Sudip Bandyopadhyay asks a Supplementary Question on GST

FULL TRANSCRIPT

Sir, the concept of GST had been read by the Honourable President in his address as “one country one tax one market,” and that is why GST was announced so hurriedly. For this reason, GST has really thrown up huge difficulties. My question to the minister is that, whether the government is now going to simplify GST further and if so, what steps are they going to take, and what would be the time limit to save the small industries of the country?

Time is up for the BJP: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today visited the Parliament where she met leaders of various political parties. She met MPs from TRS, TDP, RJD, DMK and the Shiv Sena. The CM held a meeting with NCP leader Sharad Pawar Ji also.

Following the meetings, the Trinamool Chairperson addressed the media at the party office in Parliament.

Highlights of her speech:

Today, they (govt at the Centre) appear to have captured everything. Just see, before the EC announces the dates (of Karnataka elections), the party is tweeting it. What is this? All the agencies are being used and misused like anything. It’s not for any political party to know… this is a very bad gesture.

Be it the TDP, the Shiv Sena, or TRS, they were all with the BJP. Now they have all left. Which party does the BJP have good ties with? And if Akhilesh (Yadav) and Mayawati are together, then no one can do anything.

False news are being spread by the BJP after it sets itself up with the media. They use money to spread fake news. I don’t believe a single bit of it.

Mayawati ji is a national leader and I respect her. If she and Akhilesh (Yadav) call a meeting in Lucknow and invite us, we will all go. And they should offer us a cup of tea!

I was with NDA once when Atal ji was in charge. There was no problem. But now they are in control of everything, including the media. If the judiciary and the media are controlled from somewhere, then how will democracy function? You all write about them, but also write what the Opposition says. Now, 80 per cent of the news is fake news. Why should it be that those who have money can only do politics?

Political parties must sacrifice for the people, they must do social work. They just can’t brag about building the largest party office in the country. Politics means dedication and devotion. It is not a business, not a commercial obligation. It is a social compulsion. That is the basic difference between the political parties and the others.

I have been an MP for seven terms – I have served as the minister in different departments; I have been part of standing committees. I can sense the mood of the Parliament. All I can say about 2019 is that the mood in Parliament is different. Members have started, what shall I say, packing their bags.

Otherwise how will you explain a no-confidence motion, whichever party’s it may be, lying in the House with no discussion? Opposition parties want discussion. But if one of them, the AIADMK, have their demands, the other parties too have theirs. They should understand that. Had Jayalalitha Ji been alive now, she would not have supported this (action of AIADMK). It is unfortunate she is no more. I had great respect for her. But now they will not listen to any other party. We have not brought a no-confidence, but we should listen to what the others who have have to say. Even the BJP is afraid – several MPs will not vote (in favour of the government). That is what I’ve heard… those who have not got tickets… that is what is doing the rounds.

The DMK will win in Tamil Nadu with a landslide; in Telangana TRS, and Chandrababu Naidu’s TDP is also pretty good in Andhra. Regarding BSP-SP alliance, sometimes there are political compulsions. That is political adjustment, political reality. The Shiv Sena is also fighting (against the BJP). There is no party more communal than the BJP. In the name of Hinduism, they organise rallies with pistols in their hands. They are giving Hinduism a bad name.

We want to work together. No one should remain isolated. Wherever someone is strong, they should be allowed to lead. If in UP Mayawati and Akhilesh are strong, they should work together. We should help them. In Tamil Nadu, we should help the DMK. Like this there are some other states where a regional party is strong. We have to help them. Like TRS in Telangana; we will help them. In Bihar, we will help Lalu Ji, while in Odisha, the BJD is strong; we will help Naveen Pattanaik. That is how it should be done, so that the contest is one is to one.

I just had a meeting with Sharad Pawar Ji… we are all of the same opinion. I met some parties today and will again meet some other parties tomorrow. I’ll be meeting Shatrughan Sinha, Yashwant Sinha, Arun Shourie – they will be coming to my house tomorrow. Sonia (Gandhi) Ji is not well. I sent Dinesh Trivedi to her house to enquire about her health. Let her recover. I keep in touch with her every day.

The data stealing is bad. Everyone’s data has been stolen. And even at this moment, when I am talking with you, there may be a sting operation going on. Politics has been replaced by sting operations. You pay money and get something done against someone. That is what is happening now. I’m surprised. Leaders are saying they have to gamble and end the careers of their adversaries. I have never heard such things before.

I will keep raising my voice against linking Aadhaar to bank accounts and phones. Even if nobody is there, I will raise my voice alone. It has been proved now. There are no rights – no privacy, no fundamental or democratic rights… where will the people go? Is this a democratic country? Even after the Supreme Court gave an observation that a Constitution Bench will take it (Aadhaar linking issue) up, the banks are sending messages every day to link… this a contempt of the Supreme Court.

And it’s not just Cambridge Analytica… with money, they are using and misusing various agencies. I respect bureaucrats. But I will appeal to them not to misuse everything that is asked for by a political party for its gain. A party is in power today and will be gone tomorrow. Why should they be victimised for that?

And the media too – I don’t blame you because you are the employees. But the media owners should understand. All the support is one-sided. Democracy means both the sides should have a voice. All these dealings have come out in Cobrapost. We have seen everything… Are all these signs of ‘achhe din?’ It either has to be an impartial institution or a BJP institution. What should it be, you say? It is very unfortunate that all the agencies are being controlled like this. It is not good for the country. What are we leaving for the future generations?

Everyone must come out boldly and tell the truth. It doesn’t matter if they send the ED or CBI – we are not afraid of that.

One thing that the media must take notice of is that a message has gone across the country, to the grassroots. After demonetisation, GST, and bank fraud, whether you admit it or not, the amount of harassment the public has faced has resulted in this government losing all its credibility, all its credentials. It’s credibility has become zero. It is not the people’s choice now. And they are still giving threats…

I have gone to all the states. They have their own compulsions. That is why we respect all the states.

 

বিজেপির সময় শেষ হয়ে এসেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দিল্লীতে সংসদ ভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের কার্যালয়ে তিনি বিভিন্ন দলের সাংসদদের সাথে দেখা করেন। টিডিপি, টিআরএস, আরজেডি, ডি এম কে ও  শিব সেনার সাংসদদের সাথে দেখা করেন তিনি। এনসিপি নেতা শরদ পাওয়ারের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু অংশ:

এই মুহূর্তে, কেন্দ্রীয় সরকার সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যেমন, আজ নির্বাচন কমিশন কর্নাটকে নির্বাচনের দিন ঘোষণা করার আগেই দল টুইট করে জানাচ্ছে। এটা কোনও রাজনৈতিক দলের জানার কথা না। এসব কি হচ্ছে? সমস্ত সাংবিধানিক সংস্থাকে ইচ্ছেমতো ব্যবহার করা হচ্ছে… খুব খারাপ সঙ্কেত।

টিডিপি, শিবসেনা, টিআরএস – সকলেই বিজেপির সঙ্গে ছিল, এখন সবাই জোট ছেড়ে বেরিয়ে গেছে। কোন দলের সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক আছে? অখিলেশ ও মায়াবতীর জোট হলে, তাঁদের হারানো সহজ হবে না।

মিডিয়ার সাহায্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওরা ভুল তথ্য ছড়াতে টাকা ব্যবহার করছে। আমি তাদের একটুও বিশ্বাস করি না।

মায়াবতী একজন জাতীয় নেত্রী, আমি তাকে শ্রদ্ধা করি। তিনি ও অখিলেশ (যাদব) যদি লখনৌতে কোনও বৈঠক করেন ও আমায় আমন্ত্রণ করেন, আমি অবশ্যই যাব। এক কাপ চাও খেতে পারি।

অটলজির সময় আমিও এনডিএতে ছিলাম। তখনকার বিজেপি আর এখনকার বিজেপিতে আকাশ-পাতাল ফারাক। এখন কেন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ করছে, এমনকি মিডিয়াকেও। যদি সংবাদমাধ্যম এবং আইন ব্যবস্থা কেউ নিয়ন্ত্রন করে, গণতন্ত্র কি করে থাকবে? তোমরা ওদের (বিজেপি) কথা লেখো, সঙ্গে বিরোধীদের কথাও বল। এখনকার খবরের ৮০ শতাংশই ভুল তথ্য (ফেক নিউস)। যাদের টাকা আছে তারাই শুধু রাজনীতি করতে পারবে?

রাজনৈতিক দলগুলি মানুষের জন্য ত্যাগ করবে, সমাজের কাজ করবে। দেশের সবথেকে দামী পার্টি অফিস তৈরী করাতে কোন গরিমা নেই। রাজনীতি মানে ডেডিকেশন, ডিভোশান। এটি কোনও ব্যবসাও নয়, অর্থ উপার্জনের মাধ্যমও না। রাজনীতি একটি সামাজিক দায়বদ্ধতা। এটাই মূল তফাত একটি রাজনৈতিক দল ও অন্যদের মধ্যে।

আমি সাত বারের সাংসদ। আমি অনেক দপ্তরের মন্ত্রীও ছিলাম, স্ট্যান্ডিং কমিটিতেও ছিলাম। আমি সংসদের মুড বুঝি। আমি ২০১৯ এর ব্যাপারে বলতে পারি, সংসদের মুড বদলাচ্ছে। অনেক সাংসদরা ব্যাগ গোছাতে শুরু করেছেন।

নয়তো অনাস্থা প্রস্তাব আটকে থাকে কি করে? আলোচনা করতে দেওয়া হচ্ছে না। বিরোধীরা আলোচনা চায়। যদি এআইএডিএমকের দাবি থাকে, বাকিদেরও আছে। এটা ওদের বোঝা উচিত। জয়ললিতা জি বেঁচে থাকলে, উনিও এই আচরনের বিরোধিতা করতেন। দুঃখজনক যে তিনি আজ আর নেই। ওনার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। আমরা অনাস্থা প্রস্তাব আনি নি। কিন্তু, অন্যদের কথা শোনা উচিত। এমনকি বিজেপিও ভয় পাচ্ছে যে তাদের সব সাংসদ সরকারের পক্ষে ভোট দেবে না। আমি তো এমনটাই শুনেছি।

ডিএমকে তামিলনাড়ুতে জিতবে, তেলেঙ্গানায় টিআরএস, অন্ধ্রতে টিডিপি। এসপি-বিএসপি জোট নিয়ে বলব, আনেক রাজনৈতিক দায়বদ্ধতা থাকে, কড়া সত্য। শিবসেনাও লড়ছে (বিজেপির বিরুদ্ধে)। বিজেপির মত আর কোনও সাম্প্রদায়িক দল নেই। হিন্দুত্বের নাম করে তারা বন্দুক নিয়ে মিছিল করছে। তারা হিন্দুত্বের বদনাম করছে।

আমরা একসঙ্গে কাজ করতে চাই। কেউ যেন বাদ না যায়। যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া উচিত। উত্তর প্রদেশে অখিলেশ ও মায়াবতী শক্তিশালী, তামিলনাড়ুতে ডিএমকে। তাদের সাহায্য করা উচিত। অন্যান্য রাজ্যে স্থানীয় রাজনৈতিক দল শক্তিশালী হলে, তাদের সাহায্য করা উচিত। তেলেঙ্গানায় টিআরএস, বিহারে লালুজিকে আমরা সাহায্য করব, ওড়িশায় নবীন পট্টনায়েকের বিজেডিকে সাহায্য করব। যাতে লড়াইটা একের বিরুদ্ধে একের হয়।

এখন শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলাম, আমাদের সকলের এক বক্তব্য। কিছু দলের সঙ্গে আজ দেখা করেছি, কিছু দলের সঙ্গে কাল দেখা করব। শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহা, অরুণ শৌরী আমার বাড়ি কাল আসবেন। সনিয়া গান্ধী অসুস্থ, আমি দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েছি ওনার খবর নিতে। আমি রোজ খবর নিই।

তথ্য চুরির ঘটনা খুবই উদ্বেগজনক, সকলের তথ্য চুরি হয়ে গেছে। এই যে আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, হয়ত এখনও স্টিং অপারেশন চলছে। রাজনীতি এখন স্টিং অপারেশনের ওপর দাঁড়িয়ে। টাকা দিয়ে যে কেউ তার বিরোধীদের বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে। এখন এটাই হচ্ছে। অনেক নেতা ভয় পাচ্ছেন। আগে কোনোদিন আমি এরকম কিছু শুনিনি।

আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফোনের সাথে আধার লিংক করার বিরোধিতা করে যাব। যদি সাথে কেউ না থাকে, তবুও, আমি একা লড়ে যাব। মানুষের এখন কোনও অধিকারই নেই – না গণতান্ত্রিক, না মৌলিক, না ব্যাক্তিগত। মানুষ যাবে কোথায়? একটি গণতান্ত্রিক দেশে এটা সম্ভব? সুপ্রিম কোর্টও অবজারভেশন দিয়েছিল যে, আধার মামলা সাংবিধানিক বেঞ্চ শুনবে। ততদিন আধার লিংক করাতে হবে না। তবুও ব্যাঙ্ক থেকে মেসেজ এসেই চলেছে। এটা সুপ্রিম কোর্টের অবমাননা।

শুধু কেমব্রিজ অ্যানালেটিকা নয়, টাকার সাহায্যে, বিভিন্ন এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্র। আমি আমলাদের সন্মান করি। আমি তাদের অনুরোধ করব কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে তারা যেন ক্ষমতার অপব্যবহার না করেন। আজ একটি দল ক্ষমতায় আছে, কাল হয়ত তারা ক্ষমতায় থাকবে না। আমলারা কেন ভুগবেন?

সংবাদমাধ্যমও… আমি সাংবাদিকদের দশ দিয়ি না, তারা তো কর্মচারী মাত্র। যারা সংবাদমাধ্যমের মালিক, তাদের বোঝা উচিত। তারা শুধু একতরফা ভাবে একটি দলকে সমর্থন করছে। গণতন্ত্রে দুতরফেরই বক্তব্য তুলে ধরা উচিত। গোপন অনেক ডিলের খবর ফাঁস করেছে কোবরাপোস্ট। সব দেখা হয়ে গেছে… এটাই কি আচ্ছে দিন? আজ যেকোনো প্রতিষ্ঠান হয় নিরপেক্ষ নয় বিজেপি-ঘেঁষা। এমনটা কেন হবে? এটা দেশের পক্ষে মঙ্গলকর নয়। পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি নিদর্শন রেখে যাচ্ছি?

সবার উচিত এগিয়ে এসে সত্যের পক্ষ সমর্থন করা। ওরা (কেন্দ্র) যদি ইডি, সিবিআই লাগিয়ে দেয়, আমরা ভয় পাই না।

সংবাদমাধ্যমের বোঝা উচিত যে দেশে তৃণমূল স্তর পর্যন্ত একটি বার্তা গেছে। নোটবন্দি, জিএসটি, ব্যাঙ্ক জালিয়াতির ফলে মানুষ ত্রস্ত। মিডিয়া মানুক না মানুক, দেশের মানুষ এই সরকারের ওপর আস্থা হারিয়েছে। মানুষের চোখে সরকারের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। তবুও, তারা (কেন্দ্র) হুঁশিয়ারি দিচ্ছে।

আমি সব রাজ্যে গেছি। আমি তাদের বাধ্যবাধকতা বুঝি। তাই আমি সব রাজ্যকেই সম্মান করি।

 

Bengal Govt increases earnings due to adoption of IT

The Bengal Government has been successful in increasing its earnings due to the adoption of information technology (IT) across the board.

According to data available with the State Finance Department, the earnings from stamp duty and registration have risen by 17 per cent, from customs duty, by a massive 93 per cent, from transport tax, by 26 per cent and from electricity duty, by 39 per cent. And from entry tax, during the current financial year, till date, the earning has been more than Rs 1,500 crore, which is also a big increase.

The Finance Department, under the helm of Dr Amit Mitra, with due encouragement from Chief Minister Mamata Banerjee, has set an example for the rest of the country in financial management.

According to Dr Mitra, the following of sound economic policies has enabled the State Government to steadily repay its massive debt, a legacy of the erstwhile Left Front Government.

Unlike for the Centre and many other State Governments, the adoption of the Goods and Services Tax (GST) has not led to any major shortfall in the collection of taxes by the Bengal Government. The major reason for this is again the IT-friendly tax collection structure.

Another big amount of money is due to the State Government, which would further boost the revenue – payment by the Centre to cover the losses borne by the states due to the adoption of Inter-State GST (IGST) and GST.

This highly successful integration of IT with the financial structure of the State Government has been acknowledged and appreciated by the Central Government through various awards in categories like e-taxation, e-tendering, e-governance, etc.

Comparing a few relevant numbers, the capital expenditure of Bengal has increased from Rs 2,225 crroe in 2010-11 to Rs 11,336 in 2016-17, and the plan expenditure has increased from Rs 14,615 crore to Rs 49,090 crore, during the same respective periods.

 

তথ্যপ্রযুক্তি ব্যবহারে আয় বাড়ল রাজস্বে

রাজস্বে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিপ্লব ঘটিয়ে উল্লেখযোগ্যভাবে আয় বাড়িয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তথ্য বলছে, গত অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বরের তুলনায় চলতি আর্থিক বছরে একই সময়ে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি–তে ১৭ শতাংশ, আবগারি শুল্কে ৯৩, পরিবহণ কর ২৬ শতাংশ এবং বিদ্যুৎ শুল্কে ৩৯ শতাংশ আয় বেড়েছে।

অন্যদিকে, প্রবেশ কর হিসেবে চলতি অর্থবছরে এখনও পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি। রাজস্বে খাতে এই বিপুল পরিমাণ আয় বৃদ্ধি হওয়ার ফলে রাজ্য এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের নির্ধারিত ঋণ গ্রহণের সীমা ছাড়ায়নি। চলতি অর্থবর্ষে নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার ঋণ নিয়েছে ১৮ হাজার কোটি টাকা। যেখানে ঋণ নেওয়ার ক্ষমতা ২৯ হাজার কোটি টাকা। তথ্য বলছে, চলতি অর্থবর্ষের বাকি সময়ে রাজ্যের ঋণ নেওয়ার সুযোগ রয়েছে ১১ হাজার কোটি টাকা। নির্দিষ্ট নিয়ম মেনে চলার ফলে আর্থিক শৃঙ্খলার নজির তৈরি করতে পেরেছে রাজ্য।

এই শৃঙ্খলা তৈরি হওয়ায় রাজ্য সরকার ঋণের ওপর নিয়ন্ত্রণ তো রাখতে পেরেছেই, পাশপাশি আগের ঋণ শোধ করতে পারার ক্ষমতা তৈরি করেছে। অন্যদিকে, রাজ্য সরকার চলতি অর্থবর্ষে একবার ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স নিয়েছে। একবারও ওভারড্রাফট নেয়নি। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার যে ঋণ নিয়েছে তার ৩০ শতাংশ খরচ করেছে রাজ্যের উন্নয়নে।’

সুষম ঋণনীতির ফলে উচ্চ সুদের হারে নেওয়া আগের ঋণ শোধ করে দিতে পেরেছে। জিএসটি আদায়ের ক্ষেত্রে যখন কেন্দ্র, বিভিন্ন রাজ্য সরকারের আয় উল্লেখযোগ্যভাবে কমছে তখন এ রাজ্যে তার প্রভাব বেশ কম। এর কারণ তথ্যপ্রযুক্তিবান্ধব কর পরিষেবা। রাজ্যের আয় বাড়ার আরও একটি পথ এখনও খোলা। সেটি হল আইজিএসটি এবং জিএসটি বাবদ কেন্দ্রের থেকে ক্ষতিপূরণের একটি বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে। বড় ব্যবসায়ীরা চটজলদি নতুন কর ব্যবস্থায় (জিএসটি) নিজেদের খাপ খাইয়ে নিয়ে নাম নথিভুক্ত করাতে পেরেছেন। ছোট ব্যবসায়ীরা তা করতে গিয়ে ধাক্কা খাচ্ছেন। এই বিষয়টি অনেক আগেই বুঝতে পেরেছিল রাজ্য। আরও সময় নিয়ে জিএসটি চালুর পক্ষে সওয়াল করেছিল।

এদিকে, রাজ্য সরকার আর্থিক অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছে। বিভিন্ন দপ্তরে পড়ে থাকা টাকা ফিরে এসেছে অর্থ দপ্তরে। তার পরিমাণ ২ হাজার কোটি ছাড়িয়েছে। আরও ২–৩ হাজার কোটি টাকা ফেরত আসার সম্ভাবনা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যের ভাল কাজের স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। অনেকগুলি ক্ষেত্রে পুরস্কৃতও করেছে। এর মধ্যে রয়েছে ই–ট্যাক্সেশন, ই–টেন্ডারিং, সুসংহত আর্থিক ব্যবস্থাপনা–সহ আরও কয়েকটি ক্ষেত্র। ২০১০–১১ সালে রাজ্য সরকারের মূলধনী ব্যয় ছিল ২ হাজার ২২৫ কোটি টাকা। ২০১৬–১৭ সালে তা বেড়ে হয়েছে ১১ হাজার ৩৩৬ কোটি। অন্যদিকে, ২০১০–১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল ১৪ হাজার ৬১৫ কোটি টাকা। বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯০ কোটি টাকা।

Source: Aajkaal

GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

GST rates changing repeatedly proving to be a hindrance: Dr Amit Mitra

As a result of the hurried manner in which the Goods and Services Tax (GST) was introduced, the taxation rates are being changed repeatedly by the Central Government, which is proving to be a hindrance in the smooth implementation of the system. This was stated recently by the Bengal Finance and Industries Minister, Dr Amit Mitra at a seminar held at the India International Trade Fair 2017 at Pragati Maidan in New Delhi.

He said, with so frequent changes, businesses, especially the small businesses, which cannot afford to hire qualified chartered accountants to be explained all the complexities, are finding it very difficult to follow the rules and regulations of the system while filing their income tax reports.

Even GST Network, the organisation responsible for writing the software for the fully-online system, is failing to cope with the changes, according to the minister. As a result of these difficulties, the tax collection by both the Centre as well as the states has taken a hit.

 

বারবার বদলের জেরে বাড়ছে জিএসটি বিপত্তিঃ অমিত মিত্র

মসৃণ জিএসটির পথে বাধা ঘন-ঘন করের হার বদল। বিপত্তি বাঁধছে নিয়ম-কানুন লাগাতার পাল্টাতে থাকার জেরেও। কারণ, বারবার ওই বদলের সঙ্গে তাল মেলানো কঠিন হচ্ছে জিএসটি নেটওয়ার্কের(জিএসটিএন) পক্ষে। যা নতুন কর-ব্যবস্থার মেরুদণ্ড। তাই হয়রান ব্যবসায়ীরা। ঘুম ছুটছে নেটওয়ার্ক সামলানো লোকেদেরও। তড়িঘড়ি জিএসটি চালুর মাসুল গোনা নিয়ে এ ভাবেই কেন্দ্রের দিকে ফের তোপদাগলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য মেলায় অমিতবাবুর অভিযোগ, তাড়াহুড়োয় জিএসটি চালু করার জন্যই এখন এত ঘন ঘন করের হার বদলাতে হচ্ছে। ঘাম ছুটছে আমজনতা, ব্যবসায়ীএমনকী জিএসটিএন সামাল দেওয়া লোকেদেরও। তাঁর দাবি, এর খেসারতে কর সংগ্রহ কমেছে কেন্দ্র-রাজ্য উভয়েরই।

অমিতবাবুর কথায়, ‘‘ঘন ঘন করের হার বদলানোয় জিএসটি নেটওয়ার্ক নিয়ে যাঁরা কাজ করছেন তাঁরাও সমস্যায় পড়ছেন। পণ্যে কর কমানো সমর্থন করি। কিন্তু তার পিছনে নির্দিষ্ট নীতি থাকা প্রয়োজন। ইচ্ছে মতো করা অনুচিত।’’

এ ছাড়া অমিতবাবুর অভিযোগ, জিএসটিতে রাজস্ব আদায় বৃদ্ধির যে আশা করা হয়েছিল, তা মেটেনি। তাঁর দাবি, অগস্ট-সেপ্টেম্বরে কেন্দ্রের কোষাগারে প্রায় ৬৫ হাজার কোটি টাকা কম ঢুকেছে। রাজ্যগুলিরক্ষেত্রে তা প্রায় ৩০ হাজার কোটি। তাঁর মতে, এটিরও অন্যতম কারণ জিএসটিএনে সমস্যা। সেখানে রিফান্ডের সমস্যাও যথেষ্ট বলে তাঁর দাবি।

 

Source: Anandabazar Patrika

20 things Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the extended core committee meeting at Nazrul Mancha.

In her speech, she attacked the Centre on demonetisation and hasty implementation of GST. She termed demonetisation “the biggest scam” and asked party workers to observe ‘Black Day’ on November 8 (the anniversary of demonetisation).

She also slammed the Opposition in Bengal for their negative politics.

 

Here are 20 things that Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting:

  • The festive season was peaceful without any untoward incident anywhere. Despite so many provocations and conspiracies, attempts to incite riots and violence were thwarted by the people. Credit must go to the local clubs, puja committees and administration.
  • Trinamool did not come power by sitting on armchairs. There is no room for complacency. Trinamool stands for mass movement. Trinamool stands for people. Trinamool stands for struggle. We lost thousands of our party workers. The new generation must be aware of the history of the party. I have documented our struggles in my books.
  • Listen to what people are saying on social media. Reach out to them. We are a pro-people party. We will never take any decision which is against the interests of the people.
  • There is no place for groupism or ego-fights in Trinamool. We will not tolerate anti-party activities. Party discipline is foremost. If you cannot follow it, you are free to leave. It is difficult to earn respect but very easy to lose it. A true leader is one who has people by their side. Workers are our biggest assets.
  • The media in Delhi is controlled by the ruling party at Centre. They cannot open their mouth against the Centre. If they dare to do so, they are threatened by the agencies like ED and CBI. The American can criticise Trump but the Indian media does not speak against Modi.
  • The Centre is running a dictatorial regime. They cannot break the TMC with intimidations and politics of coercion. We will speak out against any injustice.
  • The Opposition in Bengal does not play a constructive role. All the three parties have joined hands to fight us. Ram-Shyam and Ghanshyam have come together to form a ghont (unholy alliance).
  • There is blatant use of money power by the Centre. The ruling party is using black money to finish off all small parties. They want only one party to exist. They are now buying votes with money power in Gujarat.
  • We will observe ‘Kala Dibas’ (Black Day) in all blocks on November 8 to mark the anniversary of demonetisation. Rallies will be organised between 2-3 PM. Prepare slogans to reach out to people.
  • Demonetisation is the biggest scam. There must be an investigation into it. I had tweeted within 45 minutes of the announcement. Today Manmohan Singh, P Chidambaram, Arun Shourie are saying the same thing. Even eminent economists have spoken out against demonetisation.
  • What purpose did demonetisation serve? Did it weed out black money? No. Did it put an end to terrorism? No. Only one party converted its black money into white. They have also stashed away their black money abroad.
  • I have also received threats for speaking out. They threaten to use the CBI against me. Let them do whatever they want to. In Tagore’s words, this ‘monihar’ (necklace of gems) – referring to CBI – will turn into ‘bishhar’ (necklace of poison) once they are out of power.
  • They are coercing people to link their Aadhaar with their mobile number. This is their tactic. Even a private conversation between a husband and wife will now be pried on. Will there be no privacy left? I refuse to link my mobile number with Aadhaar. Left the service providers cut off my connection if necessary.
  • People are now scared of the phrase “mitron”. They keep harping on about their 56 inch ‘chhati’ (chest). We don’t need a ‘chhati’. We need a ‘chhata’ (umbrella) of unity that gives protection to people.
  • Despite a huge burden of debt (around Rs 2 lakh crore), we are carrying out all developmental programmes and schemes. 8.5 crore people receive rice at Rs 2/kg under Khadya Sathi. We have distributed 70 lakh cycles under Sabuj Sathi scheme. We have distributed scholarships under Siksha Shree scheme to 1.14 crore students. Over a crore minority students have received scholarships. We have distributed 15 lakh saplings under Sabuj Shree scheme. Healthcare is free in Bengal.
  • After the floods, Assam and Bihar got financial aid from the Centre. We don’t begrudge them. But Bengal was not given a single penny. Why? Because BJP is in power in these States and not in Bengal? They are systematically destroying the federal structure.
  • Bengal has been vocal against the hasty implementation of GST. But the Centre did not listen to us. And now the small and medium enterprises have been badly hit. The system was not prepared at all. About 50% people could not do uplinking. Total system failure. Almost 1 lakh people lost their jobs in Surat alone.
  • The Centre is manipulating growth figures. The GDP growth has fallen from 7% to 5.7% in the last quarter. They have zero performance. They only speak the language of riots and violence.
  • We will keep raising the issues concerning people. We will bring them up in Parliament. They threaten to put us in jail; let them do it. We will not bow down.
  • We are a pro-people party. People are our strength. Trinamool is like a big banyan tree that gives shade to all. People are the ultimate judge in a democracy.

 

তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখে নিন এক নজরে

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের  বর্ধিত কোর কমিটি বৈঠকে বক্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে  কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

১. বাংলায় সব উৎসব আমাদের নিজেদের মতো করে পালন করি। সকলকে অনেক শুভেচ্ছা। এত চক্রান্ত, প্ররোচনা সত্ত্বেও উৎসবের দিনগুলি শান্তি পূর্ণ ভাবে কেটেছে। সেজন্য সকল লোকাল ক্লাব, পুজো কমিটি সহ সব সাধারণ মানুষকে ধন্যবাদ।

২. তৃণমূল কংগ্রেস আরাম কেদারায় বসে ক্ষমতায় আসেনি। অনেক সংগ্রাম, ত্যাগ করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। হাজার হাজার কর্মী প্রাণ হারিয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। তৃণমূল কংগ্রেস সংগঠিত, সুশৃঙ্খল দল। মানুষকে নিয়ে কাজ করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য।

৩. তৃণমূল কংগ্রেস মানে মা-মাটি-মানুষ, তৃণমূল কংগ্রেস মানে সংগ্রাম, আন্দোলন, জনগণ। তৃণমূল কংগ্রেস যা করেছে সমগ্র রাজনৈতিক ইতিহাসে কেউ করে দেখাতে পারবে না। তৃণমূল কংগ্রেস কেন তৈরি হয়েছিল, ১৯৯৩ সাল থেকে তার সংগ্রামের কথা আমি লিপিবদ্ধ করে রেখেছি ছাত্র যুবদের জন্য। আমরা প্রতি বছরের কার্যকলাপ লিপিবদ্ধ করে রাখি।

৪. সোশ্যাল নেটওয়ার্কে খোঁজ রাখতে হবে, মানুষ কি ভাবছে জানতে হবে। যে কাজ জনগণের পক্ষে সেটাই আমরা করব। যে কাজ জনগণের পক্ষে নয় তা আমরা করব না।

৫. তৃণমূল কংগ্রেসে গ্রুপ করার, দল বিরোধী কাজ করার কোন জায়গা নেই। আমরা প্রগতিশীল ভাবধারা নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। যার মধ্যে যা ভালো জিনিস আছে আমরা তা গ্রহণ করেছি। সুনাম অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু বদনাম করতে এক সেকেন্ড সময় লাগে। সবাইকে নিয়ে যে চলে সেই নেতা। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের সম্পদ।

৬. দিল্লি মিডিয়াকে কন্ট্রোলে রেখেছে কেন্দ্রীয় সরকার, তারা ওদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না; যদি কেউ বলে ফেলে তাকে জব্দ করার জন্য তার বাড়িতে ইনকাম ট্যাক্স বা সিবিআই বা ইডি পাঠিয়ে দেওয়া হয়। আমেরিকার মিডিয়া যেভাবে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছে ভারতের মিডিয়া তা করতে পারে না। কারণ তাদের ভয় দেখানো হচ্ছে, খুন করা হচ্ছে।

৭. যেভাবে কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক চাবুক চলছে, যারা স্বচ্ছতা, সাহসিকতা, সংগ্রামের সাথে রাজনীতি, আন্দোলন করে তাদের জন্য তা বিষময় হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা আর এজেন্সির জোরে, অত্যাচার, চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে পারবে না। আমরা অন্যায়ের প্রতিবাদ করবই।

৮. বাংলায় যে কটা বিরোধী দল আছে ওরা শুধু নেগেটিভ রোল প্লে করে। সব দল মিলিত হয়েছে আমাদের বিরুদ্ধে। ভোট এলেই রাম-শ্যাম-ঘনশ্যাম ৩টি দল এক হয়ে গেল।

৯. কাউকে প্রচুর টাকা দিয়ে, কাউকে ভয় দেখিয়ে কিনে নিচ্ছে। ভারতবর্ষকে নিয়ে কোটি কোটি টাকার, কালবাজারির খেলা চলছে যাতে সব ছোট রাজনৈতিক দলগুলি শেষ হয়ে যায় আর একমাত্র দাঙ্গাকারী দলটি বেঁচে থাকে। গুজরাতে ক্ষমতায় আসার জন্য টাকা দিয়ে ভোট কিনছে।

১০. আগামী ৮ই নভেম্বর দুপুর ২-৩ টেয় নোট বাতিলের এক বছর উপলক্ষে ব্লকে ব্লকে ‘কালা দিবস’ পালন করা হবে। নোটবাতিল ঘোষণার ৪৫ মিনিটের মধ্যে আমি টুইট করে যা বলেছিলাম আজ মনমোহন সিং, পি চিদাম্বরম, অরুন শৌরি সহ সব অর্থনীতিবিদরা একই কথা বলছে।

১১. নোটবাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি।এর তদন্ত হওয়া উচিত। এটি দুর্নীতির ধন্দ। কালো টাকা আজ পর্যন্ত উদ্ধার হয়নি। দুর্নীতি আজ পর্যন্ত রোখেনি। টেররিজম আজ পর্যন্ত রোখেনি। নোট বাতিলের ফলে সবার ক্ষতি হয়েছে, লাভ শুধু একটা দলেরই হয়েছে, যত ব্ল্যাক মানি সব সাদা হয়ে গেছে। নিজেদের টাকা বিদেশে মজুত করেছে।  

১২. আমাকেও থ্রেট করা হয় এটা ওটা বলা যাবে না। ট্যাক্টফুলি সারদা নারদা করা হয়েছে তৃণমূলকে হিউমিলিয়েট করার জন্য। আমাদের পেছনে সিবিআই, ইডি লাগায় তাও আমরা প্রতিবাদ করে যাই। আজ যে মনিহার গলায় পোরে বসে আছে, যেদিন ক্ষমতায় থাকবে না, এই মণিহার বিশধর হারে পরিণত হবে।

১৩. মোবাইলেও আধার কার্ড দিতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে কি কথা বলবে সেটা ট্যাপ করে পার্টি অফিসে পাঠিয়ে দেবে। মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মোবাইলের সঙ্গে আধার কার্ড নম্বর আমি দেব না, তাতে মোবাইল না থাকলে না থাকবে।

১৪. মিত্রোঁ বললেই মানুষ ভয় পেয়ে যাচ্ছে। কথায় কথায় কেউ বলছে আমার নেতার এত বড় ছাতি। আরে ছাতি চাই না, এই দেশকে একত্র করার ছাতা চাই।   

১৫. মাথায় এত (প্রায় ২লক্ষ কোটি টাকা) দেনা নিয়ে এত প্রকল্প কোন একটা রাজ্য করে দেখাক। ২ টাকা কিলো চাল ৮.৫ কোটি লোক পায় খাদ্য সাথীতে, সবুজ সাথী সাইকেল ৭০ লক্ষ ছেলেমেয়েরা পেয়ে গেছে। শিক্ষাশ্রী প্রায় ১ কোটি ২৪ লক্ষ, সংখ্যালঘু স্কলারশিপ ১.৫ কোটি হয়ে যাবে। সবুজশ্রী প্রায় ১৫ লক্ষ গাছের চারা ইতিমধ্যেই বিলি করা হয়েছে। আমাদের সরকার বিনা পয়সায় চিকিৎসা দেয়।

১৬. বন্যার পর আসাম, বিহার সঙ্গে সঙ্গে ত্রাণের টাকা পেল। কিন্তু বাংলা একটা টাকাও পেল না, যেহেতু বিজেপি সরকার নয়। টোটাল ডিস্ক্রিমিনেশন, ফেডেরাল স্ত্রাকচারে আননেসেসারিলি ইন্টারফেয়ারেন্স।

১৭. ৫০% লোক এখনও আপলিঙ্কিং করতে পারেনি জিএসটিতে। তার মানে সিস্টেম ফেলিওর। আমরা ছাড়া কেউ জিএসটির প্রতিবাদ করেনি। শুধু গুজ্রাটের সুরাটে ১লক্ষ লোক চাকরি হারিয়েছে। ছোট ও মাঝারি অনেক ব্যাবসা বন্ধ হয়ে গেছে।

১৮. দেশটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত বছর এই সময় ৭.৯% গ্রোথ ছিল আর আজ সেখানে ৫.৭% এই কোয়ার্টারে। কোনও পারফরমেন্স নেই। কেউ কেউ বলছে পালিশ করে দেব, মেরে দেব, এমন ভাষা ওদের নিজস্ব। ওদের ভাষা দাঙ্গা, গুন্ডামি করার।

১৯. আমরা মানুষের কথা তুলে ধরবই। পার্লামেন্টেও কথা তুলব। আমরা প্রতিবাদ করব। তাতে যদি সবাইকে জেলে পোরে, পুরুক। আমরা মাথা নত করব না।

২০. আমাদের সরকার জনগণের সরকার, আমরা প্রো-পিপল। মানুষই আমাদের শক্তি। তৃণমূল কংগ্রেস একটা বটবৃক্ষ। মানুষই তৃণমূলের একমাত্র গণ দেবতা।

 

Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman

Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।

 

Will do everything to ease GST woes: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Centre for destroying the federal structure of the country as the state governments were being forced to follow their (Centre’s) policies despite having objections.

The West Bengal Assembly on Tuesday passed the State Goods and Services Tax (SGST) Bill, 2017. Trinamool’s ideological position on GST would not alter, the Bengal CM said. “The common people are facing problems and since we value democracy the party will stand behind the masses,” she said speaking in the Assembly after the passing of the Bill.

“The Centre could have fed many poor people with the money which had gone in the ad spend for creating awareness about GST… The country is now in an acute crisis,” she said. The state had issued an ordinance in June end to facilitate treasury operations by the government from July 1, the date of implementation of the new tax regime across the country.

The Bengal CM said that the state government had “no option” but to issue the ordinance on GST as otherwise, the state would not have been able to conduct any treasury operation. “The state government is sitting before the nozzle of a gun and the central government machinations forced us to do that,” she said.

The Bengal Chief Minister said the state government was clearly against the hasty implementation of the new tax regime and had urged the Centre to postpone it by two months. “But we were really hard-pressed and so the ordinance had to be issued.” The government, she said, needed money to pay salaries, make developmental expenditure and others. As the ordinance had a definite lifetime, it had to be ultimately ratified by the Assembly. She said owing to many objections raised by state finance minister Amit Mitra at the GST Council meetings, taxes on many items of common use had been lowered.

On Trinamool’s stand, she said, “Previously we had supported GST as it was portrayed to be uniform across the nation, but the experience is totally different.” The textile sector, medicine shops, small businessmen had been affected by the new tax law, she said, adding that demonetisation and GST were “two big scandals” perpetrated by the BJP-led government at the Centre.

 

বাধ্য হয়ে মানছি জিএসটি: মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের জন্য বাধ্য হয়ে রাজ্য পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা মেনে নিয়েছি কিন্তু গরিব মানুষের স্বার্থে এই কর সম্পর্কে আমাদের যে লড়াই, তা যেমন ছিল, তেমন চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ বিল অনুমোদন করাতে গিয়ে এই কথা বলেছেন।

তিনি বলেন, “পণ্য পরিষেবা করের ব্যাপারে আমরা কখনওই আমাদের অবস্থান থেকে সরে আসেনি। এক দেশ এক কর ব্যবস্থা, আমরা সমর্থন করেছি। কিন্তু, সবসময় বলেছি, দেখতে হবে এর ফলে গরিব মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। উপযুক্ত পরিকাঠামো সারা দেশে গড়ে তোলার জন্যে, বিষয়টি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য, তাড়াহুড়ো না করতে অনুরোধ করেছিলাম। তা সত্ত্বেও ওরা তাড়াহুড়ো করেছে। গরিব মানুষের কথা ভাবেনি। এরপরেও গরিব মানুষের যেটুকু সুবিধা আছে তা আমাদের লড়াইয়ের জন্যই। আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র অনেক সময়ই একা লড়াই করেছেন। জয়ললিতা ছাড়া কেউ পাশে ছিলেন না। এর আগে আমরা অধ্যাদেশ জারি করেছি, এখন আইন করেছি। না–হলে কেন্দ্রের অসহযোগিতায় সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যেত। আমাদের টাকা আমরাই ব্যবহার করতে পারতাম না। জিএসটি আইন হয়ে যাওয়ার পর এখন তো আর এমপাওয়ার্ড কমিটি নেই। কাউন্সিল হয়েছে। তার চেয়ারম্যান অরুণ জেটলি। তবুও আমরা সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দ্রব্য ও পরিষেবায় করের হার কমানোর জন্যে লড়াই চালিয়ে যাচ্ছি।”

অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটিতে প্রচণ্ড লড়াই করেছি বলেই রাজ্যগুলো কিছুটা সুবিধা পাচ্ছে। সুজন চক্রবর্তী জানান, বাংলার বঁড়শি সারা ভারতে এমনকী দেশের বাইরেও রপ্তানি হয়। বঁড়শি ও পোশাক শিল্পে যাতে করের বোঝা কমে তা দেখতে হবে। এবং ওষুধের ওপর বিশেষ করে জীবনদায়ী ওষুধের ওপর কর যাতে ৫ শতাংশের বেশি না হয় তা নিয়ে কেন্দ্রকে চাপ দেওয়া হোক।”

 

Kalyan Banerjee speaks on The Integrated Goods and Services Tax (Extension to Jammu and Kashmir) Bill, 2017

Honourable Deputy Speaker,

Sir, I am really obliged that you have given me a chance to speak. I will be very brief. Thank you.

We are in agreement with GST. We have said that if the GST Bill comes, we will agree to it in principle. We have also agreed to the GST Council. But a problem has occurred now. A very pertinent question has arisen. The GST Council is fixing the rate of taxes. But it is neither routed through the Parliament and the State Assemblies nor is it liable for judicial review.

Nobody can question that now. The fixation of rates by the GST Council has become arbitrary. I will give you some illustrations too. The tax rates under the GST are set at 0 per cent, 5 per cent, 12 per cent, 18 per cent and 28 per cent for various goods and services, and almost 40 per cent of goods and services come under the 18 per cent tax rate. So, around 60 per cent of goods and services are in the higher tax brackets. The GST has been introduced with effect from July 1. We have all agreed to that. But how are we passing our post-GST days? In every walk of life the rates have increased by reason of the application of GST. People planning to purchase white goods will have to shell out more money as most appliances and durable goods makers have increased their prices in the new regime under GST.

Services to higher education institutes, utility bills, personal care products, sugar, prepared meals, snacks and sweets, pan, tobacco and 382 intoxicants – where current inflation is already high, the tax incidences too will be higher under GST. These items have around 20 per cent weightage in the CPI basket and could see a one-time transitory inflation hump.

Durable makers would also go for another hike before the festive seasons. Prices of majority of essential drugs have increased by up to 2.29 per cent and in the majority of cases the drugs are not available in the stores. The Government has fixed a GST rate of 12 per cent on most of the essential drugs as against the current tax incidence of around 9 per cent. The prices of essential services have also increased. Overall tax after GST comes to around 18 per cent in comparison to the earlier rate of 12.5 to 15 per cent and even 4 per cent for some retail products. Things which have become more expensive after GST include residential rent, health care and school fees. The total expense ratio of a mutual fund, commonly called the expense ratio of a mutual fund company, has gone up by 3 per cent. Courier services and mobile bills will also cost more. Bank services, credit card services and the renewal of premium for life insurance policies are going to cost higher. The costs of banking and investment management services have also gone up. Basic needs of the common man, like Wi-Fi and DTH services have become costlier. Also, commuting by metro and the online booking of all tickets have become costlier. Footwear costing more than Rs 500 is now being charged GST at 18 per cent while the earlier rate was 14.41 per cent. Garments and clothes have become more expensive.

Movie tickets costing above Rs 100 are attracting a higher tax rate of 28 per cent. The GST on the ticket prices for amusement parks and theme parks has been increased to 28 per cent under GST from the earlier tax of 15 per cent. In media also, there will be an addition of 5 per cent GST while there was no tax earlier. Security, maintenance and legal services’ costs have also gone up. Multiple indirect taxes have also increased the administrative costs for manufacturers and distributors for whom the prices have become higher. It has also increased the costs of langar, the community kitchen and prasad. For consumer sector products like cream, shampoo, television, fridge etc., the net tax has gone up. Earlier, the tax rate was 25 to 27 per cent and now it has gone up to 28 per cent.

So, basically, cheaper items are for the higher society people, and thus, car and other motor making companies have slashed prices of most of its models by up to 3 per cent with immediate effect.

Experts say that CGST and SGST are nothing but new names for Central Excise, Service Tax, VAT and CST. Small and medium enterprises are still not completely aware of the effects of the new tax regime. Changing over to a completely new system of taxation requires an understanding of the new system.

The Honourable Minister for Finance is not here, but the Honourable Law Minister is here. Sir, kindly communicate through the MoS that whether I am in Kolkata or Delhi, all my friends from legal fraternity are asking me one question.