Rosogolla festival from Nov 14

The Bangla Government will celebrate a four-day Rosogolla festival in Kolkata from November 14. On this day, in 2017, Bangla got the geographical indication (GI) tag for the sweet. Hence the plan to commemorate the day. 

This festival will be organised by the Food Processing Department. Last year, HIDCO had organised Rosogolla Festival at Misti Hub near Eco Park in New Town.

The department is now engaged in meeting sweetshop-owners all over Bangla and making them aware of making Rosogolla in the proper way, for which the GI tag was given. This will ensure the validity of the GI tag.

Source: Bartaman

 

 

Bengal Govt to make Gobindobhog, Tulaipanji rice available at reduced rates

In a move expected to draw much appreciation, the State Government has decided to make available aromatic varieties of rice like Gobindobhog and Tulaipanji at prices 20 to 25 per cent less than the market rates at selected stalls across Bengal.

The special price rice would initially be available at the Sufal Bangla stalls, which are run by the State Government, and later from the various public distribution scheme (PDS) outlets, better known as ration shops.

The service is expected to begin soon after this year’s Durga Puja or some time early next year.

Gobindobhog is grown in certain areas of Purba Bardhaman district while Tulaipanji is grown in certain areas of Uttar and Dakshin Dinajpur districts.

The Bengal Government had applied for and was successful in getting geographical indication (GI) tags for both types of rice at the initiative of Chief Minister Mamata Banerjee.

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কম দামে তুলাইপঞ্জি ও গোবিন্দভোগ

রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর। বাংলার দুই সেরা সুগন্ধী চাল গোবিন্দভোগ ও তুলাইপঞ্জি সস্তায় সাধারন মানুষের হাতে তুলে দেবে রাজ্য সরকার। এবছরে পুজোর পর বা আগামী বছরের শুরুতে বাজারদরের অন্তত ২০ থেকে ২৫ শতাংশ কম দামে রাজ্যের বিভিন্ন স্টলে বিক্রী করা হবে এই চাল। প্রথমে সুফল বাংলার স্টল ও পড়ে রেশন দোকান মারফত বিক্রী করা হবে এই চাল।

মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ার পর কৃষি বিজ্ঞানী ও আধিকারিকদের কাছ থেকে ফলন বাড়ানো ও আনুসাঙ্গিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী।
তুলাইপঞ্জি মূলত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা ও দক্ষিণ দিনাজপুরের একটি অংশে উৎপাদিত হয়। উত্তরবঙ্গের আরও কিছু এলাকায় এই চালের উৎপাদন করা যেতে পারে বলে কৃষি বিজ্ঞানীদের মতে। সেক্ষেত্রে ফলন অনেকটাই বাড়বে।

তেমনই গোবিন্দভোগ চাল মূলত পূর্ব বর্ধমানের রায়না-১ ও ২ নম্বর ব্লক ও খণ্ডকোষে খুব ভালো উৎপাদন হয়। এই পূর্ব বর্ধমান জেলারই আউশগ্রাম, মন্তেশ্বর, জামালপুর ছাড়িয়ে অনেকটা দূর পর্যন্ত এই চাল ফলন করা যেতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। এছাড়া, হুগলী, নদীয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, হাওড়াও এই চাল উৎপাদনের জন্য উপযোগী বলে মনে করছেন তারা। বাঁকুড়া, পুরুলিয়াতেও চাল তৈরীর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, এই দুই চালের পেটেন্ট নিয়ে রেখেছে রাজ্য সরকার।

Mouth-watering ‘Rosogolla Utsab’ to be held in Kolkata

A unique “Rosogolla Utsab” is going to be held in Kolkata to celebrate the Geographical Indication (GI) tag for “Banglar Rosogolla”.

The programme will be held sometime in March; Chief Minister Mamata Banerjee is expected to grace the occasion with her presence.

Although the venue and other aspects of the utsav are yet to be finalised, a team comprising of sweet manufacturers in the city had gone to the Chief Minister’s residence at Kalighat on Monday morning with their proposal to organise the programme.

It may be recalled that on November 14, the day when it was announced that Bengal has been conferred with the patent for “Banglar Rosogolla”, Mamata Banerjee had tweeted: “Sweet news for us all. We are very happy and proud that #Bengal has been granted GI (Geographical Indication) status for Rosogolla.”

 

রসগোল্লা উৎসবে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

 

ইতিমধ্যেই জিআই রেজিস্ট্রেশন পেয়েছে বাংলার রসগোল্লা৷ বাঙালির রসগোল্লা জয় এবার উৎসবের মাধ্যমে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ আগামী মার্চে রাজ্যে রসগোল্লা উৎসব হতে চলেছে৷

সম্প্রতি রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যায়। জিআই রেজিস্ট্রেশন নিয়ে এই বিজয়ের প্রেক্ষিতে রাজ্যের রসগোল্লা প্রস্তুতকারীদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দিত করা হয়। মিষ্টান্ন ব্যবসায়ীদের পক্ষে মুখ্যমন্ত্রীর কাছে রসগোল্লা উৎসবের এক অভিনব প্রস্তাব দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী তাঁদের আগামী মার্চ মাসে এই উৎসবের আয়োজন করার পরামর্শ দেন। প্রত্যাশিতভাবে তাঁরাও তাতে সায় দিয়েছেন। কেননা, এই উৎসবের উদ্বোধন মুখ্যমন্ত্রীকে দিয়েই করাতে চান উদ্যোক্তারা।

Joynagarer moa to be sold in foreign countries soon

Joynagarer moa, that is, moa (a type of sweet roasted-rice-based ball) from Joynagar, is a traditional favourite among Bengalis. It is available only during the winter season, when the ingredients are available. Now, with the help of the State Government, this traditional sweetmeat is going to be exported.

Being unique to Joynagar in South 24 Parganas district, the sweetmeat got a geographical indication (GI) tag, for which process the Bengal Government had played an active part.

Over the last few years, this unique sweet is being widely marketed. Significantly, it is available in the Biswa Bangla Stores at the airports, as a result of which foreign tourists too have got a taste of it, and have appreciated it as well.

This goodwill would now be put to good use, as packets of moa are going to be exported.

Packets would also be more widely available in the state, in shopping malls, departmental stores and big sweet shops.

Source: Bartaman

এবার বিদেশে পাড়ি দেবে রাজ্যের জি.আই. প্রাপ্ত জয়নগরের মোয়া

বাংলার রসগোল্লার মতেই বাঙালির অত্যন্ত প্রিয় জয়নগরের মোয়া। রসগোল্লার আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের খেতাব (জিআই) পেয়েছে জয়নগরের মোয়া। আর জিআই পাওয়ার পর এই প্রথম বিদেশের বাজারে পাড়ি দিতে চলেছে ‘জয়নগরের মোয়া’।

এই ডিসেম্বরেই নলেন গুড় ও কনকচূড় ধান দিয়ে তৈরি প্যাকেট করা মোয়া দক্ষিণ শহরতলির সীমানা ছাড়িয়ে রপ্তানির জন্য পাড়ি দেবে। বিশেষভাবে তৈরি প্রতিটি প্যাকেটে ১০টি করে মোয়া থাকবে। যার একটির দাম পড়বে ২০ টাকা। পাশাপাশি এবারই প্রথম কলকাতার বড় বড় শপিং মল, বিপণি ও প্রতিষ্ঠিত মিষ্টির দোকানেও জিআই-এর লোগোসহ জয়নগরের মোয়া পাওয়া যাবে। জানা গিয়েছে, বিদেশে মোয়া পাঠানোর বিষয়ে প্রাথমিক পর্যায়ে উদ্যোগ নিয়েছে জেলা শিল্প কেন্দ্র।

দীর্ঘ লড়াইয়ের পর ২০১৫ সালের ২৩ মার্চ স্বত্ব স্বীকৃতি হিসাবে ‘মোয়ার’ জিআ‌ই পায় জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি। তার আড়াই বছর পর প্রথম সেই জয়নগরের মোয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিল্প কেন্দ্র। প্রথম পর্যায়ে বাংলাদেশ দিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। পরবর্তী সময়ে ব্রিটেন ও অন্য দেশগুলিতে পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

রাজ্য সরকারের বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের হাত ধরে জয়নগরের মোয়া প্রথম দমদম বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণিতে জায়গা পেয়েছিল। সেখান থেকে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেই মোয়া কিনেছেন। তার ফলে এবার চাহিদা আরও বেড়েছে। এমনিতে অনলাইনে মোয়া কেনার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে এবার বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন আগে থেকে মোয়ার অর্ডার দিয়ে রেখেছে। এছাড়া কলকাতার বেশ কয়েকটি নামী শপিং মল ও একটি মিষ্টির দোকান জয়নগরের মোয়া কিনবে বলে চুক্তি করছে।