GJM bandh illegal, HC orders ignored: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee tore into the Gorkha Janmukti Morcha (GJM) supporters, stating that they aren’t listening to the court, even after it had passed an order citing the bandh was “illegal”.

“The board members of the State have formed a committee assuring that peace will prevail in the Hills as it will be their first priority to work on. The GJM supporters aren’t listening to the court, even after it had passed an order citing the bandh as illegal. I don’t know where they are getting the support from”.

She also sad that the “police did not fire”, but it was the protesters who fired.

Mamata Banerjee alleged that this violence was a “conspiracy” and that it had to stop, and that “the whole country is getting a bad name” because of the mindless violence by the protesters. However, she said, “the law will take its own course; we do not support vandalism and hooliganism”.

She added, “When the elections are nearing, why are they indulging in violence? Is it because they have lost all their credentials? I am ready to talk to them on this matter as we cannot support violation of the Constitution. The duty of a political party is to protect democracy”.

“We want peace and development in the Hills” while the protesters “have closed everything down”. She said that maintaining law and order was the responsibility of her Government. “We are the protectors of the Constitution; we will work courageously”.

She stressed the fact that the Government “always was and would always will be with the people of the Hills”.

Mamata Banerjee firmly hoped, “Let the bandh in the Hills come to an end; let peace return”.

She also announced that there will be an all-party meeting in Siliguri on June 22.

 

 

গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড়ের বিষয় নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য যেসব উন্নয়ন পর্ষদ আছে তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে, ওনারা একটি কমিটি গঠন করেছেন পাহাড়ের শান্তির জন্য এটা গর্বের কথা। যা যা হচ্ছে এটা ষড়যন্ত্র। এসব অস্ত্র একদিনে আসছে না, অনেক দিন ধরে এসব জমা হয়েছে। পাহাড়কে এতদিন পিছিয়ে নিয়ে গেছে, এত টাকা অস্ত্র কোথা থেকে এল?”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের জওয়ান কিরণ তামাং কে ওরা মেরেছে, উনিও পাহাড়ের বাসিন্দা, আমরা shocked। গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে না। আমাদের অনেক মিডিয়া বন্ধুদের কিডন্যাপ করেছে, ওরাও বিপদের মধ্যে রয়েছে। ওরা এখন জাতীয় পতাকা ব্যবহার করছে গুণ্ডামির জন্য। জাতীয় পতাকা আমাদের গর্ব, ওরা তাতে বোম ছুড়তে পারে না। পুলিশের গাড়ি, হাসপাতাল, পঞ্চায়েত অফিস জ্বালিয়ে দিয়েছে, জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। মিডিয়াদের ব্ল্যাকমেল করছে, ওরা কোথা থেকে এত strength পাচ্ছে?”

পর্যটকদের দুরবস্থার ব্যাপারে তিনি বলেন, “বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক এখন বিপদে রয়েছেন। জোর করে ওরা বিদেশী পর্যটকদের বের করে দিচ্ছে, এটা ওরা করতে পারে না। ওদের সাহায্য করা আমাদের কর্তব্য।”

পাহাড়ের বাসিন্দাদের ব্যাপারে তিনি বলেন, “স্কুল-কলেজ, পরিবহন, দোকানপাট সব বন্ধ, রেশন না পেলে খাবার কি করে পাবে মানুষ? আমরা সমগ্র রাজ্যের মানুষকে খাবার দিই।”

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, “৫ বছরে কি কাজ করেছে ওরা? যখন নির্বাচন আসছে তখন ওরা violence করছে, কারণ ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক দলের কাজ গণতন্ত্রকে রক্ষা করা, কারো ওপর গুলি চালানো ওদের কাজ নয়। আইন আইনের পথে চলবে, আমরা vandalism, hooliganism সমর্থন করি না। আমরাও আন্দোলন করেছি, কিন্তু এভাবে নয়। Terrorist দের সঙ্গে এর যোগাযোগ রয়েছে, আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি। যারা গুণ্ডামি করছে তাদের পাহাড়ের লোক চায় না।”

সবাইকে সতর্ক করে তিনি বলেন, “এই সব ব্যাপারে আমাদের দেশের বদনাম হচ্ছে, এই ষড়যন্ত্রের শেষ হওয়া দরকার। মিথ্যে বলছে, ওদের কথা শুনবেন না। পাহাড় আপনার অধিকার, পাহাড়ের শান্তি, আইন শৃঙ্খলা বজায় রাখুন। ওরা পাহাড়কে ধ্বংস করছে, বিক্রি করে দিচ্ছে। আমরা পাহাড়ের শান্তি, উন্নয়ন চাই, আজ ওরা সব বন্ধ করে দিয়েছে। এটা খুব serious বিষয়, আমরা এটা প্রতিরোধ করছি। ৮ তারিখ আমাদের ওপর আক্রমণের পরিকল্পনা করেছিল।”

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, “২২ তারিখ শিলিগুড়িতে পাহাড়ে সর্ব দলীয় বৈঠক হবে। GJM রাজনৈতিক দল হলে আমরা ওদের সাথে আলোচনা করতাম। কিন্তু ওরা সংবিধান মেনে চলে না। আমরা সংবিধানের রক্ষক এবং আমরা সংবিধানের পথে চলি। আমরা পাহাড়ের সাথে ছিলাম, আছি, থাকব। পাহাড়কে সাহায্য করার জন্য, শান্তি রক্ষার জন্য যা যা দরকার আমরা করব। পাহাড়ের বনধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। আমরা সংবিধানের রক্ষক, আমরা সাহসিকতার সঙ্গে সব কাজ করব।”

যে গুজব ছড়ান হচ্ছে, সে ব্যাপারে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ গুলি চালায়নি, ওরা নিজেরা গুলি চালিয়েছে।”

মুখ্যমন্ত্রী জানান ২২ তারিখ শিলিগুড়িতে সর্ব দলীয় বৈঠক হবে।

 

 

 

 

We will not tolerate any trouble in hills: Mamata Banerjee

In a stern warning to the Gorkha Janmukti Morcha (GJM), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said her government would not tolerate any attempt to foment trouble in the Darjeeling hills.

“Whenever there is an election, they talk of violence and bandhs. We will not tolerate this,” she said at a programme of Tamang development board.

The Chief Minister said that instead of working for development, they are indulging in politics. “We want peace in hills. We will not allow violence. Enough is enough. We must work for development. We have developed Lamahatta, Mirik, Tiger Hill, Lava Lolegaon. But they want to destroy it all by violence,” she said.

“We will not stop the process of development in the hills. We want people to get employment. We are here to address the issues of the hills. If the hills smile, we will smile,” she said.

Referring to her frequent visit to the hills which some Opposition parties had objected to, the Chief Minister expressed surprise why they are “angry” over her visits to the hills. “We never feel angry if they visit Siliguri,” she pointed out.

She said that bandh politics should stop in the hills as it would stall all the development projects. Praising the work done by Lepcha board she said that the board had worked for the development of the Lepchas and asked why the GTA hadn’t done anything.

The CM said she wanted the hills to develop and youth to get employment. She made it clear that if the boards worked for the people then more assistance would be made available.

 

পাহাড়ের শান্তি নষ্ট হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও গোর্খা জনমুক্তি মোর্চাকে সতর্ক করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে কেউ কোনরকম সমস্যা সৃষ্টি করলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না।

এদিন তামাং উন্নয়ন পর্ষদের বর্ষপূর্তি  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “যখনই নির্বাচন আসে তখনই ওরা বনধ্‌ ও হিংসার রাজনীতি শুরু করে, আমরা এসব সহ্য করব না”।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজের বদলে তারা রাজনীতি করছে। তিনি বলেন, “আমরা পাহাড়ে শান্তি চাই। হিংসা আমরা বরদাস্ত করব না। যথেষ্ট হয়েছে। উন্নয়নমূলক কাজ করতে হবে আমাদের। লামাহাটা, মিরিক, টাইগার হিল, লাভা, লোলেগাঁও  এর উন্নয়ন করেছি আমরা। কিন্তু ওরা এসব নষ্ট করে দিচ্ছে”।

তিনি আরও জানান, “পাহাড়ের উন্নয়নের কাজ আমরা বন্ধ হতে দেব না। আমরা চাই পাহাড়ের মানুষের কর্মসংস্থান হোক। পাহাড়ের সব সমস্যা সমাধান করতে প্রস্তুত সরকার”।

“যদি আমি পাহাড়ে আসি তাতে ওদের রাগ কিসের? ওরা শিলিগুড়ি গেলে আমরা তো রাগ করি না”। তিনি বলেন, “পাহাড়ে বনধে্‌র রাজনীতি বন্ধ হওয়া উচিত, এতে পাহাড়ের উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

এদিন তিনি লেপচা বোর্ডের কাজের জন্য অনেক প্রশংসা করেন। তিনি আরও বলেন, সরকার পাহাড়ের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে, কিন্তু জিটিএ কোনও কাজ করেনি কেন।

মুখ্যমন্ত্রী জানান, তিনি চান পাহাড়ে আরও উন্নয়নমূলক কাজ হোক, এবং সেজন্য সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।

 

 

Armed struggle is not expected in democracy: WB CM

“Not armed struggle but all round development is the key issue in the hills”, said Chief Minister Mamata Banerjee after warning people who were engaged in creating disturbance saying that “law will take its own course”.

“Such armed struggle is not expected in democracy and any attempt to weaken law and order situation will be dealt with seriously,” she said before leaving Sukna on her way back to Kolkata.

She said: “I want hill to come forward. But despite wishing for something we cannot do many things. The reason being there is GTA. But we are doing as much as work we can do from outside.”

Taking a dig at the Centre once again, Banerjee said: “Sometimes Delhi also extends support. But I am not in favour of armed struggle. I always favour nothing but development. Often, there were attempts to create such problems in the hills. But we must keep in mind that these are not expected in democracy and law will take its own course.”

সশস্ত্র আন্দোলন কাম্য নয়ঃ মুখ্যমন্ত্রী

যারা আন্দোলন করে পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সশস্ত্র সংগ্রাম নয়, পাহাড়ের উন্নয়নই মূল লক্ষ”।

এদিন সুকনা থেকে কলকাতা ফেরার আগে মুখ্যমন্ত্রী বলেন,”এই ধরনের সশস্ত্র সংগ্রাম গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার কোনরকম চেষ্টাকে বরদাস্ত করা হবে না”।

তিনি বলেন, “আমি চাই পাহাড়ের মানুষ মূলস্রোতের সঙ্গে থেকে পাহাড়কে ভালবাসুন, সামাজিক সব কাজে অংশ নিন। পাহাড়ের আরও উন্নয়ন হোক। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমরা তা করতে পারছি না জি টি এ র কারণে। কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব ততটা কাজ আমরা করছি”।

কেন্দ্র প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কখনো দিল্লিও ওদের সমর্থন করছে। কিন্তু আমি সশস্ত্র সংগ্রামের পক্ষে নই। আমি উন্নয়নের পক্ষপাতী। প্রায়ই পাহাড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে এই ধরণের কাজ গণতন্ত্রে এটা আশা করা যায় না। সশস্ত্র আন্দোলন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

Abhishek Banerjee exhorts the Hills people to bring Trinamool Congress to power

Trinamool Yuva Congress all-India Chairperson Abhishek Banerjee has called for ousting the Gorkha Janamukti Morcha (GJM) and the Bharatiya Janata Party (BJP) from the Hills. He was speaking at a rally at the Sports Authority ground in Mirik near Darjeeling on Wednesday, January 20.

He began by congratulating the people for coming in droves to hear him speak, and said that he would go back and assure Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee that it is only a matter of time before the party come to power there.

He said that for a long time GJM chief Bimal Gurung has been fooling the people of the Hills, and so is the BJP. Now the time has come for removing them from power. As an example of how the Trinamool Congress works for the people, he cited the case of Bhaichung Bhutia, who, despite losing in the Lok Sabha elections, has worked tirelessly for the people there.

Unlike the BJP, he said the Trinamool works for the development of the State – the way things have changed for the better in the last five years is proof of that. The Trinamool Congress Government has given Rs 15 crore for renovating the lake in Mirik, and make it a better attraction for tourists.

He ended by once again exhorting the people to make sure that they vote Trinamool Congress to power.

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড়ের মানুষকে ডাক দিলেন তৃণমূলকে ক্ষমতায় আনার  জন্য 

তৃণমূল যুব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যপাধ্যায় পাহাড় থেকে মোর্চা এবং বিজেপিকে উৎখেপনের ডাক দিলেন। তিনি মিরিকের স্পোর্টস অথরিটির মাঠ থেকে বক্তৃতা দিচ্ছিলেন গত বুধবার।

উনি মানুষদের ধন্যবাদ দিলেন বহু বাধা অতিক্রম করে তার সভায় আসার জন্য। এখন তিনি ফিরে গিয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিতে পারবেন যে তৃণমূলের পাহাড়ে ক্ষমতায় আসার শুধু সময়ের অপেক্ষা।

তিনি বললেন যে বহুদিন ধরে মোর্চা এবং বি জে পি পাহাড়ের মানুষের চোখে ধুলো দিয়ে এসেছে। এখন সময় এসেছে তাদের পাহাড় থেকে উৎখেপন করার। তৃণমূল কংগ্রেস চিরকাল মানুষের পাশে থেকেছে। উদাহারণ হিসেবে বললেন যে ভাইচুং ভুটিয়া লোকসভা নির্বাচন হারা সত্ত্বেও পাহাড়ের মানুষের জন্য কাজ করে এসেছেন।

তৃণমূল চিরকালই মানুষের জন্য কাজ করে এসেছে – গত ৫ বছরের কাজ কাজ দেখেই তা নির্ধারন করা যায়। মিরিক লেকের সংস্ক্রণের জন্য ১৫ কোটি টাকা দিয়েছে।

শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পাহাড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর জন্য বললেন।