Bengal Govt developing ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba

The Bengal Tourism Department has chalked out an elaborate plan to develop the ‘Bhorer Aalo’ tourism hub at Gajoldoba in North Bengal. The new tourist facilities that the hub entails would possibly be introduced before Durga Puja this year.

As a part of the initiative, visitors can take part in boating along the River Teesta. Another attraction would be hot air balloon rides. People visiting the area can also take a stroll inside the Saraswatipur tea garden. There would also be facilities like a jungle safari by car.

These announcements were made recently by the State Tourism Minister, after he held a high-level meeting to accelerate the process with representatives from 12 Departments.

The Minister also said there are plans to introduce houseboats in Gajoldoba and Mirik. Watching birds while riding on a boat can be a favourite pastime of the tourists. Plans are also afoot to start an elephant safari.

It may be mentioned that around 52 overseas delegates from 30 countries have already visited Bhorer Alo, the dream tourism hotspot being developed by the State Government in Gajoldoba, in January to get a first-hand experience of the unique eco-tourism project.

 

 

গাজলডোবায় সেজে উঠছে ‘ভোরের আলো’ পর্যটন কেন্দ্র

গাজলডোবায় ‘ভোরের আলো’ সেজে উঠছে জোরকদমে। তৈরী হয়েছে ৬টি সরকারি কটেজ। আরও ২০টির কাজ চলছে। কিছুদিনের মধ্যে ওই কটেজগুলিও থাকার জন্য খুলে দেওয়া হবে।

এরই মধ্যে আবার নেওয়া হয়েছে বেশ কিছু পরিকল্পনা। তিস্তা থেকে মংপো পর্যন্ত রাফটিংয়ের কথা ভাবা হচ্ছে। তিস্তা সেচখালে প্যাডেলিং বোট নামানো হবে। তিস্তার কোলে এখন স্থানীয় স্তরে নৌকাবিহারের ব্যবস্থা রয়েছে। সেই নৌকাগুলি পর্যটন দপ্তর সাজিয়ে দেবে। রঙিন ছাউনি দিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হবে। প্রকল্প এলাকার পাশে দেড় একর জায়গায় করা হবে ১০ শয্যার আপৎকালীন হাসপাতাল।

এ ছাড়া হচ্ছে হেলিপ্যাড। রয়েছে আরও বহু বিনোদনের আয়োজন। যেমন হট এয়ার বেলুন। গাজলডোবা থেকে সরস্বতীপুর চা–বাগান পর্যন্ত জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গল সাফারি, হাতি সাফারির পথ করবে বন দপ্তর। গাজলডোবায় তিস্তার ওপর হচ্ছে আরেকটি সেতু। ১০০ কোটি টাকায় তৈরী হবে ওই সেতুটি। সেচ দপ্তর এই সেতুটি তৈরী করবে। এপ্রিলেই এই সেতুর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল গাজলডোবার এই পর্যটন হাব। তিনি এর নাম দিয়েছেন ‘ভোরের আলো’। একদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল, একদিকে তিস্তা সেচখাল, তিস্তায় বিশাল বাঁধ এবং জলাধার। উত্তরে তাকালেই হিমালয়, কাঞ্চনজঙ্ঘা।

স্থায়ী থানা হচ্ছে গাজলডোবায়। প্রকল্প এলাকায় অর্কিড পার্ক করা হবে। দুটি হাউসবোট আনা হবে। একটি রাখা হবে মিরিকের লেকে। গাজলডোবায় ফুড অ্যান্ড ক্রাফ্ট ইনস্টিটিউট খোলা হচ্ছে। ভবিষ্যতে এখানে হোটেল ম্যানেজমেন্টের ধাঁচে কোর্স চালু হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এখানে ভারতের সেরা পর্যটন হাব করতে। তারই রূপায়ণ হচ্ছে।

Source: Millennium Post

Bengal Govt committed to conservation of forests

The Department of Forests, Bengal manages 11,879 sq km of forests in the state, i.e. 13.38% of the total geographical area.

The forest cover of the State has been on the increase. Between 2011 & 2014, it has gone up by 3810 sq.km, 4.29%, the highest in the country.

Some of the notable achievements, between 2011-2017, are:

  • Between 2011-17, The Department has afforested 72,697 hectares of forest area, besides extensive soil & moisture conservation works. It has also created production capacity of 2 crore planting stock through ‘Modern Nurseries’, thereby replacing almost entire capacity of conventional nurseries.
  • Inspired by the Hon’ble Chief Minister, the ‘Sabuj Shree’ program was launched with effect from 27 May, 2011 to provide a sapling to every new born child in the state to inculcate emotional bonding between the child and nature and also to provide an incentive of economic benefit in the future. Being implemented at the block level throughout the state, nearly 15 lakh seedlings were distributed to mothers of newborns.
  • The Wild Life Wing of Forest Directorate manages 4692 sq km of protected area network, i.e. 5.28% of geographical area of state, up from 4.56% prior to 2013. Emphasising the importance of conservation, two new wildlife sanctuaries have been created:
    1) the ‘West Sunderbans WLS’ in 2013 over 556 sq km in Dakshin 24 Parganas for keystone species of Sunderbans; and,
    2) ‘Pakhibitan Wildlife Sanctuary’ over 14.09 sq. km of water body for aquatic and migratory birds at Gajoldoba, Jalpaiguri in North Bengal.
  • W.B. State Forest Development Agency was institutionalised in 2014. It is implementing plantation programme of WB Pollution Control Board and MPLAD funding programme in forestry sector.
  • Online reservation & payment gateway for 20 eco-tourism centres in the state was started in May, 2015.

 

বন সংরক্ষণে প্রতিবদ্ধ মা-মাটি-মানুষের সরকার

পশ্চিমবঙ্গের বনদপ্তর রাজ্যের ১১,৮৭৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অরণ্য অর্থাৎ মোট ভৌগলিক এলাকার ১৩.৩৮% দেখাশোনা করে।

২০১১-২০১৪ সালের মধ্যে এই রাজ্যের বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির পরিমাণ ৩৮১০ বর্গকিলোমিটার অর্থাৎ ৪.২৯% যা দেশের মধ্যে সর্বোচ্চ।

২০১১-২০১৭ সালের মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য হলঃ-

  • ২০১১-২০১৭ সালের মধ্যে এই দপ্তর অরণ্য এলাকার মধ্যে ৭২,৬৯৭ হেক্টর বনাঞ্চল বৃদ্ধি করেছে। পাশাপাশি ব্যবহারে মৃত্তিকা ও আর্দ্রতা সংরক্ষণের কাজও হয়েছে। চিরাচরিত নার্সারিগুলির প্রায় সম্পূর্ণ মজুত খমতার পরিবর্তে এই বিভাগ ২ কোটি রোপণযোগ্য চারা উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ‘আধুনিক নার্সারি’ নির্মাণ করেছে।
  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ২০১১ সালের ২৭ মে থেকে ‘সবুজশ্রী’ প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে রাজ্যের প্রত্যেক নবজাতককে গাছের চারা উপহার দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল, শিশুর সাথে পরিবেশ-প্রকৃতির একটা আবেগের বন্ধন তৈরী করা এবং ভবিষ্যতে এই গাছটি থেকেই আর্থিক সাহায্য পাওয়ার পথ সুগম করা। রাজ্যের প্রতিটি ব্লক স্তরে চালু হওয়া এ প্রকল্পে, ২০১৭-র মার্চ পর্যন্ত, ২ লাখেরও বেশী চারা বিলি হয়েছে।
  • বন-অধিকার এর অধীনে বন্যপ্রাণ বিভাগ রাজ্যের ৪৬৯২ বর্গকিলোমিটার সংরক্ষিত এলাকা দেখাশোনা করে, যা রাজ্যের মোট ভৌগলিক এলাকার ৫.২৮%। ২০১৩ সালে এই সংরক্ষিত এলাকার পরিমাণ ছিল ৪.৫৬%। সংরক্ষণের গুরুত্বের কথা চিন্তাভাবনা করে দুটি নতুন বন্যপ্রাণ অভয়ারন্য তৈরী করা হয়েছে।

 

১. ‘ওয়েস্ট সুন্দরবন ডবলু এল এস’ সুন্দরবনের মূল প্রজাতির বন্যপ্রাণ সংরক্ষণের জন্য দক্ষিণ ২৪ পরগনায় ৫৫৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২০১৩ সালে তৈরী হয়।

২. ‘পাখিবিতান বন্যপ্রাণ অভয়ারন্য’ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গাজলডোবায় জলচর ও পরিযায়ী পাখিদের জন্য ১৪.০৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তৈরী হয়েছে।

  • ২০১৪ সালে রাজ্য বন উন্নয়ন এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছে। অন্য সমস্ত কাজের সঙ্গে এটি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সাংসদ তহবিলের অর্থে বনাঞ্চলে চারা লাগানোর কাজ করছে।
  • ২০১৫র মে থেকে রাজ্যের ২০টি ইকো-ট্যুরিজম কেন্দ্রের অনলাইন সংরক্ষণ এবং অর্থপ্রদানের পথ চালু হয়েছে। তাকদা, পোখরিয়াতার এবং চিম্নিতে ইকো ট্যুরিজম ইউনিট চালু হয়েছে।

 

Mega tourism push for north Bengal

As part of the Destination East tourism conference, being jointly organised by the Bengal Tourism Department and the CII North Bengal Zonal Council, all the 52 foreign delegates from 30 countries will be taken on familiarisation trips to Darjeeling, and the Terai and Dooars regions.

The visits will start from January 21, and are also being organised by the Tourism Department and CII (Confederation of Indian Industry). They are meant to get the delegates acquainted with these places and get a first-hand experience, so that they can promote them in their respective countries.

Destination East is being organised from January 18 to 25 at Biswa Bangla Convention Centre in Kolkata. One hundred and two delegates from the travel industry, including from India and 30 other countries, will be attending the summit.

First they will be taken to ‘Bhorer Alo’, the eco-tourism destination developed at Gajoldoba in Jalpaiguri district, in the Dooars region, by the Bengal Government. At Bhorer Alo, various activities for tourists like forest safaris, boating, cycling trails, orchid park walks, angling, elephant rides, scenic walkways, tethered hot air balloons are being developed, along with an eco-park, an amphitheatre, a 10-bed tourist health clinic, a mini fire station, a tourist police station, a helipad, resorts and a youth hostel.

After Gajoldoba, the foreign delegates will be divided into groups. Eleven will be visiting the Bengal Himalaya Circuit (Kalimpong and Darjeeling), 19 will be visiting the Hills and Forests Circuit (Darjeeling and the Dooars), eight will be visiting the Darjeeling Heritage Circuit, six will be visiting the Tea Heritage Circuit (Darjeeling and Glenburn Tea Estate) and eight will be visiting the Hills and Lakes Circuit (Darjeeling and Mirik).

Similar familiarisation trips are also being organised for south Bengal too, where the delegates will be taken along circuits like Sunderbans, Purulia, Beaches of Bengal and Kolkata Heritage.

 

এবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন

আগামী ২১ জানুয়ারি ৩০ দেশের ৫২ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছে। গন্তব্যস্থল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গাজলডোবা মেগা ট্যুরিজম হাব। সেখান থেকে ৫২ জনের প্রতিনিধি দল ৫টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করতে যাবে। সেখানকার সম্ভাবনা দেখবেন। তার ওপরে ভিত্তি করেই উত্তরবঙ্গের পর্যটনে আসবে বিদেশি বিনিয়োগ।

যে ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা আসছেন তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেদারল্যান্ড, কলম্বিয়া ইত্যাদি। যে ৫টি সার্কিটে প্রতিনিধি দল ভাগ করা হয়েছে তা হল বেঙ্গল হিমালয়া, হিল অ্যান্ড ফরেস্ট, দার্জিলিং হেরিটেজ, দার্জিলিং টি এবং দার্জিলিং, মিরিক লেক।

বেঙ্গল হিমালয়ার মধ্যে রাখা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি। সেখানে ১১ জন প্রতিনিধি পাঠানো হবে। হিল অ্যান্ড ফরেস্টের মধ্যে দার্জিলিং এবং ডুয়ার্স। সেখানে প্রতিনিধি যাচ্ছেন ১৯ জন। দার্জিলিঙের হেরিটেজ বাড়ি, মন্দির, হোটেল–‌সহ নানা বিষয় পরিদর্শন করবেন ৮ জন প্রতিনিধি। চা পর্যটনের সম্ভাবনা দেখবেন ৬ জন প্রতিনিধি। মিরিক লেক পরিদর্শনে থাকবেন ৮ প্রতিনিধি।

আরো বেশি বিদেশি পর্যটক এখানে আসতে আকৃষ্ট হবে কারণ, ওই প্রতিনিধি দলে বিনিয়োগকারীদের সঙ্গে থাকছেন বিভিন্ন দেশের ট্যুর অপারেটর এবং ভ্রমণ–‌লেখক।

এর ফলে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে পারবে উত্তরবঙ্গের পর্যটন।‘ডেস্টিনেশন ইস্ট ২০১৮’–র মাধ্যমে এভাবেই তুলে ধরার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গাজলডোবাকে ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যার রূপকার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পর্যটনকে নতুন করে প্রাণ দেবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা। বিশ্বের মানচিত্রে উত্তরবঙ্গ আরও বেশি করে পরিচিতি পাবে।
Source: Millennium Post

Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

Funding for tourism sector goes up to Rs 400 crore in 6 years

As an indication of the importance that Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government places on the tourism sector, public funding in the sector, according to a senior official of Tourism Department, has gone up from Rs 35 crore to Rs 400 crore in the past six years.

Bengal is gifted with all the necessary elements for making it a preferred destination for travellers from around the world.

As a consequence of this increase in funding, Bengal has witnessed a 20 per cent growth in its tourist population. The state has one of the best hotel occupancy rates in India. Kolkata has 3,000 high-end hotel rooms with a phenomenal occupancy rate of 70 per cent. During the Durga Puja this year, Bengal saw about 2,000 foreign visitors.

Currently some major tourism projects are coming up in Gajoldoba in north Bengal and Jharkhali in the Sundarbans. A convention centre is coming up in Digha.

To promote the state’s tourist spots, the State Government regularly takes part in national and international tourism fairs and conventions, like Travel East and others.

Source: Millennium Post

বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি

পর্যটন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি। এর থেকেই বোঝা যায় পর্যটনের বিকাশের প্রতি কতটা দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

পর্যটনের প্রসারের জন্য সবকটি উপাদানই রয়েছে বাংলায়। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে সাগর, রাঙামাটি থেকে ঐতিহাসিক স্থাপত্য – কি নেই বাংলায়? পাবলিক ফান্ডিং বৃদ্ধির ফলে বাংলায় পর্যটকদের সংখ্যা ২০% বেড়েছে। হোটেল পূর্ণ করণেও দেশে এগিয়ে বাংলা।
দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যে এসেছিলেন ২০০০ এরও বেশি বিদেশী পর্যটক।

এই মুহূর্তে রাজ্যে দুটি বৃহৎ পর্যটন প্রকল্প চলছে – উত্তরে গাজলডোবা ও দক্ষিণে ঝড়খালিতে। দীঘাতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। পর্যটনের প্রসারের জন্য দেশি-বিদেশী অনেক পর্যটন মেলাতেও অংশগ্রহণ করছে রাজ্য সরকার।

Rs 300-cr tourist hub to come up in Gajoldoba

The State Tourism Department will set up a tourism hub in Bhorer Aalo, formerly known as Gajoldoba, in North Bengal, the State Tourism Minister, Goutam Deb, said on Wednesday.

He called this the biggest such hub in the country and said that the estimated cost of the project would be around Rs 300 crore, of which Rs 200 crore would be spent to improve the infrastructure. The total area of the hub is 208 acres.

Chief Minister Mamata Banerjee had renamed the area Bhorer Aalo. Tourists can enjoy the sight of Kanchenjungha on a bright sunny day, the rivers Teesta and Torsa, and the beautiful forests.

The place is likely to be a major tourist destination in the State by 2017. Development will be carried out in phases, Goutam Deb said. A star hotel will also come up. There will be a mini golf course and facilities for adventure sports, including rafting on the river Teesta.

 

৩০০ কোটি টাকায় একটি পর্যটন হাব তৈরি হবে গাজলডোবায়

রাজ্য পর্যটন বিভাগ একটি পর্যটন হাব গঠন করবে যার নাম ‘ভোরের আলো’। এটি তৈরি হবে উত্তরবঙ্গের গাজলডোবায়। বুধবার পর্যটন মন্ত্রী গৌতম দেব একথা জানান।

তিনি জানান, এটি দেশের বৃহত্তম পর্যটন হাব। এই প্রকল্পের জন্য বরাদ্দ খরচের পরিমান প্রায় ৩০০ কোটি টাকা। যার মধ্যে ২০০ কোটি টাকা পরিকাঠামো উন্নত করার জন্য ব্যয় করা হবে। এটি তৈরি হবে ২০৮ একর জমির ওপর।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার নামকরণ করেছেন ‘ভোরের আলো’। পর্যটকরা রোদজ্জ্বল দিনে তিস্তা, তোর্সা নদী, বন জঙ্গলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।

২০১৭ সালের মধ্যে এই জায়গাটি একটি জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হবে। গৌতম দেব জানান, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একটি হোটেলও এবং একটি মিনি গলফ কোর্সও তৈরি হবে।

Industrial clusters in north Bengal to generate 55000 jobs

State finance minister Dr Amit Mitra on Monday announced that the state government in principle has agreed to facilitate setting up of three industrial clusters in Jalpaiguri district.

The clusters of small and medium industries would generate 55,000 jobs and would see private investment of Rs 1,490 crore.

Present as chief guest during North Bengal business summit organised by Confederation of Indian Industry (CII) in association with the Government of West Bengal and West Bengal Industrial Development Corporation, Dr Mitra said the new industrial policy of the state government has brought tremendous change in the industrial picture of North Bengal.

He announced that three industrial clusters having 322 industrial units would come up in Jalpaiguri district.

The first proposed industrial cluster near Fulbari will be spread over an area of 32.7 acres with an investment of Rs 175 crore. The 38 units there would generate 5,500 jobs.

The second, known as Shilpangan, and spread over 107 acres, will see an investment of Rs 630 crore. The 139 industrial units there will generate 23,000 jobs.

The third, Shilpabrata, spread over 105.80 acres will have an investment of Rs 685 crore and the145 units will generate 26,000 jobs, said Dr Mitra.

Dr Mitra also announced that infrastructure developments at Gajoldoba project spread over 210 acres are complete and investors are bidding for land to set up their projects.

Situated near the Teesta Barrage, Gajoldoba, rechristened as Bhorer Aalo, has been the dream tourism project of chief minister Mamata Banerjee.

WB CM names Gajoldoba tourist hotspot ‘Bhorer Aalo’

The state government is setting up a tourist hotspot at Gajoldoba in North Bengal to be named ‘Bhorer Aalo’.

The spot, identified by Mamata Banerjee during her election campaign in 2011, is located near Teesta Barrage in Jalpaiguri district. The seven reserve forests are an hour’s drive from there.

Sprawling over 210 acres of government land, the spot is encircled by the Teesta barrage catchment on one side and a bird sanctuary on the other where over 15,000 birds come annually.

“For the last two years, we have been developing the infrastructure of the area with PWD constructing three connecting roads of 31 km, 9 km and 7 km to the spot. A power sub-station has been set up and two huge water tanks are there,” Dr Amit Mitra, State Finance Minister, told reporters.

Several star category hotels, including three, four and five star, would come up along with two budget hotels for the middle class. A nine-hole golf course, too, would come up.

“We would set up a golf training centre and small cottages at the golf course,” Mitra added.

Sterling Holiday Resorts, in joint venture with Thomas Cook, had won the bid for the three-star hotel, while Summit Group, which owns Darjeeling’s Swiss Hotel and Seal Group, that promotes tea tourism in North Bengal, had won bids for two budget hotels.

“One lakh tourists can be served by these three hotels annually and around 1,000 people would get job opportunities,” the finance minister said.

The government would be earning Rs 4.5 crore as annual lease rental and Rs 3.5-4 crore as luxury tax from these hotels.

A crafts and ayurveda village, too, are under construction in the area, Dr Mitra added.

 

Image source

WB CM names six new townships coming up in Bengal

Six new townships will be coming up in West Bengal, providing homes to middle class and the poorer section of the society. To be built under PPP model, there will be 25% reservation for the poor section for availing flats in these cities. The land required to set up these cities will be provided from the Land Bank of the West Bengal Government.

The townships will come up at Asansol-Durgapur, Bolpur, Siliguri, Kalyani, Kamalgazi and Gazoldoba.

The township at Asansol-Durgapur will be named Agnibina, that in Bolpur will be christened Geetabitan. The township in Siliguri will be called Teesta, the one in Kalyani will be known as Samriddha. The one in Kamalgazi will be called Uttam City while that in Gazoldoba will be known as Mukta Tirtha.

The site for another city, christened Biswa Bangla, is to be decided soon.

The cities will be complete with hospitals, sports complexes and all other modern facilities.

North Bengal Secretariat

Business meet to promote Industry in North Bengal

WB CM Ms Mamata Banerjee will chair a business meet on 19 Jannuary 2015, at Uttar Kanya, Siliguri. North Bengal Development Minister Gautam Deb informed that about 500 industrialists will be present in the meet. The meet will discuss the prospects for development of industry in the 7 districts of North Bengal.

  • The focus areas will be to set up environment friendly “Green Industry”.
  • An education hub and IT hub will be created near Siliguri.
  • The business meet will be also to promote tea industry, jute industry and tobacco industry.
  • A Safari park near Sevok is being constructed with an investment of about Rs 250 crore.
  • A mega tourist hub is under construction at Gajoldoba, 30 km from Siliguri. The project is estimated to involve an investment in the tune of Rs 2500 crore.
  • One of the leading beverage companies has promised an investment of Rs 200 crores in the coming years.
  • The Coochbehar airport will start its operation within the first half of 2015.
  • A MoU has been signed in the recently concluded Bengal Global Summit, 2015 with the Ambuja group which will set up 5 star resorts at Makaibari tea estate, Kurseong, Ghoom, Darjeeling, Lataguri and Gorumara forest.
  • Income generated by NBSTC (North Bengal State Transport Corporation) has now increased to 8 crores, but a monthly target of 10 crores has been set up.