Biswa Bangla outlet in China by July this year

The state government is going to set up a Biswa Bangla outlet at Kunming Changshui International Airport in China this July. A Memorandum of Understanding (MoU) in this regard was signed recently in the state administrative headquarters at Nabanna.

A Chinese delegation had attended the Bengal Global Business Summit (BGBS) held in January and expressed its willingness to invest in Bengal. After BGBS, a Chinese had come to the city and held talks with businessmen and senior officials of the Industry department. Senior state government officials felt that opening of the stall would start a new chapter and would showcase some of the typical products from Bengal.

It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took special measures to revive the nearly-forgotten products like Muslim and sital pati along with utensils made of bell-metal. The mask industry of Purulia and South Dinajpur also witnessed a revival. The artisans were looked after. The weavers who produced Muslins for generations were not only taken care of but also given elaborate training by reputed fashion designers.

Now, along with Muslin sarees, kurtas, pyjamas, tops for women, pillow covers and bed linens have become immensely popular.

 

বিদেশের মাটিতে এই প্রথম বিশ্ববাংলা বিপণি

এই প্রথম দেশের বাইরে চালু হতে চলেছে বিশ্ববাংলা স্টল। এবার বিশ্ববাংলা স্টল জায়গা পাচ্ছে কমিউনিস্ট চিনে।ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে চিনের একটি মউ চুক্তি স্বাক্ষরও হয়েছে।

আগামী জুলাই মাসের মধ্যেই চিনের মাটিতে বিশ্ববাংলার স্টল তৈরির কাজ শেষ হবে।  চিনের কানমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশ্ববাংলা স্টল।

পুরুলিয়ার মুখোশ কোচবিহারে শীতলপাটি ,ডোকরা, বাংলার মসলিন শাড়ি, কাঁসার বাসন থেকে বর্ধমানের মিহিদানা, সীতাভোগ এবার জায়গা পাবে সুদূর চিনে।  মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলা ব্র্যান্ড এবার সত্যিই পৌঁছচ্ছে বিশ্বের দরবারে।  বাংলার শিল্প সংস্কৃতি থেকে খাদ্য সম্ভার এবার জায়গা করে নেবে কমিউনিস্ট চিনে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল বিশ্ববাংলা ব্র্যান্ডের মধ্যে দিয়ে রাজ্যের হারিয়ে যেতে বসা হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করা ও এই পণ্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরা। পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরাও যাতে উপকৃত হয় সেইদিকেও নজর রাখা।

কলকাতায় দমদম  বিমানবন্দর ,ঢাকুরিয়া ,দক্ষিণাপণে এবং বাগডোগরায় রয়েছে বিশ্ববাংলা স্টল।

 

Pre-Puja Exposition showcases Bengal’s artisans in Delhi

Setting up the festive mood ahead of Durga Puja, a nearly two week-long exhibition to showcase an array of exquisite and exclusive handloom and handicrafts creations of master weavers and crafts persons of rural Bengal was opened in the national Capital last week.

The initiative is being supported by the Departments of MSME & Textiles, Tourism and Information & Cultural Affairs of the State Government.

The 5th edition of the ‘Bengal Pre-Puja Exposition’, is being organised by the Office of the Resident Commissioner, Government of West Bengal, from September 17 – 29, at Handloom Haat, Janpath.

Around 50 artisans from various districts of West Bengal are participating in the exposition which is aimed at promoting the rich and glorious tradition of Bengal handicrafts and handloom and also ensuring commercial benefits to the crafts persons and weavers before the festive season.

A special attraction will be the representation of the rural craft hubs, being developed in ten locations across the state by the Department of Micro, Small and Medium Enterprises and Textiles (MSME&T) in partnership with UNESCO.

 

দিল্লির প্রাক্-পুজো প্রদর্শনীতে বাংলার শিল্পীরা

সামনেই দুর্গা পুজো, চারদিকে উৎসবের মরশুম। এই উপলক্ষে দিল্লিতে একটি দু-দপ্তাহ ব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বাংলার তাঁতিদের হাতে তৈরি সূক্ষ্ম কারুশিল্প, তন্তু সামগ্রী এবং হস্তশিল্প প্রদর্শিত হবে। রাজধানীতে গত সপ্তাহে শুরু হয়েছে এই প্রদর্শনী।

রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র (টেক্সটাইল) দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফে দিল্লির জনপথে হ্যান্ডলুম হাটে ১৭-২৯ সেপ্টেম্বর ‘বাংলা প্রাক্-পুজো প্রদর্শনী’-র আয়োজন করা হয়েছে। এটি এই প্রদর্শনীর পঞ্চম বর্ষ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন শিল্পী এই এক্সিবিশনে অংশগ্রহণ করবে। বাংলার ঐতিহ্যবাহী কারুকাজ, হস্তশিল্প ও তাঁতের ঐতিহ্যকে তুলে ধরা এবং উৎসবের মরসুমে বাংলার তাঁতিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য।

বিশেষ আকর্ষণ হল সারা রাজ্য জুড়ে প্রায় ১০টি জায়গায় রুরাল ক্রাফট হাব তৈরি হচ্ছে। রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র (টেক্সটাইল) দপ্তর ইউনেসকোর সঙ্গে পার্টনারশিপ করে এগুলি তৈরি করছে।

 

Bengal seeks GI tag for handicrafts

The West Bengal State Council of Science and Technology is seeking GI recognition for various handicrafts which are unique in character and have the potential to be marketed nationally and internationally.

Officials of the state patent office, in co-ordination with the department of Micro, Small and Medium Enterprises (MSME) have recently applied for GI tags for seven handicraft products like ‘Patachitra’ paintings, ‘Dokra’, wooden mask, ‘Chhau’ mask, ‘Madur’ etc.

Diverse handicraft products

In West Midnapore district, it is estimated that there are about 4,500 weavers who are involved in making of ‘Madhukathi’ mats made from grass weed. In recent years, they have diversified into making curtains, hats, purse etc.

Similarly in Cooch Behar, the craftsmen make ‘Sitalpati’ mat, which is famous for its glossiness, smoothness and fineness of texture. The expensive cane product is specially suited for hot and humid climates as it is very cool.

In Purulia, the ‘Chhau’ mask is famous and is used for ‘Chhau’ dance and also for decoration purpose as wall hangings. In Bankura, artisans have retained the thousands of years old wax casting technique with ‘Dokra’ products like figures of gods and goddesses, birds, animals besides jewellery.

 

হস্তশিল্পের ওপর GI ট্যাগের স্বীকৃতি চায় বাংলা

পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এবার তাদের হস্তশিল্পের বিভিন্ন পণ্যদ্রব্য ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাজারজাত করার জন্য GI ট্যাগের স্বীকৃতি চেয়েছে।

সম্প্রতি রাজ্যের পেটেন্ট কার্যালয়ের কর্মকর্তারা, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) বিভাগের সহযোগিতায় সাতটি হস্তশিল্পজাত দ্রব্য যেমন – পটচিত্র, পেইন্টিং, ডোকরা, কাঠের মুখোশ, ছৌ মুখোশ ও মাদুর ইত্যাদিকে GI ট্যাগের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে।

বিভিন্ন হস্তশিল্প:

অনুমান করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৪,৫০০ জন তাঁতি ঘাস আগাছা থেকে মাদুরকাঠি তৈরির সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে, তারা পর্দা, টুপি, পার্স ইত্যাদি বিচিত্র পণ্যদ্রব্য তৈরি করছে।

একইভাবে কুচবিহারে তৈরি হয় শীতল পাটি মাদুর যা এর উজ্ঞ্বলতা, মসৃণতার জন্য বিখ্যাত। ব্যয়বহুল এই জিনিসটি গরম ও আর্দ্র আবহাওয়ায় জন্য উপযুক্ত, এটি খুব ঠাণ্ডা।

পুরুলিয়ার ছৌ নাচ ও ছৌ মুখোশ বিখ্যাত এবং দেওয়ালের চিত্রের জন্য অনেক প্রসাধনী ব্যবহার করা হয়।

বাঁকুড়ায়, ডোকরার তৈরি পণ্য দ্রব্য যেমন পাখি, পশু, গয়নার পাশাপাশি হাজার বছরের পুরনো শিল্পকে ডোকরার মাধ্যমে আজ বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা।