Kanyashree: A revolutionary welfare scheme for girl children

Since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has been striving to bring about real change in the lives of women, among other things. For this, the Trinamool Congress Government has brought about numerous schemes and strengthened the policing system.

The foremost among the schemes is undoubtedly Kanyashree, a highly innovative approach to secure the life of the girl child, something for which the government has received numerous international accolades including the United Nations Public Service Award last June.

Kanyashree Scheme:

  • It was started on October 1, 2013 with the inspiration of the Chief Minister to put an end to child marriages in the state.
  • More than 40 lakh girls from about 15,500 institutions – schools, madrasahs, colleges, universities including open universities, vocational training schools, and even sports training centres – have benefitted till now.
  • More than 5,000 girls have been provided training in self-defence.
  • In North 24 Parganas district, a special educational and self-awareness programme called Kanyashree Dishari (meaning ‘Kanyashree path-finders’) has been started, involving Kanyashree Scheme beneficiaries.
  • Many Kanyashree beneficiaries are being given training for getting scholarships and for skill development.

Awards won

  • Women’s Empowerment Award from the Bengal Government, 2014,
  • Manthan Award for Digital Inclusion for Development (South Asia and Asia Pacific), 2014-15,
  • SKOCH Winner Award for Smart Governance and Award of Merit, 2015,
  • CSI Nihilent Award for E-Governance, 2014-15,
  • United Nations WSIS Award 2016 in the category of ‘E-Government’ (WSIS Action Line C-7),
  • Finalist in the 2016 GEM-TECH Awards, instituted by ITU and UN Women,
  • United National Public Service Award, 2017

 

কন্যাশ্রী – নারী ক্ষমতায়নে এক যুগান্তকারী প্রকল্প

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের শাসনভার গ্রহণ করে। তারপর থেকে প্রতি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।
নারী ও শিশুদের ওপর অবহেলা, অপরাধ দেশের অন্যান্য অঞ্চলে যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে নিয়ে অসাধারন প্রকল্প সমুহ। এই প্রকল্পগুলির অসাধারন সাফল্যও মাত্র এই ছ’বছরেই দেখা গেছে।

কন্যাশ্রী প্রকল্প:

  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা
  • রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।
  • ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।
  • বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছে:

  • নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪
  • ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪
  • ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫
  • স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫
  • ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫
  • ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)
  • ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬

Sabujshree: WB Govt to name saplings after every newborn girl child

West Bengal has created another milestone by introducing a scheme in which a sapling will be named after a new born girl child. The State Government has decided to plant a sapling with the birth of every girl child in the State.

How the scheme works

The Forest department has already talked to the chief medical officers of health in the districts for the smooth implementation of the project. Saplings would be given to the family of a new born girl child during their release from the hospitals. The baby’s parents would be urged to name the sapling on the name of the newly born girl.

Initially, the saplings would be distributed to girl child but later they would also be given to the mothers of a boy child as well. An awareness campaign has also been undertaken by the forest department officials at block level.

Benefits of the scheme

As per the available data, nearly 15 lakh girl children are born in the state in a year. If a family gets a sapling from the forest department and nurtures it after naming it by the name of their baby, around 15 lakh saplings could be planted throughout the state every year.

 

The image is representative (source)

 

‘সবুজ শ্রী’: শিশু কন্যাদের নামে গাছের নাম রাখার প্রকল্প রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি মাইলস্টোন প্রকল্প চালু হচ্ছে – ‘সবুজ শ্রী’। এই প্রকল্পের মাধ্যমে শিশু কন্যাদের জন্মের পর তাদের নামে একটি করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রকল্পের কার্যকারিতা  

এই প্রকল্পের সার্থক রূপায়নের জন্য বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই জেলার মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতাল থেকে ছাড়ার সময় প্রত্যেক শিশু কন্যার পরিবারকে একটি করে চারা গাছ দেওয়া হবে এবং বাবা-মায়েদের তাদের সন্তানের নামে চারাগাছগুলির নাম রাখার কথা বলা হবে।

প্রাথমিকভাবে, চারাগাছগুলি কন্যা সন্তানদের বিতরণ করা হবে পাশাপাশি পুত্র সন্তানের মায়েদেরও একটি করে চারাগাছ দেওয়া হবে। এছাড়া ব্লক পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা একটি সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

প্রকল্পের উপকারিতা

তথ্য অনুযায়ী, বছরে প্রায় ১৫ লক্ষ কন্যা সন্তানের জন্ম হয় রাজ্যে। যদি কোন একটি পরিবার বন বিভাগের কাছ থেকে একটি চারাগাছ পায় এবং তাদের শিশুর নাম দ্বারা এটির নামকরণ করে তাহলে  প্রতি বছর রাজ্য জুড়ে প্রায় ১৫ লক্ষ চারা রোপণ করা সম্ভব হবে।

 

Bengal Govt seeks support from World Bank to provide vocational training for Kanyashrees

Rejuvenated by the success of the Kanyashree Prakalpa, on being shortlisted among the best projects in public administration by the United Nations (2014-15), the West Bengal Government is taking a step forward to empower girls beyond the ambit of formal education.T he scheme envisages providing basic education through open schooling, skill development and livelihood support to school drop outs.

The Government is seeking technical and fund support from World Bank for introducing what it calls Kanyashree Plus from 2016-17. Women and Child development and Social Welfare department officials have already had discussions with the World Bank authorities. The five-year scheme ending in 2019-20 aims at including another 1.3 million girls in the list of beneficiaries, over and above the existing 2.5 million girls covered under the existing Kanyashree project.

While the existing project offers annual scholarship to unmarried school girls between Class VIII and Class XII followed by a one-time grant of Rs 18,000 soon after they attain 18 years, the Kanyashree Plus scheme eyes on those who are not enrolled in schools. The purpose is to include them in the education system through open schooling and vocational training, deliver life skills and also facilitate economic empowerment.

The state government also wants to introduce merit-based scholarship for Kanyashree beneficiaries opting for higher education. It also proposes tie-ups with industrial training institutes to offer vocational courses to school pass outs.

The government wants the World Bank fund support to bear the additional financial liability apart from the budgetary allocations for the existing Kanyasharee project.

The women and child development and social welfare department is looking up to the Bank for leveraging resources in terms of training and entering into contracts with nationally acclaimed placement agencies for cementing the future of the girls.

The state government wants the Kanyashree Plus scheme to improve the status of women in Bengal.

After checking the number of school dropouts among girls and restricting child marriage through Kanyashree prakalpo, now it is the time to equip the girls for life. Hence Kanyashree Plus prakalpo will be soon announced.

Through the project the state government will try to ensure onward study of the girls after they attain 18 years of age. They will be imparted skill development courses, will undergo counseling and will be given placement opportunities. At the moment there is no plan to offer scholarships. The financial details are being worked out.