।

 

People hail Bengal CM’s move as ‘milestone’

Appreciation and words of thanks came flooding for Chief Minister Mamata Banerjee from all walks of life on Thursday, a day after she pulled up private healthcare facilities in the city. Citizens of Kolkata and other parts of Bengal welcomed the move to form the West Bengal Health Regulatory Commission to monitor the functioning of the private hospitals and nursing homes.

Calling it a “milestone decision” by the government, the people from the city expressed their heartfelt gratitude to the Chief Minister as they believe that the decision will help the patients in many ways.

It may be mentioned that in an unprecedented move, the Chief Minister on Wednesday pulled up the private hospitals and nursing homes over various issues. The people are happy as the head of the state has come up with a policy to fix accountability on the part of the hospital authorities.

 

বেসরকারি হাসপাতালগুলির জন্য কমিশন গড়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ সাধারণ মানুষের

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে নজরদারি রাখতে হেলথ রেগুলেটরি কমিশন তৈরি করবে রাজ্য| মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০ সদস্যের সেই কমিটির মাথায় রাখা হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সঙ্গে থাকবেন ৫ জন চিকি९সক ও আধিকারিকরা। এই কমিটি মুখ্যমন্ত্রীকে প্রতি মাসে একবার করে রিপোর্ট দেবে।

ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট আরও কঠোর করতে আগামী ৩ মার্চ বিল আনা হচ্ছে বিধানসভায়|

উল্লেখ্য এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ। বুধবার মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে ‘মাইলস্টোন ডিসিশন’ আখ্যা দিয়েছে মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে।

 

 

Healthcare must be provided at affordable cost: Mamata Banerjee

Chief Minister of Bengal Mamata Banerjee today met with the representatives of private hospitals and nursing homes at Town Hall to take stock of the functioning of the functioning of these hospitals.

In the meeting, the Chief Minister said, “There are some complaints against private hospitals, but people should not take law in their own hands.”

The Chief Minister highlighted several achievements of the state government in improving the medical facilities in State. She said, “27000 beds have been increased in the government hospitals in the last few years. Four lakh people have been registered under the Swastha Sathi programme and government hospitals have also started e-prescriptions.”

The Chief Minister also mentioned, “The people choose which hospital they will get treated in. Bengal is the gateway to North East India, Bangladesh and Nepal from where people also come here for treatment. Patients trust the hospitals with their lives, they must be treated humanely. The treatment must be provided with ease and simplicity. This is a social responsibility.”

She suggested to the private hospitals that they must maintain e-records of patients. The Chief Minister also mentioned that the Government will bring in an amendment to the West Bengal Clinical Act in the upcoming session of the Assembly.

She ended the meeting stating that the government will set up West Bengal Health Regulatory Commission headed by a former judge for monitoring private hospitals.

 

সহজ-সরল-সুলভ খরচে স্বাস্থ্য পরিষেবা দিতে হবেঃ মুখ্যমন্ত্রী

আজ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম  গুলির সঙ্গে টাউন হলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু কিছু বেসরকারি হাসপাতালের নামে অভিযোগ আসছে। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না”।

মুখ্যমন্ত্রী জানান, গত ৫ বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ৪ লক্ষ মানুষ রয়েছেন। সরকারি হাসপাতালে ই-প্রেসক্রিপশন চালু করা হয়েছে।”

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ কোথায় চিকি९সা করাবেন সেটা তাদের স্বাধীনতা। বাংলা উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে, বাংলাদেশ ও নেপাল থেকেও অনেক মানুষ এখানে আসেন চিকি९সার জন্য। মানুষ হাসপাতালগুলিকে বিশ্বাস করে। তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। মানুষকে স্বাস্থ্য পরিষেবা সহজ-সরল-সুলভে দিতে হবে। এটাও একটা সামাজিক দায়িত্ব”।

তিনি আরও বলেন, “দিল্লি ও মুম্বাইয়ের জীবনযাত্রার মান কলকাতার থেকে অনেক বেশি তাই ওখানকার খরচের সাথে কলকাতার খরচ তুলনা করা যায় না।”

তিনি বলেন, কোনও হাসপাতাল থেকে এমারজেন্সি রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত না।

হাসপাতালগুলিকে ‘বাজেট সেকশন’ চালু করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী যেখানে সাধারণ মানুষ সুলভে স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন।

মুখ্যমন্ত্রী বলেন “সরকারি ও বেসরকারি হাসপাতাল একে অপরের পরিপূরক। বর্তমানে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। মা ও শিশুদের সুরক্ষাই আমদের লক্ষ্য। রোগীদের সাথে মানবিক আচরণ করতে হবে। কিন্তু হাসপাতালে কোনরকম অশান্তি আমরা সমর্থন করি না। হাসপাতাল মানুষের সেবার জায়গা। হাসপাতালগুলির উচিত রোগীদের ই-রেকর্ড রাখা”।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল অ্যাক্ট এমেন্ড করা হবে এবং করব বেসরকারি হাসপাতালেগুলিকে মনিটর করতে একটি West Bengal Health Regulatory Commission গঠন করা হবে।

 

 

Bengal achieves social revolution in child health care system: Mamata Banerjee

Bengal has achieved a social revolution in child care sector under the state’s health system.

Infant Mortality Rate (IMR) in Bengal, which was 32 in 2011, has declined to 28 in 2014, as per the recent SRS data published in July, 2016.

Bengal has achieved the highest decline in the country in IMR as a big state, and has been appreciated with Trophy and Certificate of Merit in the National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India, organized by the Ministry of Health and Family Welfare, Government of India at Tirupati during 29-31st August, 2016.

The corresponding figures of IMR of the country as a whole are 44 in 2011 and 39 in 2014. Thus, Bengal is far ahead of the country as a whole in terms of this critical health parameter.

“This achievement is due to the hard work and dedication of Doctors, officials and workers of our health sector. We are committed to do much more work for the society. I congratulate my Health and other related departments,” Chief Minister Mamata Banerjee said in the Facebook post.

 

শিশু কল্যাণের ক্ষেত্রে বাংলার মুকুটে নতুন পালক

শিশু কল্যাণে বাংলার মুকুটে নতুন পালক। ২০১১ সালে বাংলায় শিশু মৃত্যুর হার (আই এম আর) ছিল ৩২, সম্প্রতি ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত এসআরএস তথ্য অনুযায়ী, ২০১৪ সালে এই হার কমে দাঁড়িয়েছে ২৮য়ে।

শিশু মৃত্যুর হার কমার প্রবণতায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় দ্বারা আয়োজিত National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India তে, যা ২৯-৩১ শে আগস্ট তিরুপতিতে অনুষ্ঠিত হবে, বাংলার এই কৃতিত্বকে সম্মানিত করা হবে।

সামগ্রিকভাবে দেশের আই এম আর ২০১১ সালে এই সংখ্যা ছিল ৪৪ এবং ২০১৪ সালে ছিল ৩৯। বাংলা এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে।

“ডাক্তার, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মী ও অফিসারদের কঠোর পরিশ্রমের ফলে রাজ্য এই কৃতিত্ব অর্জন করেছে। আমরা সমাজের জন্য আরও অনেক বেশি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সকলকে অভিনন্দন জানাচ্ছি,” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে একথা জানান।

 

Unoganised labour in Bengal covered by social safety net under Trinamool

Social security for unorganised labour in Bengal was an unheard thing before 2011. After Trinamool Congress took charge of the present Government, from bus drivers to taxi drivers, from street hawkers to auto rickshaw drivers, all have been brought under social security schemes.

Left Front did nothing to provide social security net to unoganised labour

Only during financial year 2000-01, after 23 years of rule, did the Left Front Government make any effort to provide a social security net to the unorganised labour force of the state – a provident fund scheme with help from the Centre, named State-assisted Scheme of Provident Fund for Unemployed Workers (SASPFUW). It provided monetary assistance to both self-employed unorganised labour as well as those working under an employer.

Yet, if one is to compare the last three years of the Left Front rule to the first three of the Trinamool, 1.61 times, or almost 61%, more people have been brought under the scheme – 20,81,000 against only 12,15,000. Whereas the average number per year was 4.31 lakh during the Left Front rule, it has been 6.93 lakh during the Trinamool rule.

Construction labour – much more covered as well as benefitted

For the unorganised labour force in the construction sector, the first social security scheme came only during financial year 2005-06, 28 years after the Left Front’s coming to power. The BOCWA scheme covered healthcare, pension, death benefits, accident benefits, etc. However, the amount given out under all the heads have been increased two to three times by the Trinamool Government.

During its last six years (2005-06 to 2010-11), the Left Front Government could enroll 2,72,000 such labour, of which almost 80%, or 2,25,000 were enrolled during the last three years. Comparing this with the number during the first three years of the Trinamool Government, one finds that it is more than five-and-a-half times.

Coming to the number of people who benefitted from BOCWA, one finds that during the last three years of the Left Front Government, 7,530 families of construction workers benefitted; whereas during the first three years of the Trinamool Government, 5,66,000 families benefitted, which more than 75 times.

Yuvashree Scheme

Yuvashree Scheme is a scheme started by the Trinamool Government for the benefit of the unemployed youth of the State. The so-called people’s government of the Left Front could never think of such a scheme. From 2011-12 to 2013-14, 1,56,000 unemployed men and 87,000 women enroled. Thousands more are continuously enroling. Under the scheme, the first 1 lakh qualified candidates, until they get employment, are getting a grant of Rs 1,500 per month.

Trinamool Government miles ahead

Taking the SASPFUW and BOCWA schemes together, during its last 11 years, the Left Front Government could enrol 26 lakh people, whereas during only its first three years, the Trinamool Government has enrolled 33 lakh. During the respective periods mentioned, the Left Front Government spent Rs 9 crore, whereas the Trinamool Government spent a whopping Rs 176 crore.

At the same time, during the last three years of the Left Front rule, 1,72,00,000 man-days were lost due to strikes; this came down 265 times during the first three years of the Trinamool Government to only 65,000 man-days.

Hence, it is quite apparent that the Trinamool Congress Government is much more intent upon improving the condition of the unorganised labour force of West Bengal.