Two specialised educational institutions are coming up in north Bengal – one for teaching fisheries science and the other for teaching veterinary sciences. Both are being set up by the Bengal Government and will be located at Mainaguri in Jalpaiguri district.
With these two, the government is going to fulfil a long-standing demand of the student community. All such institutions are currently located in south Bengal.
Rs 251 crore has already been allotted for the construction of the two colleges, which are going to come up on 151 acres. Courses would start in 2019.
Currently, veterinary and fisheries sciences are taught at West Bengal University of Animal and Fishery Sciences in Belgachia in Kolkata, with an Extension Centre at Lodhashuli in Jhargram district, and at Bidhan Chandra Krishi Viswa Vidyalaya in Mohanpur in Nadia district.
প্রাণী ও মৎস্যবিজ্ঞান কলেজ উত্তরবঙ্গে
রাজ্যে প্রাণী ও মৎস্যবিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান আপাতত দু’টি এবং দু’টিই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে নেই একটিও। সেই ঘাটতি জোড়া কলেজ দিয়ে পূরণ করে দিতে চাইছে রাজ্য সরকার। একই সঙ্গে ভেটেরিনারি বা প্রাণী কলেজ এবং ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান কলেজ পাচ্ছে উত্তরবঙ্গ। জলপাইগুড়িতে খুব শীঘ্রই ওই দু’টি কলেজ গড়ে তুলবে রাজ্য।
ওই দু’টি কলেজ তৈরিতে বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। দু’টি প্রকল্পই রূপায়ণ করবেন বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।
রাজ্য সরকার ওই দু’টি কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে ২৫১ কোটি টাকা বরাদ্দ করেছে। দু’টি প্রতিষ্ঠানের জন্য জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রায় ১৫১ একর জমি দেখা হয়েছে।
ফেব্রুয়ারিতেই নতুন দু’টি কলেজ তৈরির কাজ শুরু হবে। ২০১৯ সালে নতুন দু’টি কলেজের পঠনপাঠন শুরু হয়ে যাবে।
সেই সঙ্গে ঝাড়গ্রামের লোধাশুলিতে ৪০ একর জমিতে প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। ঝাড়গ্রামে পশু-প্রজনন কেন্দ্র তৈরি হবে। ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ ও ঘুংড়ু প্রজাতির শুয়োর চাষ হবে সেখানে।