Mamata Banerjee writes to Centre on the recent incidents of attacks on Indians in US

Bengal Chief Minister Mamata Banerjee on Monday wrote to the Union Minister for External Affairs on the recent incidents of attacks and unfortunate deaths of young Indians in the United States.

On Sunday, she had condemned the killing of two Indians in the US and urged New Delhi to take up the matter with Washington.

“Two more shocking killings of Indians in the US. GOI (Government of India) must take this up with the US government on an urgent basis,” she had tweeted.

The CM said that she requested the Union Minister to kindly see that the matter is taken up at the highest level, so that these types of incidents do not recur and the Indians living in the US feel safe, secure and worry-free.

The full post on Facebook:

 

 

আমেরিকায় ভারতীয়দের খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আমেরিকাতে ভারতীয়দের খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার তিনি ট্যুইট করে কেন্দ্রকে আর্জি জানান এই ব্যাপারে মার্কিন সরকারের সাথে কথা বলতে।

“আমেরিকা নিহত হয়েছেন দুই ভারতীয়। আমি স্তম্ভিত। ভারত সরকারের উচিত অবিলম্বে মার্কিন সরকারের সাথে এই বিষয়ে কথা বলার।” ট্যুইট করে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আজ ফেসবুকে লেখেন যে তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই ঘটনাগুলি উচ্চপর্যায়ে আলোচনা করা হয়। তিনি আরও লেখেন যে এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে এবং আমেরিকাতে বসবাসকারী ভারতীয়রা যেন নির্ভয়ে, নিরাপদে থাকতে পারেন তাও সুনিশ্চিত করতে হবে।