State Govt organises symposium with co-op societies for direct paddy procurement

State Food & Supplies Minister said on Monday that his department has set a target of purchasing 52 lakh metric tonne of paddy for the year 2018 and will start the process of purchasing paddy right from November 1.

The price for paddy per quintal has been pegged at Rs 1,550 and the state government will provide an additional stipend of Rs 20 per quintal to encourage farmers to sell paddy directly to the government or through the cooperative societies in the state. The state government will spend Rs 200 crore annually for this additional farmer stipend.

Addressing a first of its kind symposium to ensure smooth paddy procurement by the cooperative societies directly from the farmers so that the latter gets the minimum support price, the minister said that the government is determined to stop distress sales of paddy.

According to the minister, around 36.35 lakh metric tonne will be converted into rice and the rest will be kept for emergency purposes in case of any natural calamity or disaster. The procurement process will be done through 341 central purchasing centres that has been set up across the districts in the state. A farmer can sell a maximum of 90 quintals of paddy directly to the government and will quickly get the money credited to his bank account through NEFT transfer.

The department is opening two toll-free numbers 18003455504 and 18003451967 that will address queries on procurement. The state government has sanctioned an amount of Rs 800 crore which will be utilised in construction of godowns with a total capacity of 5 lakh metric tonne by the year 2018.

State Cooperation Minister said that his department will stress upon activating the dormant Kisan Credit Cards and open up cooperative societies that have become non-functional for some reasons.

Source: Millennium Post

 

সরাসরি ধান সংগ্রহের জন্য সমবায় সমিতিগুলির সঙ্গে বৈঠক রাজ্য সরকারের

চাষিদের থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করার জন্য রাজ্য সমবায় দপ্তর একটি প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেছিল সমবায় সমিতিগুলির সদস্যদের সঙ্গে। রবীন্দ্র সদনে এই বৈঠক হয়।  রাজ্যে এইরকম উদ্যোগ এই প্রথম। এই বৈঠকে অংশ নেয় ২৩টি জেলার ৭০০টি সমবায় সমিতি ও কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা।
আগামী নভেম্বর মাসে নতুন খরিফ মরশুমের শুরুতেই ধান কেনার জন্য প্রায় ছ’ হাজার কোটি টাকার ব্যবস্থা করেছে রাজ্য। অর্থ দপ্তর দিয়েছে ৪,১০০ কোটি টাকা।
আগামী এপ্রিল-মে মাসের মধ্যে ৫২ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টা হবে। চাষিরা ধানের অভাবী বিক্রি করছেন, এই খবর পাওয়া মাত্রই হস্তক্ষেপ করা হবে। ধান কেনা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য দুটি টোল ফ্রি টেলিফোন চালু করেছে খাদ্য দপ্তর। নম্বর দুটি হল, ১৮০০-৩৪৫-৫৫০৪ এবং ১৮০০-৩৪৫-১৯৬৭।

চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে গ্রামের কৃষি সমবায়গুলির বড় ভূমিকা রয়েছে। একথা স্মরণ করিয়ে দিতেই সমবায় দপ্তর এদিন এই বিশেষ বৈঠকটি ডেকেছিল। খাদ্যমন্ত্রী ও সমবায়মন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, পরিবহণমন্ত্রী, বিভিন্ন সমবায় সংস্থার কর্তা ও সরকারি আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এবার ধান কেনার যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, তার মধ্যে ৩৪ লক্ষ টন সমবায়গুলির মাধ্যমে কিনবে চার

7.5 Lakh metric tonne of paddy procured till Feb 24: Food Minister

The state government has procured 7.52 lakh metric tonne of paddy till February 24, Jyotipriyo Mallick, state Food and Supplies minister said in the Assembly on Monday.

The Minister said the government had procured 38.59 lakh metric tonne of paddy in Kharif marketing season (KMS) of 2015-16. Altogether, 328 centralised procurement centres have been set up in the state. He said the state government would meet the procurement target ahead of its schedule, adding that 18 lakh farming families were benefitted in the last KMS. In 2017 so far, he said 3.2 lakh farmer have sold paddy.

The Food and Supplies department, along with Health and Family Welfare department, jointly run a programme to combat malnutrition. 4,000 children suffering from severe acute malnutrition (SAM), identified by the Health department, are unit wise (mother and SAM child) being provided 5 kg rice, 2 kg wheat, 1 kg masur dal and 1kg Bengal gram per month free of cost for six months. Introduced in October 2014, the project has been very effective.

The State Government had budgeted Rs 5,020 crore to implement Khadya Sathi programme. January 27 was declared as Khadya Sathi Dibas by Chief Minister Mamata Banerjee. The department had set up model fair price shops (FPS), run by self help groups in six closed tea gardens in the first phase. In 2016-17, a project to construct 126 FPS in 86 tea gardens has been taken up to ensure availability of food grains to the beneficiaries.

 

২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত ৭.৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে সরকার: খাদ্যমন্ত্রী

“রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা নিয়ে রাজনীতি নয়, বরং সহযোগিতা করুন,” বিধানসভায় নিজের দপ্তরের বাজেট পেশ করতে গিয়ে আবেদন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

তিনি বলেছেন, “যাঁরা ধান বিক্রি করেছেন তাঁদের নাম-ধাম তো বটেই, ফোন নম্বরও রয়েছে আমাদের কাছে। চাইলে মিলিয়ে দেখুন স্বচ্ছতার অভাব আছে কি না। সিপিএম কিন্তু এমন কোনও তথ্যভাণ্ডার করত না। করেনি। আমরা করেছি।”

তাঁর দাবি, রেশন কার্ডের হিসাবে জল মিশিয়ে গণবণ্টন ব্যাবস্থাকেই শেষ করে দেওয়া হচ্ছিল। একের পর এক দুর্নীতি হয়েছে। বাংলায় ১ কোটি ৩১ লাখ জাল কার্ড ধরা পড়েছে। নতুন সরকার তা ধরেছে। ব্যাবস্থা নিয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ দু’টাকা কেজি চাল পান। কিন্তু বাইরে থেকে আর চাল কিনতে হয় না। রাজ্য স্বাবলম্বী। ফলে বাংলায় আর আমলাশোলের অনাহারের মৃত্যুর মতো ঘটনা ঘটবে না। ঘটতে দেওয়া হবে না। রাজ্যে কেরোসিনের বরাদ্দ কমিয়ে দেওয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।

Bengal a model for the world in development: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee initiated Khadya Sathi Dibas and Police Investiture Ceremony today at a function on Red Road.

In this colourful programme, beneficiaries from across state who have received helps from departments like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA’s Development schemes marched at the event.

Tableaux of departments including like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA were attractions of today’s event. The Bengal Chief Minister also decorated State Police officers for their courage and gallantry on the line of duty.

Speaking on the occasion, the Chief Minister said that the development in Bengal is a model for the whole world. She said: “Over 8 crore people are getting rice at Rs 2/kilo in Bengal. Over 90% people in the State have got some direct govt benefit. The infant mortality rate of Bengal has fallen from 32 to 26 out of 1000 while the national average increased from 33 to 37. We have set up 307 SNSUs, 60 SNCUs, 13 Mother and Child Hubs, many HDUs. Institutional delivery is a major socio-economic parameter. It has increased from 65% to 90% in 5 years.”

The CM added: “We want the young generation of Bengal to stand on their own feet. It is our responsibility to highlight the talent of the State. We have ensured employment for contractual workers, ICDS/Asha workers. We have started health insurance scheme ‘Swasthya Sathi’ for 3 crore people. Healthcare is free at govt hospitals. We have initiated a new scheme ‘Sabuj Shree’ under which saplings will be given to families of all newborns.”

Despite financial problems, we are working for the people and will continue to do so in the future, Mamata Banerjee added.

 

 

বাংলার উন্নয়নের কর্মসূচি বিশ্বের কাছে একটি মডেল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রেড রোডে খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহসিকতার জন্য এদিন পশ্চিমবঙ্গ পুলিশের অলংকরণও করেন তিনি।

এই অনুষ্ঠানে খাদ্য ও সরবরাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবহন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ, অনগ্রসর শ্রেণি কল্যাণ, বন, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি বিভাগের উন্নয়নমূলক প্রকল্পগুলির উপভোক্তাদের শোভাযাত্রা এবং সুকন্যা প্রকল্পের ছাত্রীদের আত্মরক্ষার কলা-কৌশল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।  এছাড়া ৯০% মানুষ আজ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন। অস্থায়ী কর্মী, আই সি ডি এস/ আশার কর্মীদের চাকরি সুনিশ্চিত করেছে রাজ্য সরকার। স্বাস্ত্য সাথী প্রকল্পের আওতায় ৩ কোটি মানুষ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। ‘সবুজ শ্রী’ নতুন প্রকল্প চালু হয়েছে এর মাধ্যমে নবজাতকদের নামে একটি করে চারা গাছ দেওয়া হবে তাদের পরিবারের হাতে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য রাজ্য সরকার সব রকম্ভাবে সচেষ্ট। রাজ্যের প্রতিভা তুলে ধরা আমাদের কর্তব্য”। 

মুখ্যমন্ত্রী জানান, “লোক প্রসার প্রকল্পের আওতায় ৮০ হাজার লোকশিল্পী আর্থিক সহায়তা পাচ্ছেন। আজ বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল। অনেক মাদার ও চাইল্ড হাব তৈরি করা হচ্ছে। শিশু মৃত্যুর হার রাজ্যে হাজারে ৩২ থেকে কমে হয়েছে ২৬। ৩০৭ টি এস এন এস ইউ, ৬০টি এস এন সি ইউ, ১৩টি মাদার ও চাইল্ড হাব, অনেক এইচ ডি ইউ তৈরি হয়েছে। ইনস্টিটিউশনাল ডেলিভারি বিকাশের একটি মাপকাঠি। ৫ বছরে এর হার ৬৫% থেকে বৃদ্ধি পেয়ে ৯০% হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে। মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুকন্যা প্রকল্পের মাধ্যমে”।