The unused plots of land in Bankura district are being developed by the State Government into fruit farms. The project would start with a farm on 810 hectares unused piece of land, spread over Ranibandh, Raipur, Simlapal, Onda, Taldangra, Hirbandh and Indopur blocks.
This is part of a mega project named as’Horticulture Development in Paschimanchal Districts’. Five districts forming the western region of the State are part of this – Bankura, Purulia, Paschim Medinipur, Birbhum and Paschim Bardhaman.
Among the fruit trees to be planted are those of mango, mosambi (sweet lemon), pomegranate, guave, orange, plum and custard apple.
The farmers who agree to plant fruit trees in these plats of land would be given all forms of assistance by the State Government, including in selling the fruits outside the State.
পশ্চিমাঞ্চলের পতিত জমিতে ফল চাষের পরিকল্পনা রাজ্য সরকারের
পতিত জমিকে এবার ফল গাছ চাষের মাধ্যমে সবুজ করার একটি মেগা প্রকল্প নিল রাজ্য সরকার। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘হর্টিকালচার ডেভেলপমেন্ট ইন পশ্চিমাঞ্চল ডিস্ট্রিক্টস।’
এই প্রকল্পের মধ্যে আসবে রাজ্যের পশ্চিমাঞ্চল এলাকার পাঁচটি জেলা। জেলাগুলি হল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান। জেলায় অকেজো জমির পরিমাণ প্রচুর হওয়ায় এই প্রকল্পে বাঁকুড়া জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৮১০হেক্টর পতিত জমিতে প্রথম পর্যায়ে ফলের বাগান গড়ে তোলার পরিকল্পনা নিল সরকার।
ফলগুলির মধ্যে আছে আম, মুসম্বি, বেদানা, পেয়ারা, কমলালেবু, বড় কুল এবং আতা। যে ৮১০ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে তাঁর বেশীরভাগটাই ব্যাক্তি মালিকানাধীন। এই জমিগুলি রাণীবাঁধ, রাইপুর, সিমলাপাল, ওন্দা, তালডাংরা, হিড়বাঁধ ও ইন্দপুর ব্লকের মধ্যে পড়ছে।
উদ্দেশ্য চাষীদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা। চাষীরা এই প্রকল্পের অধীন ফলের বাগান করলে যাবতীয় খরচ বহন করবে সরকার। চাষীরা পাবে বিনামুল্যে চারা, সার, ওষুধ এমনকি যে জমিতে ফলের বাগান তৈরি করা হবে তার চারদিকে বেড়া দেওয়ার খরচও সরকারের কাছ থেকে পাবেন চাষীরা। প্রথম দফায় ৪ লক্ষ চারা চাষীদের মধ্যে বিলি করা হবে। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গেই চারা বিলির কাজ শুরু হয়ে যাবে।
বাগান থেকে যে ফল উৎপন্ন হবে, তা রপ্তানীকারকের মাধ্যমে বাজারজাত করার ব্যাবস্থা করবে সরকার। ফলের বাগানে সবজি চাষও করা হবে এবং সেই চাষের জন্যও যাবতীয় খরচ বহন করবে সরকার। যে সবজিগুলো চাষ হবে তা হল , আদা, হলুদ, পেঁয়াজ, রসুন, শসা, উচ্ছে, গাজর ও বিট। এর ফলে চাষীদের আর্থিক ব্যবস্থার অনেক উন্নতি হবে।