Bengal’s ‘Para Boithak’ at panchayats to be a national model

The unique ‘Para Boithak’ (neighbourhood meetings) initiative of the Bengal Government at panchayat level will become a national model, as per the director general of National Institute of Development and Panchayati Raj (under the Union Ministry of Rural Development). This initiative has been named ‘Sahabhagi’.

The State Panchayat Department is now framing guidelines for the initiative that other States can follow. In this initiative, rural people can put forth their suggestions regarding development at these meetings. In Bengal, these meetings have witnessed huge participation of women.

In the past, the Centre also praised the performance of Bengal in terms of construction of rural roads, 100 Days’ Work and Mission Nirmal Bangla.

 

রাজ্যে গ্রামীণ এলাকার পাড়া বৈঠককে গোটা দেশে ‘মডেল’ করতে চায় কেন্দ্র

রাজ্যের গ্রামীণ এলাকার পাড়া বৈঠককে অন্য রাজ্যে মডেল করতে চায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তার জন্য একটি রূপরেখা বা গাইডলাইন তৈরি করতে রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধিকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাড়া বৈঠকের মাধ্যমে মানুষের মতামত নিয়ে উন্নয়নের পরিকল্পনা তৈরি করার জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতীরাজ-এর ডিরেক্টর জেনারেল রাজ্যে পঞ্চায়েতের কাজকর্ম দেখতে আসেন। তিনি বারুইপুরের হরিহরপুর এবং বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পাড়া বৈঠক দেখে বিস্মিত হন। সেই পাড়া বৈঠকে মহিলাদের উপস্থিতি এবং উন্নয়নের কাজে এলাকাবাসীর মতামত নিয়ে পরিকল্পনা গ্রহণের পদ্ধতি দেখে তিনি এই উদ্যোগের প্রশংসা করেন।

পঞ্চায়েতে তৃণমূল স্তরের কাজকর্মে সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সংস্থার ওই কর্তা অন্য রাজ্যের জন্য ‘গাইডলাইন’ তৈরি করে দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তরের কর্তাদের অনুরোধ জানান ।

পাড়া বৈঠকের মাধ্যমে মানুষের মতামত নিয়ে গ্রামের উন্নয়নের রূপরেখা বা পরিকল্পনা তৈরী করা হয়। রাজ্যের পঞ্চায়েত দপ্তর তার নাম দিয়েছে সহভাগী প্রক্রিয়া।

এর আগে কেন্দ্রের এক প্রতিনিধি দল গত মাসে রাজ্যের পাঁচটি জেলায় ১০০ দিনের কাজ দেখে পঞ্চায়েত দপ্তরের ভূয়সী প্রশংসা করেছিল। প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও মিশন নির্মল বাংলার কাজও। রাজ্যের গ্রামীণ এলাকায় যে উন্নয়নের কাজ চলছে, প্রশংসার মোড়কে তা-ই কার্যত স্বীকার করে নিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

For garbage disposal, Bengal a model for the whole country

The way the Trinamool Congress Government has used the 100 Days’ Work Scheme (NREGA) in the service of garbage disposal by the panchayats has become a role model for the country. The Union Rural Development Ministry has sent instructions to the state and union territory governments to study and implement the Bengal model.

The solid waste management system that the panchayats have implemented is both health-friendly and environment-friendly. As an example, the union ministry has held up the solid waste disposal practiced in Hemtabad gram panchayat (GP) in Uttar Dinajpur district.

Bengal has also been acknowledged by the Centre as being the best in implementing the 100 Days’ Work Scheme. Be it making flyash bricks or growing orchards or effectively disposing garbage or so many other things, the State Government, under the leadership of Chief Minister Mamata Banerjee has been extremely effective in using the scheme to benefit people in even the farthest corners of the state.

 

জঞ্জাল অপসারণ করে দেশের মডেল এ রাজ্য

গ্রামীণ এলাকায় জঞ্জাল অপসারণের কাজে পশ্চিমবঙ্গকেই দেশের ‘রোল মডেল’ করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে ১০০ দিনের কাজের প্রকল্পে পঞ্চায়েতে জঞ্জাল অপসারণের নয়া দিশা দেখিয়েছে , তা সারা দেশে ছড়িয়ে দিতে চায় কেন্দ্রীয় সরকার৷ তার জন্য সব রাজ্যের কাছে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক৷ কেন্দ্রীয় এই নির্দেশিকায় জানানো হয়েছে , বিভিন্ন রাজ্যের কঠিন বর্জ্য নিষ্কাশন পদ্ধতি খতিয়ে দেখে পশ্চিমবঙ্গকেই দেশের আদর্শ মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে৷

পঞ্চায়েতমন্ত্রী বলেন , ‘১০০ দিনের কাজে প্রকল্পে সারা দেশের মধ্যে আমরা সবার শীর্ষে রয়েছি৷ তার জন্য পুরস্কারও পেয়েছি৷ ১০০ দিনের কাজের প্রকল্পে কনভার্জেন্সেও আমরা প্রথম৷ শুধু গ্রামের কঠিন বর্জ্য নিষ্কাশনই নয় , ১০০ দিনের কাজের কর্মীরা ফ্লাই অ্যাশের ইটও তৈরি করছেন৷ ফলের বাগান বানানো হয়েছে৷ আমাদের কাজকে স্বীকৃতি না দিয়ে পারছে না কেন্দ্রীয় সরকার৷’

Source: Ei Samay

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Bengal FM hits out at Centre for not releasing any funds for flood relief

State Finance and Industry Minister Amit Mitra on Tuesday alleged that the Centre has not released any fund for the flood-like situation in the state.

“The state had demanded Rs 6,068 crore but the Centre has not made any financial assistance for undertaking flood relief work. The state alone had spent Rs 772.6 crore from the State Disaster Relief Fund but the National Disaster Relief Fund has not allocated a penny,” Dr Mitra said.

The state Finance minister also hit out at the centre alleging that sending a team from Delhi to the districts having flood-like situation was a mere eyewash.

Dr Mitra reiterated that a total of 254 blocks, 51 municipalities, 1,691 gram panchayats and 15,702 villagers received the state’s aid. “This is testimony to the fact that there has been no discrimination was made on political grounds,” he added.

Two other ministers also raised their voices against the Centre for ignoring the state by not responding to the demands of their respective departments at the state Assembly’s question answer session.

State Law Minister was vocal against stoppage of matching grants for the Centre in the last few years that has posed a hindrance in the setting up of court buildings. State Consumer Affairs and Self Help Group Minister was vocal against the non co-operation of the banks in providing loans to the SHGs.

 

বন্যাত্রাণে এক টাকাও দেয়নি কেন্দ্র, বিধানসভায় সরব অমিত মিত্র 

বন্যাত্রাণে ৬০৬৮ কোটি টাকা কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে এক টাকাও মেলেনি। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে। চারদিন ধরে ঘুরে বেড়িয়েছে। ওই পর্যন্তই। পুরোটাই ভেল্কি! কোনও উত্তর কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়েনি। মঙ্গলবার বিধানসভায় ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানিয়ে দিলেন, “কেন্দ্র না দিলেও, ওই খাতে রাজ্য ইতিমধ্যিই ৭৮২ কোটি টাকা খরচ করে ফেলেছে।”

এদিন অমিতবাবু ব্লক, পুরসভা ও পঞ্চায়েত ধরে অর্থ খরচের ব্যাখ্যা দেন।বলেন “২৪৫ টি ব্লক, ৫১ টি পুরসভা, ১৬৯৮ টি গ্রাম পঞ্চায়েতকে এই ত্রাণ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার গ্রামের ৮৪ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। বন্যায় অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ৪ লক্ষ ৯৭ হাজার ৩৬২ টি বাড়ি সংস্কারের জন্য অর্থ দিয়েছি। ৭ লক্ষ ১৯ হাজার ৫২৪ টি ত্রাণশিবির করা হয়েছে।”

তৃণমূলের বঙ্কিমচন্দ্র হাজরার প্রশ্নের উত্তরে অমিতবাবু এদিন এই তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট বলেন, “রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র।”

Vivek Gupta asks Supplementary Questions on internet connectivity to Gram Panchayats in Bengal

FULL TRANSCRIPT

Sir, through you I would like to know from the Hon. Minister, out of the 3,354 gram panchayats in West Bengal, as mentioned in this report, only 219 have been lit. Sir, while I was studying this report, I was also studying some other data. This is way below the national average; in any other State, the work that has been done is much more. I am also happy to know that the money that is being spent is increasing every year. But even after increasing the money, the number of gram panchayats being given electricity is still very less compared to the national average.

Also, I have asked about gram panchayats, and it is mentioned in the reply about optical fibres that have been laid, the trenching and ducting that have been done. So, Sir, what is the link between the digging of the trenches and last-mile connectivity, that is, connectivity to the households.

I thank the Hon. Minister for his reply and hope he follows up on his reply fast. The Minister in his reply has mentioned that 25,000 public Wi-Fi hotspots have been set up by the rural telephone exchanges of BSNL. Sir, I would like to know, through you, from the Hon. Minister that how does he plan to bridge the gap between the gram panchayats and the households; because Sir, the last-mile connectivity that he just mentioned, this 25,000 is nowhere near sufficient to make it available to each and every household, which is very essential for the Digital India programme.

 

World Bank provides Rs 2,000 Cr to develop rural Bengal

The World Bank has given a soft loan of Rs 2,000 crore under the Institutional Strengthening of Gram Panchayat Programme to Bengal to help in the development of rural Bengal. All the 3,342 gram panchayats in Bengal had been brought under the programme. The loan has been given for five years starting from April 1, 2017 to December 2022. The state government will not have to pay any interest on the loan amount but just a service charge will be levied.

Under the programme, all panchayat members and officials will be given intense training which includes transparent management of funds, making proper planning and the like. The projects taken up by the panchayats will be assessed by a third party and the best maintained panchayats will be given performance grants. With this money, the panchayats will be able to set up infrastructure like building of toilets, taking up beautification programmes etc.

There are strict parameters that have been set by the funding agency to get the awards that include transparency  in maintaining the accounts and timely completion of projects. The World Bank and the Panchayat and Rural Development department have given special emphasis on timely completion of projects as a part of cost control measures.

The Panchayat and Rural Development department has constructed nearly 14,000-km roads since the Trinamool Congress government came to power in 2011. Projects like the Nirmal Bangla Mission has been taken up to ensure toilets in every rural household by March 2019.

 

গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য ২০০০ কোটি টাকা দিল বিশ্ব ব্যাঙ্ক

গ্রামীণ বাংলার উন্নয়নের লক্ষ্যে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। এই খাতে রাজ্যকে ২০০০ কোটি টাকা দিল তারা। রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই লোন দেওয়া হয়েছে ৫ বছরের জন্য। ১লা এপ্রিল ২০১৭ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উন্নয়নের জন্য এই লোন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সকল পঞ্চায়েত সদস্য ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে তহবিলের স্বচ্ছ হিসেব রাখা, যথাযথ পরিকল্পনা করা এবং উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে। পঞ্চায়েতগুলি যে সকল প্রকল্পে কাজ করবে তা নিরীক্ষণ করবে এক তৃতীয় সংস্থা। যে পঞ্চায়েত সব থেকে ভাল কাজ করবে, তাদের আরও অনুদান দেওয়া হবে। তহবিলের হিসাবের সচ্ছতা রাখলে ও সময়মত কাজ শেষ করলে পঞ্চায়েতগুলো আরও বেশি অনুদান পেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর এখন পর্যন্ত মোট ১৪,০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা নির্মাণ করেছে। ২০১৩ সালে রাজ্য সরকার চালু করেছে নির্মল বাংলা প্রকল্প।

Bengal’s gram panchayat system among world’s best-managed organisations: World Bank

The gram panchayat system of Bengal has been able to deliver the highest standards of services in terms of e-governance, general working and financial management even in areas outside the purview of regular work.

This has been acknowledge by none other than the World Bank, which has said in a recent letter from its vice-president, South Asia, Annette Dixon addressed to the State Government that in terms of efficiency, ease of doing things and transparency, the State’s panchayat system can be easily compared to the best-governed institutions in the world, and that this has been maintained for the last six years.

 

At the beginning of this financial year, 23 per cent of the targets set were accomplished by the panchayats. During the first three months of this year, the thousand gram panchayats achieved 80 per cent of their targets.

To bring transparency to the working of gram panchayats, the Panchayats Department of the State brought out an app. Details of all developmental work carried out by the gram panchayats, including the costs incurred as well as photographic evidence, are logged into the app, which are then verified by the Department. In the interest of transparency, too, it has been made mandatory by the Bengal Government that all tenders published by zilla parishads have to be published online, in the form of e-tenders.

According to data from this World Bank report, if the target is considered 100 per cent, the gram panchayats of Bengal have accomplished work equivalent to 235 per cent, such is their efficiency.

Under the able leadership of Chief Minister Mamata Banerjee, the gram panchayat system of Bengal has become the best in the country. In terms of all major parameters, and as attested by the World Bank itself, the gram panchayats of the State are the most transparent and efficient, bringing prosperity to all corners of rural Bengal.

 

স্বচ্ছতায় বিশ্বসেরার তকমা পেল বাংলার পঞ্চায়েত

রোজকার রুটিন কাজের বাইরে গিয়েও ই-গভর্ন্যান্স, পরিচালনা ও আর্থিক ব্যাবস্থাপনায় উৎকর্ষের নিরিখে বিশ্বসেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। বিশ্ব ব্যাঙ্কের অভিমত, সক্ষমতা, সাবলীলতা ও স্বচ্ছতায় বিশ্বের যে কোনও প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে এরাজ্যের পঞ্ছায়েতগুলি এবং গত ছয় বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রয়েছে।

সামগ্রিকভাবে এক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে বাংলার পঞ্ছায়েতকে। বিশ্ব ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট অ্যানিটি ডিক্সন সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে নিজেদের অভিমত স্পষ্ট করেছেন।

রাজ্যের অন্তত এক হাজার গ্রাম পঞ্চায়েতের উপর লাগাতার সমীক্ষা চালানো হয়েছিল। দৈনন্দিন কাজের বাইরে গিয়ে গ্রামবাসীদের অর্থনৈতিক মানোন্নয়ন, মহিলাদের আর্থিক উন্নতি, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। গত অর্থবর্ষের গোড়ায় শুরুতে ধার্য লক্ষ্যমাত্রার ২৩ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। চলতি বছরের প্রথম তিন মাসেই এই এক হাজার গ্রাম পঞ্চায়েত ৮০ শতাংশের বেশি লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

গ্রামে রাস্তা, পানীয় জল সরবরাহ, নিকাশির কাজ যেমন চলছে তা গ্রামবাসীদের জানানোর জন্য মোবাইল অ্যাপ চালু করেছিল পঞ্চায়েত দপ্তর। এরই পাশাপাশি কর্মচারীদের বেতনও নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া নিশ্চিত করা হয়েছে। সেইসব কাজের বিস্তারিত তথ্য ও ছবি মোবাইলবন্দি করে পঞ্চায়েত দপ্তরে পাঠানোর পাশাপাশি কম্পিউটার করা হয়েছে। প্রকল্পর খরচও মোবাইলে জানিয়ে দেওয়া হয়।

বস্তুত আর্থিক স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ। জেলা পরিষদ থেকে যেসব বড় প্রকল্প নেওয়া হয় সেগুলির ই-টেন্ডার বাধ্যতামূলক করা হয়েছে। এরই পাশাপাশি কেন্দ্র বা বিশ্ব ব্যাঙ্ক থেকে বিভিন্ন প্রকল্প খাতে বরাদ্দ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে খরচও করা হচ্ছে। গত ছয় বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রয়েছে।
বিশ্ব ব্যাঙ্কের তথ্য বলছে, লক্ষ্যমাত্রা যদি একশো শতাংশ ধরা হয় তাহলে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলি ২৩৫ শতাংশ কাজ করেছে। যা কার্যত রেকর্ড।