Kolkata’s first floating solar power project at Bikramgarh Lake

The State Power and Non-Conventional Energy Sources Department and Kolkata Municipal Corporation (KMC) are together going to implement a unique project – Kolkata’s first floating solar power plant.

The power generating solar photovoltaic (PV) cells are going to be placed on the waters of Bikramgarh Lake in Golf Green in the southern part of the city.

The full project, which includes beautification of the lake, would cost Rs 4 crore. According to State Government sources, the power generated by the solar PV cells would lead to the saving (over conventional generation costs) of about Rs 40.5 crore.

The project would cover an area of 1 acre of the 7.3 acres that the lake is spread over. The rows of cells would be placed on a network of pipes, which would be balanced on the surface of the water with anchors lying at the bottom of the lake.

Preliminary work for setting up the power plant has already started. Echo sounding is being used to measure the depth of the lake and bathymetry is being used to map the lake floor.

বিক্রমগড় ঝিলে হবে কলকাতার প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প

পানাপুকুরেই সৌরবিদ্যুৎ! সেই বিদ্যুৎ যাবে ঘরে ঘরে। সাউথ সিটির পিছনে সাড়ে তিন একরের বিক্রমগড় ঝিলে তৈরী হবে শহরের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প। এই অভিনব পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য বিদ্যুৎ দপ্তর। সব কিছু ঠিকঠাক চললে ৩০০ কিলোওয়াটের এই প্রকল্পটিই দেশের সবথেকে ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের নজির গড়বে বলে জানা গেছে। এখানে উৎপাদিত বিদ্যুৎ কিনবে সিইএসসি।

এপ্রিলে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। কাজ শুরু হবে মে মাস থেকে। ঝিলের সৌন্দর্যায়ন ও সৌরপ্রকল্প মিলিয়ে খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। বছরে প্রায় সাড়ে ৪০ লক্ষ টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে এই প্রকল্পে। রাতে সৌরবিদ্যুতের আলোয় ঝলমল করবে ঝিল–চত্বর। পর্যায়ক্রমে ঝিল–সংলগ্ন ফাঁকা জমিতে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে।

‘ইকোসাউন্ডিং’ পদ্ধতিতে জলের গভীরতা মাপা হয়েছে। পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের নৌকোয় করে ‘ব্যাথিমেট্রি’ পদ্ধতিতে জলের তলার ছবি তৈরির কাজও শেষ।ঝিলের মাঝখানে জলের গভীরতা রয়েছে সাড়ে তিন ফুট। এই অংশের এক একরের মধ্যেই হবে প্রকল্পটি। পাইপের কাঠামোর ওপর ভাসমান থাকবে সৌরবিদ্যুতের প্যানেল।

মাটির তলায় নোঙর কাঠামোটিকে ধরে রাখবে। ঝিলে বসবাসকারী জলজ প্রাণীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। তিনি বলেন, রক্ষণাবেক্ষণের জন্য মাঝখানে একটি সেতু ও ওয়াকওয়ে তৈরি হবে ঝিলের চারিদিকে।

Source: Aajkaal

Four new police stations on the anvil in Kolkata

A week after the state gave its go-ahead to four women police stations in Kolkata, the Home department has sent the proposal to create four more regular police stations to the finance department for the latter’s approval.

A proposal to extend the Kolkata Police jurisdiction in some other areas of South 24-Parganas is also under active consideration and Garia is likely to come under Kolkata Police jurisdiction.

Now, only four police stations occupy areas equal or above 10 square kilometres. These are Haridevpur, Parnasree, North Port and Pragati Maidan police stations.

Arrangements are being made for four more police stations, South Behala, Barisha, Rajdanga and Golf Green. While these police stations will be covering the added areas, there is a separate proposal to add four more police stations in the Kolkata core area.