West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the Deocha Pachami Dewanganj Harinsingha Coal Fields at Birbhum.
The Deocha Pachami Dewanganj Harinsingha Coal Fields is the largest Coal Block in the country with coal reserves of around 21000 million tonnes. An approximate investment to the tune of Rs 20,000 crores are being made into the project. The coal to be extracted is to be used for power generation.
It is expected that the project will provide direct and indirect investment to lakhs of people and will result in comprehensive development of the Coal Block area comprising a large population of people belling to Tribal and scheduled caste communities. There is also a commercial potential of basaltic overburden as a result of the project.
The project is a joint venture of the West Bengal Mineral Development and Trading Corporation Limited and the Bengal Birbhum Coalfields Limited.
Highlights of her speech:
- They contain 210 crore metric tonnes of coal reserves, worth Rs 2,10,000 crore
- The coal fields would generate 1 lakh jobs
- 3 multi super hospitals are coming up in Birbhum – in Suri, Bolpur and Rampurhat
- We are also setting up a medical college and hospital in Rampurhat
- 13 Krishi Bazaars have been set up in the district
- 15,000 people (including 1000 refugee families) have received land pattas in this district
- From January 27, 28 lakh people of this district would receive rice and flour (atta) at the rate of Rs 2 per kg per person
- 70 lakh more people will receive rice and wheat at a rate which is half that of the market rate
- I have named this scheme of providing essential food items as Khadya Sathi
- The work that people do cannot be discriminated against. We must respect the work of all people
- This is one of the six smart cities being developed in West Bengal
- ‘Biswa Bangla City’ is coming up opposite to Nabanna
- Once there was no basic healthcare in Bengal; we are now setting up 41 multi super hospitals
- I have provided free beds in State Government-run hospitals and free treatment for children upto 18 years
- Students in Government schools from classes VIII to XII are receiving Rs 7,500 each as scholarship
- 16 lakh SC/ST students from class V are being covered under the Shikshashree Scheme
- 30 lakh students are receiving scholarships under the Kanyashree Scheme, so that they can continue their education and be independent
- 40 lakh students in West Bengal will get bicycles under the Sabuj Sathi Scheme
- I have ensured reservation for 97% of the OBCs
- 59,000 minority students have got a chance to continue their higher education
- When people are happy they celebrate; those who are jealous can only sit and complain
- 30,000 children in the Jangalmahal region have get a chance to play. They have also been provided a jersey each.
- We have given scholarships to 84 lakh minority students, and introduced reservation for minorities and OBCs without touching the General category seats
- We protested in Singur because they killed innocent farmers in the name of creating industry
- We have developed a land bank
আজ বীরভূমে দেশের বৃহত্তম কয়লাখনি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বীরভূমের দেউচা পাচামী দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা কয়লাখনি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেউচা পাচামী দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা কয়লাখনি হল দেশের বৃহত্তম কয়লাখনি। এখানে সঞ্চিত কয়লায় পরিমাণ ২১০ কোটি টন। এই প্রকল্পের আনুমানিক বিনিয়োগ প্রায় ২০,০০০ কোটি টাকা। উত্তোলিত কয়লা ব্যবহৃত হবে তাপবিদ্যুত কেন্দ্রে।
এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ প্রত্যাশিত। এছাড়াও আদিবাসী ও তপশিলিী অধ্যুষিত খনি এলাকার সামগ্রিক উন্নয়ন হবে। কয়লা স্তরের উপরিস্থিত কালো বাণিজ্যিক ব্যবহার হবে এই প্রকল্পে।
ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ও বেঙ্গল বীরভূম কোলফিল্ডস লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই প্রকল্প।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ
- বীরভূমে দেউচা পাচামী দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা কয়লাখনি প্রকল্পের উদ্বোধন হল, এখানে সঞ্চিত কয়লায় পরিমাণ ২১০ কোটি টন
- এই প্রকল্পের আনুমানিক বিনিয়োগ প্রায় ২০,০০০ কোটি টাকা
- এর মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে বীরভূমে; ২২ হাজার কোটি টাকার প্রকল্পে প্রায় ১ লক্ষেরও বেশী কর্মসংস্থান হবে
- সিউড়ি, বোলপুর, রামপুরহাটে ৩ টি মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে
- ১৫,০০০ ভুমিহীন মানুষকে পাট্টা দেওয়া হয়েছে
- ২৭ শে জানুয়ারি থেকে এই জেলার লোকজন ২ টাকা কেজি করে চাল পাবেন
- ৭০ লক্ষ লোককে বাজারের দামের অর্ধেক দামে চাল দেওয়া হবে, এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘খাদ্য সাথী’
- নবান্নের সামনে তৈরি হচ্ছে ‘বিশ্ববাংলা সিটি’
- বোলপুরে ‘রাঙাবিতান’ নামে একটি ইকো ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে
- পানাগড়ে একটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হচ্ছে
- ৪১ টি মাল্টি সুপার হসপিটাল, ৩০০ টি এসএনএসইউ তৈরি হয়েছে
- ১৬ লক্ষ ছেলেমেয়ে শিক্ষাশ্রী এবং ৩১ লক্ষ ছেলেমেয়ে কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে
- ৪০ লক্ষ ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে ‘সবুজ সাথী প্রকল্পে’
- জঙ্গল্মহলে ৩০০০০ এবং সুন্দরবনে ১০০০ ছেলেমেয়েকে খেলাধুলোর সুযোগ করে দিয়েছি