Modern sports medicine department to be set up at SSKM

The Health Ministry of Bengal Government is going to set up a state-of-the-art sports medicine department. It will be the first such centre in the state, either in the public or the private sector.

This will be crucial for the treatment and rehabilitation of sportspersons in the state. At a time when the city is attracting a lot of attention as a host for important national and international sporting events, after the successful hosting of the FIFA Under-17 World Cup last October, this is of crucial importance.

This type of specialty centre will have experts in physical medicine, orthopaedics, neurology, etc. to assess the physiological system of an athlete.

 

এসএসকেএমে শুরু হবে মডার্ন স্পোর্টস মেডিসিন বিভাগ

রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন বিভাগ চালু করতে চলেছে। রাজ্যে এই প্রথম এরকম একটি বিভাগ তৈরী হবে।

এই কেন্দ্রগুলি খেলোয়াড়দের চিকিৎসা ও পুনর্বাসনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অক্টোবর মাসে ফিফার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ রাজ্যে অনুষ্ঠিত হওয়ার পর, রাজ্যে এই কেন্দ্র খোলা খুবই উল্লেখযোগ্য।

এই ধরনের কেন্দ্রগুলিতে ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক ও নিউরোলজির বিশেষজ্ঞেরা থাকবেন। এর ফলে খেলোয়াড়দের শারীরিক অবস্থার খুঁটিনাটি সহজেই নির্ণয় করা যাবে।

Source: The Statesman

Under Trinamool Congress Govt, health indicators for children improving rapidly

The health indicators for children in Bengal are improving rapidly under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, according to information gathered from the State Health Ministry. The Chief Minister also holds the health portfolio.

The infant mortality rate (the number of infants dying per thousand births) has gone down to 26, from 33 in 2011. The percentage of institutional delivery has risen from 65 per cent to a huge 92 per cent.

These improvements have been the result of a massive thrust on the health infrastructural front. The State Government has set up 307 sick newborn stabilisation units (SNSU), the number of which was zero before the Trinamool Congress Government came to power. Another big improvement has been in the number of sick newborn care units (SNCU), which has increased from six to 67 under the Trinamool Congress Government.

Then, in some remote places, Waiting Huts have been built for mothers to deliver children in. These huts are equipped with proper equipment along with housing doctors and nurses on a permanent basis.

Mother and Child Hubs (MCH) have come up in many hospitals. Plans for 16 more are in the pipeline. Facilities for treatment of children are available in 561 hospitals.

রাজ্যে শিশুমৃত্যুর হার ক্রমশ কমছে

রাজ্যে শিশুমৃত্যুর হার ক্রমশ কমছে। এক বিধায়কের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এদিন বিধানসভায় একথা জানান।

২০১১ সালে এই সংখ্যা ছিল ৩৩। বর্তমানে তা কমে হয়েছে ২৬। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৬৫ শতাংশথেকে বেড়ে হয়েছে ৯২ শতাংশ। এছাড়াও ৩০৭টি সিক নিউ বর্ন স্টেবিলাইজেশন ইউনিট তৈরি করা হয়েছে। যা ২০১১ সালের আগে একটিও ছিল না।

সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ছ’টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৭টি। মা ও নবজাতকের জন্য ওয়েটিং হাব তৈরি করা হয়েছে। ১৬টি মাদার চাইল্ড হাব তৈরিরও পরিকল্পনা রয়েছে।

আর এক বিধায়কের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫৬১টি হাসপাতালে শিশু চিকিৎসা হয়। শুধুমাত্র শিশুদের চিকিৎসার জন্য রয়েছে বিসি রায় হাসপাতাল।

Source: Bartaman