Bengal Govt, ISKCON to come up with Vedic Centre in Gangasagar

The State Government and ISKCON will jointly set up a Vedic Centre for Culture and Education at the Gangasagar fairground on Sagar Island to promote spiritual tourism. The two are also jointly working to build a world-class fountain park, community hall and light-and-sound exhibition to attract visitors.

Gangasagar is visited by thousands of people from all over the country during Makar Sankranti. Because of better road connectivity both domestic and foreign tourists keep on visiting the area throughout the year.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has stressed on the need to improve Gangasagar. Roads were built and steps were taken to beautify the area.

Spiritual tourism is coming up in Bengal in a very big way and the State Tourism Department and private tour operators have held several rounds of talks on the matter.

 

ইস্কনের সাথে যৌথ উদ্যোগে গঙ্গাসাগরে বৈদিক কেন্দ্র গড়বে রাজ্য

রাজ্যে আধ্যাত্মিক পর্যটনকে (spiritual tourism) নতুন মাত্রা দিতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকার এবার ইস্কনের সঙ্গে যৌথ উদ্যোগে সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে তৈরী করতে চলেছে শিক্ষা ও সংস্কৃতির এক বৈদিক চর্চা কেন্দ্র। পাশাপাশি, পর্যটকদের আকর্ষিত করতে একটি বিশ্বমানের ফাউন্টেন পার্ক, কমিউনিটি হলও গড়া হবে। থাকবে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শো।

মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের হওয়ায় এখন সারা বছরই দেশী ও বিদেশী পর্যটক ভিড় জমান এখানে। এই বৈদিক কেন্দ্রটি তৈরী হলে আরও মানুষ এখানে আসবেন।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের সংস্কারে জোর দিয়েছেন। হয়েছে নতুন রাস্তা, সেজে উঠেছে সাগরদ্বীপ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে আধ্যাত্মিক পর্যটন গতি পেয়েছে। রাজ্য পর্যটন দপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে নানা ধর্মীয় স্থানে নানা ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে।

Source: Millennium Post

Bengal Govt to double power supply during Ganga Sagar Mela

The State Government has decided to double the power supply to Sagar Island during the Ganga Sagar Mela from 8.9 million units (MU) to 16 MU per day. The annual fair will be held from January 10-16 this time.

Millions of people from across the country, most of whom are pilgrims, and some, tourists, as well as many foreign tourists, descend on to Sagar Island in the Sundarbans every year. Doubling the load capacity will result in a smooth power situation during the seven days of the fair, which centres around the ashram of Kapil Muni on the island. Power cuts will be a thing of the past.

The Power Department will also arrange six generators to meet any emergency situation. As many as 10 centres will be set up inside the Sagar Mela where a total of 50 Power Department officials will be deployed. They would oversee the entire situation, as well as attend to any complaint that may arise within two to three minutes. There will be an additional deployment of 300 contractual staff. Various electrical apparatuses including high and low-tension wires have also been repaired.

গঙ্গা সাগর মেলায় দ্বিগুন বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য সরকার

 

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গঙ্গাসাগর মেলা চলাকালীন স্বাগর দ্বীপে বিদ্যুৎ যোগান দ্বিগুন করবে। সাধারণত সাগরে ৮.৯ MU বিদ্যুৎ সরবরাহ করা হয়; মেলার সময় বিদ্যুৎ যোগান বাড়িয়ে ১৬ MU করা হবে। এই মেলা সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হবে ১০-১৬ই জানুয়ারি।

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ – তীর্থযাত্রী, অন্য রাজ্যের পর্যটক, বিদেশী পর্যটক – এই মেলায় আসেন প্রতি বছর। বিদ্যুৎ সরবরাহ দ্বিগুন করার ফলে কোনওরকম বিদ্যুতের ঘাটতি হবে না।

বিদ্যুৎ দপ্তর ৬টি জেনারেটরের ব্যবস্থা রাখবে। মেলার অন্তর্গত ১০টি জায়গায় অন্তত ৫০ জন বিদ্যুৎ দপ্তরের কর্মী সবসময় উপস্থিত থাকবেন। এছাড়া ৩০০ চুক্তিভিত্তিক কর্মী ওখানে থাকবেন। সাগর দ্বীপের বৈদ্যুতিক পরিকাঠামো ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে।

 

Bengal Chief Minister conveys her best wishes to pilgrims at Gangasagar Mela

Like every year, this year too, the Bengal Government has set up all the facilities for a successful Gangasagar Mela, and Chief Minister Mamata Banerjee has taken a leading part.

Lakhs of pilgrims have arrived from all over India, and many from other countries too. Among the steps taken are satellite phones to police personnel at crucial points, Wi-Fi zone, CCTV, a special website, and others.

The Chief Minister has a special message for all the pilgrims congregated at Ganga Sagar.

Chief Minister’s message:

My heartiest welcome to all pilgrims to Gangasagar Mela. To make your entire journey to, and stay at, Gangasagar Mela successful and safe, the Bengal Government has taken a lot of measures.
Adequate drinking water, toilet, residence and other facilities have been arranged for all pilgrims. Life insurance has also been taken on all pilgrims by the State Government.
Security arrangements have been taken at all places – be it at the fairground or along the way. We wish for all of you a successful, safe and blessed stay.

 

গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

প্রতি বছরের মত এ বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে গঙ্গাসাগর মেলার।

এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী, পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ।

স্যাটেলাইট ফোন, ওয়াইফাই জোন, সিসিটিভি, ওয়েবসাইট সব খোলা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। প্রশাসনের তরফ থেকে পুন্যার্থীদের দেওয়া হয়েছ কিছু সতর্ক বার্তা।

এবার মুখ্যমন্ত্রী স্বয়ং আগন্তুকদের উদ্দেশ্যে বার্তা দিলেন:

“গঙ্গাসাগরে আগত সমস্ত তীর্থ যাত্রী মা, বোন, ভাই এবং গুরুজনদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের যাত্রা সাফল্যমন্ডিত, নিরাপদ এবং কল্যাণময় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হয়েছে।

পানীয় জল, শৌচালয়, যাত্রী-নিবাস ইত্যাদির পর্যাপ্ত এবং উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। সকল তীর্থযাত্রীদের জীবনবীমাও করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা তথা মেলা প্রাঙ্গণ এবং অন্য সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আমরা আপনাদের সাফল্যমণ্ডিত, নিরাপদ ও মঙ্গলময় যাত্রার শুভ কামনা করি।”

mamata banerjee sagar island

Bengal CM oversees Gangasagar Mela preparations, announces Rs 5 lakh insurance cover

Besides making all arrangements for the safety and security of the people visiting the Gangasagar Mela in January to take the holy dip at the confluence of River Ganga and the Bay of Bengal, the Bengal Government has also decided to bring them under an insurance scheme of Rs 5 lakh each.

A high-level meeting headed by Chief Minister Mamata Banerjee held at Nabanna on December 8 also discussed the preparations and other aspects about the annual pilgrimage. In 2018, it will be held from January 10 to 16.

A senior IPS officer and a senior administrative officer, both with vast experience on overseeing the Gangasagar Mela during previous years, have been assigned to supervise the preparations and the fair itself. Directions have been given to set up a permanent bus stand and also to ensure that no unnecessary congestion takes place.

There will be sufficient number of vessels to ensure that people do not face trouble in reaching Sagar Island by crossing the Muriganga river from the mainland. RO-RO (roll on-roll off) services would be introduced by the government for that purpose, so that both vehicles and their owners can cross.

Live every year, closed-circuit television (CCTV) system will be used to maintain video surveillance at the fair site, and at a few other areas. This year, though, a new aspect has been introduced – live tracking. The real-time monitoring system, with feed from the CCTV system, will enable all senior administrative and police officers to watch live footages of all the transit and other crucial points on their mobile phones.

The State Irrigation Department has also been directed to carry out dredging at different locations on Muriganga to ensure easy movement of vessels. The State Civil Defence Department will place speed boats and other arrangements to combat any untoward situation, if they arise.

In a bid to keep the fairground clean and green, the concerned officials have been asked to take necessary steps to keep the island free from open defecation. Women-friendly toilets will also be set up. There will be volunteers to urge people to use dustbins.

 

গঙ্গাসাগরে যাত্রী–বীমা ৫ লক্ষের

আগামী বছর গঙ্গাসাগর মেলা যাঁরাই যাবেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ থেকে ১৬ই জানুয়ারি সাগরমেলা চলার সময় যাঁরাই মেলায় আসবেন তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ ৫ লক্ষ টাকার বীমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেলা চলাকালীন তীর্থযাত্রী–‌সহ যাঁরা মেলায় উপস্থিত থাকবেন, তাঁরা যদি কোনও রকম দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।

সাগর মেলা শুরু হওয়ার আগেই কচুবেড়িয়ায় ৫টি জেটি সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি ৩জি, ৪জি অপটিক্যাল ফাইবার পেতে মোবাইল অ্যাপের সাহায্যে নজরদারি চলবে।

মেলা প্রাঙ্গণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাগরের বিধায়ক, সাংসদ মণীশ গুপ্তকে। কলকাতা থেকে মেলায় ঢোকার আগে পর্যন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে।

মেলা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার ওপর কড়া নজর থাকছে।

 

Source: Millennium Post

Efforts on to make Ganga Sagar Mela plastic waste-free: Bengal PHE Minister

As lakhs of pilgrims will take the holy dip on ‘Makar Sankranti’ on Saturday, Bengal PHE and Panchayat & Rural Development Minister Subrata Mukherjee on Friday said this year’s Gangasagar Mela is declared as ‘Green Mela’ and efforts are on make it plastic waste-free.

“Altogether 8,200 toilets have been set up by the district administration as the Gangasagar Mela, 2017 has been declared as ‘Green Mela’ this year and efforts are made to make it plastic waste-free,” the Minister said.

Speaking about the final arrangements, the Minister said the State Government was providing all kinds of support to people coming to attend the Mela from across the country. “State administration is always active to tackle any untoward incident,” he said.

He also said six lakh people have visited the Mela so far and around 15 to 16 lakh people were likely to attend it till Sunday. A total of 40 ambulances have been kept ready for providing medical assistance to the pilgrims, besides deployment of security personnel in large number, he said. Altogether 155 CCTV cameras have been installed and a drone was also in action to maintain security at the fairgrounds, the Minister added.

 

গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছেঃ সুব্রত মুখোপাধ্যায়

আজ মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আগমন হয়েছে গঙ্গাসাগর মেলায়। রাজ্যের জন স্বাস্থ্য কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল জানান, “এবছরের গঙ্গাসাগর মেলাকে ‘সবুজ মেলা’ ঘোষণা করা হয়েছে এবং মেলাকে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ মুক্ত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৮,২০০টি শৌচাগার তৈরি করেছে জেলা প্রশাসন”।

মন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল তীর্থযাত্রীদের সবরকমভাবে সাহায্য করছে রাজ্য সরকার। তাদের নিরাপত্তার জন্যও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন যে কোন রকম দুর্ঘটনার মোকাবিলা করতে প্রস্তুত।”

তিনি আরও জানান, “এখনও পর্যন্ত ৬ লাখ মানুষ উপস্থিত হয়েছেন মেলা প্রাঙ্গনে ও আগামী রবিবারের মধ্যে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ মানুষ গঙ্গাসাগরে উপস্থিত হবেন। ৪০টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে তীর্থযাত্রীদের চিকিৎসার সহায়তার জন্য। প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি ১৫৫টি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে সঙ্গে একটি ড্রোনও থাকছে নজর রাখতে”।

 

mamata banerjee sagar island

Pilgrims laud Bengal Govt’s arrangements for Ganga Sagar Mela

Pilgrims who have arrived in Sagar Island to take a holy dip in the confluence of river Ganga expressed their satisfaction with the arrangement made by the state government.

The state government made an elaborate arrangement to help the pilgrims reach their destination and return safely without facing any trouble. Chief Minister Mamata Banerjee held a review meeting on January 5 over the preparation for Ganga Sagar Mela where more than 14 lakh pilgrims visit every year.

Subrata Mukehrjee, the state PHE minister, and Sobhandeb Chatterjee, the state Power minister, had visited the Sagar Island to take a stock of the preparation of the mela. The state PHE department is the nodal agency to organise the mela, but many departments had worked together to ensure that pilgrims could safely reach the venue.

The Transport department had ensured additional bus services both in the mainland and the island. There are more buses this time to take people from the transit points in Sagar Island to the mela ground.

Thousands of civil volunteers, all local youth, have been deployed in the mela to keep the area clean. They will ask people to avoid open defecation. Their main task would be to keep the mela premises clean. Steps have also been taken to ensure uninterrupted power supply in the mela premises.

 

গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনায় রাজ্য সকারের প্রশংসা করলো পুণ্যার্থীরা

প্রতি বছরের মত এবছরও গঙ্গাসাগরের পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত ৫ জানুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠক করেন, যেখানে প্রায় প্রতি বছর ১৪ লক্ষ পুন্যার্থীর সমাগম হয়।

সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গোটা এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মেলার আয়োজন করে। তবে পুন্যার্থীরা যাতে নিরাপদে পৌঁছতে পারে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বিভাগ একসঙ্গে কাজ করেছে।

ট্রানজিট পয়েন্ট থেকে সাগর মেলায় মানুষকে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন দপ্তর অতিরিক্ত বাস পরিষেবা চালু করেছে।

মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাজার হাজার সিভিল ভলেন্টিয়ার, স্থানীয় যুবকদের মেলায় মোতায়েন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল ও ডুবুরিও রাখা হয়েছে। এবার ১০ হাজার অতিরিক্ত শৌচাগার তৈরি করা হয়েছে। কি কি করণীয় ও কি কি করণীয় নয় এমন নির্দেশিকা সম্বলিত বিভিন্ন ভাষার লিফলেট বিলি করছে প্রশাসন। এছাড়াও মেলা প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন বিদ্যু९ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Bengal Tourism to start Houseboat service to attract tourists

The Bengal Tourism department is all set to start Houseboat services likely on River. Like Dal Lake in Kashmir and the backwaters of Kerala, the proposed houseboats will have all the amenities of a star hotel.

The air-conditioned houseboats, costing Rs1.2 Crore each, will have three rooms with all facilities like a kitchen, a common drawing room, etc. The tourists will be able to enjoy moonlit nights, the monsoon of Bengal or the winter chill staying in these floating hotels.

Initially, around five to six houseboats will be put to service. The boats will be anchored near the jetties. Besides setting up the houseboats, around 50 jetties are also being restructured. Security measures are also being scrutinized for the safety of the tourists.

It is expected that the houseboats will be ready in the next six months and be made available for tourists by the end of the year.

 

পর্যটক টানতে হাউসবোট পরিষেবা চালু করছে রাজ্য সরকার

কাশ্মীরের ডাল লেকের মত গঙ্গা, গঙ্গাসাগর ও দীঘায় হাউসবোট নামানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। দৃষ্টিনন্দন বাংলাকে পর্যটনের শিখরে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীদের ডাল লেকে যেমন হাউসবোটে কাটান পর্যটকরা, তেমনিই সুযোগ‌–সুবিধে থাকবে বাংলার হাউসবোটে। একেবারে ফাইভ স্টার হোটেল না হলেও সব পর্যটক যাতে নিজেদের নাগালের মধ্যে বোটে রাত কাটাতে পারেন, সেই রকমই ভাড়া ঠিক করা হবে। চাঁদনি রাতে অথবা বর্ষায়, কনকনে শীতে এই হাউসবোটে থাকার অভিজ্ঞতা অন্যরকম হবে।

গঙ্গা, দক্ষিণে গঙ্গাসাগর অথবা পশ্চিমে দীঘায় থাকবে হাউসবোটগুলি। আপাতত ৫–৬টি হাউসবোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই শীতাতপ নিয়ন্ত্রিত বোটগুলি তৈরি করতে প্রতিটির জন্য খরচ হচ্ছে ১.২ কোটি টাকা। প্রতিটি বোটে রান্নাঘর, ড্রয়িং রুম সহ তিনটি করে ঘর থাকবে, এছাড়া থাকবে আরও অনেক রকম সুযোগ-সুবিধা।

আশা করা যায়, আগামী ছয় মাসের মধ্যে এই হাউস বোটগুলি প্রস্তুত হয়ে যাবে এবং এ বছরের শেষ নাগাদ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া ৫০টির মতো জেটির সংস্কার ও সৌন্দর্যায়ন করবে পরিবহণ দপ্তর। প্যটকের নিরাপত্তাও সুনিশ্চিত করা হচ্ছে।

 

 

 

Choudhury Mohan Jatua asks a question about the construction of a sea port at Gangasagar

Madam, Sagar falls under my constituency. The previous Prime Minister (during UPA rule) had declared that there will be a sea port at Gangasagar. The present government has also declared earlier that there will be a sea port  at Gangasagar.

Just now Hon’ble Minister has stated that for the proposed port at Gangasagar, he is getting lot of money from different sources. Of course, I am not clear whether this entire money, as he declared just now, is meant for the sea port Gangasagar only or some other ports also.

My question is when will the construction of the sea port at Gangasagar actually begin? We have been given a lot of assurance for the last four years but nothing is visible. I am putting my question again – when will the construction of the port begin?

 

State takes all measures for convenience of pilgrims at Gangasagar Mela

The West Bengal Government has taken huge precautionary measures to avert any untoward incident during this year’s Gangasagar Mela.

A team of seven ministers, led by state panchayat affairs and rural development minister Subrata Mukherjee, the state housing and youth affairs minister Arup Biswas and state power minister Manish Gupta, is deputed at Kopchuberia. Also, a team of four ministers consisting of state urban development and municipal affairs minister Firhad Hakim, state irrigation minister Rajib Banerjee, minister of state for minority affairs Giasuddin Mollah and state Sunderbans affairs minister Manturam Pakhira are stationed at Harwood Point.

In one of the biggest religious cogregations in the country, pilgrims look pleased this year. With the setting up of bio-toilets, West Bengal government has kept its promise of going eco-friendly at the ongoing Gangasagar Mela.

Making the area free from open-defecation, women and men can be seen using the bio-toilets giving a positive response to the initiative. With security being beefed up, drones are being used to keep check on the crowd.

The Ganga Sagar Mela is one of the biggest religious festivals of the country that started Tuesday. Thousands of pilgrims descend on Sagar Island, a part of the Sunderbans archipelago in South 24 Parganas district, to observe Makar Sankranti in January every year.

West Bengal Chief Minister Ms Mamata Banerjee is expected to visit the Mela to take stock of the arrangements and also offer her prayers at Kapilmuni Ashram.

mamata banerjee sagar island

WB Govt makes elaborate arrangements for pilgrims at Gangasagar Mela

Keeping the huge turnout at Gangasagar Mela in mind, the West Bengal Government has deputed a team of seven ministers at Sagar Islands for the four days of the fair.

Seven Ministers in charge

The team of seven ministers will be led by state panchayat affairs and rural development minister Subrata Mukherjee, the state housing and youth affairs minister Arup Biswas and state power minister Manish Gupta, will be deputed at Kopchuberia.

Also, a team of four ministers consisting of state urban development and municipal affairs minister Firhad Hakim, state irrigation minister Rajib Banerjee, minister of state for minority affairs Giasuddin Mollah and state Sunderbans affairs minister Manturam Pakhira would be stationed at Harwood Point.

T he Kolkata Municipal Corporation (KMC) Mayor, too, will remain at the principal exit point at Kolkata to Gangasagar as per the decision of the chief minister.

Since a huge turnout of over 5,00,000 people is expected this time at the fair the Chief Minister does not want any lapse in the arrangements; hence, she allotted duties to the ministers.

Security cover

Additional force deployment will be made at Sagar Islands during the fair days this year, both keeping in view the additional crowd and security threats in wake of the Pathankot incident.

Green clean Gangasagar

The fair at Gangasagar is set to be cleaner this year with the South 24-Parganas district administration setting up 10,000 toilets on the grounds. The authorities won’t allow open defecation to ensure that the area is not left in a mess once the fair is over.

‘Green clean Sagar mela’ is the theme for the fair this year. The idea, according to the district administration, is to prevent pollu tion. Of the 10,000 toilets to be set up, some will be permanent, some temporary and the rest mobile.