Across Bengal, estimated loss due to floods across stands at Rs 14,000 Cr: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has said that the estimated loss due to the recent flood in 11 districts in Bengal stands at Rs 14,000 crore. The State Government has sent a report to that effect to the Centre, containing the estimated loss across the state.

According to an official at the state secretariat, Nabanna, over the last four years, the state has spent Rs 1,500 crore to give compensation and to fight the situation after any natural calamity. Unfortunately, despite the state administration writing to the Central Government several times, the Centre has not released any grant to support the State Government during times of such need.

With respect to the recent flood, the official said that while compensation packages were being announced for other states, not even a representative was sent to Bengal by the Centre to take stock of the situation.

However, the State Government had responded without any delay; it started providing all necessary support to the flood-affected farmers. The Chief Minister herself went to the heavily inundated areas across the state and took stock of the situation.

The official said that seeds worth around Rs 10 crore have already been distributed. Sowing of seeds in most of the flood-affected areas in south Bengal is complete and it is going on in North Bengal in full swing.

The official assured that despite the flood, there is nothing to panic with regard to the production of food crops. The target of rice cultivation of around 161 lakh tonne is most likely to be reached.

It may be mentioned that the flood in both north and south Bengal took place due to heavy rainfall from August 12 to 15 and from July 21 to 26. According to government sources, the flood in 11 districts had affected agriculture on around 10.67 lakh acres. Around three lakh houses were completely damaged, around 55,000 were heavily damaged and more than 52,000 were partly affected.

Source: Millennium Post

বন্যায় ক্ষতি ১৪ হাজার কোটি, কেন্দ্রকে চিঠি পাঠাল রাজ্য

রাজ্যে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মর্মে রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ’কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, চলতি বছরে প্রথমে দক্ষিণবঙ্গ এবং তারপরে উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে পড়ে। কৃষিক্ষেত্র ছাড়াও রাস্তা-ঘাট, ব্যক্তিগত সম্পত্তি সবই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়। যার মধ্যে কৃষিক্ষেত্রেই প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত ৪ বছরে রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, চলতি বছরে বন্যার কবলে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, অসম, বিহার পড়েছে। সেক্ষেত্রে কেন্দ্র ইতিমধ্যে গুজরাতকে ও বিহারকে ৫০০ কোটি টাকা এবং অসমকে দু’হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও বন্যার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল

 

Source: Bartaman, Aajkal

Bengal Govt to provide ration in flood-affected areas even without cards

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee yet again stands by the people at an hour of crisis. The State Food and Supplies Department has decided to distribute ration at flood-affected areas even without cards, the minister has said. Dealers who do not follow this decision will be penalised.

The State Government is also taking initiatives to open temporary ration shops in the flood-affected areas. Consumers unable to produce their cards are being allowed to collect ration by registering their names in the books.

The Food and Supplies Department will also ensure seamless supply of rice and wheat to the relief camps.

 

কার্ড না আনলেও মিলবে রেশন, বন্যাদুর্গতদের পাশে খাদ্য দপ্তর

বন্যার জন্য কোনও রেশন গ্রাহক কার্ড আনতে না পারলেও তাঁকে খাদ্যশস্য দিতে বলা হয়েছে। এই সব সিদ্ধান্ত রেশন ডিলাররা না মানলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এর পাশাপাশি বন্যা কবলিত এলাকায় অস্থায়ী রেশন দোকান খোলার জন্য নির্দেশ দিল খাদ্য দপ্তর। দুর্গত মানুষজন রেশন কার্ড দেখাতে না পারলেও খাতায় রেজিস্ট্রি করে তাঁদের চাল-গম দিচ্ছে খাদ্য দপ্তর।

ত্রাণ শিবিরে চাল-গম জোগান অব্যাহত রাখতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গত এলাকার মানুষজন যাতে খাদ্যের সংকটে না পড়ে, তার জন্য অস্থায়ী রেশন দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। বন্যায় জল জমায় অনেক জায়গাতেই রেশন দোকান বন্ধ হয়ে গিয়েছে। এতে বন্যাদুর্গতদের দুর্ভোগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে কোনও রাস্তার উপর বা উঁচু জায়গায় অস্থায়ী শিবির খুলে রেশন দোকান চালাতে বলা হয়েছে।