Bengal Govt to give ektaras to bauls participating in I-Day parade

For the first time, the State Government has decided to give ektaras to the bauls taking part in the Independence Day parade on Red Road.

The Government’s Lok Prasar Prakalpa, a dream project of Chief Minister Mamata Banerjee for uplifting folk artistes, has been highly successful in bringing the traditional music and culture of Bengal to the forefront. Under the project, around 2 lakh folk artistes are being benefitted. The ‘prakalpa’ or scheme has helped in saving many folk art forms from extinction.

Folk artistes who have been benefitted by the Lok Prasar Prakalpa also include a large number of bauls, more than 30 of whom will be participating in the Red Road parade this year. Ektara, a one-stringed instrument, is the traditional instrument of bauls.

According to a senior State Government official, the participating bauls will be provided not only with ektaras, but also attires, and both of similar designs. The dresses will be made keeping in mind the tradition and culture of bauls.

Besides performances by folk artistes, the Independence Day parade will see tableaus of different departments.

Source: Millennium Post

Kalikapatari folk art receives fresh lease of life, courtesy Lok Prasar Prakalpa

The Lok Prasar Prakalpa, a brainchild of Chief Minister Mamata Banerjee, has helped immensely in reviving folk culture in Bengal. One of the project’s beneficiaries is the folk art of Howrah district, known as Kalikapatari.

This folk theatre is indigenous to Howrah district, specially Shyampur, where it has received a fresh lease of life, thanks to the State Government scheme. A mixture of acting and dancing, this art form tells stories from the Puranas and the epics.

Currently there are three groups, comprising a total of 50 artistes, that perform Kalikapatari in Shyampur, and they are thriving. Each of the three groups consists of 15 to 20 people. The artistes receive regular stipends and also get invited to perform in various places.

It may be mentioned that, at present, 1.94 lakh folk artistes are registered under the Lok Prasar Prakalpa, and receive monthly stipends from the Government. They also perform at various Government functions.

 

কালিকাপাতাড়ি শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য

রাজ্য সরকারের উদ্যোগে লোকপ্রসার শিল্পের মাধ্যমে লোকশিল্পীদের পুনরুজ্জীবনের ফলে রাজ্যের হারিয়ে যাওয়া বহুপ্রাচীন লোকশিল্প প্রাণ ফিরে পাচ্ছে। যেমন হাওড়া জেলার প্রাচীন লোকশিল্প ‘কালিকাপাতাড়ি’।

এই লোকশিল্পের মাধ্যমে প্রাচীন পৌরাণিক কাহিনীকে যেভাবে জীবন্ত করে তোলা হয়, তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না। হাওড়া জেলার এই প্রাচীন শিল্প জনপ্রিয় হলেও বাম সরকারের অবহেলায় এই শিল্প ক্রমে হারিয়ে যেতে বসেছিল। এমনকি এই পেশায় জড়িত শিল্পীরা এই পেশা থেকে মুখ ঘুরিয়েছিল।

রাজ্যের পালাবদলের ফলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকপ্রসার শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন শিল্পীরা। জেলার এই প্রাচীন লোকশিল্পে একমাত্র শ্যামপুরের শিল্পীরাই যুক্ত আছে।

বর্তমানে শ্যামপুরে ৩টি দলে ৫০ জন শিল্পী আছে। এক একটি দোলে ১৫ থেকে ২০ জন করে শিল্পী প্রাচীন এই শিল্পে অভিনয় করেন। রাজ্য সরকারের এই উদ্যোগে কালিকাপাতাড়ি শিল্পীরা নতুন উৎসাহে অনুষ্ঠান করছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে।

 

Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.

Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.

The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.

Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.

At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.

The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.

 

লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য

লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।

এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।

Source: Millennium Post