Bengal performing very well on crucial forest health parameters

The State Forest Department’s exemplary work has resulted in significant improvement of three crucial parameters – forest and tree cover, amount distributed to Forest Protection Committees (FPC) and revenue collection.

Forest and tree cover: 21.35% of the total area during financial year (FY) 2017-18, from 17.27% during FY 2010-11.

The amount distributed to Forest Protection Committees (FPC): Rs 167.25 crore from FY 2011-12 to 2017-18, from Rs 66.17 crore from FY 2004-05 to 2010-11.

Revenue collection: Rs 135.33 crore during FY 2017-18, from Rs 75.49 crore during FY 2010-11

The forest cover in Bengal, as a percentage of the total geographical area, has been growing over the last seven years. Currently, the total forest cover stands at 12,102 square kilometres (sq km).

Another related data is that, between 2010 and 2015, forest cover went up by 3,810 sq km, or 4.29 per cent, which was one of the highest in the country (according to Forest Survey of India data), and this trend continues. This is the result of the large amount of afforestation work, both inside and outside the forest areas, undertaken by the State Government.

From FY 2011-12 to 2016-17, the Forest Directorate has afforested 72,697 hectares (ha) of forest area, besides extensive soil and moisture conservation work. During FY 2018-19, approximately 10,000 ha of plantation will be taken up. One hundred modern nurseries have been created, and the work for 20 tall seedling nurseries will be taken up in different forest divisions.

As per the numbers stated above, the amount distributed to Forest Protection Committees has seen an increase of more than 2.5 times. Also, FPCs are rewarded for their invaluable contributions.

According to the revenue collection data mentioned earlier, the revenue collection by the Forest Department in Bengal has almost doubled, enabling more resources for developmental activities.

The Forest Department has also prepared a Vision and Mission Document for the period from 2017 to 2030.

Source: 7 Years: Chronicles of Bengal’s Progress

Bengal Govt invites applications for second phase of Bonyopran Sathi scheme

The Bengal Government is ready with the second phase of its highly successful scheme, Bonyo22pran Sathi (Honorary Wildlife Volunteer Service Programme), which offers wildlife enthusiasts the opportunity to venture into core areas of forests, especially in north Bengal and the Sundarbans, to get real-life experiences on how to deal with animals and in the process, learn about them through hands-on experience.

Interested participants for this study-cum-adventure programme of the Forest Department have to submit a form, the last date for which is June 30.

Those who will go into the forests will go as conservationists and not merely as tourists, said the Forest Minister while announcing the dates and other details. He said that this is one-of-a-kind scheme in the country.

After the completion of the programme, the enthusiasts will be expected to spread the message of wildlife protection and environmental conservation in their localities.

As part of the programme, visitors will stay with forest guards in camps, which will also give them the experience of keeping guard in a forest. Before a tour starts, the visitors will be provided a day-long training on how to behave if they come close to animals like tigers, elephants, leopards, deer, etc. during their adventure. A team will be accompanied by two Forest Department officials, who will be experts in handling wild animals.

The first phase drew applications from a lot of enthusiasts, and so has the second phase. Applications have already come from a diverse range of people like school teachers, professors, retired Army personnel and businessmen.

There are six national parks and 15 wildlife sanctuaries in Bengal.

Click here to download the form and details about the scheme.

Source: Aajkaal

Parts of forests in Dooars to remain open for tourists during monsoon

Much to the delight of forest lovers, the State Forest Department, for the first time, has decided to keep selective portions of various forests in northern Bengal open for tourists during the monsoon season, that is, from mid-June to mid-September.

Usually, the entire forest areas remain closed for tourists from June 16 to September 15. On demand from many tour operators, resort owners and transport operators, who have in turn listened to requests by tourists, the department has decided to keep certain areas open.

There is something special about the natural beauty of forests during the rainy season and many tourists are keen to witness this. The green of the forests acquires a special glow during this time of the year.

Kalipur Jungle Camp, Dhupjhora Eco Tourism Camp under Gorumara National Park, Panjora Jungle Camp, Murti Jungle Camp, Hornbill Jungle Camp and Chukchuki Watchtower, which are also located in close proximity of Gorumara, will be kept open, including the route in Chapramari forest from the entrance gate to the watchtower.

The Dakshin Khayerbari Tiger Rescue Centre and Mendabari Jungle Camp under Jaldapara National Park and areas like Sikiajhora Eco Tourism Centre, Poro Eco Park, Buxa Fort, Jayanti, etc. under Buxa forest will also remain open for tourists.

It may be mentioned that the season from June to September is also the mating season for many animals. Hence, the department would ensure that no disturbance is created for the animals. Therefore, no jeep safari or elephant safari will be allowed inside the forests.

A number of species of animals like tigers, rhinoceros and elephants make their habitat in the forests of the Dooars. Other animals include various types of deer, bison, birds and reptiles.

Source: Millennium Post

Now, SMS alerts on elephant presence in Bengal

Forest officials in West Bengal’s Bankura district have started issuing SMS alerts about the movement of elephants to prevent man-animal conflicts.

A person can get the information by making a ‘missed call’ to 9015181881. The alerts will inform people on how many elephants are present in a certain area.

The move came after CM Mamata Banerjee instructed forest officials to prevent man-aniomal conflicts in Bankura-West Midnapore belt.

The present government has hiked the compensation amount to the families of elephant attack victims to Rs 2.5 lakh from Rs 1 lakh. In case of an elephant destroys the crops of farmers, they would be given Rs 1 lakh.

To stop the conflict between man and animals, the Forest department is also setting up two enclosures for elephants. One would be set up at Mayurjharna, the bordering areas of Bankura and Purulia and the other in Alipurduar, each covering an area of 8 hectares. Though the enclosures will be set up in an artificial way, they will be rich in natural abounds while the elephants will graze freely. All the arrangements including food will be available for the elephants at the enclosures.

The Forest department also introduced four modern vehicles, equipped with modern gadgets to protect villagers from attacks by wild elephants. The vehicles are named as Airavata. Four such vehicles are being used to drive away the elephants if they enter into the locality.

The vehicles are fitted with generator and a high power LED light in the front and the back, which can revolve around its axis by 360 degree. The vehicles will not only help the forest officials to spot the wild elephants, but also help to drive them into forest.

 

এসএমএস-এর মাধ্যমে জানা যাবে হাতিদের গতিবিধি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য বন দপ্তর আরও উদ্যোগী হলেন মানুষ-পশু সংঘাত এড়াতে। বাঁকুড়া জেলায় এখন এসএমএস-এর মাধ্যমে জনগণকে জানিয়ে হওয়া হবে হাতিদের গতিবিধি।

কোনও বাঁকুড়াবাসী এই পরিষেবা পেতে চাইলে শুধু ৯০১৫১৮১৮৮১ নম্বরে একটি মিসড কল করলেই হবে। তারপর থেকেই এসএমএস-এর মাধ্যমে তিনি জানতে পারবেন কোন অঞ্চলে কত হাতি আছে।

গত বছর হাতিদের আক্রমণে আনুমানিক ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই সরকার ইতিমধ্যেই হাতির আক্রমনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পরিমান ১ লাখ থেকে বাড়িয়ে ২.৫ লাখ টাকা করেছে। ফসলের ক্ষতির জন্য পাওয়া যাবে ১ লাখ টাকা ক্ষতিপূরণ।

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমান্তবর্তী ময়ুরঝর্ণায় ও আলিপুয়ারদুয়ারে হাতিদের জন্য ‘এনক্লোজার’ তৈরী করা হচ্ছে। ওখানে হাতিদের জন্য পর্যাপ্ত খাবারের বন্দোবস্ত করা হবে।

মানুষ-পশু সঙ্ঘাত এড়াতে বন দপ্তর অত্যাধুনিক গ্যাজেট সম্বলিত ৪টি গাড়িও নিয়ে এসেছে। এই গাড়িগুলির নাম ‘ঐরাবত’। এই গাড়িগুলিতে থাকছে জেনারেটর চালিত শক্তিশালী এলইডি আলো। এই গাড়িগুলি শুধুমাত্র যে হাতিদের অবস্থান বুঝতে সাহায্য করবে তাই নয়, বরং হাতিদের তাড়িয়ে বনে ফেরাতেও সাহায্য করবে।

Bengal Govt to revive four Darjeeling trekking trails

Tourists visiting the Hills this April or May will get to walk through the original forest area of Darjeeling.. The wildlife division is set to revive four popular trekking routes that have now become mostly unused.

An initiative of chief minister Mamata Banerjee, the wildlife division is working on a project to renovate the Nature Interpretation Center (NIC) at Tiger Hill and revive the four trekking paths.

The trekking routes to be revived are:

  • 5.5 km Tiger Hill-Rambhi path, which is one of the oldest of the region,
  • 7 km Tiger Hill-Chatakpur,
  • 6 km 3rd Mile-Dabaipani and
  • Keventer’s Road-Tiger Hill, butterfly trail.

 

The routes offer birding experience and, if lucky, one can catch glimpses of wild animals too. The wildlife division has started training locals as guides to help tourists with the trails that will officially be open to the public from May.

 

রাজ্য সরকারের উদ্যোগে দার্জিলিঙে পুনরুজ্জীবিত হতে চলেছে ট্রেকিং

পর্যটকদের জন্য সুখবর। এবছরের মে মাস থেকে দার্জিলিঙে থাকছে নতুন চমক। এবার থেকে পর্যটকরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে পারবেন। বন্যপ্রাণ বিভাগ ৪টি প্রায় অবলুপ্ত ট্রেকিং রুটকে পুনরুজ্জীবিত করতে চলেছেন।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বন্যপ্রাণ বিভাগ টাইগার হিলের নেচার ইন্টারপ্রিটেশান সেন্টারের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে।

যে ৪টি ট্রেকিং রুট নতুন করে চালু হবে সেগুলি হলঃ-

  • ৫.৫ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-রাম্ভি পথ
  • ৭ কিঃ মিঃ দীর্ঘ টাইগার হিল-চতকপুর
  • ৬ কিঃ মিঃ দীর্ঘ থার্ড মাইল-ডাবাইপানি
  • কেভেন্টার্স রোড-টাইগার হিল বাটারফ্লাই ট্রেল

 

এই রুটগুলিতে নানারকম পাখির পাশাপাশি বন্য প্রাণীরও দেখা মিলতে পারে। বন্যপ্রাণ বিভাগ ইতিমধ্যেই স্থানীয় লোকজনদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে যাতে মে মাসে আনুষ্ঠানিকভাবে রুটগুলি চালু হলে তারা পর্যটকদের জন্য গাইডের কাজ করতে পারে।

 

 

Forest dept launches e-patrolling app in Buxa Tiger Reserve

The state Forest department officers can now monitor the movement of the beat officers who work in the deep forest regions. The department launched a mobile application, by which the movements of the forest beat officers can
be observed.

This will not only boost the work culture but also ensure the safety and security of the beat officers who
work in deep forest areas risking their lives.

The state Forest department has launched the app service in Buxa Tiger Reserve at the Buxa National Park in Alipurduar district.

The is an android application and was earlier launched in Sundarbans Tiger reserve at Sundarbans National Park.

বক্সা ব্যাঘ্র প্রকল্প অঞ্চলের জন্য ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ চালু করলো বন দপ্তর

গভীর বনাঞ্চলে যেসব কর্মীরা কাজ করেন তাদের ওপর নজর রাখতে পারবে রাজ্য বন বিভাগের কর্মকর্তারা। বন দপ্তর ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে।

শুধু তাই নয়, গভীর অরণ্যে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এর মাধ্যমে তাদের নিরাপত্তার দিকেও নজর রাখা হবে।  রাজ্য বন বিভাগ আলিপুরদুয়ার জেলার বক্সা ন্যাশনাল পার্কের বক্সা ব্যাঘ্র প্রকল্পও এই অ্যাপ্লিকেশন চালু করেছে।

এটি একটি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন এবং সুন্দরবনের জাতীয় পার্কে সুন্দরবন টাইগার রিজার্ভে এটি চালু করা হয়েছিল।

 

 

 

Forest dept to give special training to employees to curb poaching

To check the incidents of poaching in the forests of north Bengal, the state forest department is planning to provide special training to its employees conducting vigil.

The department will not only provide incentives to the people who will gather information on the poachers, but they will be also be given various prizes for their job.

The department has a plan to give special training to the forest protection committee members as well. The forest dwellers will be involved in the plan. Training would be given to the local villagers. The people who will be a part of the plan will be brought under a security cover apart from the monetary benefits.

 

উত্তরবঙ্গের জঙ্গলে চোরাশিকার রুখতে নয়া উদ্যোগ রাজ্যের

উত্তরবঙ্গের জঙ্গলে চোরা শিকার রুখতে এক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য বন দপ্তর। চোরা শিকার দমনে কর্মীদের প্রশিক্ষণ দেবে বন দপ্তর। স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতার প্রসারও করা হবে ।
যে সকল মানুষ চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। আর্থিক পুরস্কার দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ দেওয়া হবে বনরক্ষা কমিটির সদস্যদেরও। যারা চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের সুরক্ষার ব্যবস্থাও করবে বন দপ্তর।

Bengal Safari in north Bengal a big hit among tourists

‘Bengal Safari’, a unique open-air zoo in the Baikunthapur forest of Salugara (near Siliguri in Darjeeling district) has become a huge hit among tourists. The Safari, which was inaugurated in January, 2016 by West Bengal Chief Minister, registers an average footfall of around 500 tourists every day.

With more than 1.5 lakh visitors in the last seven months, the tourism department has now decided to procure at least five more 20-seater buses. Thus more tourists can be ferried to the Safari zone in forest every day.

The 700-acre Safari Park will soon feature royal Bengal tigers, cheetahs, Himalayan black bears apart from deer and bison and varieties of birds. A separate zone has been dedicated for alligators and gharials. Elephants will also be a part of the attraction.

 

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক এখন পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র

বেঙ্গল সাফারি পার্ক – খোলা আকাশের নিচে চিড়িয়াখানা। শিলিগুড়ির কাছে সালুগাড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের একাংশে বন দপ্তর দেশের প্রথম খোলা আকাশের নিচে চিড়িয়াখানা চালু করেছে, এই বছর জানুয়ারি মাসে এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিনে প্রায় ৫০০ পর্যটকের ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

গত সাত মাসে এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় প্রায় দেড় লক্ষ ছাড়িয়ে গেছে, তাই এই সাফারি পার্ক পরিদর্শনের জন্য ২০টি আসনের ৫টি বাসের আয়োজন করেছে বন দপ্তর। তা সত্ত্বেও রোজ প্রচুর পর্যটক সাফারিতে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি এই সাফারি পার্কে, খুব শীঘ্রই স্থান পাবে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছাড়াও হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির পাখি। ঘড়িয়াল ও কুমিরের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাতি এই পার্কের আরও একটি আকর্ষণীয় অংশ।

Forest Department to grow and conserve medicinal plants

The forest department is planning to grow and conserve several species of medicinal plants in the three districts of West Midnapore, Bankura and Purulia.

These plants would be grown on 300 hectares of land and 200 forest protection committees (FPC) will work on the project.

If ordinary residents show an interest in growing these plants, the department will help them to do so and then sell them.

The department has chosen two places, Susunia Hills in Bankura and Kankrajhore in West Midnapore’s Belpahari for the project, under the Medicinal Plant Conservation Area (MPCA), this year.

These areas have been chosen because hilly regions are rich in bio-diversity and earlier several trees of medicinal value grew here.

According to the forest department, plants and trees such as amlaki, hartaki, kalmegh, ghritakumari, ritha, sarpagandha, pial have medicinal values and are economical. So people can make a good profit by planting such trees. Many medicines and even cosmetics are made using the extracts of these trees.

 

The image is representative (source)

 

জঙ্গলমহলে ঔষধি গাছ লাগানোর উদ্যোগ বন দপ্তরের

বন বিভাগ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া তিনটি জেলায় ভেষজ উদ্ভিদের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করার পরিকল্পনা করছে।

৩০০ হেক্টর জমির ওপর এই গাছপালাগুলি হবে এবং 200 বন সুরক্ষা কমিটি এই প্রকল্পের কাজ করবে।

যদি সাধারণ বাসিন্দাদের এই গাছপালা চাষে আগ্রহী হয় তাহলে বন দপ্তর তাদের সাহায্য করবে এবং তারপর তাদের বিক্রি করবে।

এই বছর ভেষজ গাছ সংরক্ষণ এলাকার অধীনে এই প্রকল্পের জন্য বন দপ্তর দুটি জায়গা বেছে নিয়েছেন। একটি হল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ও কাঁকড়াঝোর এবং অপরটি পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি।

এইসব এলাকা বাছাই করা হয়েছে কারণ পাহাড়ি এলাকা জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং আগেও এখানে অনেক ওষধি গাছ হয়েছে।

বন বিভাগের মতে, আমলকী, হরিতকী, কালমেঘ, ঘৃতকুমারী, রিঠা, সর্পগন্ধা, পিয়াল এই সব গাছ লাগানো বেশ লাভজনক এবং এগুলির ঔষধি মান আছে। অতএব এসব বৃক্ষরোপণের দ্বারা মানুষ লাভবান হবেন। অনেক ওষুধ এবং এমনকি প্রসাধন দ্রব্য এই সব গাছের নির্যাস ব্যবহার করে তৈরি করা হয়।

Bengal Govt to launch tree plantation drive on the banks of the river Ganga

The West Bengal Government will launch a tree plantation drive on the banks of the river Ganges in Bengal.

A coordination meeting was held on Saturday for all the Government departments concerned to work out the overall plan; the drive will be based on the operating guidelines to be provided by the Centre.

The West Bengal Government, under Chief Minister Mamata Banerjee’s leadership, was working on plans to launch a sapling plantation drive across the state during the monsoon.

The project of planting saplings on the bank of Ganges has been cleared by National Mission for Clean Ganga (NMCG).

A project, pegged at Rs 15 crore, to build ghats and a crematorium along the Ganga at Garulia in North 24-Parganas, was also sanctioned. It will be launched by the state forest department.

 

গঙ্গার ঘাটে গাছ লাগানোর উদ্যোগ রাজ্য সরকারের

সম্প্রতি গঙ্গার ধারে বৃক্ষরোপণের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা শহরের সৌন্দর্যায়নের এটি একটি নতুন পদক্ষেপ।

শনিবার একটি কো-অর্ডিনেশন বৈঠক হয়। এই বৈঠকে সব সরকারী বিভাগগুলির সংশ্লিষ্ট কাজের সামগ্রিক পরিকল্পনা করা হয়। কেন্দ্রের দেওয়া অপারেটিং নির্দেশাবলী উপর ভিত্তি করেই এই প্রজেক্ট করা হবে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার বর্ষার সময় সারা রাজ্য জুড়ে বৃক্ষরোপণের এই পরিকল্পনা গ্রহণ করেছে।

গঙ্গার ধারে চারা গাছ রোপণ প্রকল্পের কাজ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা দ্বারা অনুমোদিত।

উত্তর ২৪ পরগণা জেলার গারুলিয়াতে ঘাট এবং শশ্মান তৈরি করা হবে, এর জন্য১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি রাজ্যের বন বিভাগ চালু করবে।