Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Dakshin Dinajpur district during a public programme today. She also laid the foundation stones of several projects.
Among the projects inaugurated were Waiting Hubs for pregnant women, AC ambulances, nine renovated roads, five clusters of tube-wells, office of the newly-constituted Integrated Tribal Development Agency in Buniadpur, a Panchayats and Rural Development Department building, etc.
Foundation stones were laid for a seven sub-health centres, tube-wells, boys’ hostels for tribals, eight check dams, multi-gymnasiums, etc.
Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Sabuj Sathi, Swasthya Sathi and Gitanjali, relief for farmers affected by natural disasters, Kisan Credit Cards, etc.
Several senior ministers and local leaders were present during the function.
Highlights of the Chief Minister’s speech:
- We have allotted Rs 2.4 crore for the upgradation of Gangarampur Stadium.
- We will set up a new university in Dakshin Dinajpur district.
- A tribal girl was raped in Kushmandi. I visited her in the hospital yesterday. I want her to get well soon and return to normalcy of life. We are providing all assistance.
- We must increase awareness about crimes against women. Women and girls have to take the lead. Youths and students must come forward to create awareness.
- Women are the driving force of the society. Is there any task that they do not perform?
- We have distributed 70,000 cycles to students for free. These cycles will help them to commute to schools faster.
- We have increased the Kanyashree stipend to Rs 1,000. The scheme has been extended to universities also. 45 lakh girls have received scholarships.
- Our SC/ST students receive Siksha shree scholarship. We have special loans for them to pursue higher education.
- We have given scholarships to minority students. We also have merit scholarship fund for general students.
- Primary students receive shoes, uniforms, notebooks, mid-day meals.
- Girls are our assets. I request their families not to neglect them.
- Families with income less than Rs 1.5 lakh will receive financial assistance for their daughter’s wedding under the new ‘Ruposhree’ scheme.
- We have abolished all khajna tax on agricultural land. Even mutation fees have been abolished on agri land. Old age pension has been increased.
- We have distributed Kisan Credit Cards, agricultural equipment. We also provided compensation for floods.
- 12,000 farmers have committed suicide in the country. The Centre only talks of doubling farmers’ income. We have shown that in action.
- Farmers do not receive loans but a few people are running away with crores of rupees. Centre is not taking action against these defaulters.
- Farmers commit suicide if they cannot repay their loans. We had asked Centre to waive off farmers’ loans. They did not listen to us.
- Some parties only make tall promises, deliver little. And whenever elections approach, they create divisions between Hindus and Muslims.
- Unemployment has increased in the country. We have not imposed any burden on the people for developmental projects.
- We provide 30% subsidy on bank loans to self-help groups. We have also decreased the rate of interest from 4% to 2%.
- Centre does not take any step for the welfare of the poor. They have even imposed cess on education of students.
- From the Tughlaqi decision of demonetisation to the hasty implementation of GST, this government is not fit for governance.
- In their bid to make economy cashless, the Centre have made the banks cashless.
- The Left were in power for 34 years in the State. But they have not done anything good for Bengal.
- People have to be alert and prevent any untoward incident. Do not pay heed to any provocation.
দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় হবে: মুখ্যমন্ত্রী
আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।
মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব, উপ-স্বাস্থ্যকেন্দ্র, শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স, পানীয় জল সরবরাহ প্রকল্প, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তার সংস্কার, নতুন রাস্তা, সংখ্যালঘু ছাত্রদের হোস্টেল ইত্যাদি।
তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, কর্মতীর্থ, মার্ক টু টিউবয়েল স্থাপন, সদ্ভাব মণ্ডপ, সার্কিট হাউসের সংস্কার, বক্স ব্রিজ ইত্যাদি।
এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন। উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ-
- গঙ্গারামপুর স্টেডিয়ামের সংস্কারের জন্য ২.৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- দক্ষিণ দিনাজপুরে একটি বিশ্ববিদ্যালয় তৈরী করা হবে।
- কুশমুণ্ডিতে একটি আদিবাসী মেয়ে নির্যাতিত হয়েছে। গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আমি চাই সে ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা তাকে সব রকম সাহায্য করব।
- মেয়েদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আমাদের আরও সচেতন হতে হবে। এজন্য আমাদের মা ভাই বোনেদের ও ছাত্র যুবক সকলকে এগিয়ে আস্তে হবে এবং প্রতিবাদ করতে হবে।
- ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় আমরা বিনামূল্যে নবম-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ৭০ হাজার সাইকেল দিয়েছি। এর ফলে তারা অল্প সময়ে স্কুলে পৌঁছে যেতে পারবে।
- ‘কন্যাশ্রী’ প্রকল্পের ভাতা বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ৪৫ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
- SC/ST ছাত্রছাত্রীরা ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপ পাচ্ছে। তাদের উচ্চ শিক্ষার জন্য আলাদা ঋণ দেওয়া হচ্ছে।
- সংখ্যালঘু ছেলেমেয়েদেরও স্কলারশিপ দেওয়া হচ্ছে। জেনারেল স্টুডেন্টদের জন্য আমরা মেরিট স্কলারশিপ চালু করেছি।
- প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জুতো, পোশাক, বই-খাতা, মিড ডে মিল দেওয়া হচ্ছে।
- মেয়েরা আমাদের সম্পদ।তাদের পরিবারের কাছে আমার অনুরোধ মেয়েদের অবহেলা করবেন না।
- কন্যাশ্রীর মতো আরেকটা স্কিম আমি চালু করছি, নাম রুপশ্রী। গরীব বাড়ির মেয়েদের যদি ১৮ বছরের মধ্যে বিয়ে না হয়, বাবা মা – যাদের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার কম – যদি দরখাস্ত করে সরকার তাদের মেয়ের বিয়েতে ২৫০০০ টাকা দেবে।
- আমরা একমাত্র রাজ্য যারা কৃষকদের কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। কৃষিজমির কোনও মিউটেশন ফি লাগবে না। বয়স্ক কৃষকরা এবার থেকে ৭৫০ টাকার বদলে ১০০০ টাকা করে পেনশন পাবে।
- কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, কৃষক রত্ন, নানারকম কৃষির জিনিসপত্র দিচ্ছি আমরা। বন্যায় জমি দুবে গেলেও ক্ষতিপূরণ দেওয়া হয়।
- ১২,০০০ কৃষক দেশে আত্মহত্যা করেছে। আজ দিল্লী বলছে আমরা কৃষকদের আয় ডবল করব। আমরা করে দেখিয়েছি।
- ৫০,০০০ টাকা কৃষকদের লোন দিতে গেলে গায়ে কাঁটা ফোটে, আর কেউ কেউ হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে পালিয়ে যায় দুর্নীতি করে, তখন গায়ে কাঁটা ফোটে না? জনগণের টাকা যারা লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কিছু করে না।
- ঋণ শোধ করতে না পেরে কৃষকরা আত্মহত্যা করে, আমরা বলেছিলাম কৃষকদের খাজনা মুকুব করতে, আমাদের কথা শোনে নি।
- ইলেকশন এলে হিন্দু মুসলমান করবে, ইলেকশন মিটে গেলে, কৃষকরা লোন না মেটাতে না পারলে, তাঁর জমি ক্রোক করবে।
- বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের সরকার আসার পর থেকে কোথাও কোনও ট্যাক্স বাড়ায়নি। আমরা বিনা পয়সায় সামাজিক প্রকল্প করি।
- সেলফ হেল্প গ্রুপ যা লোন নেয়, তাতে আমাদের সরকার ৩০% ভর্তুকি দেয়। ওদের ইন্টারেস্ট রেটও ৪ শতাংশ থেকে ২ শতাংশ করে দিয়েছি।
- কেন্দ্র কোনও পরিষেবা দেয় না, কিন্তু, সব কিছুর সেস নেয়।
- নোটবন্দীর জন্য কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। কখনও তুঘলকের মতো নোটবন্দী করছে। জিএসটির জন্য কত দোকান বন্ধ হয়ে গেছে।
- ক্যাশলেস ইকনমি করতে গিয়ে ব্যাঙ্কগুলোকেই ক্যাশলেস করে দিয়েছে।
- বামফ্রন্ট ৩৪ বছর ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে গেছে। বাংলাকে কিচ্ছু দেয়নি।
- কোনও কিছু ছোট বলে অবহেলা করবেন না, যখনই কোনও ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে।