State Govt inks MoU with UK body for skill development of healthcare professionals

For skill development of healthcare professionals employed with the Bengal Government, a Memorandum of Understanding (MoU) has been signed between the State Government’s Institute of Health and Family Welfare and the United Kingdom’s Department of Health’s Health Education England.

According to a communiqué, the initiative to sign the agreement was taken to ‘strengthen the collaborative relationship to support skill development of healthcare professionals in Bengal and the UK’, after ‘recognising the common healthcare challenges the two countries face and as well as the value of learning in a global context’.

The MoU will ensure sharing of expertise on education and training of healthcare professionals, including review, and upgradation, wherever required, of existing educational programmes, and development of new ones.

According to Health Department officials, the agreement will facilitate acquiring of best practices in healthcare education and practices by doctors of Bengal. in fact, it will be beneficial for both as it will be a continuous process of knowledge sharing.

Source: Millennium Post

 

স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউকের সাথে মৌ স্বাক্ষর রাজ্যের

রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বিকাশের জন্য ইউকের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এই চুক্তিটি হয়েছে রাজ্যের ‘ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ এর সাথে  ইউকের স্বাস্থ্য দপ্তরের ‘স্বাস্থ্যশিক্ষা ইংল্যান্ড’ এর।

বাংলা ও ইউকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং স্বাস্থ্যক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের দক্ষতা বিকাশের জন্যই এই উদ্যোগ। এই দুই দেশে স্বাস্থ্যপরিষেবা প্রদানের ক্ষেত্রে যে প্রতিকূলতা আছে তার মূল্যায়ন করে আন্তর্জাতিক স্তরে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোও লক্ষ্য এই চুক্তির।

এই মউয়ের ফলে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ বাড়বে। এর ফলে বর্তমান স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামো যেমন উন্নীত করা যাবে তেমনই ভবিষ্যতে আরও নতুন কর্মসূচী চালু করার সুযোগও পাওয়া যাবে।

Bengal: Low-weight & anaemic children, women decreased significantly

The number of low-weight and anaemic children under five years and women in Bengal is decreasing rapidly, according to a recent report by the Union Ministry of Women & Child Development. The ministry came to the conclusion after analysing and comparing the National Family Health Surveys of 2005-06 (NFHS-3) and 2015-16 (NFHS-4).

According to the data, the percentage of underweight children under five years of age came down from 38.7 to 31.5; the number of anaemic children also came down – from 61 per cent to 54.2 per cent.

The percentage of underweight women in Bengal between the ages of 15 and 49 years decreased in the ten-year period from 39.1 per cent to 21.3 per cent, while the percentage women suffering from anaemia came down from 63.2 to 62.5 per cent.

When compared to the national averages too, the performance of Bengal is significant.

The report presented data collated from the NFHS-3 and NFHS-4 reports for rural areas regions separately, and in that respect too, Bengal fared quite well.

 

Source: Bartaman

 

 

কম ওজন ও রক্তাপ্লতায় ভোগা শিশু-মহিলার হার কমেছে রাজ্যে, প্রকাশ কেন্দ্রীয় রিপোর্টে

 

কম ওজন ও রক্তাল্পতায় ভোগা মহিলা এবং পাঁচ বছরের কম বয়সি শিশুর হার লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে পশ্চিমবঙ্গে। আজ লোকসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের পেশ করা একটি রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০০৫-০৬ সালেরন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস-৩) এবং ২০১৫-১৬ সালের এনএফএইচএস-৪-এর পরিসংখ্যান উল্লেখ করে ওই রিপোর্ট পেশ করা হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে পশ্চিমবঙ্গে কম ওজনের শিশুর (পাঁচবছরের নীচে) হার ছিল ৩৮.৭ শতাংশ। পরবর্তী দশ বছরের মধ্যেই (এনএফএইচএস-৪) তা কমে দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশে। একইভাবে রক্তাল্পতায় ভোগা শিশুর সংখ্যাও উল্লিখিত দশ বছরে ৬১ শতাংশ থেকে কমে ৫৪.২ শতাংশহয়েছে।

একই সমস্যায় ভুগতে থাকা রাজ্যের মহিলাদের (১৫ থেকে ৪৯ বছরের মধ্যে) হারও নির্ধারিত সময়সীমায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০০৫-০৬ সালে রাজ্যে কম ওজনের (আন্ডারওয়েট) সমস্যায় ভোগা মহিলার হার ছিল ৩৯.১শতাংশ। দশ বছর পরে তা কমে দাঁড়িয়েছে ২১.৩ শতাংশে। আর রক্তাল্পতায় ভুগতে থাকা মহিলার সংখ্যাও দশ বছরে ৬৩.২ শতাংশ থেকে কমে ৬২.৫ শতাংশ হয়েছে। এদিন পেশ করা রিপোর্টে আলাদাভাবে দেশের গ্রামাঞ্চলের ছবিওতুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক। স্বাভাবিকভাবেই গ্রামবাংলাতেও ওই দুই ক্ষেত্রেই আক্রান্তদের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে।

একইসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ লিখিতভাবে জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, উল্লিখিত দশ বছরে সারা দেশেই কম ওজন এবং রক্তাল্পতায় ভোগা মহিলা ও শিশুর হার কমেছে। সারা দেশে রক্তাল্পতারসমস্যায় ভোগা শিশুর হার ৬৯.৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫৮.৪ শতাংশে। এক্ষেত্রে মহিলাদের হার ৫৫.৩ থেকে কমে হয়েছে ৫৩ শতাংশ। আবার কম ওজনের ক্ষেত্রে শিশুর হার সারা দেশে ৪২.৫ শতাংশ থেকে কমে হয়েছে ৩৫.৭শতাংশ। মহিলার হার ৩৫.৫ শতাংশ থেকে হ্রাসপ্রাপ্ত হয়েছে ২২.৯ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, সারা দেশেই এই হার আরও কমিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই অনেক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

News source: Bartaman, Image source: CINI

Online service – e-raktakosh – to give information about availability of blood in Bengal

Information about supplies of blood in the blood banks of Bengal, be they government or private – how many units of which blood group are available – can now be had online. This service, called e-raktkosh, facilitated by Chief Minister Mamata Banerjee, was inaugurated recently.

Currently, Bengal has 67 State Government blood banks, 15 Central Government blood banks and 46 private blood banks. According to information available from the website, as of August 7, there were 10,544 units of blood available in the state.

Recently, as part of its sixth foundation day, the State Government had organised state-wide blood donation camps, as a result of which a large amount of blood has been deposited in the state’s blood banks.

 

Source: Aajkal

 

 

ব্লাড ব্যাঙ্কের তথ্য দেবে ই-রক্তকোষ

কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত আছে, তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। নাম দেওয়া হয়েছে ই-রক্তকোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।

সরকারি ও বেসরকারি মিলে রাজ্যে ১১৭টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। ৭ আগস্টের তথ্য অনুসারে, রক্ত রয়েছে ১০হাজার ৫৪৪ ইউনিট। ন্যাশানাল হেলথ পোর্টালে গিয়ে এই অপশনে ক্লিক করলেই রক্তকোষের তথ্য বেরিয়ে আসবে। সরকারি লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কের সংখ্যাঃ- সরকারি ৬৭ টি, কেন্দ্রীয় ১৫ এবং বেসরকারি ৪৬টি।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তাঁদের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক মাস ব্যাপী সারা রাজ্যে রক্তদান শিবিরের আয়োজন করেন। এর ফলে বিপুল পরিমাণ রক্ত জমা হয় রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে।

 

Health for all: Bengal shows the way

Healthcare is one of the major factors that determine the progress of a State and its people. From the time Trinamool Congress came to power, the state of healthcare in Bengal has progressed by leaps and bounds. The best matrix to judge this would be to look at some of the targets set by the National Health Policy 2017 for the country and comparing it to West Bengal.

The Central Government target for Life Expectancy at Birth is to achieve 70 by the year 2025. The Life Expectancy at Birth in Bengal in 2014 was 70.2.

The total Fertility Rate the Central Government hopes to attain by 2025 is 2.1, whereas in Bengal it was 1.6 as early as 2013. The lower the Total Fertility Rate, the better it is.

It is the same if we look at Infant Mortality Rate, where the Centre hopes to reduce the rate to 28 by 2019. In Bengal we had already lowered it to 26 in 2016.

In the last six years, Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

The State Government has also taken the path-breaking decision of withdrawing all user charges from all Government hospitals, including medical college hospitals. These user charges include those of drugs, surgical implants and usage of costly devices.

Under Mamata Banerjee, the Health Department has been one of the best-performing departments over the last five years in West Bengal. People all over the State are very happy with the overall developments in Healthcare.

 

স্বাস্থ্যে মমতার ছোঁয়া মা-মাটি-মানুষ সরকারের

মমতা বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর বিগত পাঁচ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নায্যমূল্যের ওষুধের দোকান, নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র এবং মাল্টি -সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন এনেছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হল জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭-র রিপোর্ট।

জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭ অনুযায়ী,

Life expectancy at birth:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট – ৭০
২০১৪ পশ্চিমবঙ্গ – ৭০.২

Total Fertility rate:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২.১ শতাংশ। ২০১৩ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এই হার ১.৬ শতাংশ।

শিশু মৃত্যুর হারঃ

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২৮। ২০১৬ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ২৬।

ইন্সটিটিউশন ডেলিভারিঃ

বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ইন্সটিটিউশন ডেলিভারির হার ৬৫ শতাংশ(২০১১) থেকে বৃদ্ধি পেয়ে ৯০ হয়েছে।

 

বর্তমানে রাজ্যের সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। এর পাশাপাশি, রাজ্যে সরকারী হাসপাতালগুলিতে ভর্তি সকল রোগীদের বিনমূল্যে ওষুধপত্র ও অনান্য সুযোগ সুবিধেও দেওয়া হচ্ছে। সরকারী হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে হয়েছে ২৭,০০০। সব মিলিয়ে সার্বিক উন্নয়নে রাজ্যের সমস্ত মানুষ খুব খুশি।

 

 

We are developing Purulia as a tourism hub: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today declared Manbazar and Jhalda as the new sub-divisions of Purulia district. She also inaugurated a slew of developmental projects at Belkuri Hat Maidan in Purulia.

The CM laid the foundation stone for a medical college and hospital at Purulia. To boost the health infrastructure in Jangalmahal, she also inaugurated a 20-bedded SNCU at Raghunathpur Sub-Divisional Hospital in Purulia.

Mamata Banerjee also distributed the benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sikshashree, Sabuj Shree, Sabuj Sathi among others.

Highlights of the CM’s speech:

  • We have distributed benefits to 22,000 people in Purulia today. 91% people in the district have received some benefit
  • We distribute saplings to the families of newborns under Sabuj Shree scheme
  • We give various scholarships to students – from Kanyashree to Sikshashree
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. We will distribute 30 lakh cycles more this year
  • We have laid the foundation stone for a medical college in Purulia today
  • We have inaugurated a new SNCU at Raghunathpur today
  • We have inaugurated 28 check dams in Purulia district today along with 2 power sub-stations
  • We have inaugurated 3 bridges and 2 eco-tourism projects in Purulia
  • We have allotted 8 SNCUs and 2 multi super speciality hospitals to Purulia district
  • Purulia has achieved 100% electrification
  • We have given recognition to Al Chiki language
  • We are providing education loans up to Rs 10 lakh to SC/ST students to pursue higher education
  • We have started an Integrated Jangalmahal Development Project although Centre has stopped funds for Jangalmahal
  • 33,000 local youths have received employment in police forces in Purulia
  • We have taken up a Rs 1200 crore water supply project in Purulia
  • We are sanctioning more funds for development of stadia in the district. We want to promote sports
  • We will set up West Bengal Mahato-Kurmi Development Board with HQ in Purulia
  • We will develop Purulia as granite hub without causing harm to environment, keeping the interests of tribals intact
  • Why should youths of Purulia seek employment outside the district? We will create employment here itself
  • We will help self-help groups in poultry farming and egg production
  • 82,000 folk artistes receive monthly stipends. We will register one lakh artistes more by Durga Pujo
  • We are providing rice at Rs 2 /kg to people. Health care is free in Bengal
  • During Left rule, govt hospitals were in shambles. Now people praise the service in govt hospitals
  • Our Govt pays the premium of farmers’ crop insurance. We have registered 16 lakh farmers in this scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury the dead
  • We are renovating crematoria and burial grounds under Baitarini scheme
  • We have started Samarthan scheme for people who lost their jobs due to demonetisation
  • We have given land pattas to 3 lakh people. We are providing houses under Geetanjali scheme
  • We have done away with khajna (tax) on agricultural land
  • The youths and students are our future. They will make Bengal the best in the world

 

ঝালদা ও মানবাজারকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলকুড়ি হাটের ময়দানে আজ বেলা তিনটের সময় একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি। এছাড়াও বেশকিছু প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জঙ্গলমহলে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে তিনি আজ ২০ শয্যার একটি এস যেন সি ইউ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা হাসপাতালে।

আজকের সভামঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ ২২ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। এই জেলার ৯১ শতাংশ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে
  • সদ্যোজাত শিশুদের পরিবারকে আমরা সবুজশ্রী প্রকল্পের আওতায় চারাগাছ দিচ্ছি
  • ছাত্রছাত্রীদের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে। এই বছর আরও৩০ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • আজ পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস করা হল
  • আজ রঘুনাথপুরে একটি নতুন এস এন সি ইউ- র উদ্বোধন করা হল
  • আজ এই জেলার জন্য ২৮টি চেক ড্যাম সহ ২টি বিদুতের সাব স্টেশনেরও উদ্বোধন করা হল
  • ৩টি ব্রিজ ও ২ টি ইকো-ট্যুরিজম প্রকল্পের উদ্বোধন হল আজ
  • পুরুলিয়া জেলায় ৮টি এস এন সি ইউ এবং ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হবে
  • পুরুলিয়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছ গেছে
  • অল চিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি
  • তপসিলি,  ট্রাইবাল ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষার জন্য আমরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি
  • আমরা জঙ্গলমহলের উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড জঙ্গলমহল ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করেছি
  • কেন্দ্র জঙ্গলমহল উন্নয়নের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • পুরুলিয়ার ৩৩ হাজার স্থানীয় ছেলেমেয়েদের পুলিশে চাকরি দেওয়া হয়েছে
  • পুরুলিয়ার জলসমস্যা মেটানোর জন্য জল সরবরাহ প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • এই জেলার স্টেডিয়ামের উনয়নের জন্য আমরা আরও টাকা বরাদ্দ করেছি
  • পুরুলিয়ায় মাহাতো-কুর্মি উন্নয়ন পর্ষদ গঠন হবে
  • পরিবেশরক্ষা করে আর আদিবাসী ভাই বোনেদের স্বার্থ রক্ষা করে আমরা পুরুলিয়াকে গ্রানাইট হাব হিসেবে তৈরী করব
  • পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা কেন অন্য জেলায় যাবে চাকরির জন্য? আমরা এখানে কর্মসংস্থান করব
  • পোল্ট্রি চাষ ও ডিম উৎপাদনে আমরা স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্য করব
  • ৮২ হাজার লোকশিল্পীদের আমরা মাসিক ভাতা দিই, দুর্গা পুজোর আগেই আরও ১ লক্ষ লোকশিল্পীর নাম নথিভুক্ত হবে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে, বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • বাম আমলে সরকারী হাসপাতালগুলির অবস্থা ছিল শোচনীয়। এখন মানুষ সরকারী হাসপাতালের পরিষেবার প্রশংসা করে
  • ১৬ লক্ষ কৃষককে আমরা ফসল বীমা দিচ্ছি। বীমার প্রিমিয়াম সরকার দেয়
  • গরীব মানুষদের সৎকারের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • বৈতরণী প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি। গীতাঞ্জলী প্রকল্পের আওতায় আমরা বাড়ি দিচ্ছি মানুষকে
  • কৃষিজমির খাজনা আমরা মকুব করে দিয়েছি
  • যুব ও ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। ওরাই বাংলাকে বিশ্বসেরা করবে

 

Opposition engaging in political pollution: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Friday said that a political vendetta campaign had been taken up against the Trinamool Congress by the BJP government at the Centre. “What they (the Centre) are doing is political pollution. It is political vendetta. They are scaring people with the CBI,” the Chief Minister added.

She advised business leaders to form groups and protest against any political vendetta by the Centre. “Do not be scared of the CBI so much. You pay your taxes. So why are you scared so much? You should make groups and protest against such threats,” she said.

She assured that she would be always with the businessmen. “I am always with you. But you should work for the betterment of society. Companies need to do welfare work under their corporate social responsibility (CSR) programme,” the Chief Minister said.

Speaking on development, she referred to the Metro rail construction works in the city. “I can remember that I received criticism while allocating money for those Metro rail projects. Now the work is underway.  After completion of the project, these tracks will solve the transport problems in the city,” she observed.

The Chief Minister invited the industrialists to invest in manufacturing sector. She also informed that Bengal has achieved 6 per cent growth in infrastructure development. “We have Rs 40,000 crore debt on us. But the state government has been able to provide rice for Rs 2 per kg, we treat people free of cost in government-run hospitals, we have set up 307 paediatrics units in hospitals, you can find ICCU, mother and child care hub. You can find a milk bank at SSKM hospital,” the Chief Minister noted.

“Recently, we introduced laws on clinical establishments as well as a law against ransacking of property. Everybody should remember that there are two laws. Both the parties have to be cautious about their approach,” she concluded.

 

বিরোধীরা কুৎসা করছে, যা ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’: মমতা বন্দ্যোপাধ্যায়

ভয় না পেয়ে একজোট হোন। শিল্পপতিদের এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু বললেই সিবিআই, আয়কর চলে আসবে। আমার সঙ্গে কথা বললেও আপনাদের বিপদ হতে পারে। প্রয়োজনে রাস্তায় নামুন। শিল্পোদ্যোগীদের বিভিন্ন সংগঠন রয়েছে। একজন আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়াবেন না কেন? একজন আঘাত পেলে ৫০ জন পাশে দাঁড়ান। প্রয়োজনে রাস্তায় নামুন। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লেডিজ স্টাডি গ্রুপ করলে হবে না। পথে নামতে হবে। বাড়ির মহিলাদের আন্দোলনের পথে নামান। আপনাদের চিন্তা কীসের? আপনারা তো নিয়ম মেনে কাজ করেন। রাজ্য সরকার যা সাহায্য করার তা তো করবেই।

শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে এস এল ধানুকা গার্লস হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যা নার্জি। তিনি বলেন, নির্বাচিত সরকারকে ১০টা বাধা পেরিয়ে কাজ করতে হচ্ছে। কখনও সবুজ, কখনও হলুদ বেঞ্চ, কখনও রায়, আবার কখনও সংস্থা, এটা, সেটার বাধা আসছে। এদিন নাম না করে কেন্ত্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি শিল্পপতিদের বলেন, নোটবন্দীর ফলে ৩ মাস দুঃসময় গেছে। মানুষকে ঘা, গুঁতো খেতে হয়েছে। শিল্পের ক্ষতি হয়েছে। আপনারাও তা জানেন। তবে কিছু বললেই সিবিআই, আয়কর বিভাগ চলে আসবে। প্রতিবাদ করায় তৃণমূলের বিরুদ্ধে সিবিআই, আয়কর বিভাগ নেমে পড়েছে। দলের একাংশকে জেলে পাঠালে আর এক অংশ তৈরি বলে জানান তিনি। বলেন, ভয় পাই না। কেউ একটা কিছু ভাঙলে এক লক্ষ গড়ি। যে কাজ ভাল না, তা সকলের বর্জন করা উচিত। সরকার কোনও নীতি গ্রহণ করতেই পারে। তবে সবার সঙ্গে কথা বলে, বুঝিয়ে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও ভাল করতে আইন আনার কাজ করেছি। তাদের কাজে নাক গলাতে চাইনি। মঞ্চ থেকে ঘোষণা করা হয় ধানুকা ধানসেরি গোষ্ঠী মহিলাদের জন্য নিউ টাউনে তাদের তৃতীয় হস্টেল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবেশমন্ত্রী, কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জি, শিল্পোদ্যোগী সি কে ধানুকা, ভারতী ধানুকা।

বিজেপির তোলা বিভাজনের রাজনীতির অভিযোগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ লক্ষ ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায়। ৩৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে । রাজ্যের ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পান। কোনও তারতম্য নেই। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সবাই পায়। অনেকে মিথ্যে বলেন, কুৎসা করেন। এটা কোনও ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’।

তিনি বলেন, সরকারের কাজে দল হস্তক্ষেপ করে না। এ জন্য গর্বিত । তিনি জানান, রাজ্যে বিনিয়োগের জন্য পোল্যান্ড, জার্মানি , চীন, রাশিয়া আগ্রহ দেখিয়েছে। উৎপাদন শিল্প যাতে আরও বাড়ে দেখতে হবে। আস্তে আস্তে আরও শিল্প হোক। শুধু কংক্রিটের শিল্পই শিল্প নয়। একটার জায়গায় ২০টি শিল্প হোক। তিনি জানান, রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্প ঘোষণা করে ছিলেন তা শেষ হবেই। বছর দুয়েকের মধ্যে মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

 

Bengal CM forms 11-member Health Regulatory Commission

Bengal Chief Minister Mamata Banerjee today announced the formation of a 11-member West Bengal Health Regulatory Commission that will arbitrate complaints of medical negligence filed under The West Bengal Clinical Establishment (Registration, Regulation and Transparency) Act.

The Commission will also will monitor the billing and performance of the private hospitals and nursing homes in the state. The new law, aimed at ensuring transparency in functioning and activities of private clinical establishments, was passed in the state assembly on March 3 and signed by the Governor on Thursday.

Besides monitoring the activities of private hospitals and nursing homes, the new law also has the provision of imposing penalty on medical facilities in case of violation.

Justice Asim Kumar Roy, subject to the approval of Chief Justice of Calcutta High Court, will be Chairperson of the Commission. Members of the Commission will be Dr Sukumar Mukherjee, Dr Gopal Krishna Dhali, Dr Abhijit Chowdhury, Dr Makhanlal Saha, Dr Madhusudan Banerjee, Dr Maitreyee Banerjee, Sanghamitra Ghosh, Anuj Sharma, Praveen Tripathi and Madhabi Das.

Addressing reporters at Nabanna, the CM said: “Not all establishments are bad. This Commission is for those who are misusing healthcare. The government has a social responsibility. People must have a recourse to justice. Healthcare is not like promoting business. It is a service.”

“This law will show the way to the entire country. Every State must have a similar law,” she added.

 

১১ সদস্যের স্বাস্থ্য কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী  

বিধানসভায় স্বাস্থ্য বিল পাশ হওয়ার ঠিক চোদ্দ দিনের মাথায় আজ গঠিত হল ১১ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কমিশন। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) বিলটি গতকাল আইনে পরিণত হয়। স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই আইন।

রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলিং এর ওপর নজর রাখবে এই কমিশন। পাশাপাশি আইন লঙ্ঘন করলে হাসপাতালগুলির ওপর জরিমানা চাপাবে কমিশন।

কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি অসীম কুমার রায় এর নাম প্রস্তাবিত করেছে রাজ্য সরকার।  কমিশনের বাকি সদস্যরা হলেন ডঃ সুকুমার মুখার্জি, ডঃ গোপালকৃষ্ণ ঢালি, ডঃ অভিজিত চৌধুরী, ডঃ মাখনলাল সাহা, ডঃ মধুসূদন সাহা, ডঃ মৈত্রীয়ী ব্যানার্জি। এছাড়া থাকছেন সঙ্ঘমিত্রা ঘোষ, অনুজ শর্মা, প্রবীণ ত্রিপাঠি ও মাধবী দাস।

নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা স্বাস্থ্য পরিষেবার অপব্যবহার করছে তাদের জন্য এই ব্যবস্থা। স্বাস্থ্য প্রমোটিং এর মতন কোন ব্যবসা নয়। চিকিৎসা একটি সেবা। মানুষকে সুবিচার দেওয়া সরকারের সামাজিক কর্তব্য। মানুষকে সবরকম সুরক্ষা দিতে হবে।

তাঁর কথায় এই আইন আগামী দিনে দেশকে দিশা দেখাবে। সব রাজ্যে এই আইন প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

 

From farmer suicides to medical negligence, Trinamool MPs raise matters of public importance in Parliament

Today, Trinamool Congress MPs raised a variety of issues of public importance in Parliament ranging from medical negligence in private hospitals to the issue of farmer suicides, from manual scavenging to the Union Budget.

In the Rajya Sabha, Md Nadimul Haque raised the issue of medical negligence in private hospitals. He pointed out to the fact that the West Bengal Government has passed an Act which seeks to bring more transparency in healthcare, and urged the Central Government and other States to pass a similar law.

In the same House, Vivek Gupta raised the issue of alleged reports of the shifting of the headquarters of Hindustan Paper Corporation from Kolkata to Guwahati. Later, Vivek Gupta raised another important issue – that of compensation for manual scavengers.

In the Lok Sabha, Ratna De Nag spoke on the Demands for Grants for the Agriculture Ministry, raising the issue of the increase in the number of suicides by farmers in the last three years, and urging the Ministry for adequate financial assistance for farmers under various heads.

Cooch Behar MP Partha Pratim Roy asked a Supplementary Question on the electrification of villages during Question Hour.

Sugata Bose, in his erudition, took the government to task for not allocating enough funds for defence modernisation. He also rued the lack of initiatives on part of the government for defence manufacturing. He called for a strategic vision rather than jingoism in defence sector.

Later in the Rajya Sabha, during a discussion of the Union Budget, Vivek Gupta spoke on some important issues related to the Finance Ministry, like bringing the illegal black money stashed abroad back to the country and depriving States of revenue collected from various cess and surcharge.

Bengal Govt allots Rs 3300 crore to spruce up state-run health system

After proposing a regulatory body to keep tabs on private health facilities, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday turned the focus on the government healthcare system, raising the plan budget from Rs 2,999.22 crore in 201617 to Rs 3,299 crore, as a first step to augment the infrastructure. The Rs 300-crore raise seems to be in sync with the steady increase in budgetary allocation since 2011-12, when the plan budget was merely Rs 871.87 crore.

A total of 42 multi and super-speciality hospitals, each with 300-500 beds, are being built in 15 districts at a cost of Rs 2,714 crore. Besides, 33 critical care units (CCU) and 21 high-dependency units (HDU) are already functional in tertiary and secondary hospitals. Fourteen more such CCUs and HDUs will operate by 2017-’18.

Eight health districts have been created at Nandigram, Jhargram, Bishnupur, Rampurhat, Diamond Harbour, Bashirhat, Asansol and Kalimpong to streamline the functioning of the district health administration. 27,000 beds have been added in the new and existing government hospitals together. To cater to the pressure, 4,544 doctors, 6,535 nurses, 833 pharmacist and 1,001 technicians have been added to the existing medical and paramedical force of the state.

At present, 113 Fair Price Medicine Shops offer discount up to 72%. 52 Fair Price Diagnostic Centres offer CT scan, MRI and Digital X-ray at low rate. Four State-run and three private Medical colleges offer 3150 MBBS seats, 133 PG seats and 31 post-doctorate seats. At present there are nine nursing training schools and five more are coming up. The Milk Bank at SSKM and the cord blood bank at Calcutta School of Tropical Medicine are now functioning. The number of sick newborn stabilization unit now stands at 370 while there are 70 sick newborn care units.

 

স্বাস্থ্য খাতে ৩৩০০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার

বেসরকারি হাসপাতালের গতিবিধির ওপর নজর রাখতে রেগুলেটরি কমিশন তৈরীর পর বুধবার বিধানসভায় পেশ হল স্বাস্থ্য বাজেট। ২০১৬-১৭ আর্থিক বছরে এই বাজেটে বরাদ্দ অর্থের পরিমাণ ২,৯৯৯.২২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩২৯৯ কোটি টাকা করা হয়েছে। ২০১১-১২ সালে যেখানে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ টাকার তুলনায় এবারের বাজেটে বরাদ্দ টাকার পরিমাণ ৩০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে যখন পরিকল্পনা খাতে বরাদ্দ টাকার পরিমাণ ৮৭১,৮১ কোটি টাকা।

১৫টি জেলায় ২,৭১৪ কোটি টাকা খরচে মোট ৪২টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরী হয়েছে। এগুলির প্রত্যেকটিতে ৩০০-৫০০টি বেড রয়েছে। এর পাশাপাশি ৩৩টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হয়ে গেছে।২০১৭-১৮ সালে এই রকম আরও ১৪টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হবে।

নন্দীগ্রাম, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, রামপুরহাট, ডায়মন্ড হারবার, বসিরহাট, আসানসোল ও কালিম্পং সহ ৮টি স্বাস্থ্য জেলা তৈরী হয়েছে। নতুন ও পুরনো সরকারী হাসপাতালগুলিতে বেডের সংখ্যা ২৭০০০ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন মেডিকেল ও প্যারামেডিকেল সেন্টারগুলিতে ৪৫৪৪ জন ডাক্তার, ৬৫৩৫ জন নার্স, ৮৩৩ ফার্মাসিস্ট এবং ১০০১ জন টেকনিশিয়ানকে নিযুক্ত করা হয়েছে।

বর্তমানে ১১৩ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে যেখানে প্রায় ৭০% ছাড়ে ওষুধ পাওয়া যায়। ৫২ টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে কম খরচে সিটি স্ক্যান, এম আর আই এবং ডিজিটাল এক্স-রে করা হয়। ৪টি সরকারী ও ৩টি বেসরকারী মেডিকেল কলেজ রয়েছে যেখানে এম বি বি এস এর আসন সংখ্যা ৩১৫০, পিজি-র আসনসংখ্যা ১৩৩ এবং পোস্ট ডক্টরেটের আসন সংখ্যা ৩১। বর্তমানে ৯টি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে আরও ৫টি স্কুল তৈরী হচ্ছে। এস এস কে এমে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কর্ড ব্লাড ব্যাঙ্ক পরিষেবা চালু হয়ে গেছে। ৩৭০টি এসএনএসইউ তৈরী হয়েছে আগে এই সংখ্যা ছিল ৭০।

 

Biggest healthcare reform under Mamata Banerjee – Highlights of new ‘Health Bill’

Mamata Banerjee led Government has ushered in sweeping reforms in healthcare system in the State with the new West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017.

The bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

It may be mentioned that on 22 February, the Chief Minister had conducted a meeting with representatives of various private hospitals and nursing homes in Kolkata. In the meeting she had announced the formation of a regulatory commission for private hospitals.

Highlights of the bill:

  • From bed charge to cost of surgery or ICU charges, all packages must have a specific charge. Patients must not be charged more than what is mentioned in the rate chart.
  • Additional costs, if any, during the course of treatment, cannot exceed a certain percentage of the package. The additional cost must be clearly specified in the bill.
  • Every hospital must display the fixed rate chart.
  • e-prescriptions and all medical records must be given to patients.
  • Help desks must be set up to assist families of patients regarding any information about the bill or treatment.
  • Hospitals cannot withhold the bodies of deceased patients if bill is pending.
  • Primary treatment must be provided to accident victims before informing the police.
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops.
  • If any hospital violates the new law, they will be fined Rs 10 lakh or more. Government also has the right to cancel their license.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যক্ষেত্রে বিরাট সংস্কার

এবার হাসপাতালের লাগাম ছাড়া বিলে রাশ টানতে কড়া আইন আনলেন মুখ্যমন্ত্রী। নতুন যে আইন মুখ্যমন্ত্রী তৈরি করছেন, তাতে কী থাকছে?

• নতুন বিলের নাম ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭।

• অপারেশন থেকে শুরু করে বেডের চার্জ, আইসিইউ থেকে যেকোনও প্যাকেজের দর নির্দিষ্ট করে রাখতে হবে। তার থেকে বেশি টাকা কোনও অবস্থাতেই নেওয়া যাবে না।

• চিকিৎসা চলাকালীন আরও কোনও খরচ বাড়লেও সেই রেট বা চার্জের বাইরে একটি নির্দিষ্ট শতাংশ টাকাই অতিরিক্ত হিসেবে বিলে সংযোজন করা যাবে। অতিরিক্ত খরচের সবটা বিলে স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

• ফিক্সড রেট চার্ট টাঙিয়ে দিতে হবে প্রত্যেকটি হাসপাতালে।

• ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে।

• বিল ও চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য রোগীর পরিবারকে জানানোর জন্য হাসপাতালে হেল্প ডেস্ক স্থাপন করতে হবে।

• বিল বাকি থাকলেও মৃতদেহ কোনও ভাবে আটকে রাখা যাবে না।

• দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে আগে প্রাথমিক চিকিৎসা করে তার পর পুলিশকে জানাতে হবে।

• ১০০ বা তার বেশি শয্যাবিশিষ্ট হাসপাতালে ফেয়ার প্রাইস মেডিসিন শপ চালু করতে হবে।

• নতুন আইনের কোনও ধারা অমান্য করলে বেসরকারি হাসাপাতালের ১০ লাখ টাকার বেশি জরিমানা এবং লাইসেন্স বাতিলের ক্ষমতা থাকছে রাজ্য সরকারের হাতে।