For the first time, Kolkata Municipal Corporation (KMC) is going to open a day-care school for girls.
The primary reason for opening this school is to take better care of the children from low-income families, where both the parents have to go out to work every day, and who make up the greater number of children attending the KMC-run schools.
The school is being built on Kashiswar Chatterjee Lane in Cossipore, which falls within ward number 1. It will start at 8 AM and get over at 5 PM. Besides studies, the school will also take care that the children get adequate time to play, get meals, etc.
KMC has plans to start similar schools in south and central Kolkata, Behala, Jadavpur and other areas.
Source: Bartaman
মেয়েদের জন্য এই প্রথম ডে-কেয়ার স্কুল খুলছে পুরসভা
মেয়েদের জন্য এই প্রথম একটি ডে কেয়ার স্কুল খুলছে কলকাতা পুরসভা। প্রতিদিন এই স্কুল খুলবে সকাল ৮টায়। অভিভাবকরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সকালেই স্কুলে পাঠাতে পারবেন। ছুটি হবে বিকেল ৫টায়।
এই সময়ের মধ্যে পড়াশুনো তো বটেই, সেইসঙ্গে খাওয়া-দাওয়া, খেলাধুলো ইত্যাদি শিশুর বিকাশের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থাই থাকবে। কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ৪/১এ, কাশীশ্বর চ্যাটার্জি লেনে পুরসভার এই বিদ্যালয়টি গড়ে উঠছে। এলাকা চিহ্নিত করে পাঁচিল দেওয়ার কাজ শেষ হয়েছে। শীঘ্রই শুরু হবে বিদ্যালয়ের ভবন তৈরির কাজ।
পুরসভার বিদ্যালয়গুলিতে সাধারণত শহরের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে। তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সকাল থেকে বাবা-মা রুজির টানে বেরিয়ে পড়েছেন। ফলে সেই সময়টায় শিশুর দেখভালের কেউ থাকে না। সুযোগ দিতে পারলে এরকম অনেক স্কুলবিমুখ শিশুকে পড়াশুনোয় আগ্রহী করে তোলা যেতে পারে।
পুরসভার এই উদ্যোগ যদি সাফল্য পায়, তাহলে দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং বেহালা, যাদবপুরের মতো সংযুক্ত পুর-এলাকাতেও এই ধরনের ডে কেয়ার স্কুল গড়ার কথা ভাববে পুরসভা।
Source: Bartaman