8 new trauma centres for road accident victims

The Bengal Government is in the process of starting eight trauma care centres across the State. The locations would be on or near national and state highways, and other important roads.

Six of these centres will be located at SSKM Hospital, Bardhaman Medical College and Hospital (BMCH), North Bengal Medical College and Hospital (NBMCH), and in Kharagpur, Asansol and Islampur. The other two will be located in Singur and Amtala.

The trauma centre for BMCH has already been set up at the hospital’s Anamoy Physicians’ Clinic, about 8 km away. It has 25 beds – 10 general, 10 critical care and five step down or high-dependency unit (HDU) beds.

The trauma care centre at NBMCH will start in a few days, to be followed by the others. The one at SSKM will commence working in September.

According to State Health Department sources, the largest centre in terms of capacity will be at SSKM, and those at BMCH, NBMCH and Singur will be of level 2 category, while the ones at Kharagpur and Islampur will be of level 3 category.

As for the cost, the State Government is spending Rs 30 to 40 crore for the equipment and Rs 4 to 5 crore for building construction for the bigger trauma centres.

জাতীয় ও রাজ্য সড়কে ৮টি ট্রমা সেন্টার চালু করছেন মুখ্যমন্ত্রী

পথ দুর্ঘটনাগ্রস্তদের বাঁচাতে জাতীয়, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার উপর আটটি ট্রমা সেন্টার চালু করছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছ’টি হবে পিজি, বর্ধমান মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, খড়গপুর, আসানসোল এবং ইসলামপুরে। পুরোপুরি রাজ্যের টাকায় ট্রমা সেন্টার হচ্ছে সিঙ্গুর ও আমতলায়।

বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে আট কিমি দূরে অনাময় হাসপাতালে চালু হয়েছে বর্ধমানের ট্রমা সেন্টারটির। এখানে আছে ২৫টি বেড। ১০টি জেনারেল, ১০টি ক্রিটিক্যাল কেয়ার এবং পাঁচটি স্টেপ ডাউন বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট বেড (এইচডিইউ)।

কদিনের মধ্যেই চালু হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারটির। পরপর পিজি, খড়গপুর, ইসলামপুর, আসানসোল হাসপাতালে চালু হবে ট্রমা সেন্ট্রারগুলি। পিজির সেন্টারটি চালু হবে আগামী সেপ্টেম্বরে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আটটির মধ্যে বর্ধমান, উত্তরবঙ্গ এবং সিঙ্গুর—এই তিনটি ট্রমা সেন্টার লেভেল ২ পর্যায়ের। বেশ বড়। অন্যদিকে, খড়গপুর ও ইসলামপুর হাসপাতালের ট্রমা সেন্টারটি লেভেল ৩ পর্যায়ের। সবচেয়ে বড় ট্রমা সেন্টারটি হবে পিজিতে।

এগুলির মধ্যে শুধুমাত্র যন্ত্রপাতি (তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা) কিনতে সরকারের খরচ হবে অনুমানিক ৩০-৪০ কোটি টাকা। বড় ট্রমা সেন্টারগুলির শুধু বাড়িঘর বানাতে খরচ হবে চার থেকে পাঁচ কোটি টাকা করে।

 

Bengal’s first full-fledged Trauma Care Centre inaugurated at RG Kar Hospital

The Bengal Government’s first full-fledged Trauma Care Centre, located at the RG Kar Medical College and Hospital in Kolkata, was inaugurated recently by Chief Minister Mamata Banerjee.

A trauma centre is a medical facility equipped and staffed to treat patients who suffer major injuries during an accident.

The hi-tech seven-storey facility has facilities for treatment of all sorts of head injuries, including very severe ones. The departments include departments which include medicine, neuro-medicine, neuro-surgery, orthopedic and anesthesiology.

There are 120 beds in totality – 70 dedicated for trauma patients and another 50 for neurosurgery and neuro-medicine. On the fifth floor is a high-dependency unit (HDU) with 25 beds.

Six modern operation theatres (OT) are located on the first and second floors, with three on each floor. Imaging facilities, comprising of a CT scan machine and a magnetic resonance imaging (MRI) machine, are located on the ground floor. Among other facilities are a fully-equipped resuscitation centre, a mobile OT, ventilators and emergency X-Ray facilities.

The idea is to ensure that a trauma patient does not have to be moved out of the building during the entire hospital stay.

RG Kar gets a lot of road accident victims and other trauma patients from Kolkata as well as North 24 Parganas, Nadia, Hooghly and Howrah districts.

Sources: The Statesman

চালু হল রাজ্যের প্রথম ট্রমা সেন্টার

রাজ্যের প্রথম ট্রমা সেন্টার চালু হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ থেকে বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ছাতার তলায় থাকা এই অত্যাধুনিক ট্রমা কেয়ার পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন কিছুদিন আগে।

প্রায় দেড়শোটি শয্যা থাকছে এই সাত তলা ট্রমা সেন্টারে। আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে দুই এবং তিনতলাতে হবে শুধু অপারেশন। নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক, অ্যানাসথেসিওলজি প্রভৃতি ট্রমা বা পথদুর্ঘটনা বা মারাত্মক চোট-আঘাতের চিকিৎসার ওয়ান স্টপ ব্যবস্থা থাকছে এখানে।

আটতলা এই ট্রমা সেন্টারের একতলায় থাকবে সিটি স্ক্যান, ৬৪ স্লাইস এমআরআই মেশিন ও মাইনর অপারেশন থিয়েটার। দোতলায় থাকবে তিনটি টেবিলের অপারেশন থিয়েটার। তিনতলায়ও তিনটি ওটি টেবিলের অপারেশন থিয়েটার থাকবে। চারতলায় আছে ৩৫টি ইন্ডোর ট্রমাকেয়ার বেড। পাঁচতলায় থাকছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ। ছ’তলায় আছে ৩০টি নিউরোমেডিসিন এবং ৩০টি নিউরোসার্জারি বেড। সাততলায় রয়েছে আরও ৩৫টি ট্রমাকেয়ার বেড। আটতলায় ক্যান্টিন, অটোক্লেভ মেশিন ইত্যাদি।

Advanced training for medical staff of State-run hospitals in Bengal

The Bengal Government has decided to impart high-level training for advanced critical care on a large scale to doctors, nurses and paramedical staff of the State-run hospitals. This is a part of the move to better equip all the State-run hospitals in Bengal in handling patients.

The State Health Department will impart knowledge on critical care among the doctors and paramedical staff working at different critical care units (CCU), intensive care units (ICU) and high-dependency units (HDU) of the State-run hospitals. It has been found that many of the paramedical staff lack adequate knowledge on what should be the best mode of treatment for a critical patient.

It may be mentioned that the Bengal government has already tied up with the Singapore Government to impart knowledge of advanced critical care among doctors. Singapore has the one of the best expertise in critical care management. The programme that had been started in Bijoygarh in Kolkata has started giving results.

 

The image is representative

 

 

রাজ্য পরিচালিত হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেবে রাজ্য

রাজ্য সরকার পরিচালিত হাসপাতালের বেশীর ভাগ ডাক্তার, নার্স ও প্যারাকর্মীদের অ্যাডভান্সড ক্রিটিকাল কেয়ারের উন্নত মানের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার।

রাজ্য পরিচালিত হাসপাতালগুলোর উন্নতিসাধনের জন্য রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচি তারই একটি অংশ। হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট-এ যে সকল স্বাস্থ্য কর্মীরা কাজ করেন, সকলেই উপকৃত হবেন এই প্রশিক্ষনের ফলে।

তবে এই প্রশিক্ষণের ফলে প্রধানত উপকৃত হবেন রোগীরাই, উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পাবেন তারা। স্বাস্থ্য কর্মীদের এরম প্রশিক্ষণ আরও বেশি করে দেওয়া হলে রোগীদের আরও উন্নত মানের ক্রিটিকাল কেয়ার পরিষেবা প্রদান করা যাবে। মেডিক্যাল অফিসার, নার্স ও যন্ত্রবিদদের আলাদা আলাদা প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচির ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনিই সিঙ্গাপুর সরকারের উচ্চ আধিকারিকদের আর্জি জানান, ওনারা যেন এই প্রশিক্ষণ এ রাজ্যে এসে দেন যাতে করে স্বাস্থ্যকর্মীরা ক্রিটিকাল রোগীদের আরও ভাল স্বাস্থ্য সেবা দিতে পারে। সিঙ্গাপুর সরকার সহসম্মত হয়ে একটি মৌ স্বাক্ষর করেন কলকাতায় এসে প্রশিক্ষণ দেওয়ার জন্য।

 

 

Mother and Child Care Hub to come up at Calcutta National Medical College

The State Government has sanctioned around Rs 75 crore for infrastructure development and for setting up a 300-bed mother and child hub at the state-run Calcutta National Medical College Hospital (CNMCH), the teaching hospital in Park Circus area.

Recently the intensive care unit (ICU) and high density unit (HDU) unit at the hospital, were inaugurated and a 300-bed mother and child hub (MCH) would come up at the institute. The State Government has already sanctioned Rs 20 crore for the project.

The State Government is setting up such MCH in 31 state- run hospitals where yearly 10,000 delivery cases are reported each for treatment of mother and child. The health department has also decided to increase an additional 50 medical seats for MBBS course at the hospital by the academic session in 2016-2017

A proposal has already been sent to the Medical Council of India (MCI) seeking its permission. It will cost around Rs 56 crore for installation of infrastructure facilities required for the additional 50 seats. The hospital has 150 seats for the undergraduate medical course.

Apart from the infrastructure development for additional 50 MBBS seats and setting up of MCH, the health department has also set up an ICU and HDU respectively at CNMCH. The six-bed ICU will provide critical care treatment to mothers after deliveries. CNMCH is the first government hospital in the state where such ICU came up.