Kanyashree: A revolutionary welfare scheme for girl children

Since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has been striving to bring about real change in the lives of women, among other things. For this, the Trinamool Congress Government has brought about numerous schemes and strengthened the policing system.

The foremost among the schemes is undoubtedly Kanyashree, a highly innovative approach to secure the life of the girl child, something for which the government has received numerous international accolades including the United Nations Public Service Award last June.

Kanyashree Scheme:

  • It was started on October 1, 2013 with the inspiration of the Chief Minister to put an end to child marriages in the state.
  • More than 40 lakh girls from about 15,500 institutions – schools, madrasahs, colleges, universities including open universities, vocational training schools, and even sports training centres – have benefitted till now.
  • More than 5,000 girls have been provided training in self-defence.
  • In North 24 Parganas district, a special educational and self-awareness programme called Kanyashree Dishari (meaning ‘Kanyashree path-finders’) has been started, involving Kanyashree Scheme beneficiaries.
  • Many Kanyashree beneficiaries are being given training for getting scholarships and for skill development.

Awards won

  • Women’s Empowerment Award from the Bengal Government, 2014,
  • Manthan Award for Digital Inclusion for Development (South Asia and Asia Pacific), 2014-15,
  • SKOCH Winner Award for Smart Governance and Award of Merit, 2015,
  • CSI Nihilent Award for E-Governance, 2014-15,
  • United Nations WSIS Award 2016 in the category of ‘E-Government’ (WSIS Action Line C-7),
  • Finalist in the 2016 GEM-TECH Awards, instituted by ITU and UN Women,
  • United National Public Service Award, 2017

 

কন্যাশ্রী – নারী ক্ষমতায়নে এক যুগান্তকারী প্রকল্প

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের শাসনভার গ্রহণ করে। তারপর থেকে প্রতি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।
নারী ও শিশুদের ওপর অবহেলা, অপরাধ দেশের অন্যান্য অঞ্চলে যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে নিয়ে অসাধারন প্রকল্প সমুহ। এই প্রকল্পগুলির অসাধারন সাফল্যও মাত্র এই ছ’বছরেই দেখা গেছে।

কন্যাশ্রী প্রকল্প:

  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা
  • রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।
  • ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।
  • বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছে:

  • নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪
  • ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪
  • ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫
  • স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫
  • ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫
  • ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)
  • ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬