Bengal Khadi Board to revive Kalimpong Crafts

West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) has taken up a plan to revive the handicrafts made in the Hills region, popularly known as Kalimpong Crafts. A fund of Rs 2.8 crore has already been earmarked for this.

Due to the lack of support by the earlier GTA administration, a number of people associated with these crafts have shifted to other places and have taken up other vocations. The new board of GTA is eager for the revival of the crafts as they are part of the heritage of the Hills.

The organisation is setting up Arts and Handicraft Development Centres (HDC) in places like Kurseong, Kalimpong, Darjeeling, Sipaidhura, Sukhiapokhri and a few others to provide a platform for the crafts-makers in marketing their products in a much better way.

As per the arrangements for revival, WBKVIB will groom the craftspeople to take up work at these HDCs. Counters will be set up beside these Centres for the display and sale of their products.
Kalimpong is famous for the weaving of Tibetan woollen carpets.

Then, there are the bronze figures made using wax moulds. The artisans are also skilled at making beautiful cane baskets of various designs and shapes.

 

কালিম্পঙ ক্র্যাফটকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী খাদি বোর্ড

 

পাহাড়ে তৈরী হস্তশিল্পের পুনরুজ্জীবনের জন্য উদ্যোগী হল পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড। কালিম্পঙ ক্র্যাফট নামে পরিচিত এই হস্তশিল্পের প্রসারের জন্য ইতিমধ্যেই ২.৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পূর্বতন জিটিএ প্রশাসনের অবহেলায় এই শিল্পের সঙ্গে জড়িত অনেকেই এখন জীবিকা নির্বাহের জন্য অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। নতুন জিটিএ বোর্ড পাহাড়ের হেরিটেজ হিসেবে এই শিল্পের পুনরুজ্জীবনের জন্য উদ্যোগী হয়েছে।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিং, সুখিয়াপোখরি ও অন্য কয়েকটি জায়গায় আর্টস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট সেন্টার তৈরী করছে। এখানে শিল্পীরা তাদের তৈরী হস্তশিল্প বিপণনের সুযোগ পাবেন। এখানে বিক্রয় কাউন্টার তৈরীর পাশাপাশি হস্তশিল্প প্রদর্শনের আলাদা জায়গা থাকবে।

তিব্বতি ধাঁচে তৈরী কালিম্পঙের উলের কার্পেট খুবই বিখ্যাত। এছাড়াও, এখানকার মোমের ছাঁচে তৈরী ব্রোঞ্জের মুর্তি ও নানা ধরণের বেতের ঝুড়িও বিখ্যাত।

Source: Millennium Post

Bengal Govt to open outlets in districts for rural women to sell their handicrafts

Women in rural areas of Bengal who make various items of handicraft would soon be getting more opportunities to sell their wares.

The State Government agency, West Bengal Swarojgar Corporation Limited (WBSCL), which looks after the setting up of and improving self-employment opportunities for people, especially in non-urban regions, is opening outlets in every district headquarters where the women can set up shop temporarily. No rent would be taken from them. The earnings would go entirely to them.

This would give the women access to a much wider market – the urban clientele, who have a much higher purchasing power. The outlets would be built by WBSCL at its own cost.

As of now, the government organises annual handicrafts fair, one at the state-level and at district levels, where these women sell their goods. They also sell their goods from the Karma Tirthas which the government is setting up.

 

গ্রামের মহিলাদের তৈরী সামগ্রী বিক্রীর জন্য প্রত্যেক জেলা সদরে আউটলেট খুলবে রাজ্য

গ্রামের মহিলাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন দপ্তরকে তিনি এই নিয়ে ভাবনাচিন্তা করার কথা বলেছেন।

সেইমত, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম প্রতিটি জেলা সদরে একটি করে আউটলেট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী আর্থিক বছরেই এই আউটলেট চালু হয়ে যাবে।

স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলা, বাড়িতে নানা জিনিস তৈরি করেন, তাঁরা ওই আউটলেটে গিয়ে বিক্রি করতে পারবেন। নিগম নিজস্ব তহবিল থেকেই এই আউটলেটগুলি তৈরি করছে।

এখানে ব্যবসা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাঁরা এখানে ব্যবসা করার সুযোগ পাবেন।

Source: Bartaman

Handicraft artisans witness marked growth under the Trinamool Congress Govt

Chief Minister Mamata Banerjee’s zeal for taking Bengal back to its glory days is bearing fruit. Minister of State for Micro, Small and Medium Enterprises (MSME) Department recently said that the Trinamool Congress Government has brought about a marked growth in the socio-economic condition of handicrafts artisans in the rural reaches of the state by giving them platforms to sell their items. He was speaking at the prize-distribution ceremony of the State Handicrafts Expo in New Town.

As many as 40 handicrafts and handloom fairs are organised by the Trinamool Congress Government at various locations every year. During the previous Left Front Government, only 12 such fairs used to be held.

The minister followed it up with another comparison – from the various fairs, handicraft items worth nearly Rs 40 crore are sold every year, compared to Rs 18 crore during the previous government’s rule. Not just that, many of the handicraft items have found a market abroad, courtesy again, the current State Government.

The government is also bearing the travel expense of the artisans who bring their products from far-off districts and showcase them at the fairs. To ensure that the artisans do not face any difficulties, the MSME Department is also waiving the entry fees for the participants.

 

তৃণমূলের আমলে হস্তশিল্পের প্রসার ঘটেছে

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হস্তশিল্পীদের তৈরী সামগ্রী নিয়ে বিগত বাম শাসনে সারা রাজ্যে মেলা হত মাত্র ১২টি। আর ২০১১ সালে রাজ্যে শাসনভার বদলানোর পর তা বেড়ে হয়েছে ৪০টি। সেই আমলে সব মেলা মিলিয়ে সর্বোচ্চ বিক্রি হয়েছিল ১৮ কোটি ৭৪ লক্ষ টাকার। সেখানে গত বছরই ৪০টি মেলায় ৪৫ কোটি টাকার বেশী বিক্রি হয়েছে।

এবার হস্তশিল্প মেলা হচ্ছে নিউটাউনের ইকো পার্কে। সেখানে ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই ১১ কোটি ৫৪ লক্ষ টাকার জিনিস বিক্রি হয়েছে। এভাবেই রাজ্যের বর্তমান সরকার হস্তশিল্পীদের তৈরী করা নানা সামগ্রী বিপণনের সুযোগ ও সম্ভাবনা বাড়িয়েছে।

এই পরিসংখ্যান দিয়ে রাজ্য সরকারের সাফল্য ব্যাখ্যা করেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী। ইকো পার্কে এদিন রাজ্য পর্যায়ে হস্তশিল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৭৫ জনকে আর্থিক পুরস্কার ও মানপত্র তুলে দেন তিনি।

Source: Millennium Post

Made-in-Jangalmahal handicrafts a hit at Biswa Bangla stores

The rich culture of the Adivasis of the Jangalmahal region of Bengal is now helping many of them earn a livelihood. Handicrafts made by artistes of the region have become a hit with customers at the Biswa Bangla stores, a brainchild of Chief Minister Mamata Banerjee. In fact, the idea of selling these particular handicrafts at the stores is also the idea of the Chief Minister.

The development of the Jangalmahal region has been one of her priorities. The long-neglected region, once the hotbed of insurgency, has been seeing the face of development every since the Trinamool Congress-led Government came to power in 2011.

Over the last four months, since the eight Biswa Bangla stores spread over Bengal and in New Delhi began selling the handicrafts made in the Jangalmahal region, products worth Rs 3 lakh have been sold, which is a big achievement, according to State Government officials.

This success has prompted the Government to connect 80 to 100 artistes from Paschim Medinipur, Purulia and Bankura districts permanently with this work. The money earned from the sales is directly debited to the bank accounts of the artistes who have created them.

The Government is fully paying for transporting the products to the showrooms. Now it has also decided to provide training to artistes in the use of machinery so that more can be made is less time.

The handicrafts are primarily made of bamboo, cane, grass, wood and stone; some are made using the terracotta technique too. In fact, items made of the latter are among the best-selling ones, along with plates, bowls and glasses made of black stone.

The range of products available at the Biswa Bangla stores – various types of sari, ornaments, accessories, handicrafts, instruments used by folk artistes, paintings, handmade toys, terracotta products, edibles like nolen gur, honey, pickles and others – caters to the widest variety of tastes.

In a short span of a little more than three years, since the first store opened at Kolkata International Airport on February 22, 2014, the Biswa Bangla stores have been making a world of difference to Bengal’s traditional craftsmen and weavers, earning them rich dividends and thus enabling respectable livelihoods, as well as the preservation and the propagation of the rich traditions of Bengal.

 

 

হস্তশিল্পে বিশ্ব বাংলা মাতাচ্ছে জঙ্গলমহল 

জঙ্গলমহলের হস্তশিল্পীদের তৈরি রকমারি জিনিসপত্র ইতিমধ্যেই দেশ-বিদেশে যথেষ্ট জনপ্রিয়। বিশ্ব বাংলা বিপণন কেন্দ্রগুলির হিসেব অনুযায়ী মাত্র চার মাসের উদ্যোগে ওই অঞ্চলে তৈরি তিন লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে।

পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহলের প্রায় ১৫ জন শিল্পী দেড় বছরের কাজের বরাত পেয়েছেন। তার মধ্যে তিন মাসের কাজের অগ্রিম দেওয়া হয়েছে শিল্পীদের, যা নজিরবিহীন। আরও ৮০ থেকে ১০০ জন শিল্পীকে এই কাজের সঙ্গে পাকাপাকি ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাঁশ, বেত, ঘাস, কাঠ-সহ বিভিন্ন উপকরণ দিয়ে ঘর সাজানো এবং দৈনন্দিন জীবনে কাজে লাগার মতো হাতে তৈরি শিল্পসামগ্রী তৈরি করেন জঙ্গলমহলের আদিবাসীরা। এই সব পণ্য ছাড়াও নজর কেড়েছে পাথরের তৈরি কালো রঙের থালা, বাটি, গ্লাস, টেরাকোটাও। বিশ্ব বাংলার বিপণন কেন্দ্রগুলিতে এখন এই সব পণ্যের চাহিদাই বেশি।

যে-সব শিল্পী বরাত পাচ্ছেন, তাঁদের তৈরি শিল্পপণ্য বিপণন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় খরচ দিচ্ছে রাজ্য সরকার। আর পণ্যের দাম সরাসরি চলে যাচ্ছে শিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়া আদিবাসী শিল্পীদের কাজে উৎসাহ দিতে যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার আটটি বিপণন কেন্দ্র রয়েছে। সেখানে বাংলার শিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের শাড়ি, লোকশিল্পীদের ব্যবহৃত যন্ত্র, হস্তশিল্পসামগ্রী, এমনকী নলেন গুড়ও রাখা হয়।

উল্লেখ্য, বিপণন কেন্দ্রগুলিতে আদিবাসীদের তৈরি হস্তশিল্প রাখার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Biswa Bangla outlet in China by July this year

The state government is going to set up a Biswa Bangla outlet at Kunming Changshui International Airport in China this July. A Memorandum of Understanding (MoU) in this regard was signed recently in the state administrative headquarters at Nabanna.

A Chinese delegation had attended the Bengal Global Business Summit (BGBS) held in January and expressed its willingness to invest in Bengal. After BGBS, a Chinese had come to the city and held talks with businessmen and senior officials of the Industry department. Senior state government officials felt that opening of the stall would start a new chapter and would showcase some of the typical products from Bengal.

It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took special measures to revive the nearly-forgotten products like Muslim and sital pati along with utensils made of bell-metal. The mask industry of Purulia and South Dinajpur also witnessed a revival. The artisans were looked after. The weavers who produced Muslins for generations were not only taken care of but also given elaborate training by reputed fashion designers.

Now, along with Muslin sarees, kurtas, pyjamas, tops for women, pillow covers and bed linens have become immensely popular.

 

বিদেশের মাটিতে এই প্রথম বিশ্ববাংলা বিপণি

এই প্রথম দেশের বাইরে চালু হতে চলেছে বিশ্ববাংলা স্টল। এবার বিশ্ববাংলা স্টল জায়গা পাচ্ছে কমিউনিস্ট চিনে।ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে চিনের একটি মউ চুক্তি স্বাক্ষরও হয়েছে।

আগামী জুলাই মাসের মধ্যেই চিনের মাটিতে বিশ্ববাংলার স্টল তৈরির কাজ শেষ হবে।  চিনের কানমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশ্ববাংলা স্টল।

পুরুলিয়ার মুখোশ কোচবিহারে শীতলপাটি ,ডোকরা, বাংলার মসলিন শাড়ি, কাঁসার বাসন থেকে বর্ধমানের মিহিদানা, সীতাভোগ এবার জায়গা পাবে সুদূর চিনে।  মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলা ব্র্যান্ড এবার সত্যিই পৌঁছচ্ছে বিশ্বের দরবারে।  বাংলার শিল্প সংস্কৃতি থেকে খাদ্য সম্ভার এবার জায়গা করে নেবে কমিউনিস্ট চিনে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল বিশ্ববাংলা ব্র্যান্ডের মধ্যে দিয়ে রাজ্যের হারিয়ে যেতে বসা হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করা ও এই পণ্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরা। পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরাও যাতে উপকৃত হয় সেইদিকেও নজর রাখা।

কলকাতায় দমদম  বিমানবন্দর ,ঢাকুরিয়া ,দক্ষিণাপণে এবং বাগডোগরায় রয়েছে বিশ্ববাংলা স্টল।

 

Bengal Global Business Summit 2017 to emphasize on port, mining and MSME

Port, mining and MSME will be the key areas to focus at Bengal Global Business Summit (BGBS) 2017.

Eyeing the third edition of BGBS, set to stage in on January 20-21, the Bengal Government is ready to proclaim mega investment proposals, a sizeable portion of which will come from private players in these sectors, the officials of industry and commerce department believe.

The Government recently framed a Maritime Policy with the help of global analytical company Crysil. With that, the government has also opened opportunities to widen ‘port based industrialisation’ to add a sharp edge in Bengal’s trade scenario.

Displaying the State as the possessor of third largest mineral resources across the nation, the State Government will look forward to get investment in mining sector as well. However, the commerce and industry department will promote sectors like textile, gems and jewellery, leather, jute, forging, casting, apparel and handicraft under MSMEs. The state government has already announced an investment to the tune of Rs 16,000 crore and 10,000 direct job creations in Tajpur Port and in the port-led industrial circuit there. The department has initiated Adani Ports and Essar Ports for investment there.

The development of robust infrastructure in ports, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway. Now, West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) is ready to promote deep sea port at Tajpur, Sagar Island and new port with ship building facility at Kulpi.

The State will also talk about the coal reserves of Deocha Pachmi in West Bengal, second largest in the world, at 2,00,000 million tonne, alone can create many jobs. The Deucha Panchmari Dewangunj coalmines project will be implemented jointly by West Bengal Mineral Development Corporation and Bengal Birbhum Coalfields Ltd. The project is likely to be operational in 2019 and will employ about one lakh people.

The Geological Survey of India (GSI) have indicated that Bengal has untapped reserves of iron ore, dolomites, tungsten, fireclay, granite and sand.

The State has tied up with Kudremukh Iron Ore Company (KIOCL) for iron ore deposit exploration. Recently, Kudremukh, a public sector company, has joined hands with the West Bengal Mineral Development and Trading Corporation (WBMDTC) to start a joint venture of Rs 850 crore.

MSMEs are undoubtedly the area which will get most of the attention in the upcoming BGBS. Handicraft, textile, jute, gems and jewellery have huge prospect in this state as adequate land is ready for making industrial parks.

The facts that would be showcased are various facilities and advantages of port-based industrialisation. The deep sea port at Bhor Sagar, which is a joint venture between the Centre and state government, will cost around Rs 16,000 crore. The work is under process in equity participation by Kolkata Port Trust and the state government. The project is also looking for a concessionaire through public private partnership (PPP). The requirement of land is 347 acre which is already in possession.

The green field port at Tajpur is going to be constructed in a revenue share model, as the state government is not looking for a joint venture with the Centre here. The state will build the main infrastructure and invite private players for the rest of the infrastructure. Revenue share model will be followed for the business.

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় গুরুত্ব দেওয়া হবে বন্দর, খনি, ক্ষুদ্র শিল্পকে

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে ২০-২১ জানুয়ারি ২০১৭তে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে।

বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন এবার তৃতীয় বর্ষে। বড় বিনিয়োগ টানতে তৈরী রাজ্য সরকার। শিল্প ও বানিজ্য দপ্তরের বিশ্বাস এই বিনিয়োগের একটি বড় অংশ আসবে বেসরকারি বিনিয়োগকারীদের থেকে।

রাজ্য সরকার ইতিমধ্যেই একটি সামুদ্রিক নীতি (মেরিটাইম পলিসি) তৈরি করেছে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান ক্রিসিলের সহযোগিতায়। বন্দর ভিত্তিক শিল্পের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

দেশের তৃতীয় সর্ববৃহৎ খনিজ সম্পদের অধিকারি রাজ্য হওয়ার কারনে রাজ্য সরকার খনিতেও অনেক লগ্নি আনতে সচেষ্ট । শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।