600 more buses for Gangasagar Mela

The State Government will be running around 600 more buses than last year for the Gangasagar Mela. The number of buses run last time was 1,610. The West Bengal Transport Corporation (WBTC) will also run 18 vessels, up from 16 last year. All the buses and vessels will be fitted with GPS so that they can be tracked.

Lakhs of people from across India visit Sagar Island take a holy dip at the place where the water of the Ganga merges with the sea.

The special bus services will be run from January 11 to 17. The WBTC will run 1,300 buses on the days of the fair. South Bengal State Transport Corporation (SBSTC) will run 900 buses. Therefore, the two together will run 2,200 buses.

The highest number of buses will be run on January 14 and 15, the days of the holy bath – 502 and 531, respectively. The buses will start from Dharmatala, Babughat and Howrah.

The Transport Department will also appoint 80 Jalasathis – trained personnel stationed at jetties – specially for Gangasagar Mela. They will be provided with special jackets, fog lights and whistles. Forty motor vehicles inspectors (technical) will be stationed at various places in and around the fair.

The State Government will also open special control rooms in Kolkata, Diamond Harbour, Alipore and a few other places.

Source: Bartaman

Bengal Chief Minister conveys her best wishes to pilgrims at Gangasagar Mela

Like every year, this year too, the Bengal Government has set up all the facilities for a successful Gangasagar Mela, and Chief Minister Mamata Banerjee has taken a leading part.

Lakhs of pilgrims have arrived from all over India, and many from other countries too. Among the steps taken are satellite phones to police personnel at crucial points, Wi-Fi zone, CCTV, a special website, and others.

The Chief Minister has a special message for all the pilgrims congregated at Ganga Sagar.

Chief Minister’s message:

My heartiest welcome to all pilgrims to Gangasagar Mela. To make your entire journey to, and stay at, Gangasagar Mela successful and safe, the Bengal Government has taken a lot of measures.
Adequate drinking water, toilet, residence and other facilities have been arranged for all pilgrims. Life insurance has also been taken on all pilgrims by the State Government.
Security arrangements have been taken at all places – be it at the fairground or along the way. We wish for all of you a successful, safe and blessed stay.

 

গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

প্রতি বছরের মত এ বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে গঙ্গাসাগর মেলার।

এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী, পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ।

স্যাটেলাইট ফোন, ওয়াইফাই জোন, সিসিটিভি, ওয়েবসাইট সব খোলা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। প্রশাসনের তরফ থেকে পুন্যার্থীদের দেওয়া হয়েছ কিছু সতর্ক বার্তা।

এবার মুখ্যমন্ত্রী স্বয়ং আগন্তুকদের উদ্দেশ্যে বার্তা দিলেন:

“গঙ্গাসাগরে আগত সমস্ত তীর্থ যাত্রী মা, বোন, ভাই এবং গুরুজনদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের যাত্রা সাফল্যমন্ডিত, নিরাপদ এবং কল্যাণময় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হয়েছে।

পানীয় জল, শৌচালয়, যাত্রী-নিবাস ইত্যাদির পর্যাপ্ত এবং উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। সকল তীর্থযাত্রীদের জীবনবীমাও করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা তথা মেলা প্রাঙ্গণ এবং অন্য সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আমরা আপনাদের সাফল্যমণ্ডিত, নিরাপদ ও মঙ্গলময় যাত্রার শুভ কামনা করি।”

Website to track missing persons at Gangasagar Mela

Tracking of missing persons at Gangasagar Mela is all set to get easier this year with the State Disaster Management Department, state police, state Inter Agency Group (IAG) and National Institute of Amateur Radio joining hands to develop a website that is solely dedicated to trace out missing persons.

It is for the first time in the country when such a portal, thoroughly dedicated for tracing a missing person, is being introduced in a fair. This is another first at this year’s Gangasagar Mela, like the State Government’s giving 16 satellite phones to police personnel at critical locations to ensure uninterrupted connectivity, even if there is an earthquake or a tsunami or any other emergency.

The details of the missing person along with description and contact number will be immediately uploaded in the portal and a docket number will be generated. The missing person’s relatives will have the option of tracking them by entering the docket number.

The site will also have the option of uploading voice recording of the missing person, which will be automatically translated through a tool. This will be of immense help for cases when it is difficult to decipher the accent of pilgrims.

It may be mentioned that the site has been developed by a member of the West Bengal Radio Club (Amateur Club), an organisation of amateur radio enthusiasts in the state. A team of 45 HAMs from the Club will be working at Gangasagar Mela this year.

গঙ্গাসাগর মেলায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করবে ওয়েবসাইট

 

গঙ্গাসাগর মেলাকে উদ্দেশ্য করে রাজ্য পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাজ্য ইন্টার এজেন্সি গ্রুপ এবং ন্যাশানাল ইন্সটিটিউট অফ অ্যামেচার রেডিও হাত মিলিয়েছে একটি ওয়েবসাইট তৈরী করার জন্য। এই ওয়েবসাইটের মাধ্যমে গঙ্গাসাগর মেলায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করা হবে আরও সহজ।
নিরুদ্দেশ ব্যাক্তির নাম, বিবরন, যোগাযোগের নম্বর এই ওয়েবসাইটে আপলোড করা হবে, এবং একটি ডকেট নম্বর দেওয়া হবে। নিরুদ্দেশ ব্যাক্তির আত্মীয় পরিজনরা এই ডকেট নম্বরের মাধ্যমে নিরুদ্দেশ ব্যাক্তির ব্যাপারে যাবতীয় তথ্য পাবেন।
এই সাইটে নিরুদ্দেশ ব্যাক্তির গলার স্বরও আপলোড করা যাবে। এই স্বরটিও মুহূর্তে অনুবাদিত হবে। ভাষার সমস্যার ক্ষেত্রে এই টুলটি খুব কাজে দেবে।
কোনও মেলাকে কেন্দ্র করে নিরুদ্দেশ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তৈরী করা পোর্টাল দেশে এই প্রথম। গঙ্গাসাগরে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে ও পাশাপাশি পুন্যার্থিদের দেখভালের জন্য এই প্রথম রাজ্য সরকার ১৬টি স্যাটেলাইট ফোন ব্যবহার করবে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও যোগাযোগ ব্যবস্থার কোনও অসুবিধে না হয়।

Source: Millennium Post

management

Tourism circuit based on Sagar Island

The State Government has decided to set a tourism circuit based on the Gangasagar Mela. During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

From Bakkhali to Bhorsagar and Rupsagar on Gangasagar Island, via Fraserganj, is one long stretch of white beaches, and casuarina and mangrove forests, a region which has a lot of potential for tourism.

Already a lot of tourists arrive on Sagar Island during Gangasagar Mela. Now the idea is to ensure that tourists arrive all through the year.

Infrastructural facilities are already being built up. Tourist cottages with all facilities have been built on the island. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Besides, the Kapil Muni Ashram has been renovated.

গঙ্গাসাগর ঘিরে মুখ্যমন্ত্রীর পর্যটন প্যাকেজ পরিকল্পনা

শুধু তীর্থক্ষেত্র নয়, পর্যটনস্থল হিসেবেও সাগরদ্বীপকে বিশেষ অগ্রাধিকার দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বকখালি থেকে ভায়া ফ্রেজারগঞ্জ হয়ে গঙ্গাসাগরের ভোরসাগর আর রূপসাগর পর্যন্ত সাদাবালির যে সমুদ্রতট, বালিয়াড়ি, ঝাউবন আর ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, তা নিয়ে পর্যটন প্যাকেজ তৈরি করার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।
গঙ্গাসাগরে চার নম্বর রাস্তার কাছে পর্যটন দপ্তরের ‘কটেজ’গুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সপার্ষদ বৈঠক করেন সাগরদ্বীপের পর্যটন পরিকাঠামো নিয়ে।

Source: Bartaman

16 satellite phones for Gangasagar Mela

To ensure uninterrupted connectivity during the Gangasagar Mela, even if there is any natural calamity, the State Government is equipping its officials with satellite phones.

Sixteen satellite phones will be given to the officers who will be on duty at critical locations. The phones will ensure communication is not jeopardized even if there is an earthquake or a tsunami, among other things.

According to senior official of the South 24 Parganas district administration, it is for the first time in the country that such technology is being used by a State Government for uninterrupted connectivity. The model, which is being tested now, is user-friendly too, with a smaller size.

Regarding connectivity, it should be mentioned that the State Government has another first to its credit too – Sagar Sanjog Scheme, for providing real-time information regarding the movement of transport facilities for people and vehicles too.

Around 60 giant LED screens will be placed at different points through which pilgrims will be updated about the timings and fare tariffs of trains, buses and ferries, tide timings, safety precautions, etc. The information will be provided in three languages – Hindi, Bengali and English – to facilitate the largest number of pilgrims.

The district administration is expecting a turnaround of 20 lakh pilgrims this year up from an estimated 15 lakh last year.

The pilgrim-carrying capacity of barges has been doubled this year by doubling the number of barges to four, which will ply from Lot 8 on the mainland to Kachuberia on Sagar Island.

For ensuring security through effective crowd management, the government has introduced a real-time monitoring system called Tirtha Sathi, using which all senior administrative and police officers can watch live footages of all the transit and other crucial points, relayed via CCTV cameras, on their mobile phones.

The administration is also laying special emphasis on beach cleaning and sanitation. The objective, said an official, is to ensure a fully clean and tidy beach.

 

সাগরমেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তায় এবার ১৬টি স্যাটেলাইট ফোন ব্যবহার করবে রাজ্য

তীর্থযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াতের উপর নজরদারি চালাতে সাগরমেলার সময় এবার প্রথম হাইপ্রোফাইল স্যাটেলাইট ফোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টার ফসল এই স্যাটেলাইট ফোন। তিনি চেয়েছেন, এবার মেলায় আগত তীর্থযাত্রীদের আসা ও যাওয়ার বিষয়টি সব দিক থেকে নিরাপদ করতে হবে। সেই কারণে মেলার আগে ও পরে পুরো বিষয়টির উপর নজরদারি চালাতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে ১৬টি (আইস্যাট) স্যাটেলাইট ফোন দিচ্ছে।
কাকদ্বীপ-লট-৮, নামখানা, বেণুবন, কচুবেড়িয়া, সাগরের সমুদ্রতট ও মেলা অফিসে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের হাতে ওই ফোন দেওয়া হবে। মেলার সময় যদি কখনও টেলিযোগাযোগ ব্যবস্থা পুরো ভেঙে যায়, তখন এই স্যাটেলাইট ফোন তার জায়গায় কাজ করবে।
মুখ্যমন্ত্রী নিজেও কয়েকদিন আগে সাগরে এসে সব দেখে গিয়েছেন। এরমধ্যে জনস্বাস্থ্য, সেচ, পূর্ত, বিদ্যুৎ, বিএসএনএল ও বিপর্যয় মোকাবিলা, পুলিস, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে একাধিকবার সমন্বয় কমিটির বৈঠক করা হয়েছে। সেই অনুসারে কাজ শুরু হয়ে গিয়েছে।
এবার সমুদ্রতট ও চারপাশ স্বচ্ছ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে তিনটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গাড়ি ও ভেসেল ভাড়া গতবার যা ছিল তাই থাকছে।

Source: Millennium Post

mamata banerjee sagar island

Bengal CM oversees Gangasagar Mela preparations, announces Rs 5 lakh insurance cover

Besides making all arrangements for the safety and security of the people visiting the Gangasagar Mela in January to take the holy dip at the confluence of River Ganga and the Bay of Bengal, the Bengal Government has also decided to bring them under an insurance scheme of Rs 5 lakh each.

A high-level meeting headed by Chief Minister Mamata Banerjee held at Nabanna on December 8 also discussed the preparations and other aspects about the annual pilgrimage. In 2018, it will be held from January 10 to 16.

A senior IPS officer and a senior administrative officer, both with vast experience on overseeing the Gangasagar Mela during previous years, have been assigned to supervise the preparations and the fair itself. Directions have been given to set up a permanent bus stand and also to ensure that no unnecessary congestion takes place.

There will be sufficient number of vessels to ensure that people do not face trouble in reaching Sagar Island by crossing the Muriganga river from the mainland. RO-RO (roll on-roll off) services would be introduced by the government for that purpose, so that both vehicles and their owners can cross.

Live every year, closed-circuit television (CCTV) system will be used to maintain video surveillance at the fair site, and at a few other areas. This year, though, a new aspect has been introduced – live tracking. The real-time monitoring system, with feed from the CCTV system, will enable all senior administrative and police officers to watch live footages of all the transit and other crucial points on their mobile phones.

The State Irrigation Department has also been directed to carry out dredging at different locations on Muriganga to ensure easy movement of vessels. The State Civil Defence Department will place speed boats and other arrangements to combat any untoward situation, if they arise.

In a bid to keep the fairground clean and green, the concerned officials have been asked to take necessary steps to keep the island free from open defecation. Women-friendly toilets will also be set up. There will be volunteers to urge people to use dustbins.

 

গঙ্গাসাগরে যাত্রী–বীমা ৫ লক্ষের

আগামী বছর গঙ্গাসাগর মেলা যাঁরাই যাবেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ থেকে ১৬ই জানুয়ারি সাগরমেলা চলার সময় যাঁরাই মেলায় আসবেন তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ ৫ লক্ষ টাকার বীমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেলা চলাকালীন তীর্থযাত্রী–‌সহ যাঁরা মেলায় উপস্থিত থাকবেন, তাঁরা যদি কোনও রকম দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।

সাগর মেলা শুরু হওয়ার আগেই কচুবেড়িয়ায় ৫টি জেটি সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি ৩জি, ৪জি অপটিক্যাল ফাইবার পেতে মোবাইল অ্যাপের সাহায্যে নজরদারি চলবে।

মেলা প্রাঙ্গণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাগরের বিধায়ক, সাংসদ মণীশ গুপ্তকে। কলকাতা থেকে মেলায় ঢোকার আগে পর্যন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে।

মেলা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার ওপর কড়া নজর থাকছে।

 

Source: Millennium Post

Efforts on to make Ganga Sagar Mela plastic waste-free: Bengal PHE Minister

As lakhs of pilgrims will take the holy dip on ‘Makar Sankranti’ on Saturday, Bengal PHE and Panchayat & Rural Development Minister Subrata Mukherjee on Friday said this year’s Gangasagar Mela is declared as ‘Green Mela’ and efforts are on make it plastic waste-free.

“Altogether 8,200 toilets have been set up by the district administration as the Gangasagar Mela, 2017 has been declared as ‘Green Mela’ this year and efforts are made to make it plastic waste-free,” the Minister said.

Speaking about the final arrangements, the Minister said the State Government was providing all kinds of support to people coming to attend the Mela from across the country. “State administration is always active to tackle any untoward incident,” he said.

He also said six lakh people have visited the Mela so far and around 15 to 16 lakh people were likely to attend it till Sunday. A total of 40 ambulances have been kept ready for providing medical assistance to the pilgrims, besides deployment of security personnel in large number, he said. Altogether 155 CCTV cameras have been installed and a drone was also in action to maintain security at the fairgrounds, the Minister added.

 

গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছেঃ সুব্রত মুখোপাধ্যায়

আজ মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আগমন হয়েছে গঙ্গাসাগর মেলায়। রাজ্যের জন স্বাস্থ্য কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল জানান, “এবছরের গঙ্গাসাগর মেলাকে ‘সবুজ মেলা’ ঘোষণা করা হয়েছে এবং মেলাকে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ মুক্ত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৮,২০০টি শৌচাগার তৈরি করেছে জেলা প্রশাসন”।

মন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল তীর্থযাত্রীদের সবরকমভাবে সাহায্য করছে রাজ্য সরকার। তাদের নিরাপত্তার জন্যও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন যে কোন রকম দুর্ঘটনার মোকাবিলা করতে প্রস্তুত।”

তিনি আরও জানান, “এখনও পর্যন্ত ৬ লাখ মানুষ উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গনে ও আগামী রবিবারের মধ্যে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ মানুষ গঙ্গাসাগরে উপস্থিত হবেন। ৪০টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে তীর্থযাত্রীদের চিকিৎসার সহায়তার জন্য। প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি ১৫৫টি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে সঙ্গে একটি ড্রোনও থাকছে নজর রাখতে”।

 

mamata banerjee sagar island

Pilgrims laud Bengal Govt’s arrangements for Ganga Sagar Mela

Pilgrims who have arrived in Sagar Island to take a holy dip in the confluence of river Ganga expressed their satisfaction with the arrangement made by the state government.

The state government made an elaborate arrangement to help the pilgrims reach their destination and return safely without facing any trouble. Chief Minister Mamata Banerjee held a review meeting on January 5 over the preparation for Ganga Sagar Mela where more than 14 lakh pilgrims visit every year.

Subrata Mukehrjee, the state PHE minister, and Sobhandeb Chatterjee, the state Power minister, had visited the Sagar Island to take a stock of the preparation of the mela. The state PHE department is the nodal agency to organise the mela, but many departments had worked together to ensure that pilgrims could safely reach the venue.

The Transport department had ensured additional bus services both in the mainland and the island. There are more buses this time to take people from the transit points in Sagar Island to the mela ground.

Thousands of civil volunteers, all local youth, have been deployed in the mela to keep the area clean. They will ask people to avoid open defecation. Their main task would be to keep the mela premises clean. Steps have also been taken to ensure uninterrupted power supply in the mela premises.

 

গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনায় রাজ্য সকারের প্রশংসা করলো পুণ্যার্থীরা

প্রতি বছরের মত এবছরও গঙ্গাসাগরের পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত ৫ জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠক করেন, যেখানে প্রায় প্রতি বছর ১৪ লক্ষ পুন্যার্থীর সমাগম হয়।

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গোটা এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মেলার আয়োজন করে। তবে পুন্যার্থীরা যাতে নিরাপদে পৌঁছতে পারে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বিভাগ একসঙ্গে কাজ করেছে।

ট্রানজিট পয়েন্ট থেকে সাগর মেলায় মানুষকে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন দপ্তর অতিরিক্ত বাস পরিষেবা চালু করেছে।

মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাজার হাজার সিভিল ভলেন্টিয়ার, স্থানীয় যুবকদের মেলায় মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরিও রাখা হয়েছে। এবার ১০ হাজার অতিরিক্ত শৌচাগার তৈরি করা হয়েছে। কি কি করণীয় ও কি কি করণীয় নয় এমন নির্দেশিকা সম্বলিত বিভিন্ন ভাষার লিফলেট বিলি করছে প্রশাসন। এছাড়াও মেলা প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন বিদ্যু९ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

mamata banerjee sagar island

WB Govt makes elaborate arrangements for pilgrims at Gangasagar Mela

Keeping the huge turnout at Gangasagar Mela in mind, the West Bengal Government has deputed a team of seven ministers at Sagar Islands for the four days of the fair.

Seven Ministers in charge

The team of seven ministers will be led by state panchayat affairs and rural development minister Subrata Mukherjee, the state housing and youth affairs minister Arup Biswas and state power minister Manish Gupta, will be deputed at Kopchuberia.

Also, a team of four ministers consisting of state urban development and municipal affairs minister Firhad Hakim, state irrigation minister Rajib Banerjee, minister of state for minority affairs Giasuddin Mollah and state Sunderbans affairs minister Manturam Pakhira would be stationed at Harwood Point.

T he Kolkata Municipal Corporation (KMC) Mayor, too, will remain at the principal exit point at Kolkata to Gangasagar as per the decision of the chief minister.

Since a huge turnout of over 5,00,000 people is expected this time at the fair the Chief Minister does not want any lapse in the arrangements; hence, she allotted duties to the ministers.

Security cover

Additional force deployment will be made at Sagar Islands during the fair days this year, both keeping in view the additional crowd and security threats in wake of the Pathankot incident.

Green clean Gangasagar

The fair at Gangasagar is set to be cleaner this year with the South 24-Parganas district administration setting up 10,000 toilets on the grounds. The authorities won’t allow open defecation to ensure that the area is not left in a mess once the fair is over.

‘Green clean Sagar mela’ is the theme for the fair this year. The idea, according to the district administration, is to prevent pollu tion. Of the 10,000 toilets to be set up, some will be permanent, some temporary and the rest mobile.

mamata banerjee sagar island

Gangasagar Mela to go green in 2016

Ganga Sagar Mela next year would be declared Green Mela where sanitary toilets would be provided for all pilgrims, South 24 Paraganas district magistrate P B Salim said.

10,000 sanitary toilets would be set up for the mela, which attracts lakhs of pilgrims from across the country.

He said the pilgrims would be made aware of the demerits of open defecation at various stages of their journey right from the city to Sagar Island, where they take the holy dip on the occasion of Makar Sankranti.

Referring to the situation in the district vis-a-vis sanitation, he said the model set by Nadia, declared a total sanitation district, would be followed though South 24 Parganas had a much larger population.

“Next year on Gandhi Jayanti we plan to declare South 24 Parganas a total sanitation district. For this we are involving people from all sections – students, Anganwadi and Asha workers, SHGs, NGOs besides religious heads,” he said adding at present there are no sanitary toilets in at least seven lakh households in the district.

The government will provide Rs 10,000 for each toilet built and the beneficiary would pay Rs 900 or provide labour. In West Bengal 40 per cent of the people have no sanitary toilets at their homes compared to 58 per cent in the country.