infrastructure bengal

Bengal’s SEEDN system to ensure uninterrupted power supply

The Bengal Power Department has decided to introduce state-of-the-art technology system to guarantee uninterrupted supply of power at a steady voltage to each and every part of the state. The system is known as SEEDN (strengthening and extension of electricity distribution network).

The SEEDN system will check power loss during distribution as a result of fluctuating voltage, and benefit around 1.78 crore consumers. Farmers will also be benefitted with the introduction of this modern technology.

The State Government has also started a project of supplying power for irrigation through a dedicated line. There is a huge consumption of power all through the year for draining water for supplying it to crops, which goes up during paddy cultivation.

অবিচ্ছেদ্য বিদ্যুৎ সরবরাহের জন্য রাজ্য সরকার চালু করল SEEDN ব্যবস্থা

 

রাজ্য বিদ্যুৎ পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজ্যের প্রতিটি কোনে একই ভোল্টেজে অবিচ্ছেদ্য ভাবে বিদ্যুৎ সরবরাহ করবে। এই ব্যবস্থার নাম SEEDN (strengthening and extension of electricity distribution network)।

ভোল্টেজ ফ্লাকচুয়েশন বন্ধ করে, সরবরাহের সময় বিদ্যুৎ অপচয় কমাবে এই এসইইডিএন সিস্টেম। ফলে হওয়া বিদ্যুৎ ঘাটতি কমবে এবং এর ফলে উপকৃত হবে ১.৭৮ কোটি গ্রাহক। এই নতুন প্রযুক্তিতে উপকৃত হবেন চাষিরাও।
Source: Millennium Post

Labour Dept for massive campaign to bring in more people under SSY

0The State Labour Department is going to start a massive campaign soon to bring in more people from the unorganised sectors under Samajik Suraksha Yojana (SSY).

Already, 92 lakh people have been made beneficiaries of different schemes under SSY. The department also introduced an online system last October to enable people from any part of the state to apply for schemes under SSY without having to visit the offices of the department.

It may be mentioned that SSY was introduced by converging the social security schemes for construction workers, transport workers, bidi workers and workers in other unorganised sectors. Under the scheme, they get education benefits for their children, support for marriage of two of their daughters, health cards and other benefits.

In this connection, it also needs mention that the Trinamool Congress Government started the Samarthan Scheme last February for unorganised sector workers from Bengal working in other states, left jobless after the promulgation of demonetisation by the Central Government, which has turned out to be a massive fraud committed on the people of the country.

 

সামাজিক সুরক্ষা প্রকল্পে আরও মানুষকে সংযুক্ত করতে প্রচার শ্রম দপ্তরের

 

অসংগঠিত ক্ষেত্রের আরও শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পে সংযুক্ত করতে সচেতনতা প্রচার করবে রাজ্য শ্রম দপ্তর।

ইতিমধ্যেই সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্গত বিভিন্ন প্রকল্পে ৯২ লক্ষ মানুষ উপকৃত। গত বছর অক্টোবর মাসে রাজ্য সরকার এই প্রকল্পে অনলাইন আবেদন করার ব্যাবস্থা চালু করেছে, যার ফলে শ্রম দপ্তরের অফিসে না গিয়েও যে কোনও শ্রমিক এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারেন।

অসংগঠিত ক্ষেত্রে বেশি শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনাটাই এই প্রচারের মূল লক্ষ্য হবে সেটাই।

প্রসঙ্গত, নির্মাণ শ্রমিক, বিড়ি কর্মী ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য যে সব সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল, সেগুলিকে একত্রিত করেই এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পে শ্রমিকরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সন্তানের শিক্ষা, এমনকি মেয়ের বিয়ে দেওয়ার জন্যও সুবিধা পাবেন।

প্রসঙ্গত, যে সব শ্রমিক নোটবন্দির ফলে ভিন রাজ্যে কাজ হারিয়ে বাংলায় ফিরে এসেছে, তাদের জন্য ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে ৫০০০০টি পরিবারকে ৫০০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে নতুন উদ্যোগ শুরু করতে।

Source: Millennium Post

Bengal honours its renowned athletes and sportspersons

Chief Minister Mamata Banerjee today presented awards and felicitated eminent sportspersons and athletes at a function at the Netaji Indoor Stadium. The programme was organised by the Department of Youth Services and Sports under the aegis of its Khelashree scheme. “Awards were conferred to distinguished sports personalities for outstanding contribution in sports at a ceremony at the Indoor Stadium today,” she said.

“Sports is an essential part of life and contributes to maintaining good health. Keeping this in mind, we have given due importance to this activity. In 2011, when we first came to power, the sports department budget was Rs 74 crore. This allocation has now increased almost six times to Rs 477 crore,” she pointed out.

“Football has always been a popular sport in our State. We have organised tournaments in the Jungle Mahal and backward areas of the State like Jhargram, the Terai and Dooars, the Sunderbans. The good players have been given jerseys and Rs 1,500 in financial aid,” she said.

In addition, nearly 15,000 clubs were given financial assistance on the occasion so that they could to develop infrastructure and encourage sports throughout the state. “We want our brothers and sisters to excel in sports and bring more honour for the country and the state in the days ahead,” she told the gathering.

Indicating the stellar athletes and players of yesteryears who were present on the occasion, she said, “Our veterans also have a great role to play in encouraging the younger generations.” She again stressed that “our government is committed to extend all assistance for developing sports infrastructure and sports talent in the state.”

Amidst applause and cheering, the Chief Minister announced, “My Government has decided to extend health insurance benefits under the ‘Swasthya Sathi’ scheme to former players.

Some former and some still playing athletes and sportspersons were conferred with Khel Samman, Banglar Gaurav, Jiban Kriti Samman and Krira Guru awards at the programme.

 

বাংলাই হবে বিশ্বসেরাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নেতাজি ইনডোরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করা হল।পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের খেলাধুলা ও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্যও আর্থিক অনুদান প্রদান করা হয়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

খেলাই খেলোয়াড়দের জীবনের গৌরব।চিরকালই বাংলায় ফুটবল খেলা খুব জনপ্রিয়। ২০১১ সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন ক্রীড়া দপ্তরের বাজেট ছিল ৭৪ কোটি টাকা এখন তা প্রায় ৬ গুণ বেড়ে হয়েছে ৪৭৭ কোটি টাকা করা হয়েছে।

খেলাধুলা মানুষের জীবন গড়ে, প্রাণের উন্মাদনা তৈরি করে। আমরা ক্ষমতায় আসার পর প্রায় ১৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দিয়েছি তাদের পরিকাঠামো বৃদ্ধির জন্য।ইতিমধ্যেই আমরা এর জন্য ৬০০ কোটি টাকা ব্যয় করেছি।

ঝাড়গ্রাম, তরাই ডুয়ার্স সুন্দরবনে আমরা প্রতিযোগিতার আয়োজন করি। কৃতি খেলোয়াড়দের আমরা জার্সি সহ ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।

এবার কলকাতায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হল।ফিফা আমাদের আয়োজনের অনেক প্রশংসা করেছে। এবার ডুরাণ্ড কাপ ও হবে কলকাতায়।

আমরা একটা স্পোর্টস পলিসি তৈরি করব। যে সব খেলোয়াড়রা অবসর নিয়েছেন তাদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হবে।

৪৮ হাজার কোটি টাকা আমাদের ঋণ শোধ করতে হয়।

নোটবন্দি ও জি এস টির ফলে যা ইনকাম ছিল তাও বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে।

সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।

কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সংখ্যালঘুদের স্কলারশিপ, সবুজ সাথী সহ অনেক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় বাংলায়।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথী) পর্যন্ত প্রকল্প চালু করেছে।

এই ৬ বছরে ১৯ টি স্টেডিয়াম, ২২ টি যুব আবাস তৈরি করা হয়েছে। এছাড়া মাল্টি সুপার হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ সব কিছুই তৈরি করা হয়েছে।

বাংলাই হবে বিশ্বসেরা। বিশ্ববাংলাই আমাদের স্বপ্ন।

আমাদের ছাত্র যুবদের ওপর অনেক দায়িত্ব কারণ তারাই সমাজের বক্তব্য। বাংলা যা পারে অন্য কেউ তা পারে না। ইয়ুথ মানে উন্নত চরিত্র গঠন করা, মানসিক ভাবে তৈরি হওয়া, সমাজ ও জাতিকে পথ দেখানো। কোন বিদ্বেষ, ঘৃণা ও উষ্মা নয়।

বাংলা মানে সভ্যতা, বাংলা মানে কৃষ্টি, বাংলা মানে সংস্কৃতি। বাংলার মেধা জগৎ বিখ্যাত।

৬ বছরে আমরা ৮১ লক্ষ চাকরি দিয়েছি, ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে। আগামী দিনে বাংলাই পথ দেখাবে।

গড়ব, লড়ব, জিতব, পথ দেখাব এবং এগিয়ে চলব এটাই আমাদের শপথ, এটাই আমাদের স্লোগান.

২০১৭-১৮ সালের পুরস্কার প্রাপকরাঃ

খেল সম্মান প্রাপকঃ
মনিকা সরেন, স্বপ্না বর্মণ, ভাস্কর মুখার্জি, অরিন্তপ দাশগুপ্ত, ইন্দ্রজিৎ পাল, প্রিয়াঙ্কা রায়, সঙ্গীতা বাস্ফোর, দেবাশিস সেন, অঙ্কুর দাস, শুভঙ্কর প্রামাণিক, রিমো সাহা।

বাংলার গৌরবঃ
আশিস মণ্ডল, অপর্ণা ঘোষ, পলাশ নন্দী, মিঠু মুখার্জি, মিনতি রায়, তনুময় বসু, তরুণ ডে, অভিজিৎ দেবনাথ, রুপালী পাণ্ডে, ইনাম উর রহমান, গৌরী ঘোষ, দিলিপ কুমার সেন, ফ্রান্সিস গোমেজ,।

ক্রীড়া গুরুঃ
সুবাস সরকার

জীবনকৃতি সম্মানঃ
রীতা সেন, অরুণ ঘোষ।

বিশেষ সম্মানঃ
ঝুলন গোস্বামী, সৌরভ কোঠারি, সৌম্যজিৎ ঘোষ, সায়নী দাস, তৃষা দেব, অতনু দাস, অর্পিতা মুখার্জি, মেহুলি ঘোষ, প্রাঞ্জল ব্যানার্জি, রহিম আলি, অভিজিৎ সরকার, জিতেন্দ্র সিং, ৭১ তম সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দল

 

Radio collars for leopards in north Bengal

Bengal Forest Department, in a first-of-its-kind experiment with leopards in the state, has radio-collared and released two of them in the wild. This will help officials and experts get crucial information about the animals’ behavior, and consequently, about the behavior of leopards in general, and thus, among other things, prevent human-leopard conflicts in north Bengal in the long run. It is a fact that leopards mostly attack humans in self-defence.

Earlier, the Bengal Government has successfully radio-collared tigers and elephants, gleaning crucial information about these animals.

According to a senior Forest Department official, this experiment is much more important as leopards stay closest to humans, with the territories of both often overlapping. At least 60-70 human injuries are reported every year in north Bengal because of leopard attacks.

Significantly, therefore, the two leopards (both males, with one being a sub-adult and the other, an adult) radio-collared, according to the chief wildlife warden of Bengal, are from two human-dominated areas near Jaldapara National Park and Mahananda Wildlife Sanctuary. One of them was captured from a place close to Dalgaon tea estate near Jaldapara and the other from a private tea estate in Sukna, near Mahananda Wildlife Sanctuary.

Officials want to track the cats’ movement and behavior, and the strategies they take to avoid direct contact with people when they sneak into human-dominated areas. The collars will also work as an early-warning system for man-animal conflict. Additionally, the animals’ movement pattern will help to form an idea about their habitats, which can later be scanned for scat samples; and analysis of these samples can reveal their food habits.

The chief wildlife warden has said they have plans to collar more leopards to get an idea about the leopard population.

 

জলদাপাড়ায় চিতাবাঘের গলায় পরানো হচ্ছে রেডিও কলার

চিতাবাঘের গলায় রেডিও কলার পরানোর সিদ্ধান্ত নিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। চিতাবাঘের গতিবিধি জানতে পরানো হবে এই রেডিও কলার। বারবার জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েক সপ্তাহ আগে জলদাপাড়ার জঙ্গল থেকে ফালাকাটার ডালিমপুর গ্রামে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। বাড়ির উঠোনে চিতাবাঘ দেখে খাবারের থালা ফেলে প্রাণে বাঁচে মামা, ভাগ্নে। পরে বনবিভাগের কর্মীরা এসে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে। পরে চিতাবাঘটিকে সুস্থ করে রেডিও কলার পরিয়ে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

বনবিভাগ সূত্রে খবর, জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রায় ২০০ চিতাবাঘ রয়েছে। প্রাথমিকভাবে ফালাকাটার ডালিমপুর গ্রামে বেরিয়ে পড়া চিতাবাঘের গলায় রেডিও কলার লাগিয়ে জঙ্গলে ছাড়া হয়েছে। ধাপে ধাপে আরও বেশ কয়েকটি চিতাবাঘকে একই কায়দায় রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়া হবে।

Source: The Times of India

Vision 2020: Bengal’s master plan for arsenic-free water

The Bengal Government has drawn up a master plan for providing arsenic-free water to all arsenic-affected, called Vision 2020, said the Public Health Engineering Minister, Subrata Mukherjee, at a recent function.

The plan has been drawn up in consultation with the Arsenic Task Force. The plan is being implemented by the Public Health Engineering (PHE) Department.

The State Government’s funds as well as funds from the Asian Development Bank (ADB) and Japan International Cooperation Agency (JICA) are being used to address the issue of arsenic contamination of groundwater.

The State Government has already started implemented the master plan. Sixty one per cent of the work is complete, said the minister, and by 2020 things will improve a lot.

As a part of this, arsenic-removal units have been attached to approximately 400 tube wells by the State Government. Then, the department is extracting water from rivers through pipes and then treating it in modern treatment plants before supplying it for drinking purpose, to prevent arsenic contamination.

In places where a river remains dry during certain times of the year, the department is using submersible pumps to extract water and then purify it in treatment plants before supplying it to people for drinking.

Another step being taken by the PHE Department, according to the minister, is the setting up water ATMs at all district hospitals and institutions across the state.

The Arsenic Task Force is an advisory body set up by the State Government and comprises of experts from various academic and research institutes of Bengal and representatives of various State and Central Government departments like the Pollution Control Board, Health and Family Welfare, Surface Water Investigation, GSI, Department of Science and Technology and the referral State Government-run SSKM Hospital.

It coordinates and interacts with various sectors for the successful implementation of arsenic-removal programmes in Bengal.

There needs to be, too, strict vigilance by the law-enforcing authorities and effective mass awareness campaigns to sensitise the people regarding these arsenic-removal kits.

It has also been recommended to look at alternative sources of water for villages and districts where the arsenic level in ground water is high.

 

আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য মাস্টার প্ল্যান

আর্সেনিক কবলিত অঞ্চলগুলিতে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করতে মাস্টার প্ল্যান তৈরী করল রাজ্য সরকার। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ভিশন ২০২০। আর্সেনিক টাস্ক ফোর্স-এর পরামর্শে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজটি করবে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর।

এর জন্য খরচ যোগাবে রাজ্যের তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও জিকা।

বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্রের বিশেষজ্ঞদের নিয়ে এই আর্সেনিক টাস্ক ফোর্সটি গঠন করেছে রাজ্য সরকার। এই প্রতিষ্ঠানগুলি হল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সারফেস ওয়াটার ইনভেস্টিগেশন বিভাগ, জিএসআই, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, এসএসকেএম হাসপাতাল।

ইতিমধ্যেই ভিশন ২০২০-এর ৬১ শতাংশ কাজ হয়ে গেছে। রাজ্যের প্রায় ৪০০ টিউবওয়েলে আর্সেনিক রিমুভাল কিট লাগিয়েছে সরকার। এই কীটগুলি ব্যবহারের জন্য সচেতনতার প্রসারও করবে রাজ্য সরকার।

যেসব গ্রামে জলে আর্সেনিকের মাত্রা বেশি, সেখানে ভিন্ন কোনও উৎস থেকে জল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে মানুষকে।

Source: Millennium Post, India Today

Bengal celebrates Subhas Utsab

Across Bengal, Subhas Utsab was celebrated to commemorate the 121st birth anniversary of one of the bravest sons of the soil, Netaji Subhas Chandra Bose. His patriotism has an abiding influence on Indians even today.

Chief Minister Mamata Banerjee led the celebrations, organised by the State Youth Affairs and Sports Department. The celebrations started yesterday and would continued for the whole of today.

The celebrations were being held across 341 blocks, 118 municipalities, six municipal corporations, the 144 wards under the jurisdiction of Kolkata Municipal Corporation (KMC), the GTA-administered regions and all the district capitals.

Among the programmes organised on this occasion were street marches, exhibitions on the life and work of Netaji, quiz shows based on the person, debates, sit-and-draw competitions, essay-writing competitions and various other cultural competitions and programmes.

A special programme was organised at Maidan by the State Government. The Chief Minister garlanded the statue of the great leader, after which she gave a speech.

 

Salient points from her speech

  • We feel pride in speaking of qualities like patriotism, self-respect, dedication, determination, devotion and unity.
  • It is a well-known fact that Netaji wanted to free the country and unite the people of India. He is a national leader.
  • Though we know the birthday of Netaji, till date, his fate is unknown. India has become independent, but it is a matter of shame for us that we do not know the full life story of such a national leader.
  • Netaji worked taking everyone along. He created the Indian National Army, led the Azad Hind Fauj, whose motto was ‘Jai Hind’.
  • Netaji was far-sighted. He thought of not only making India independent, but thought of her development as an independent country too – he created the Planning Commission; yet it is a matter of shame that the Planning Commission has been abolished.
  • My appeal to the youth is to hold your heads high. Fight for your rights with confidence. It is the youth who will build up the future India and spread the message of unity and communal harmony.
  • We follow the paths shown by great leaders. That is why we want that national leaders remain above controversy. The leader of a country is the leader of everyone.
  • The whole country wants an end to the mystery of what happened to Netaji in the end. I think this should be solved.
  • Even today Netaji has not got his due. The Bengal Government has given January 23 and January 12 as holidays, but the Centre has not. Can’t we give them even this much respect?
  • The person who taught Bengal to fight, rousing the attention of the whole world, remains a marvel to the world. Netaji will live forever though his ‘Jai Hind’ slogan.

 

রাজ্য জুড়ে পালন হচ্ছে সুভাষ উৎসব

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হচ্ছে সুভাষ উৎসব। উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। চলবে আজ পর্যন্ত।

এই উৎসব পালিত হচ্ছে রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পৌরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীনে ১৪৪টি ওয়ার্ড এবং জি.টি.এ. সহ রাজ্যের প্রতিটি জেলা সদরে।উৎসব ঘিরে আয়োজিত হয়েছে পদযাত্রা, সুভাষ চন্দ্রের জীবন ও কর্মবিষয়ক প্রদর্শনী, সুভাষ চন্দ্র বিষয়ক ক্যুইজ, বিতর্ক, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • দেশভক্তি, দেশকে ভালোবাসা , আত্মমর্যাদা, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিভোশন, ইউনিটি এই সব কথা বলে আমরা গর্ববোধ করি।
  • নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বদেশের মুক্তির জন্য সমগ্র ভারতবাসীকে এক করেছিলেন, সেকথা কারো অজানা নয়। উনি আমাদের জাতীয় নেতা।
  • নেতাজির জন্মদিন জানলেও আজ পর্যন্ত তাঁর ভবিষ্যৎ আমাদের অজানা।ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু একজন দেশনেতার জীবনের এই রহস্য আজ আমাদের লজ্জা।
  • নেতাজি সবাইকে নিয়ে কাজ করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। যার স্লোগান ছিল জয় হিন্দ।
  • শুধু স্বদেশকে মুক্ত করা নয় তার উন্নয়নের কথা ভেবে নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। অথচ দুঃখের বিষয় সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে।
  • যুব সমাজের প্রতি আমার আবেদন মাথা উঁচু করে চলুন। আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করুন। যুব সমাজই আগামীদিনে ভারতবর্ষকে গড়ে তুলবে এবং সারা দেশে একতা সংহতি ও সম্প্রীতির বার্তা দেবে।
  • আমরা মনিষীদের কথাগুলোকে পাথেয় করেই পথ চলি। আমরা চাই দেশের মনিষীরা সমস্ত বিতর্কের উর্দ্ধে থাকুক। দেশের নেতা সবার নেতা।
  • নেতাজির অন্তিম সময়ে কি হল তা দেশবাসী যানতে চায়, আমার মনে হয় এটা প্রকাশ্যে আসা উচিত।
  • আজও নেতাজি তাঁর প্রাপ্য মর্যাদা পায়নি। রাজ্য ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করলেও আজও ২৩ জানুয়ারি ও ১২ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা হয়নি। আমরা কি তাদের এটুকু সম্মান দিতে পারিনা?
  • সমগ্র পৃথিবীকে আলোড়ন করে বাংলাকে যে লড়াই শিখিয়ে গেছেন তা সমগ্র পৃথিবীর মানুষের কাছে একটা বিস্ময় হয়ে আছে, থাকবে। নেতাজি বেঁচে থাকবেন ‘জয় হিন্দ’ স্লোগানের মাধ্যমে।
  • এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী

 

Mega tourism push for north Bengal

As part of the Destination East tourism conference, being jointly organised by the Bengal Tourism Department and the CII North Bengal Zonal Council, all the 52 foreign delegates from 30 countries will be taken on familiarisation trips to Darjeeling, and the Terai and Dooars regions.

The visits will start from January 21, and are also being organised by the Tourism Department and CII (Confederation of Indian Industry). They are meant to get the delegates acquainted with these places and get a first-hand experience, so that they can promote them in their respective countries.

Destination East is being organised from January 18 to 25 at Biswa Bangla Convention Centre in Kolkata. One hundred and two delegates from the travel industry, including from India and 30 other countries, will be attending the summit.

First they will be taken to ‘Bhorer Alo’, the eco-tourism destination developed at Gajoldoba in Jalpaiguri district, in the Dooars region, by the Bengal Government. At Bhorer Alo, various activities for tourists like forest safaris, boating, cycling trails, orchid park walks, angling, elephant rides, scenic walkways, tethered hot air balloons are being developed, along with an eco-park, an amphitheatre, a 10-bed tourist health clinic, a mini fire station, a tourist police station, a helipad, resorts and a youth hostel.

After Gajoldoba, the foreign delegates will be divided into groups. Eleven will be visiting the Bengal Himalaya Circuit (Kalimpong and Darjeeling), 19 will be visiting the Hills and Forests Circuit (Darjeeling and the Dooars), eight will be visiting the Darjeeling Heritage Circuit, six will be visiting the Tea Heritage Circuit (Darjeeling and Glenburn Tea Estate) and eight will be visiting the Hills and Lakes Circuit (Darjeeling and Mirik).

Similar familiarisation trips are also being organised for south Bengal too, where the delegates will be taken along circuits like Sunderbans, Purulia, Beaches of Bengal and Kolkata Heritage.

 

এবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন

আগামী ২১ জানুয়ারি ৩০ দেশের ৫২ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছে। গন্তব্যস্থল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা মেগা ট্যুরিজম হাব। সেখান থেকে ৫২ জনের প্রতিনিধি দল ৫টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করতে যাবে। সেখানকার সম্ভাবনা দেখবেন। তার ওপরে ভিত্তি করেই উত্তরবঙ্গের পর্যটনে আসবে বিদেশি বিনিয়োগ।

যে ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেদারল্যান্ড, কলম্বিয়া ইত্যাদি। যে ৫টি সার্কিটে প্রতিনিধি দল ভাগ করা হয়েছে তা হল বেঙ্গল হিমালয়া, হিল অ্যান্ড ফরেস্ট, দার্জিলিং হেরিটেজ, দার্জিলিং টি এবং দার্জিলিং, মিরিক লেক।

বেঙ্গল হিমালয়ার মধ্যে রাখা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি। সেখানে ১১ জন প্রতিনিধি পাঠানো হবে। হিল অ্যান্ড ফরেস্টের মধ্যে দার্জিলিং এবং ডুয়ার্স। সেখানে প্রতিনিধি যাচ্ছেন ১৯ জন। দার্জিলিঙের হেরিটেজ বাড়ি, মন্দির, হোটেল–‌সহ নানা বিষয় পরিদর্শন করবেন ৮ জন প্রতিনিধি। চা পর্যটনের সম্ভাবনা দেখবেন ৬ জন প্রতিনিধি। মিরিক লেক পরিদর্শনে থাকবেন ৮ প্রতিনিধি।

আরো বেশি বিদেশি পর্যটক এখানে আসতে আকৃষ্ট হবে কারণ, ওই প্রতিনিধি দলে বিনিয়োগকারীদের সঙ্গে থাকছেন বিভিন্ন দেশের ট্যুর অপারেটর এবং ভ্রমণ–‌লেখক।

এর ফলে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে উত্তরবঙ্গের পর্যটন।‘ডেস্টিনেশন ইস্ট ২০১৮’–র মাধ্যমে এভাবেই তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গাজলডোবাকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যার রূপকার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটনকে নতুন করে প্রাণ দেবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। বিশ্বের মানচিত্রে উত্তরবঙ্গ আরও বেশি করে পরিচিতি পাবে।
Source: Millennium Post

Mega clean-up mission post Ganga Sagar Mela

South 24 Parganas district administration carried out a mega clean-up mission post Ganga Sagar Mela. Sagartat, Benuban, Kochuberia, Kakdwip Lot-8, Namkhana and other areas were cleaned up as part of this mission.

Thousands of people including officials of district administration, police, Sagar Gram Panchayat, Panchayat Samiti, NGOs took part in this clean-up. Officials who were in-charge of safety and security of pilgrims were seen with brooms cleaning up fair grounds.

The DM of South 24 Parganas, local MLA Bankim Hazra, Additional DM, and other officials were present at fair grounds for cleaning.

This year 40 lakh pilgrims took the holy dip at Ganga Sagar on Makar Sankranti. Several steps were taken by the Bengal Government for smooth running of the fair.

সাগরমেলার পর মেগা সাফাই অভিযান

সাগরতট, বেণুবন, কচুবেড়িয়া, কাকদ্বীপ লট-৮, নামখানা সহ তার চারপাশ জঞ্জালমুক্ত করতে মেগা সাফাই অভিযান হল।

বিভিন্ন জায়গাতে সরকারি আধিকারিক, পুলিস, সাগর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ এই সাফাই অভিযানে অংশ নেন। মেলার সময় যে সমস্ত অফিসারের দায়িত্ব ছিল তীর্থযাত্রীদের নিরাপদে পারাপার থেকে সাগরে স্নানের বিষয়ে সহায়তা করা, তাঁরাই এদিন ঝাঁটা হাতে সাফাই কাজে নেমেছিলেন।

মেলা প্রাঙ্গণের সাফাইয়ের দায়িত্বে ছিলেন জেলাশাসক, বিধায়ক বঙ্কিম হাজরা, অতিরিক্ত জেলাশাসক তথা মেলা অফিসার সহ আধিকারিকরা। ঝাঁটা, কোদাল, বালতি সহ সাফাইয়ের নানা সরঞ্জাম হাতে ছিল আধিকারিকদের। সারাদিন ধরে এই মেগা সাফাই চলে।

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকার নিয়েছিল একাধিক উদ্যোগ। এবছর ৪০ লক্ষ পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান করেন।

 

Image is representative 

 

Adani group to double their investment in Bengal

The Bengal Global Business Summit (BGBS) 2018 ended on a positive note with 20 lakh job opportunities in the offing.

The second day has started on a bright note with Adani Group promising to double their investment of Rs 750 crore in the state.

Pranav Adani from the group expressed interest to invest in port, agriculture and power sectors today.

Adani said the money would be pumped in to double the capacity of the edible oil refinery at Haldia from 1,600 tonne per day in the next five years. Packaging would also be expanded from 1,200 tonne to 1,800 tonne.

In power sector, Adani said, they are keen on offering their expertise in transmission and renewable energy.

 

বাংলায় দ্বিগুন বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে ২০ লক্ষ কর্মসংস্থান তৈরী হল রাজ্যে। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই আশাপ্রদ খবর নিয়ে এল আদানি গোষ্ঠী। রাজ্যে তাদের বিনিয়োগ (৭৫০ কোটি টাকা) করার কথা জানালেন প্রণব আদানি। বন্দর, কৃষি ও বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ করবেন তারা।

হলদিয়ার ভোজ্য তেল শোধনাগারের ক্যাপাসিটি আগামী পাঁচ বছরে দ্বিগুন করতে বিনিয়োগ করা হবে। এখন দৈনিক ১,৬০০ টন ক্যাপাসিটি এই শোধনাগারের। প্যাকেজিংয়ের ক্যাপাসিটিও ১,২০০ টন থেকে ১,৮০০ টন করা হবে।

অচিরাচরিত শক্তি উৎপাদনের ক্ষেত্রেও বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী।

 

 

Gems & jewellery sector to get State Govt support, assures Dr Mitra

The Bengal Government will help make the gems and jewellery industry the best in India as well as the world. This was stated by the Bengal Finance Minister, Dr Amit Mitra during a discussion with a delegation of the All India Gems and Jewellery Trade Federation (GJF) on the sidelines of the 2018 Bengal Global Business Summit (BGBS).

During the round table conference, Dr Mitra assured a space of 20,000 square feet (sq ft) to the gems and jewellery industry to start a common facility centre (CFC). This space is in addition to the 25,000 sq ft space already allotted to GJF by the State Government for skilling and training artisans.

He also discussed leading a delegation of jewellers to Italy, a top fashion hub, to enable tie-ups between Italian jewellery clusters and Indian jewellers.

Later, during a press conference at the end of BGBS, he said one lakh jobs will be created in the sector.

The GJF expects that, with support of the Bengal Government, the industry would be able to produce products of a quality at par with international standards.

 

গয়না শিল্পকে সবরকম সাহায্যের আশ্বাস অর্থমন্ত্রীর

শুধু দেশেই না বিদেশেও এরাজ্যের গয়না শিল্পকে প্রসারিত করতে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার। চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের’ এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর একথা বলেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র।

গয়না শিল্পের জন্য কমন ফেসিলিটি সেন্টার গড়ে তুলতে ২০০০০ বঃফুঃ জমি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এর আগে এই ফেডারেশনকে ২৫০০০ বঃফুঃ জমি দেওয়া হয়েছে শিল্পীদের প্রশিক্ষন দেওয়ার জন্য।

জেমস ও জুয়েলারি হাবের এক প্রতিনিধি দলকে ইতালি নিয়ে যেতে আগ্রহী মন্ত্রী। এর ফলে ইতালীয় ও ভারতীয় গয়না শিল্পের এক মেলবন্ধন ঘটবে।
বাণিজ্য সম্মেলনের শেষে এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, গয়না শিল্পে এক লক্ষ কর্মসংস্থান হবে।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন আশাবাদী রাজ্য সরকারের এহেন সহযোগিতার ফলে তাদের উৎপাদনের মান আন্তর্জাতিক স্তরের হয়ে উঠবে।

Source: Millennium Post