The state government in a bid to provide cheap and natural gas, decided to create an alternative gas supply pipeline through ‘Greater Calcutta Gas Supply Corporation (GCGSC)’ in six districts in and around Kolkata. In the next three years the state government will build its own pipeline network through GCGSC and the supplier will be decided on the basis of competitive bidding.
Speaking to the media at Nabanna, Chief minister Mamata Banerjee said, “The people of the state are facing a huge problem in getting a LPG connection. It is expensive and sometimes it is beyond the reach of the common people. In this condition, the state government has decided to create an alternative pipeline for supply of gas that will be cheap and environment friendly.”
GCGSC that sources 1.80 lakh cubic metre gas from Dankuni Coal Complex of Coal India source has a customer base of around 12,000 and is supplying. The state gas firm has 458 kilometres long gas pipeline in the state which Kolkata, both 24 Parganas, Howrah and Hooghly. “The GCGSC was having some problem with the sourcing of gas and so the state government has started negotiations with GAIL and H-Energy. We have done a readymade pipeline and the state government will develop the required infrastructure. The supply will be done by anyone of the company and that will come through competitive bidding,” Mamata Banerjee said.
“There are two companies – GAIL and H-Energy. GAIL will supply natural gas and H-Energy will supply Liquefied Natural Gas (LNG). This will be on fixed pipeline and so it will be secure,” state finance minister Dr Amit Mitra said. In 2011 there was MoU signed by HPCL, GAIL and GCGSC for the supply of natural gas to Kolkata.
The image is representative (Source)
বিকল্প গ্যাস পাইপ লাইনের পরিকল্পনা রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার পাইপ লাইনের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস। নয়া এই পরিষেবার নাম ‘সিটি গ্যাস’৷ পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হবে আগামী দু’বছরের মধ্যে৷ প্রথম দফায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও বর্ধমানে এই নয়া পরিষেবা চালু হবে৷
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মানুষ এলপিজি কানেকশন নিয়ে এক বিশাল সমস্যার মোকাবিলা করছে। এটা ব্যয়বহুল যা সাধারণ মানুষের নাগালের বাইরে। এই অবস্থায় রাজ্য সরকার গ্যাস সরবরাহের জন্য বিকল্প পাইপলাইন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যা অনেক সস্তা এবং পরিবেশবান্ধব”।
নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নয়া পরিষেবা চালু করতে ঝিমিয়ে পড়া ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস কর্পোরেশন’-কে ঢেলে সাজানো হবে। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (গেইল), এইচ এনার্জি, আইএনজি-র মতো একাধিক সংস্থা এই পরিষেবা চালু করায় আগ্রহ দেখিয়েছে। অমিত মিত্র বলেন, “এই সমস্যা সংশোধনের জন্য একটি নিরাপদ ও স্থায়ী পাইপলাইন হবে”। কলকাতায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য ২০১১ সালে HPCL, GAIL এবং GCGSC একটি মউ সাক্ষর করে।