KMC to set up its first day-care school for girls

For the first time, Kolkata Municipal Corporation (KMC) is going to open a day-care school for girls.

The primary reason for opening this school is to take better care of the children from low-income families, where both the parents have to go out to work every day, and who make up the greater number of children attending the KMC-run schools.

The school is being built on Kashiswar Chatterjee Lane in Cossipore, which falls within ward number 1. It will start at 8 AM and get over at 5 PM. Besides studies, the school will also take care that the children get adequate time to play, get meals, etc.

KMC has plans to start similar schools in south and central Kolkata, Behala, Jadavpur and other areas.

 

Source: Bartaman

 

 

মেয়েদের জন্য এই প্রথম ডে-কেয়ার স্কুল খুলছে পুরসভা

মেয়েদের জন্য এই প্রথম একটি ডে কেয়ার স্কুল খুলছে কলকাতা পুরসভা। প্রতিদিন এই স্কুল খুলবে সকাল ৮টায়। অভিভাবকরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সকালেই স্কুলে পাঠাতে পারবেন। ছুটি হবে বিকেল ৫টায়।

এই সময়ের মধ্যে পড়াশুনো তো বটেই, সেইসঙ্গে খাওয়া-দাওয়া, খেলাধুলো ইত্যাদি শিশুর বিকাশের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থাই থাকবে। কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ৪/১এ, কাশীশ্বর চ্যাটার্জি লেনে পুরসভার এই বিদ্যালয়টি গড়ে উঠছে। এলাকা চিহ্নিত করে পাঁচিল দেওয়ার কাজ শেষ হয়েছে। শীঘ্রই শুরু হবে বিদ্যালয়ের ভবন তৈরির কাজ।

পুরসভার বিদ্যালয়গুলিতে সাধারণত শহরের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে। তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সকাল থেকে বাবা-মা রুজির টানে বেরিয়ে পড়েছেন। ফলে সেই সময়টায় শিশুর দেখভালের কেউ থাকে না। সুযোগ দিতে পারলে এরকম অনেক স্কুলবিমুখ শিশুকে পড়াশুনোয় আগ্রহী করে তোলা যেতে পারে।

পুরসভার এই উদ্যোগ যদি সাফল্য পায়, তাহলে দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং বেহালা, যাদবপুরের মতো সংযুক্ত পুর-এলাকাতেও এই ধরনের ডে কেয়ার স্কুল গড়ার কথা ভাববে পুরসভা।

Source: Bartaman

Bengal to focus on girl, EWS students: Partha Chatterjee

Bengal government will lay special emphasis on progress and welfare of girl students and those coming from economically weaker sections of the society, state Education Minister Partha Chatterjee said.

“We will give special focus on girl students and those coming from the economically weaker sections (EWS). The government will also look into excellence in education as well as employability of the passing out students,” he said at the 10th convocation of St Xavier’s College.

He added, “I will also request all the universities to undertake a review of their curricula and to take steps to meet today’s requirements and also to interact with industrial houses.”

 

অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকারঃ পার্থ চট্টোপাধ্যায়

অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার অগ্রগতি ও কল্যানের জন্য তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেন্ট জেভিয়ার্স কলজের সমাবর্তন অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী বলেন, যেসকল ছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে (EWS) তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের দিকেও নজর দেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

তিনি আরও বলেন আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করব তাদের পাঠক্রম নিয়ে পর্যালোচনা করার এবং বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং শিল্প সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য।

 

Kanyashree beneficiaries to get nutritious food till the age of 18

The state government has decided to bring in Kanyashree beneficiaries of six districts under another successful scheme for girls called ‘Sabla’. An idea has been mulled to let girl students get nutritional food even after Class VIII and, at the same time, get empowered by learning life and vocational skills.

It may be mentioned that at present mid-day meal is provided to all students between primary level and Class VIII. Hence, the state government had initiated a process so as to provide nutritional food to girl students, even after they complete Class VIII, till the age of 18.

Sabla is a scheme for adolescent girls in the age group of 11 to 18 years. The girls will simply need to visit the Integrated Child Development Services (ICDS) and the anganwadi centres to get nutritional food.

In addition to getting nutritional food from schools in their mid-day meals till they pass Class VIII, the girls enrolled in the Sabla scheme will also get food with similar nutritional value from ICDS centres till the age of 18 years.

Minister of State for of Health and Family Welfare Dr Shashi Panja said initially the step will be taken in districts including Nadia, Malda, Kolkata, Cooch Behar, Purulia and Jalpaiguri.

 

WB Govt: Ensuring the development of girls and children

The Kanyashree Scheme for girl children has been one of the biggest achievements of the West Bengal Government. Almost 31 lakh girls have benefitted from this flagship scheme.

Thanks to the Kanyashree Scheme, the school dropout rate among girls as well as instances of early marriage have come down in the State.

The Kanyashree Scheme has received international recognition, being awarded by UNICEF and being showcased at the Girl Summit 2014, co-hosted by the UK government and UNICEF in London. The State government has been celebrating August 14 as Kanyashree Divas for the last three years.

The government has also launched a scheme for children affected by malnutrition, as a part of which 69,39,673 children aged 6 months to 6 years and 13,77,360 pregnant and lactating women have been provided nutrition.

The number of malnutrition-free children aged 5 years now number 60,52,091. From 36.06% in 2011, the number of malnourished kids has come down to 19% in 2015.

The government launched the State Plan of Action on Children 2014-18 on December 16, 2014.

Swabalamban Scheme has been started for the empowerment of women. The government is also rehabilitating sex workers through its Muktir Aalo scheme.

 

শিশু স্বাস্থ্য ও মেয়েদের উন্নয়নের কর্মযজ্ঞে বাংলা

 পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় সাফল্যের নাম কন্যাশ্রী পকল্প। প্রায় ৩১ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।
কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। পেয়েছে মন্থন পুরস্কারও।
কন্যাশ্রীর সাফল্য উদযাপন করতে ১৪ আগস্ট, কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য সরকার চালু করেছে বিশেষ প্রকল্প। শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করতে শুরু হয়ছে আইসিডিএস প্রকল্প। এই কাজকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে ২০টি জেলায় চালু হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪৭৭টি অঙ্গনওয়ারি কেন্দ্র। ৬ মাস থেকে ৬ বছর বয়সের ৬৯৩৯৬৭৩ জন শিশু এবং  ১৩৭৭৩৬০ জন গর্ভবতী ও স্তনদায়ী মহিলাকে প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়া হয়েছে।
৫ বছর বয়সী ৬০৫২০৯১ জন অপুষ্টিতে আক্রান্ত শিশু এখন সুস্থ। সরকারের এইসব প্রকল্পের ফলে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা এখন অনেকটাই কম। ২০১১য় যা ছিল ৩৬.০৬ শতাংশ তা বর্তমানে ১৯.৯৭ শতাংশ।
রাজ্যের শিশুদের অবস্থার উন্নতির জন্য ১৬ ডিসেম্বর ২০১৪ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘স্টেট প্ল্যান অব অ্যাকশন অন চিল্ড্রেন ২০১৪-১৮’-এর উদ্বোধন করেন।
রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘স্ববালম্বন প্রকল্প’ । যৌন কর্মীদের জন্য শুরু হয়েছে প্রকল্প ‘মুক্তির আলো’।
Kanyashree Bengal

Kanyashree impact: School dropout rate among girls falls in Bengal

That actions speak louder than words is exemplified yet again by West Bengal Chief Minister Ms Mamata Banerjee. Her vision is showcased through her mission. Kanyashree, the internationally acclaimed project started by the Government of West Bengal, has borne fruit.

According to data from the National Sample Survey 2014, the school dropout rate among girls in the State has come down. The report says that while the National average for school dropout rate for girls is 3.23%, the same for the State is 1.28%. In the 2009 survey, the figure stood at 2.34% for Bengal.

About the scheme

The Kanyashree Scheme was inaugurated by the Trinamool Congress government in October, 2013, with the express purpose of ensuring the education of girls and thereby preventing forced child marriage.

Under the scheme, the government provides an annual scholarship of Rs. 500 to girls between 12 and 18 years (class eight to class 12) to continue with their studies, provided they are unmarried. A one-time grant of Rs 25,000 is also provided to the girl, once she reaches the age of 18, to pursue higher studies.

International recognition

The project was applauded by UNICEF which partnered with the State for implementation. The project also received international recognition by the United Kingdom’s Department for International Development (DFID) and State representatives were invited to the London Girls’ Summit 2014 in to talk about the scheme in front of a global audience.