Radio collars for leopards in north Bengal

Bengal Forest Department, in a first-of-its-kind experiment with leopards in the state, has radio-collared and released two of them in the wild. This will help officials and experts get crucial information about the animals’ behavior, and consequently, about the behavior of leopards in general, and thus, among other things, prevent human-leopard conflicts in north Bengal in the long run. It is a fact that leopards mostly attack humans in self-defence.

Earlier, the Bengal Government has successfully radio-collared tigers and elephants, gleaning crucial information about these animals.

According to a senior Forest Department official, this experiment is much more important as leopards stay closest to humans, with the territories of both often overlapping. At least 60-70 human injuries are reported every year in north Bengal because of leopard attacks.

Significantly, therefore, the two leopards (both males, with one being a sub-adult and the other, an adult) radio-collared, according to the chief wildlife warden of Bengal, are from two human-dominated areas near Jaldapara National Park and Mahananda Wildlife Sanctuary. One of them was captured from a place close to Dalgaon tea estate near Jaldapara and the other from a private tea estate in Sukna, near Mahananda Wildlife Sanctuary.

Officials want to track the cats’ movement and behavior, and the strategies they take to avoid direct contact with people when they sneak into human-dominated areas. The collars will also work as an early-warning system for man-animal conflict. Additionally, the animals’ movement pattern will help to form an idea about their habitats, which can later be scanned for scat samples; and analysis of these samples can reveal their food habits.

The chief wildlife warden has said they have plans to collar more leopards to get an idea about the leopard population.

 

জলদাপাড়ায় চিতাবাঘের গলায় পরানো হচ্ছে রেডিও কলার

চিতাবাঘের গলায় রেডিও কলার পরানোর সিদ্ধান্ত নিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। চিতাবাঘের গতিবিধি জানতে পরানো হবে এই রেডিও কলার। বারবার জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েক সপ্তাহ আগে জলদাপাড়ার জঙ্গল থেকে ফালাকাটার ডালিমপুর গ্রামে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। বাড়ির উঠোনে চিতাবাঘ দেখে খাবারের থালা ফেলে প্রাণে বাঁচে মামা, ভাগ্নে। পরে বনবিভাগের কর্মীরা এসে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে। পরে চিতাবাঘটিকে সুস্থ করে রেডিও কলার পরিয়ে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

বনবিভাগ সূত্রে খবর, জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রায় ২০০ চিতাবাঘ রয়েছে। প্রাথমিকভাবে ফালাকাটার ডালিমপুর গ্রামে বেরিয়ে পড়া চিতাবাঘের গলায় রেডিও কলার লাগিয়ে জঙ্গলে ছাড়া হয়েছে। ধাপে ধাপে আরও বেশ কয়েকটি চিতাবাঘকে একই কায়দায় রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়া হবে।

Source: The Times of India

Bonyopran Sathi Scheme launched in south Bengal

After a successful launch in north Bengal, the Bonyopran Sathi Scheme, aimed at education on wildlife through jungle-camping-cum-safari, has been launched for south Bengal. The scheme was launched on November 25 at Gorumara in Jalpaiguri district.

It was launched on December 4 with the selection of ten people for the first safari in the Sunderbans. They will be camping in groups with forest rangers to get a first-hand account of how animals are dealt with and their habits, and how guarding of forests is carried out.

The participants will also learn about human-animal conflicts and how to prevent them.

According to a senior official of the Forest Department, which is conducting these trips, 124 people had submitted applications for participating, out of which 47 were shortlisted. From these, in the first batches, 13 have been selected for north Bengal and 10 for south Bengal. The rest will be accommodated in successive batches.

 

দক্ষিণবঙ্গেও চালু হল ‘বন্যপ্রাণ সাথী’ প্রকল্প

এবার দক্ষিণবঙ্গেও চালু হল ‘বন্যপ্রাণ সাথী’ প্রকল্প। প্রথম ব্যাচে ১০জন নির্বাচিত হয়েছেন। তাঁরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বনদপ্তরের একেবারে ফিল্ড পর্যায়ের কর্মীদের সঙ্গে থেকে বন্যপ্রাণ সংরক্ষণের বিভিন্ন কাজ দেখবেন এবং শিখবেন।

প্রসঙ্গত, এই প্রকল্পের আওতায় বন ও বন্যপ্রাণীদের যাঁরা ভালোবাসেন, তাঁদের বনের সংরক্ষিত এলাকায় গিয়ে দিনরাত থেকে বন দপ্তরের কাজ দেখা এবং শেখারও সুযোগ করেছে রাজ্য।

গত ২৫ নভেম্বর উত্তরবঙ্গে প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন হয়েছিল। প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের ব্যাচে মোট ১৩ জন গত ২৬-৩০ নভেম্বর বনকর্মীদের সঙ্গে জঙ্গলে থেকে সব কাজ হাতে-কলমে দেখেছেন। ৯ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনের দোবাঁকি, বুড়িরডাবরি, খাটুয়াঝুড়ি, হরিখালি প্রভৃতি এলাকায় এঁরা বনকর্মীদের সঙ্গে ঘোরেন।

কীভাবে জঙ্গলের ভিতরে বনকর্মীরা কাজ করেন, বিশেষ করে রাতের নিরাপত্তা টহলদারি সহ সীমান্ত (ভারত-বাংলাদেশ) এলাকার নজরদারির কাজ দেখবেন এই ব্যাচের সদস্যরা। বনমন্ত্রী বলেন, পরবর্তী পর্যায়ে মূলত বন্যপ্রাণ সচেতনতায় এঁদের কাজে লাগানো হবে। বিশেষ করে বন সংলগ্ন গ্রাম এলাকায় বন্যপ্রাণী ঢুকে পড়ার ঘটনা ঘটলে বিপুল সমস্যা হয়। মানুষ-বন্যপ্রাণ সংঘাত কমানো, বন্যপ্রাণীদের উপর হামলা রোধ সহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে সচেতনতা গড়ে তোলা যায়, তাতে এই প্রশিক্ষণ প্রাপ্তদের কাজে লাগানোরও পরিকল্পনা রয়েছে বনদপ্তরের।

বন্যপ্রাণ শাখার এক আধিকারিকের কথায়, মোট ১২৪জন আবেদন জমা দিয়েছিলেন। যার মধ্যে ৪৭জনকে বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে উত্তরবঙ্গের ব্যাচে ১৩জন এবং দক্ষিণবঙ্গের ব্যাচে ১০জন আপাতত জঙ্গলে গিয়ে বনকর্মীদের সঙ্গে থাকা এবং কাজ করার সুযোগ পাচ্ছেন। পরবর্তী বছরে ধাপে ধাপে বাকিরাও এই সুযোগ পাবেন।

 

Source: Bartaman

Forest Dept to bring 12 royal Bengal tigers to Buxa Tiger Reserve

Buxa Tiger Reserve (BTR) in Alipurduar district is to get 12 royal Bengal tigers, courtesy the State Forest Department. The tigers will be brought from the forest reserves in Assam, which have similar flora and fauna as the Buxa forest.

Buxa is also home to smaller cats such as common clouded leopards, jungle cats and fishing cats. The list of major herbivores includes elephant, Indian gaur, chital, sambar, barking deer and hog deer.

The Forest Department has also decided to bring in least 50 sambars and a good number of bisons from Jaldapara National Park to BTR to boost the food chain ahead of the introduction of the big cats. In any forest where tigers are present in India, they are at the top of the food chain.

The tiger reserve has an area of about 757.9 square kilometres (sq km), of which 390 sq km lies in the core area and 367 sq km in the buffer zone.

 

বক্সা টাইগার রিজার্ভে আসছে ১২টি নতুন রয়েল বেঙ্গল টাইগার

রাজ্য বন দপ্তরের সৌজন্যে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ পেতে চলেছে আরও ১২টি রয়েল বেঙ্গল টাইগার। এই ১২টি বাঘ আসবে অসমের জঙ্গল থেকে। অসমের জঙ্গলের সাথে বক্সার জঙ্গলের প্রাকৃতিক মিল থাকার ফলে বাঘগুলিকে আনা হচ্ছে।

বক্সার জঙ্গলে বাঘ ছাড়াও মেঘলা চিতা, বনবিড়াল, মেছোবিড়াল প্রভৃতি মাংসাশী প্রাণী আছে। এছাড়া তৃণভোজী প্রাণীদের মধ্যে হাতি, গড় হরিণ, চিতল হরিণ, সম্বর হরিণ, বার্কিং ডিয়ার ও হগ ডিয়ারও দেখা যায় এখানে।

বাঘ ছাড়াও জলদাপাড়া থেকে বক্সায় ৫০টি সম্বর হরিণ ও বহুসংখ্যক বাইসন আনার পরিকল্পনা করছে বন দপ্তর। এর ফলে খাদ্য শৃঙ্খল ঠিক থাকবে, যেহেতু মাংসাশী প্রাণীর সংখ্যা বাড়তে চলেছে।

বক্সা টাইগার রিজার্ভটি ৭৫৭.৯ বর্গ কিঃমিঃ অঞ্চল জুড়ে বিস্তৃত, যার মধ্যে ৩৯০ বর্গ কিঃমিঃ কোর অঞ্চল।

Source: Millennium Post

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

Bonyopran Sathi launched to support wildlife conservation

The Bengal Government’s Forest Department, in a unique bid to garner public support for wildlife conservation, has launched a project, Bonyopran Sathi (Honorary Wildlife Volunteer Service Programme), that offers wildlife enthusiasts to venture into core areas of forests, especially in north Bengal and the Sundarbans, to get real-life experiences on how to deal with animals.

The initiative was kicked off in north Bengal on November 26, in which 13 persons are being allowed to spend nights in as many as six core areas in the forests of Jaldapara, Gorumara and Buxa.

Visitors will be taken in small groups of 10 to 15 to six earmarked core areas of forests in north Bengal forest and the Sundarbans.

The visitors will stay with forest guards in camps, which will also give them the experience of keeping guard in the forest. Before a tour starts, they will be provided a day-long training on how to behave if they come close to an elephant, a leopard or a deer during their adventure. A team will be accompanied by two Forest Department officials, who will be experts in handling wild animals.

The programme, which was announced some months back, has already attracted a lot of wildlife enthusiasts, with the Forest Department website receiving as many as 128 applications. The programme is open only to residents of Bengal over the age of 18.

 

Source: Millennium Post

 

 

গরুমারা জাতীয় উদ্যানে শুরু দেশের প্রথম বণ্যপ্রাণ সাথী প্রকল্প

গরুমারা জাতীয় উদ্যানে শুরু হল দেশের মধ্যে প্রথম বন্যপ্রাণ সাথী প্রকল্প, উদ্বোধন করলেন বনমন্ত্রী। বন কর্মীদের সঙ্গে ঘন জঙ্গলে থাকতে হবে। কাজ করতে হবে বন কর্মীদের সঙ্গে। এক কথায় অভূতপূর্ব অভিজ্ঞতার সুযোগ। প্রথম পর্যায়ে ডুয়ার্সের একাধিক জঙ্গলে কাজ করবেন ১৩ জন বন্যপ্রাণ সাথী। সুন্দরবনেও চালু হবে এই প্রকল্প।

জঙ্গলের নিস্তব্ধতায় হঠাৎ চিতাবাঘের গর্জন। খুব কাছ থেকে হাতির দলের যাতায়াত। বাইসনের দৌড়। নাম না জানা পাখিদের কলবর। শহুরে জীবন থেকে একেবারে অন্য জগতে কয়েকটা দিন-রাত। পরিবেশ প্রেমীদের জন্য সেই সুযোগ করে দিয়েছে বন দফতরের বন্যপ্রাণ সাথী প্রকল্প।

বন্যপ্রাণ সাথী প্রকল্পে অংশ নিতে ১২৮টি আবেদন জমা পড়ে, তার মধ্যে ১৩ জন বন্যপ্রাণ সাথীকে বাছাই করা হয়েছে। ১৩ জনের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। বনকর্মীদের সঙ্গে সবসময় জঙ্গলে থাকবেন তাঁরা। রাতে পাহাড়ার দায়িত্বেও থাকবেন বন্যপ্রাণ সাথীরা।

বন দপ্তরের এই উদ্যোগে খুশি পরিবেশ প্রেমিরা।

 

Source: Millennium Post

Leopard safari in north Bengal

After the immense success of the Bengal Safari Park near Siliguri, the State Government has now planned to launch a leopard safari at Khairbari Eco Park, adjoining the Jaldapara forest in Madarihat.

The safari is going to take place in a 23-acre area. The area has already been identified. Only the permission of the Central Zoo Authority is awaited, which is expected soon. As of now there are eight leopards and a royal Bengal tiger at Khairbari Eco Park.
According to an officer of the Forest Department, which is implementing the project, one of the ideas behind creating the leopard safari is attracting visitors to north Bengal during the rainy season, when the core jungle areas remain shut.

According to sources in the Forest Department, there are plans to offer wildlife attractions in more areas in north Bengal.

Sources: The Telegraph and Sangbad Pratidin

জলদাপাড়ায় এবার লেপার্ড সাফারি পার্ক

বেঙ্গল সাফারি পার্কের ধাঁচে এবার জলদাপাড়ার জঙ্গল সংলগ্ন খয়েরবাড়িতে লেপার্ড সাফারি পার্ক তৈরির কথা ভাবছে রাজ্য বন দপ্তর। পার্কের জন্য জমি চিহ্নিতকরণের কাজ শেষ, শুধু প্রয়োজন জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন। বনমন্ত্রী এই কথা বলেন।

শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক ইতিমধ্যেই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। খয়েরবাড়িকেও সেভাবেই তুলে ধরতে চান রাজ্য বন দপ্তর। খয়েরবাড়িকে নতুন করে সাজানোর জন্য ২৩ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে।

আশা করা হচ্ছে জমে যাবে লেপার্ড সাফারি। মন্ত্রী বলেন, বনের প্রাণীদের খাদ্য বাসস্থান এবং নিরাপত্তার কথা চিন্তা করে একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।

ডুয়ার্সের দুই জঙ্গলে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য আরও দুটি নতুন বাসস্থান খোঁজা হয়েছে। বনমন্ত্রী আরও বলেন, বর্ষায় জঙ্গলের আলাদা আকর্ষণ থাকে। বহু পর্যটক বর্ষায় বনসংলগ্ন এলাকায় থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু, বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু হওয়ায়, বন্ধ রাখা হয় জঙ্গল। এই সময় জঙ্গল লাগোয়া কিছু

Bengal Govt-conducted tiger census to begin in November

A census for tigers and other animals across Bengal will begin this November, to be conducted by the West Bengal Forest Department.

The department recently concluded its elephant census, whose report concluded that there are 490 of the pachyderms in the northern region of the state and 200 in the southern region. Counting of both elephants and tigers is carried out every four years, while for other animals it is done once in two years in the state.

The reason for this census is that the Forest Department believes that there are more tigers and other animals like deer (naturally, since they form the primary prey base of the tiger) than that enumerated under the protocols set up by the Centre.

This programme has been developed by the Forest Department with the help of the Global Tiger Forum and the National Tiger Conservation Authority.
 

রাজ্য সরকারের উদ্যোগে বাঘের শুমারি শুরু হবে নভেম্বরে

 

রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে আগামী নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে বাঘ ও অন্যান্য প্রাণীর গণনা শুরু করা হবে।

এই দপ্তর সদ্য হাতির গণনা সম্পন্ন করেছে। রিপোর্টে দেখা গেছে উত্তরবঙ্গে হাতির সংখ্যা ৪৯০ ও দক্ষিণবঙ্গে হাতির সংখ্যা ২০০। প্রতি চার বছরে হাতি ও বাঘের গণনা করা হয়। অন্যান্য প্রাণীদের গণনা করা হয় প্রতি দুই বছরে।

রাজ্য সরকার এই গণনাটি করবে গ্লোবাল টাইগার ফোরাম ও ন্যাশানাল টাইগার কন্সারভেশন অথরিটি’র সহযোগিতায়।

Source: The Indian Express

To reduce human-animal conflict, Bengal Forest Dept constructs toilets

To reduce conflict between human and wild animals in the more forested regions of the State, the Bengal Forest department has taken up an elaborate scheme to construct toilets for the people living in forests and adjoining areas.

After conducting a thorough research, Forest Department officials have found that in many cases, villagers died after being attacked by elephants and other animals while entering the forest for open defecation.

Therefore, to check the human-animal conflicts in these areas, the department has decided to construct toilets in every household situated in the vicinity of forests in all the subdivisions.

The project has already been completed in the Baikunthapur forest division in North Bengal, where 350 households situated in forested areas have had toilets constructed in their homes.

In October 2014, the State Government had launched Mission Nirmal Bangla, a brainchild of Chief Minister Mamata Banerjee. Under this, various sanitation projects were taken up at different levels, including setting targets for various departments to achieve cleanliness and sanitation by forming administrative mechanisms for the same.

 

মানুষ-পশু সংঘাত এড়াতে বনাঞ্চলে অভিনব উদ্যোগ বন দপ্তরের

মানুষ ও বন্য প্রাণীদের সংঘাত এড়াতে বনাঞ্চলের বাসিন্দাদের জন্য আরও শৌচালয় নির্মাণের সিদ্ধান্ত নিল বন দপ্তর।

বহু ক্ষেত্রে দেখা গেছে যে স্থানীয় মানুষ শৌচকর্ম করতে জঙ্গলে গেলে অনেক সময়ই বন্য প্রানী দ্বারা আক্রান্ত হন। তাই বন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে বনাঞ্চলে বসবাসকারী পরিবারগুলির জন্য শৌচাগার নির্মাণ করার।

এই প্রকল্পের কাজ উত্তরবঙ্গের বৈকুন্ঠপুর বনাঞ্চলে ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে ৩৫০ টি পরিবারের জন্য শৌচালয় নির্মাণ হয়েছে।

 

 

 

Bengal Forest Dept sets up toll-free number for helping wild animals

Often it happens that wild animals enter localities, and then they have to be sent back into forests. It is the Forest Department which is tasked with this work. Then, poaching forms a major threat to the existence of many wild fauna.

The State Forest Department, naturally, is seized of the issues, and so is constantly on the lookout for ways and means to counter these in a firm manner.

As a step towards that, the Department has started a 24-hour toll-free helpline to enable people to contact its personnel regarding any concern related to the wild denizens of Bengal. After being intimated of any issue, the Forest Department would take adequate steps.

The helpline consists of three numbers – one landline number and two mobile numbers: 23340234, 9073237918, 9073237918.

 

 

বন্যপ্রাণীদের নিরাপত্তায় টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য বন দপ্তর

প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে বন্যপ্রাণীরা, তখন তাদের আবার বনে ফেরত পাঠাতে হয়। চোরাশিকারের ফলে সারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বহু প্রাণী, এই অপরাধ আটকানো খুব প্রয়োজন।

এই ব্যাপারে সবসময়ই তৎপর রাজ্য বন দপ্তর। এবার তারা নিলেন আরও এক দৃঢ় পদক্ষেপ। তারা নিয়ে এলেন বন দপ্তরের ২৪ ঘণ্টার টোল ফ্রি নম্বর।

এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে রাজ্যের সকল প্রান্তের মানুষ ২৪ ঘণ্টা বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বন দপ্তরও মুহূর্তের মধ্যে উপযুক্ত ব্যাবস্থা নিতে পারবেন।

এই নম্বরগুলি হল ২৩৩৪-০২৩৪, ৯০৭৩২৩৭৯১৮, ৯০৭৩২৩৭৯১৮।

 

 

Bengal to set up check posts to ensure no animals are killed by vehicles

The Bengal Forest department is planning to set up check posts in Gorumara and Lataguri to check the speed limit of vehicles which often lead to accidents killing wild animals.

The Forest department has taken up an elaborate scheme to set up two check posts along the two forest ranges beside National Highway-31. The Forest department has also fixed the upward limit of speed at 40 kmph along the stretches that go through the forest areas. CCTVs will also be installed at the check posts.

The Forest department officials believe that the move will be able to check the deaths of animals by accidents.

 

বন্যপ্রাণীর মৃত্যু এড়াতে গরুমারায় বসছে চেকপোস্ট

যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করতে গরুমারা ও লাটাগুড়িতে চেক পোস্ট তৈরি করছে রাজ্য বন দপ্তর।

দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে অনেক সময়ই এখানে পশুমৃত্যু ঘটে। এই উদ্যোগের ফলে ৩১ নম্বর জাতীয় সড়কে যেমন দুর্ঘটনা কমবে, তেমনই বন্যপ্রাণীদের মৃত্যুও এড়ানো যাবে।

গরুমারা-লাটাগুড়ি অঞ্চলে গতিবেগের সীমা ঘন্টায় ৪০ কিমি বেঁধে দিচ্ছে বনদপ্তর। চেকপোস্টগুলিতে বসানো হবে সিসিটিভি।

বন্যপ্রাণী মৃত্যু এড়ানো ছাড়াও এর ফলে তাদের বিরক্ত প্রবণতাও কমানো যাবে বলে মনে করা হচ্ছে।