Bengal Govt lining up delicious fare at international food fest in Delhi

Various departments of the Bengal Government are participating in a major way in the World Food India Festival, to be held in New Delhi from November 3 to 5.

Not just other states, but 121 countries, including France, Germany, Britain, USA, China, Japan, Poland, Switzerland and others are participating. Naturally, the festival presents a big opportunity for the state to showcase its best food products to the whole world.

On November 4, representatives of different departments of the State Government are also planning to meet potential foreign investors, as part of the food festival.

The departments of the State Government taking part are Agriculture, Agriculture Marketing, Fisheries, Animal Husbandry and Panchayat and Rural Development. They would be displaying and selling the best of the best from Bengal.

In recent years, the state’s fish, vegetables and fruits have gained a name for themselves in terms of quality in not only the country, but internationally too. Hence, the State Government plans to use the festival as a platform to display its best products to gain access to more national and international markets.

The Fisheries Department would showcase hilsa, tangra, parshe, koi, changes, bhetki, panga, bagda and apple snail, and also varieties of shutki (sun-dried fish),. Processed products like prawn pickle and fish sweet and sour pickle would also be displayed.

The Animal Husbandry Department would display meat products made from black Bengal goat (which is especially popular), koel, turkey, duck, pork and lamb. Basically, the products sold by Haringhata Farm would be sold. The department is also planning to popularise the work being done by the three bull centres set up for artificial insemination in Beldanga, Haringhata and Salboni.

The Food Processing Department is taking along mango and litchi from Malda and Murshidabad districts, pineapple jam from Siliguri, jelly, pickles and other items.

The Panchayat and Rural Development Department would display products made by the various self-help groups (SHG) which are aided through the Anandadhara Scheme, which is administered by the department. The products are goyna bori from Tamluk, morabba from Suri, biuli dal, black moong dal, papad, etc.

Source: Ei Samay

বিশ্ব খাদ্য উৎসবে বাংলা তুলে ধরবে রাজ্যের খাদ্যসম্ভার

গেঁড়ি -গুগলি থেকে শুঁটকি মাছ , সিউড়ির মোরব্বা থেকে তমলুকের গয়না বড়ি — বাংলার এই খাবারের সম্ভারকে তুলে ধরতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ ৩ থেকে ৫ নভেম্বর দিল্লিতে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ফেস্টিভ্যাল৷

এই খাদ্য উত্সবে থাকছে রাজ্যের এই খাদ্যসম্ভার৷ ফ্রান্স , জার্মানি , ব্রিটেন , আমেরিকা , চিন , জাপান , পোল্যান্ড , সুইজারল্যান্ডের মতো বিশ্বের ১২১টি দেশ অংশ নেবে ওই খাদ্য উৎসবে৷ রাজ্যের কৃষি , কৃষি বিপণন , মত্স্য , প্রাণিসম্পদ উন্নয়ন ছাড়াও দিল্লির ওই উৎসবে অংশ নেবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরও৷

বিশ্বের দরবারে বাংলার কোন কোন খাবার তুলে ধরতে চাইছে বাংলা? মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ইলিশ, ট্যাংরা, পার্শে, কই, চ্যাঙস, ভেটকি, কোবিয়া, প্যাঙাস, বাগদার মত মাছ নিয়ে যাওয়া হবে৷ সঙ্গে গেঁড়ি, গুগলি থেকে শুঁটকি মাছের প্রক্রিয়াকরণের ভালো সম্ভাবনা থাকায় তাও তুলে ধরা হবে খাদ্য উৎসবে৷ প্রন পিকল থেকে ফিস সুইট অ্যান্ড সাওয়ার পিকল থাকবে সেখানে৷

মাংস হিসাবে দারুণ জনপ্রিয় ব্ল্যাক বেঙ্গল গোট৷ রাজ্যের প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্ল্যাক বেঙ্গল গোট ছাড়াও কোয়েল, টার্কি, হাঁস, পর্ক, ল্যাম্বেরও প্রক্রিয়াকৃত নানা পদ থাকবে৷ মূলত হরিণঘাটা ফার্মের সমস্ত আইটেমগুলিই নিয়ে যাওয়া হবে প্রদর্শনীতে৷ এ ছাড়াও বেলডাঙা , হরিণঘাটা এবং শালবনীতে আর্টিফিসিয়াল ইনসেমিনেশনের জন্য যে তিনটি বুল সেন্টার রয়েছে , তার প্রচারও করা হবে সেখানে৷

কৃষি বিপণন দপ্তর উদ্যোগ নিচ্ছে সীতাশাল, কালোনুনিয়া, গোবিন্দভোগ, তুলাইপাঞ্জির মতো ৪০ ধরনের চাল, বেশ কয়েক ধরনের ডাল নিয়ে যাওয়ার৷ রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দন্তরের উদ্যোগে মালদহ, মুর্শিদাবাদের আম, লিচু, শিলিগুড়ির আনারসের জ্যাম, জেলি, আচারের মতো নানা আইটেম থাকবে সেখানে৷

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে আনন্দধারা প্রকল্পটি৷ তাদের উদ্যোগেই এই প্রকল্পের আওতায় গড়ে তোলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি তমলুকের গয়না বড়ি, সিউড়ির মোরব্বা, বিউলি, কালো মুগ ডালের পাঁপড়ের মতো নানা সামগ্রী নিয়ে যাওয়া হবে খাদ্য উত্সবে৷

Volvo expresses intention to set up unit in Bengal

A day after West Bengal Chief Minister Mamata Banerjee invited investors to set up automobile unit in the state, Swedish automobile giant Volvo has expressed intention to establish a unit.

“I spoke with Volvo (representatives) today. We will give them 25 acres in Panagarh industrial park,” the CM told reporters. “They will have a setup there. We have given them land,” she said, adding details will be shared later.

Bengal has a land bank and policy ready for investors, she reiterated. The Swedish multinational approached the government for land to set up a base in the state.

The Chief Minister recently visited Germany and Italy seeking investment from global giants like BMW.

 

বাংলায় কারখানা গড়বে ভলভো

সিঙ্গুর দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বুধবার বিনিয়োগকারীদের গাড়ি শিল্পে বাংলায় লগ্নি করার আহ্বান জানান। তার একদিন পরেই সুইডেনের গাড়ি নির্মাতা ভলভো রাজ্যে একটি কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেছে।

“আজ আমার ভলভোর সাথে কথা হয়েছে। আমরা রাজ্যের তরফে তাদের পানাগড়ে ২৫ একর জমি দেব,” জানান মুখ্যমন্ত্রী।

বাংলার নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক ও ল্যান্ড ম্যাপ রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর মাসেই লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী জার্মানি সফরে গেছিলেন।

Even in Germany, Bengal CM keeps close watch on State weather situation

She may be away but her heart is in Bengal. In the midst of her busy schedule at Munich in Germany to showcase Bengal as an investment destination, Chief Minister Mamata Banerjee did not forget her responsibility in managing coordination with her cabinet colleagues in Kolkata in view of the flood threat in the state in the backdrop of heavy rain in the last 24 hours.

The Chief Minister called up State irrigation minister Rajib Banerjee on Tuesday morning from Munich and instructed him to interact with Damodar Valley Corporation (DVC) authorities to prevent excessive water release from DVC dams in the state that might worsen the situation.

Within minutes of the Chief Minister’s call from Munich the entire state secretariat of Nabanna got transformed into a virtual war room. The Minister instructed officials of his department to ensure constant watch on the river embankments round the clock till the time the flood threat is completely averted.

“The situation is not that alarming yet. But we are maintaining constant vigil. Now, everything will depend on how far DVC cooperates by showing restraint about water release,” the Minister said.

Besides the state irrigation department, the state disaster management department was also kept on high alert. Department officials were instructed to ensure that different rescue teams be ready for emergency. Relief items like tarpaulin, dry food and medicines have been kept ready in adequate amount, confirmed an officer of the state disaster management department. Leave for the staff and officers of both the state irrigation and disaster management departments have been cancelled till further orders.

 

জার্মানিতে বসেও বাংলার বন্যার খবর নিলেন মুখ্যমন্ত্রী

সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর মন সারাক্ষণ বাংলাতেই পড়ে থাকে, তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জার্মানির মিউনিখে শিল্প সম্মেলনে ব্যস্ত কর্মসূচীর মধ্যেও তিনি তাঁর দাওিত্ব ভুলে যাননি। প্রতিনিয়ত তিনি গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বন্যা সংক্রান্ত সব রকম পরিস্থিতির ওপর নজর রেখেছেন এবং কলকাতার মন্ত্রীসভার সব মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সব খোঁজ-খবর নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন।

মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মিউনিখ থেকে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসির) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।

মিউনিখ থেকে মুখ্যমন্ত্রীর ফোন আসার কিছু সময়ের মধ্যেই জেলা শাসক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বন্যা সংক্রান্ত সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, “পরিস্থিতি এখনোও তেমন ভয়ংকর নয়। কিন্তু আমরা প্রতিনিয়ত সতর্ক থাকছি।  ডিভিসি কতটা জল ছাড়ছে তাঁর ওপর পরিস্থিতি নির্ভর করছে”।

রাজ্যের সেচ বিভাগের পাশাপাশি, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও উচ্চ সতর্ক ব্যবস্থায় বজায় রাখছে। বিভাগের কর্মকর্তারা বিভিন্ন উদ্ধারকারী দলগুলিকে সবরকম জরুরী অবস্থার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত পরিমানে ত্রিপল, শুকনো খাবার ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।

 

All options open for BMW to invest in Bengal: Amit Mitra

All options open for BMW to invest in Bengal, State Finance, Industries and Commerce Minister Dr Amit Mitra said today. He was addressing the press after a three-hour long meeting with top officials of BMW.

“The officials of BMW made several presentations. The meeting was productive. We will carry the talks forward,” he said. The minister added that Bengal wants a ‘sustained relationship’ with BMW. Stressing the green mobility is the future, Dr Mitra said BMW made presentation on electric cars and bikes.

The minister was accompanied by Chief Secretary, Finance Secretary, Mayor of Kolkata, Lok Sabha MP Sudip Bandyopadhyay and other delegates.

The minister invited his counterpart in the German state of North Rhine-Westphalia to Bengal Global Business Summit, 2017.

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা: অমিত মিত্র

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা, আজ বললেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। বিএমডবলুর উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তিন ঘন্টার এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

বিএমডবলুর আধিকারিক অনেকগুলি প্রেসেন্টেশন দেখান। আজকের বৈঠক ফলপ্রসূ, বলেন শিল্পমন্ত্রী। তিনি আরও জানান যে বাংলা বিএমডাবলুর সাথে ‘সাস্টেন্ড রিলেশনশিপ’ চায়।

ইলেকট্রিক গাড়ি ও বাইক প্রকল্পে আগ্রহী বি এম ডবলু, বলেন অমিত মিত্র। অর্থমন্ত্রী ছাড়াও বৈঠকে আজ ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব, কলকাতার মেয়র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

২০১৭র বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য জার্মানির রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফিলিয়ার অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানান অমিত মিত্র।

Bengal CM arrives in Germany, to explore investment opportunities

A high powered official and business delegation from West Bengal, led by Chief Minister Mamata Banerjee is in Germany to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between Germany and Bengal.

The Bengal Chief Minister arrived in Germany on Monday night and she would be addressing an exclusive Interactive Session on September 7 in Munich and a series of meetings with German business leaders are on the cards during her visit between September 5 -9.

State Finance Minister Dr Amit Mitra invited German businessmen on Monday to attend the 3rd Bengal Global Business Summit (BGBS) scheduled to be held in the city on January 20 next year.

Dr Mitra said that the past two editions were particularly successful and had attracted participation from 31 countries while he was addressing a seminar on Business Opportunities in Bengal in  Dusseldorf on Monday.

Gunther Horzetzky, state secretary, Minister of Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia said that a working group might be formed to take forward the discussions and chalk out a roadmap for closer engagement between the two regions.

Dr Amit Mitra and Kolkata Mayor Sovan Chatterjee along with a 29-member business delegation reached Duesseldorf on Monday where Mitra held a meeting with Norbert Walter Borjans, Finance Minister of North Rhine-Westphalia discussing bilateral issues.

 

 

মিউনিখে মুখ্যমন্ত্রী, আজ শিল্প বৈঠক

রাজ্যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলার পণ্য রফতানির ক্ষেত্র প্রস্তুত করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি বাণিজ্য দল জার্মানি এসেছেন।

সোমবার রাতে জার্মানি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭ সেপ্টেম্বর মিউনিখে তিনি জার্মান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক একটি বৈঠক করবেন।

বিএমডব্লিউ গাড়ি কোম্পানির সিইও এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী৷ বুধবার মিউনিখে জার্মান শিল্পমহলের সঙ্গে রয়েছে বাংলার প্রতিনিধি দলের বৈঠক৷ এটি এবারের সফরে বাণিজ্যিক দিক থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জার্মানিতে আসা বাংলার শিল্পপতিরা৷

বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে জার্মান সরকারের শীর্ষ আধিকারিকরা ছাড়াও স্বাগত জানাতে হাজির ছিলেন বাংলা থেকে আগেই আসা দুই মন্ত্রী অমিত মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷

এদিন মিউনিখে শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ৭ তারিখ মিউনিখে ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল শিল্পের একটি কর্মশালা রয়েছে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর শিল্প  সম্মেলনে জার্মানির বিখ্যাত শিল্পপতিদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ জার্মানির চার শহরে শিল্প বৈঠক রয়েছে৷

মিউনিখ ছাড়াও ডুসেলডর্ফ, বাভেরিয়া, স্টুটগার্টে বৈঠক আছে৷ গাড়ি, আধুনিক প্রযুক্তি, উৎপাদন শিল্পে বিনিয়োগ, কলকাতা থেকে চামড়ার দ্রব্য রফতানি, দক্ষ মানবসম্পদ ও স্বচ্ছতায় জোর, পরিকাঠামো ইত্যাদি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ আরও মজবুত করতেই বৈঠক হওয়ার কথা৷ মাঝারি শিল্পে আরও গুরুত্ব দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প বৈঠকে থাকবেন রাজ্যের বেশ কয়েকটি দফতরের সচিব৷

ডাঃ অমিত মিত্র এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ ২৯ জন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার ডুসেলডর্ফ পৌঁছে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷

 

 

Bengal CM to leave for Germany today

Bengal Chief Minister Mamata Banerjee, who is on a visit to Italy and Germany will be leaving for Germany tonight. The Chief Minister will be accompanied by State Finance and Industries Minister Dr Amit Mitra and a 29-member business delegation.

State Finance Minister Dr Amit Mitra said, “Two leading German chambers of commerce — BVMW and the Association of German Chamber of Commerce and Industry (IHK) — have invited her”.

The business delegation with the CM will include Harshvardhan Neotia, chairman of Ambuja-Neotia Group; Sanjiv Goenka, chairman of R P-Sanjiv Goenka Group; Chandra Kumar Dhanuka, executive chairman of Dhunseri Group of Industries and several other captains of industry.

This will be the first business trip of Mamata Banerjee in her second term as the Bengal Chief Minister.

 

আজ মিউনিখ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ রাতে ইতালি থেকে জার্মানির মিউনিখ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র সহ ২৯ জন শিল্প প্রতিনিধিদের একটি দল আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “জার্মান চেম্বার অফ কমার্সের – BVMW এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জার্মান এসোসিয়েশনের (IHK) – তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে.”

অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, আর পি সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা এবং চন্দ্র কুমার ধানুকা সহ বিভিন্ন শিল্পপতিরাও আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর হওয়ার পর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বাণিজ্য সফর।

Mamata Banerjee arrives in Rome to attend Mother Teresa’s canonisation

Chief Minister Mamata Banerjee reached Rome on Friday night; she is on an eight-day tour of Italy and Germany.

Nuns of The Missionaries of Charity and representatives of Archbishop of Kolkata greeted her at Rome airport.

She will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses.

 

রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার রাতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিনের ইতালি ও জার্মানি সফর করবেন তিনি।

রোম এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানানমিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসীনীরা এবং কলকাতার আর্চবিশপের প্রতিনিধিরা।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন।

 

 

Mamata Banerjee leaves for 8-day tour of Italy, Germany

Chief Minister Mamata Banerjee today left for an eight-day tour of Italy and Germany. This is her first foreign trip after coming to power for the second time.

Mamata Banerjee will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses. This is of great significance, looking ahead to the Bengal Global Business Summit scheduled on January 20, 2017.

The Chief Minister is being accompanied by a 12-member of official delegation and 29 industrialists. The official delegation includes, among others, MPs Sudip Bandopadhyay and Derek O’Brien, and the CM’s secretary Gautam Sanyal. A team of senior editors of English and vernacular dailies are also accompanying her.

 

Mamata Banerjee’s Facebook post:

 

আট দিনের ইতালি ও জার্মানি সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে আট দিনের ইতালি ও জার্মানি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন। ২০১৭ সালের ২০ জানুয়ারির বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে এই সাক্ষা९ খুবই তা९পর্যপূর্ণ।

১২ জনের একটি সরকারি প্রতিনিধি দল এবং ২৯ জন শিল্পপতি মুখ্যমন্ত্রীর এই সফরের সঙ্গী।

এই সফরে তাঁর সঙ্গে থাকছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন। এছাড়া থাকছেন মুখ্যমন্ত্রীরসেক্রেটারি গৌতম স্যান্যাল। এছাড়া সাংবাদিকদের একটি দলও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

 

 

WB CM receives invitation from German chambers of commerce

To attract investment in the State, West Bengal Chief Minister Mamata Banerjee will go on a four-day visit to Italy and Germany in September.

Two apex chambers of commerce and industry from Germany have invited WB CM to go with a business delegation, while the Mayor of Rome has invited her for a special reception, state finance minister Amit Mitra said.

The Chief Minister is already scheduled to attend the canonisation ceremony of Mother Teresa in Vatican City where the late Nobel laureate will be declared a saint on September 4.

Rome’s first woman Mayor, Virginia Raggi, has invited Mamata Banerjee for a special reception during her visit to Vatican City where many top businessmen will be present, Dr Mitra said, adding, “It is a matter of pride for us.”

BVMW, the German Association for Small and Medium sized Businesses, has written to WB CM praising her government.

It said under her leadership the state has made tremendous strides on the lines of global benchmarks to catalyse growth, Dr Mitra said.

Another organisation IHK, Association of German Chambers of Commerce and Industry, have also invited the Chief Minister to visit them, he said.

“Both of them have expressed interest and asked us to go with a delegation. We will go with a business and official delegation. Munich is a hub of auto ancillary products and our Chief Minister always wanted to go to a place where there is a big manufacturing centre,” Dr Mitra said.

In September, Mamata Banerjee and her delegation will spend two days in Rome and another two days in Germany.

“There are 500 companies from the state which export to Germany while there are 200 companies from Germany are present in the state,” the finance minister said.

 

জার্মান বণিকসংস্থার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

রাজ্যে বিনিয়োগ আনতে সেপ্টেম্বরে চার দিনের সফরে ইতালি ও জার্মানি যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোমের পরই আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর মিউনিখ ও ডুসেলডর্ফে যাবেন তিনি৷

শিল্পমন্ত্রীও জানিয়েছেন, জার্মানির বণিকসভাগুলির সেরা দুই সংগঠন বিভিএমডব্লু ও এআইএইচকে মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন৷ রোমের মেয়রও আমন্ত্রণ জানিয়েছেন৷

আগামী ৪ সেপ্টেম্বর মাদার টেরিজার ‘ক্যানোনাইজেশন সেরিমনি’তে অংশ নিতে মুখ্যমন্ত্রী রোমের ভ্যাটিক্যান সিটি যাবেন৷

রোমের প্রথম নারী মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাবেন, সেখানে অনেক বিশিষ্ট ব্যবসায়ীরাও উপস্থিত থাকবেন।

অমিত মিত্র এদিন বলেন, “রাজ্যের ক্ষেত্রে তো বটেই, দেশের ক্ষেত্রেও বিষয়টি গর্বের৷

সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিনিধি দল ২ দিন রোমে এবং ২ দিন জার্মানিতে থাকবেন।

অর্থমন্ত্রী বলেন, “রাজ্যের ৫০০ টি কোম্পানিকে এক্সপোর্ট করা হয়েছে জার্মানিকে, ইতিমধ্যেই জার্মানির ২০০টি কোম্পানি রাজ্যে রয়েছে”।