Bangla CM inaugurates Khadyashree Bhavan

Chief Minister Mamata Banerjee today inaugurated Khadyashree Bhavan, the headquarters of the State Food and Supplies Department, from a programme for inaugurating MSME industrial parks in Howrah, held at Nabanna Sabhaghar.

The beautiful eight-storied building with a glass-and-steel façade is located at Mirza Galib Street, Kolkata.

It may be mentioned here that the Food and Supplies Department is the department responsible for the landmark Khadya Sathi Scheme. This flagship scheme of the Bangla Government has been highly successful, helping the poor from across the State access quality foodgrains at the cheap price of Rs 2 per kg.

Bengal Govt to buy 7 crore jute bags from state’s jute manufacturers

The Bengal Government, through its Food and Supplies Department, has decided to buy 7 crore jute bags from the state’s jute manufacturers, through the Jute Corporation of India.

These bags would be supplied to the state’s rice mills, for them to supply rice to the government.

Jute is a traditional industrial sector of Bengal, which has been neglected for long by the Central Government despite repeated requests by the Bengal Government to help the jute farmers and manufacturers.

This latest move by the State Government is the result of Chief Minister Mamata Banerjee forming a Group of Ministers to look into ways of ameliorating the condition of those involved with the jute industry, be they jute farmers, jute mill workers or others.

Of the 7 lakh jute bags to be bought, the government would buy 1.2 lakh for transporting the rice from the kharif growing season, at a cost of Rs 300 to 325 crore.

রাজ্যের পাটশিল্প বাঁচাতে ৭ কোটি বস্তা কিনবে খাদ্য দপ্তর

রাজ্যের পাটশিল্প ও পাটচাষিকে উৎসাহিত করতে খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর নয়া পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্য জুড়ে মিলগুলিকে ৭কোটি পাটের ব্যাগ (বস্তা) সরবরাহ করতে চলেছে। এই ব্যাগগুলিতেই রাজ্য সরকারকে চাল সরবরাহ করবে মিলগুলি।

পাটশিল্পকে উৎসাহিত করতে ও এই শিল্পের একটা দীর্ঘমেয়াদি সমাধান সূত্র বার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, লক্ষ লক্ষ মানুষের জীবিকার সঙ্গে যুক্ত সেক্টরগুলির পুনরুজ্জীবনে নয়া কৌশল অবলম্বন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্ত্রী গোষ্ঠী তৈরি করেছেন। এই গ্রুপ অফ মিনিস্টার্স এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার শীঘ্রই খারিফ মরশুমে চাল সংগ্রহের জন্য ৩০০ থেকে ৩২৫ কোটি টাকা ব্যয়ে ১.২ লক্ষ চটের বস্তা কিনতে চলেছে।

Source: Khabar 365 Din

 

Khadya Sathi going full steam ahead – adds 16 lakh more beneficiaries

The Bengal Government has decided to bring 16 lakh more beneficiaries under the Khadya Sathi Scheme, under which rice is made available rice at Rs 2 per kg per month.

Under the scheme, run by the Food and Supplies Department, these 16 lakh people would get 5 kg of rice each every month. So, for example, if a family has five members, it would get 25 kg of rice per month.

The 16 lakh new beneficiaries are from within the BPL category.

The State Government will now be spending Rs 4,500 crore for the entire scheme now.

Chief Minister Mamata Banerjee had initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the State’s population. It had initially aimed to ensure that 70 lakh people in the State get food and cereals at half the market price while over seven crore people get 5 kg of food grain every month at Rs 2 per kg.

Now, the State is trying to extend the benefits of this scheme to more and more people.

 

খাদ্য সাথী প্রকল্পে উপকৃত হবেন আরও ১৬ লক্ষ মানুষ

রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পে আরও ১৬ লক্ষ মানুষ পেতে চলেছেন ২ টাকা কিলো দরে চাল।

খাদ্য সরবরাহ দপ্তর পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রতি পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ৫ কিলো করে চাল দেওয়ার। তারা অর্থ দপ্তরে নথিপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে খাদ্য সাথী প্রকল্পে এই নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত।

অর্থ দপ্তরও তাদের সম্মতি জানিয়েছে এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হবে ৪,৫০০ কোটি টাকা। এই প্রকল্প শুরুর আগেই খাদ্য সরবরাহ দপ্তর সব জেলার জেলা শাসকদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল।

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য ও সরবরাহ দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহ করার।খাদ্য সাথী প্রকল্প পেয়েছে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে জনবন্টন পদ্ধতি পেয়েছে এক নতুন মাত্রা। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। এবার রাজ্য পদক্ষেপ নিয়েছে আরও ১৬ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার।

খাদ্য সরবরাহ দপ্তরের এক উচ্চ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এই নতুন প্রকল্প এ বছরের মে মাস থেকেই শুরু হওয়ার কথা। ১৬ লক্ষ রেশন কার্ড প্রাপকরা এই প্রকল্পে উপকৃত হবেন। এই মুহূর্তে দপ্তরের কাছে নতুন প্রকল্পের জন্য পর্যাপ্ত চাল মজুদ আছে।

 

 

 

 

Bengal Govt set to introduce e-post to check food grain leakage

The State Food and Supplies Department is going to introduce a digital device ‘e-post’ to check leakage and pilfearge of food grains from ration shops to fix accountability of the employees.

Food and Supplies Minister Jyotipriyo Mullick believes this would check the corrupt practices of a section of the people selling food grains.

The department will also install GPS system on the vehicles carrying kerosene. Apart from these, the department has also taken up other new initiatives to check the leakage of supply across the state.

It may be mentioned that at present, the State Government provides 15 kg of rice per family and 20k g wheat per family at Rs 2 per kg under the Antyodaya Anna Yojana.

 

খাদ্যশস্য সরবরাহে দুর্নীতি বন্ধ করতে ই-পোস্ট চালু করছে রাজ্য সরকার

রেশন দোকানগুলি থেকে খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে এবং সমস্যার সমাধানের জন্য একটি ডিজিটাল ডিভাইস ‘ই-পোস্ট’ চালু করতে চলেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে এর মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। যারা এই খাদ্যশস্য বাইরে বিক্রি করে দিচ্ছে সেই সব দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা সম্ভব হবে।

কেরোসিনের গাড়িগুলিতে জিপিএস সিস্টেম ইনস্টল করবে খাদ্য সরবরাহ দপ্তর। এছাড়া, রাজ্য জুড়ে খাদ্যশস্য সরবরাহে দুর্নীতি রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এই দপ্তর।

উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে রাজ্য সরকার ‘অন্ত্যদয় অন্ন যোজনা’-র অধীনে প্রত্যেক পরিবারকে ২ টাকা কেজি দরে ১৫ কেজি চাল এবং ২০ কেজি গম দিচ্ছে।