Chief Minister Mamata Banerjee today surveyed the flood-affected districts of North Bengal, even wading through some of the submerged areas in a bid to feel the suffering of the people. She spoke to some affected villagers and prioritised relief measures. Later, she spoke to the media at the Malda Municipality headquarters.
Excerpts from the media interface
The floods have taken place due to the release of water by the DVC and Farakka Barrage. The state of the reservoirs and river beds has become such that people are getting hit more by the release of water rather than by rains.
Necessary steps
I have discussed the situation with the district officials. They as well as the State Government are monitoring the situation. These measures have to be followed:
- It is necessary to stand by the people in their hour of need – to shelter them, to look after their needs.
- After the flood waters recede, primary healthcare centres, hospitals, tube-wells and schools need to be cleaned on a priority basis.
- Authorities have to be alert to combat water-borne diseases.
- The State Government will reconstruct affected schools, colleges, bridges, agricultural land and betel leaf plantations.
The floods have occurred due to the abnormal rise in water levels. The Centre should see to it that dredging is done properly. Bengal has become like a boat. Neither the Farakka Barrage nor the reservoirs under the DVC are dredged.
There is no water during the summer and during the monsoon it is the opposite – an excess of water. I am not in favour of submerging people by building dams and releasing water when they cannot hold it. But then everyone should be careful. We want to maintain good relations with everyone. Let everyone be happy. It is everyone’s duty to stand by the affected people.
About the destruction due to floods
Till date, 152 people have died due to floods in the State this year. This is not a small number; it is a very unfortunate situation. Almost 1.5 crore people have been affected all across the State. The State Government does not delay in conveying aid, it is trying its best. About four lakh tents have been distributed; more are being provisioned for distribution. There is enough aid material. We are not stingy about distributing them. Many speed boats are also operating in the flooded areas for distributing relief. The floods have caused losses totalling almost Rs 14,000 crore in 11 districts of the State.
On Central Government aid
The Central Government has provided aid packages worth Rs 2,000 crore each to Gujarat and Assam. All states must get Central aid. Bengal has been less affected by floods than Gujarat and Assam. We would send a detailed report and expect the help which is needed. I have also written to the Prime Minister a few times regarding the erosion of the Ganga’s banks but no actions have been taken.
বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
আজ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এরপর মালদার পৌরভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
বন্যা হচ্ছে নদীর জল ছাড়ার কারণে। দক্ষিণবঙ্গে যখন বর্ষা হয়েছিল তখন ডিভিসির ছাড়া জলে অধিকাংশ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের নদীর গতিপথ এমন হয়েছে যে এখানেও প্রাকৃতিক দুর্যোগের জলের থেকেও নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে। কারণ নদীর নীচ থেকে জল ওঠে।
এই অবস্থায় আমাদের করনীয়ঃ
এই সব জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি। ওনারাও মনিটারিং করছেন। ওখান থেকেও আমরা অনবরত মনিটারিং করছি।
- মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষকে আশ্রয় দেওয়া, তাদের সুবিধা-অসুবিধা দেখা
- বন্যার পর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, নলকূপ, স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
- বন্যার পর জল বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। সেসব দিকে নজর রাখতে হবে।
- বাড়িঘর, স্কুল-কলেজ, রাস্তা, সেতু, চাষের জমি, পানের বরজ নষ্ট হয়েছে সেগুলো সরকার দায়িত্ব নিয়ে করে দেবে।
নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে, এগুলি প্রাকৃতিক ব্যাপার। কেন্দ্রের দেখা উচিত, ভালো করে ড্রেজিং করা উচিত। বাংলা একটা নৌকার মত। ফরাক্কা, DVC কিছুরই ড্রেজিং হয় না।
গরমকালে জল পাওয়া যায় না আর বর্ষাকালে বাঁধ ভেঙে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। বাঁধ কেটে অন্য কাউকে ডুবিয়ে দেওয়ার পক্ষে নই আমি। তেমন বাকিদেরও খেয়াল রাখতে হবে তাদের সবার একটা সীমানা আছে। আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক maintain করে চলি। সবাই ভালো থাকুক। সকলেরই কর্তব্য মানুষের পাশে থাকা।
বন্যায় ক্ষয়ক্ষতি প্রসঙ্গেঃ
বন্যায় এখনও পর্যন্ত ১৫২ জন মারা গেছেন। সংখ্যাটা কম নয় – এটা খুবই দুঃখজনক। সব জেলা মিলিয়ে প্রায় দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। সরকার ত্রাণ নিয়ে অবহেলা করে না, সরকার তাদের সাধ্যমতো সাহায্য করছে। প্রায় ৪ লক্ষ ত্রিপল দেওয়া হয়েছে। আরও মজুত করা আছে। ত্রাণ পর্যাপ্ত আছে। ত্রাণ দিতে আমরা কার্পণ্য করি না। বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, প্রায় ১১ টি জেলা ক্ষতিগ্রস্ত। অনেকগুলি স্পিড বোট দেওয়া হয়েছে।
কেন্দ্রের সাহায্য প্রসঙ্গেঃ
কেন্দ্রীয় সরকার আসাম, গুজরাতকে ২০০০ কোটি টাকা করে প্যাকেজ দিয়েছে, আমি চাই সব রাজ্যই পাক। গুজরাট, আসামের চেয়ে বাংলা বন্যায় কম ক্ষতিগ্রস্ত নয়। আমরা আমাদের সম্পূর্ণ রিপোর্ট পাঠাবো এবং আশা করব আমরা আমাদের ন্যায্য পাওনা পাব। গঙ্গার ভাঙন নিয়েও কয়েকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।