Ahare Bangla 2017 creating a buzz in Kolkata

The food festival organised by Bengal Government, Ahare Bangla, has begun yesterday. This festival will continue till December 11 at Newtown Fair Grounds (from 12-9 PM).

The festival has already generated a lot of excitement among people. Various restaurants from Kolkata, as well as organisations from districts, have set up stalls here. There are representatives from Japan, China and Russia too.

Cooking contests and cookery shows are being held at the food festival every day. The finale of the cooking competition will be held on December 11. Arrangements have been made for cultural functions too.

There will be a B2B conclave at the food festival on December 11.

 

জমে উঠেছে আহারে বাংলা ২০১৭

বঙ্গীয় খাদ্য উৎসব, যার পোশাকি নাম আহারে বাংলা, শুরু হয়েছে গতকাল। চলবে আগামী সোমবার (১১ই ডিসেম্বর) রোজ বেলা ১২টা থেকে রাট ৯টা অবধি চলবে এই মেলা।

ইতিমধ্যেই জমে উঠেছে খাদ্য উৎসব। কলকাতার নামীদামী রেস্তোরাঁর পাশাপাশি সারা রাজ্যের বিভিন্ন সংগঠন ষ্টল দিয়েছেন এই মেলায়। রয়েছেন জাপান, চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও।

প্রতিদিন থাকছে রান্নার শো এবং রান্নার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফাইনাল হবে ১১ তারিখ। প্রতিদিন থাকবে স্বনামধন্য শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ তারিখ অনুষ্ঠিত হবে একটি বাণিজ্যিক বৈঠক।

 

Here are some pictures of Ahare Bangla 2017. আহারে বাংলা ২০১৭র কিছু ছবি:

 

Ahare Bangla 2017 C

Sumptuous kebabs on display

 

Ahare Bangla 2017 U

A delicious fish dish at the food festival

 

Ahare Bangla 2017 X

A lavish spread of snacks

 

Ahare Bangla 2017 T

For all sea-food lovers – Crabs at Ahare Bangla cannot be missed

 

Ahare Bangla 2017 N

Sufal Bangla has also opened outlets at Ahare Bangla food festival

 

Ahare Bangla 2017 D

Delectable Sushi dishes at the international counter

 

Ahare Bangla 2017 F

A lavish spread of Biriyani for all food lovers

 

Ahare Bangla 2017 P

Sweet ending to a sumptuous meal – Mihidana from Bardhaman

 

Ahare Bangla 2017 A

Chef giving live demonstration at Ahare Bangla

 

Ahare Bangla 2017 B

Ahare Bangla – A perfect weekend destination for families

 

For more pictures, click here.

‘Ahare Bangla’ food festival to begin today

The food festival of Bengal Government ‘Ahare Bangla’ is going to start from December 8 and continue till December 11. People can visit the festival on all the days between 12 noon to 9 PM. The inauguration of the festival will be held on December 7 evening.

Representatives from four foreign countries will be participating in ‘Ahare Bangla’ this year, which starts from December 8 at New Town Mela Ground. Representatives from China, Japan, Russia and Nepal will be present at the food festival to give the residents of city of joy a taste of their cuisine.

There will be enough space in the mela ground where an arrangement for more than 2000 people will be made.

‘Ahare Bangla’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. It may be recalled that in 2016 there was a staggering footfall of 1.5 lakh people in just five days at the annual food festival, while it was around 65,000 in 2015.

 

‘আহারে বাংলা’ খাদ্য উৎসবের উদ্বোধন আজ

পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত বঙ্গীয় খাদ্য উৎসব ‘আহারে বাংলার’ উদ্বোধন হবে আজ। কাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে উৎসব প্রাঙ্গন। ৮ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর অবধি নিউটাউন মেলা প্রাঙ্গনে চলবে এই খাদ্য উৎসব। রোজ দুপুর বারোটা থেকে রাত ৯টা অবধি চলবে ‘আহারে বাংলা’ খাদ্য উৎসব।

এবারের খাদ্য উৎসবে চীন, জাপান, রাশিয়া, নেপাল সহ নানা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। উৎসব প্রাঙ্গনে একসাথে ২০০০ লোকের জন্য জায়গার ব্যবস্থা থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই খাদ্য উৎসব শুরু হয় ২০১৫ সালে। এবছর ৬৫০০০ লোক এই মেলায় এসেছিলেন। ২০১৬ সালে ‘আহারে বাংলা’ তে হয় বিপুল জনসমাগম। ১.৫ লক্ষেরও বেশি মানুষ রসনাতৃপ্তির জন্য এই খাদ্য উৎসবে এসেছিলেন।

Bengal Govt’s food festival, Ahare Bangla, once again beckoning food-lovers

Over the last few years, the annual food festival, Ahare Bangla at the Milan Mela fairground has become very popular. This annual fair held at the beginning of winter has drawn droves of food-lovers to taste some wonderful delicacies.

And not just selling food, the fair has also enabled businesses to explore new avenues and has thus, generated employment opportunities. Using their massive sales at Ahare Bangla as a plank, quite a few hotels and restaurants have been able to establish bases outside Bengal.

The State Animal Husbandry Department, which organises the fair, is busy now making preparations for holding the fair. That it has been an unqualified success is apparent from another fact: the department’s budget for the fair has jumped from Rs 75 lakh in 2015 to Rs 2.24 crore in 2017. This year, along with Animal Husbandry, the departments of Fisheries, Agriculture Marketing, Micro, Small and Medium Enterprises (MSME), along with five others, are lending a helping hand in the organising of the food festival.

Last year, sales at the five-day long fair had crossed Rs 2 crore. This year, officials of the department are confident that the number will rise by a few times.

Last year, well-established restaurants and hotels from Russia, China, Japan and Bangladesh had taken part and were very happy with the response. This year too, quite a few countries would be represented. And of course, the best of Bengal is represented – be it food or restaurants.

Source: Sangbad Pratidin

 

শীতের আগে মহানগর মাতাবে আহারে বাংলা

খেয়ে খাইয়ে তুষ্টি, আবার কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের সুবর্ণ সুযোগ। দুয়ের জব্বর মেলবন্ধন করেছে আহারে বাংলা। রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সাড়া জাগানো পেটপুজো পার্বণ।

গত দু’বছর যাবত শীতের মুখে কলকাতায় পসরা সাজাচ্ছে আহারে বাংলা। দু’বছর আগে এই উদ্যোগের সূচনা কালে তার বাজেট ছিল ৭৫ লাখ টাকা। দু’বছর বাদে তাই বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ টাকায়। গত বছর পাঁচ দিনের এই উৎসব বিকিকিনির বহর ২ কোটি টাকা ছাপিয়ে গেছিল। শুধু কদিনের মারকাটারি বিপণন নয়। আহারে বাংলার দীর্ঘমেয়াদি সুফলও বুঝতে পারা যাচ্ছে।

আহারে বাংলা’র হাত ধরেই বেশকিছু বাঙালি হোটেল, রেস্তোরাঁর রাজ্যের গন্ডি ছাড়িয়ে পড়েছে ভিন রাজ্যে। এবছরের আহারে বাংলা আশা করা যায় আগের বারের রেকর্ড ভাঙবে, জোর কদমে এখন থেকেই চলছে প্রস্তুতি।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে হাত মিলিয়েছে মৎস্য, কৃষি বিপণন, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ আরও পাঁচটি দপ্তর। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকের কথায়, বর্ধমানের সীতাভোগ বা মিহিদানার সঙ্গে পাল্লা দিয়ে বিকোয় মুর্শিদাবাদের ছানাবড়া বা মেদিনীপুর নদীয়া কৃষ্ণনগরের মিষ্টি।

আগের বছর ভারতের সঙ্গে অংশ নিয়েছিল বাংলাদেশ, রাশিয়া, চীন, জাপানের বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ। এবারও অংশ নেবে বিদেশী একাধিক সংস্থা। এবারে আহারে বাংলা ফুড ফেস্টিভালে দর্শকরাও তাদের মনপসন্দ রান্না করার সুযোগ পাবেন। শহরের সেরা শেফদের সামনে তারা তাদের রেসিপির দৌলতে জিতে নিতে পারবেন পুরস্কারও।

‘Ahare Bangla’ food festival begins at Milan Mela grounds

The second edition of Ahare Bangla, conceptualised by Mamata Banerjee to render a platform to the agricultural products of the state’s farmers, was inaugurated today at the Milan Mela grounds.

From this year, foreign participation will also start at the food fest, with Bangladesh, China and Russia to be represented by their consulates.

Another innovative idea being launched this year is awards for the best innovative recipe and the most popular recipe, to be decided by a panel of judges.

Thirty renowned restaurateurs, four State Government organisations and 23 sweet shops are scheduled to participate and serve food at the five-day-long culinary extravaganza.

A special zone with seven stalls will be installed to showcase ‘theme food’ during the festival. Traditional Bengali vegetarian recipes (on October 22), colonial effect on Bengali cuisine (October 23), eggs (October 24) and fish (October 25) will be featured as theme foods.

All the four permanent hangars at Milan Mela will be utilised as food courts. One of them will showcase international food while another, named Ahare Biki Kini, will have 28 stalls selling raw food, food ingredients and ready-to-eat food, set up by government or government-promoted organisations.

 

 

শুরু হল ‘আহারে বাংলা’ খাদ্য উৎসব

দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালি ফের মেতে উঠবে রসনা তৃপ্তির নতুন উদযাপনে৷ আজ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতা মিলন মেলায় শুরু হল ‘আহারে বাংলা’ উৎসব৷ এবার রাশিয়া, চিন ও বাংলাদেশও এই উৎসবে অংশগ্রহণ করছে।

২১ থেকে ২৫ অক্টোবর পাঁচ দিন ব্যাপী চলবে এই উৎসব। শহরের ৩০ টি নামী রেস্তরাঁ, ৪টি সরকারী সন্সথা এবং ২৩ টি মিষ্টির দোকান অংশ নেবে এই উৎসবে।

যেখানে বাঙালির বাঙালির ইলিশ, পোস্তো, চিংড়ির পাশেই ঠাঁই পাবে রোস্টেড ডাক, সেজোয়ান চিকেন, তন্দুরি কোয়েলের পসরা৷

একটি বিশেষ জোন তৈরি করা হয়েছে  যেখানে উৎসবের পাশাপাশি তাদের থিম ফুড প্রদর্শন করবে ৭ টি স্টল। ২৮ টি স্টল বসানো হচ্ছে যেখানে কাঁচা জিনিস, খাদ্য উপাদান ইত্যাদি পাওয়া যাবে। সবচেয়ে জনপ্রিয় রেসিপি গুলিকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

রাজ্যের বাজার থেকেই সবজি কিনে বিদেশি মুখরোচক খাবার তৈরি করে বিক্রি করবে বিদেশি স্টলগুলি৷ আজ এই  উৎসবের উদ্বোধন করবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ উপস্থিত থাকবেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

 

Second edition of Ahare Bangla to promote Bengal heritage food items in a grand scale

Buoyed by the success of the previous year, the ‘Ahare Bangla – A Unique Food Festival celebrating Bengal’ showcasing the popular and gourmet cuisine of the state shall be inaugurated on 21st October, 2016 at 6 P.M. at Milan Mela Ground (Opposite Science City) Kolkata. Going by the response of the last year’s festival, this year it shall be held in a larger area having a one time sitting capacity of about 2500 people. The entry of the festival is free and it will remain open from 12 Noon to 9 P.M. for further four days starting from 22nd October, 2016 to 25th October, 2016.

This five days long food carnival is going to be organized by the Animal Resources Development Department of Government of West Bengal in association with other concerned departments of the Government, namely, Micro, Small & Medium Enterprises & Textiles, Information and Cultural Affairs, Food Processing Industries & Horticulture, Fisheries and Agricultural Marketing.

Sufal Bangla, West Bengal State Export Promotion Society, West Bengal Livestock Development Corporation Limited, West Bengal State Fisheries Development Corporation Ltd, Benfish, West Bengal State Food Processing & Horticulture Development Corporation Limited and Mother Dairy Calcutta have partnered to showcase their conventional as well as innovative products in the festival.

The principal objective of this unique Food Carnival is to promote the Food and Food Processing Industries in the State. This Fair shall provide a platform where the producers and the consumers can interact under one roof and which in turn shall directly benefit the larger farming community of the State.

West Bengal has many unique varieties of rice namely, black aromatic rice popularly known as Kalabhat, short grained aromatic rice Kalonunia, Gobindabhog, Tulaipanji, Kataribhog etc. similarly, pulses such as Sonamug, Bhajakalai dal etc. and some exotic vegetables are found only in this part of the country which will be displayed in the fair.

The Animal Recourses Development Department shall promote various non-conventional meat and meat products of Quail, Turkey, Rabbit, Emu, Pork (including special Ghunghroo variety), Black Bengal goat, Bonopala lamb, Garole lamb. The Fisheries Department will exhibit new varieties of fish with high productivity and taste such as Vennami, Pungus, Vietnam Koi etc. All the items mentioned here, be it a aromatic rice varieties or precious pulses or various conventional or non-conventional meat and meat products or the latest products or Mother Diary Calcutta or the delicacies of rare and exotic fish, shall be available for both exhibition and retail sale at the fair.

Further, renowned restaurants and caterers of the city will partner with the Government to bring their diversified cuisine in a unique interactive setting where anyone can see, eat and buy.

A special zone in the form of “Theme Food” will feature innovative and separate themes each day and a kid zone will be set up which would be an added attraction of this year’s carnival.

 

আয়োজিত হতে চলেছে ‘আহারে বাংলা’-র দ্বিতীয় বর্ষ

গত বছরের অভূতপূর্ব সাফল্যের পর এই বছরেও আগামী ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় মিলন মেলা প্রাঙ্গনে সারা বাংলার সমস্ত সমৃদ্ধ খাবারের সম্ভার নিয়ে উদ্বোধন করা হবে ‘আহারে বাংলা ২০১৬’। এই বছর এই মেলাটি আরো বড় আকারে করা হবে, যাতে ২৫০০মানুষ একত্রে বসতে পারেন। এই মেলাটিতে জনসাধারণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলাটি চলবে ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ৯টা অবধি। এই মেলাটির আয়োজক রাজ্য প্রাণী সম্পদ দফতর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, উদ্যানপালন দফতর, মত্স দফতর।

সুফল বাংলা, রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দফতর, বেনফিশ, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, মাদার ডেয়ারী সহ আরো অনেক দফতর নিজেদের তৈরী বিভিন্ন খাদ্য ভান্ডার নিয়ে ওখানে উপস্থিত থাকবে। এই মেলাটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের উন্নয়ন।

এখানে ক্রেতা ও চাষীরা সরাসরি কথা বলতে পারবেন যার ফলে চাষীরা উপকৃত হবেন। বিভিন্ন ধরণের চাল ও ডাল ও কিছু সবজি যা দেশের মধ্যে একমাত্র বাংলাতেই পাওয়া যায়, সেই সব ধরণের সামগ্রী এই মেলাতে মজুত থাকবে।

প্রাণী সম্পদ দফতর বিভিন্ন ধরণের মাংস ও মত্স দফতর বিভিন্ন ধরণের মত্স ভান্ডারিয়ে উপস্থিত হবে এই মেলায়।এই সমস্ত ধরণের খাদ্য সামগ্রী ওখানে দেখাও যাবে ও খুচরো পরিমানে কেনাও যাবে। বিভিন্ন নামকরা রেস্টুরেন্ট ও ক্যাটারাররাও তাদের বিখ্যাত খাবার নিয়ে ওখানে উপস্থিত থাকবে।প্রতিদিন আলাদা আলাদা করে কিছু নতুন খাবারকে ‘থিম ফুড’ হিসেবে রাখা হবে। শিশুদের জন্য থাকবে ‘কিড জোন’।