Hungarian fish Amur to soon grace your plates, courtesy Bengal Govt

State Fisheries Development Corporation (SFDC) will introduce a new variety of fish before the Pujas – amur. The fish rom Hungary looks very close to Rohu and tastes better than Catla, according to officials of SFDC. Amur will cost Rs 100 per kilogram (kg), much cheaper than Rohu and Catla.

The SFDC has imported two thousand Amur. If people like the taste of the fish, then steps will be taken to grow the variety in hatcheries of Bengal on a large scale. As of now, Amur has been planned to be cultivated at the Nalban hatchery of SFDC.

The managing director of SFDC said the Amur fingerling grows upto 2 kg within 6 months while Rohu and Catla fingerlings take nearly two years to reach a weight of 2 kg, leading to frequent shortage of supply. This causes over dependence on the supply of fishes from Andhra Pradesh.

 

রাজ্য সরকারের সৌজন্যে হাঙ্গেরীর মাছ এবার বাঙালির পাতে

পুজোর আগেই মৎস্য দপ্তর বাঙালীর পাতে তুলে দেবে সুদূর হাঙ্গেরীর মাছ আমুর। দপ্তরের আধিকারিকদের মতে, এই আমুর মাছটি দেখতে রুই মাছের মত এবং স্বাদে কাতলাকে হার মানায়। এই মাছের আনুমানিক দাম হবে কিলো প্রতি ১০০টাকা, যা রুই বা কাতলার তুলনায় অনেক কম।

ইতিমধ্যেই মৎস্য দপ্তর ২০০০ মাছ আমদানি করেছে। যদি সাধারন মানুষ এই মাছকে গ্রহণ করে, তাহলে হ্যাচারিতে এই মাছ বিপুল মাত্রায় উৎপাদনের জন্য পদক্ষেপ নেওয়া হবে। এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, নলবন হ্যাচারিতে এই মাছের উৎপাদন করা হবে।

আধিকারিকরা জানিয়েছেন, এই আমুর মাছের চারা মাত্র ছয় মাসে ২ কিলো পর্যন্ত ওজনের হতে পারে, যেখানে রুই ও কাতলা মাছের চারা ওই পরিমাণ বাড়তে আনুমানিক দুই বছর সময় নেয়। এর ফলে, মাঝে মাঝে রুই ও কাতলা প্রয়োজনের তুলনায় অনেক কম আসে।

এর ফলে অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভরতা কমবে রাজ্যের।

 

Source: Millennium Post

 

Tuna, salmon & other marine delicacies to be available in Kolkata, courtesy State Govt

Thanks to the State Fisheries Development Corporation (SFDC), fish-lovers in Kolkata would soon be able to lay their hands on sea fishes like tuna, salmon and sardines, and sea crabs as well. The Corporation is busy making arrangements to make these available soon.

They would be imported from the Andaman and Nicobar Islands.

After the necessary processing, the fishes would be made available through various wholesalers and retail sellers, and also through the fish-selling vans run by the SFDC.

Not just selling, the SFDC is also making preparations to breed and export these fishes, alongside the other exotic fishes it already does, like cobia, chanos, prawns (bagda) and basa.

At the recent Bengal Global Business Summit (BGBS), memoranda of understanding (Mou) worth Rs 1,500 crore was signed in agriculture and related sectors, of which 19 MoUs worth Rs 480 crore were signed in the fisheries sector.

 

শহরেই মিলবে টুনা , সার্ডিন , স্যামন

টুনা , সার্ডিন , স্যামন৷ ইচ্ছা থাকলেও কলকাতাবাসীর এই সামুদ্রিক মাছগুলি জোগাড়ে কালঘাম ছোটার উপক্রম৷ নিউ মার্কেটের মতো শহরের হাতেগোনা কয়েকটি বাজারেই টিন ফুডে এই মাছগুলি মিললেও, তা সাধারণের নাগালের বাইরে৷

মাস দেড়েকের মধ্যেই বদলে যেতে চলেছে এই পরিস্থিতি৷ কারণ, বাংলা থেকে চারা পোনা ও মাছের খাবার সরবরাহের বিনিময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে টুনা , সার্ডিন , স্যামন এবং সামুদ্রিক কাঁকড়া আনতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম৷ এ নিয়ে আন্দামানের সঙ্গে একটি চুক্তিও রয়েছে নিগমের৷

আন্দামান থেকে আনা সেই সামুদ্রিক মাছগুলির প্রক্রিয়াকরণের পর স্থানীয় পাইকারি এবং খুচরো বাজারে তা বিক্রি করবে নিগম৷ নিগমের গাড়িগুলির মাধ্যমেও সেগুলি বিক্রি করা হবে৷ এমনকী , কোবিয়া , চ্যানোস , বাগদা , বাসার পাশাপাশি টুনা , সার্ডিন , স্যামন , সামুদ্রিক কাঁকড়া রন্তানির উদ্যোগও নিচ্ছে নিগম৷

এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তার মধ্যে শুধু মৎস্য সংক্রান্ত চুক্তিই স্বাক্ষরিত হয়েছে ১৯টি, যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে মাছ প্রক্রিয়াকরণ শিল্পের অনেকটাই বিকাশ ঘটবে এ রাজ্যে৷

Source: Ei Samay

Bengal’s Fisheries Development Corporation to open restaurants in Jharkhand

Soon, fish and fish-based dishes from Bengal are going to delight people of Jharkhand too.

State Fisheries Development Corporation (SFDC) is signing a memorandum of understanding with the Jharkhand Government to open four fish restaurants – in the cities of Ranchi, Jamshedpur, Kodarma and Dhanbad.

In recent years, under directions from Chief Minister Mamata Banerjee, cultivation and export of fishes – both to other states and other countries – has increased manifold. Not just that, the SFDC is also setting up restaurants in various parts of the country. As a result of these, Bengal is the top state now in terms of generating income from selling fish.

Not just that, SFDC will also train people in Jharkhand on how to cut fish fillets, so that its restaurants can supply these to local restaurants. And of course, it also means generating employment opportunities.

It already does so in Bengal, where it trains people in South 24 Parganas district in this fine art. This ensures income for SFDC as it gets to supply these to restaurants and also creates employment.

 

ঝাড়খণ্ডে রেস্তোরাঁ খুলবে বাংলার মৎস্য উন্নয়ন নিগম

খুব শীঘ্রই বাংলার মাছ ও মাছের বিভিন্ন পদের স্বাদ পাবে ঝাড়খণ্ডবাসী।

মাছের ব্যবসাকে বৃদ্ধি করতে ঝাড়খণ্ডে নতুন ৪ টি রেস্তোরা তৈরি করছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। রাঁচি, জামসেদপুর, কোডারমা এবং ধানবাদে রেস্তোরা খুলবে রাজ্য সরকার। এই রাজ্য থেকে সামুদ্রিক মাছের সম্ভার যাবে ঝাড়খণ্ডে এবং ওই রাজ্য থেকেও কিছু মাছ আমদানি করা হবে।

মাছের ফিলে কিভাবে কাটা হয় তার জন্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের প্রশিক্ষণ দেবে এসএফডিসি। প্রসঙ্গত, এই নিগম ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মহিলা ও পুরুষদের নিয়ে মাছের ফিলে কাটার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। এর ফলে অনেক কর্মসংস্থানও হবে।

প্রচলিত একটি কথা আছে, ‘মাছে-ভাতে বাঙালি’। এখন সারা দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মাছের চাহিদা পূরণ করতে বাংলার দ্বারস্থ হচ্ছে সকলে।

 

Source: Khabar 365 Din

Sea crabs: The new dish to look out for at SFDC outlets

At the Ahare Bangla food festival being held at New Town Mela Ground, a new item is being served by the State Fisheries Development Corporation (SFDC): sea crabs. Various dishes based on sea crabs are being sold this year.

The food festival, whose third edition is being held this year, is open to everyone from December 8 to 11. Lunch items would be available from 12 PM to 3 PM, snacks from 3 PM to 6 PM and dinner items from 6 PM to 9 PM.

For many years now, fishermen in Digha have been catching these sea crabs. SFDC has known the demand for these crabs for some time now – not just in the state and in other parts of the country like in New Delhi and Mumbai (including in five-star hotels), but also in other countries, from enquiries from Japan and United Arab Emirates (UAE).

Now it is firming up plans to buy these crabs from fishermen in a systematic way and supply them to various places. For export, the countries being planned to be sent to are Japan, South Korea, China, Australia and the Gulf countries, and to Europe.

 

রঙিন কাঁকড়ার বাহারি পদে চমক দিতে চাইছে মৎস্য নিগম

সমুদ্রের রঙিন কাঁকড়ার পদ এবার বাঙালির পাতে তুলে দিতে চাইছে মৎস্য দপ্তর। দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগম এই পরিকল্পনা করেছে। রঙিন কাঁকড়াগুলি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিগমের দীঘা প্রকল্পের আধিকারিকদের কথায়, গত ১০ বছর ধরে এই কাঁকড়া মৎস্যজীবীদের জালে অল্প অল্প করে ধরা পড়ছিল। কিন্তু গত দু-তিন বছরে এর পরিমাণ অনেকটাই বেড়েছে।

‘আহারে বাংলা’ উৎসবে প্রথম সাধারণ বাঙালির জন্য এই কাঁকড়ার পদ আনা হচ্ছে। পরে খোলাবাজারেও বিক্রি করা হবে। সমুদ্রে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এই রঙিন কাঁকড়ার চাহিদা ভালো।

শুধু ‘আহারে বাংলা’ নয়, পরবর্তীতে কলকাতার খোলাবাজারেও এই কাঁকড়া বিক্রি করতে চাইছে নিগম। সেই সঙ্গে কাঁকড়া বিভিন্ন পদ নিগমের রেস্তরাঁতে খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের বাজারে এই কাঁকড়া বিক্রি করে কীভাবে মুনাফা করা যায়, সেই পরিকল্পনাও করা হচ্ছে।

বিদেশে রঙিন কাঁকড়ার সবথেকে বেশি চাহিদা জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ইউরোপে। আরব দুনিয়াতেও ধীরে ধীরে এই কাঁকড়ার চাহিদা বাড়ছে। এছাড়াও কলকাতা সহ দিল্লি, মুম্বইয়ের বড় বড় পাঁচতারা-সাততারা হোটেলে রঙিন কাঁকড়ার চাহিদা প্রচুর।

Source: Bartaman

The image is representative (source)

Bengal Fisheries Dept to make new varieties of fish available in markets

West Bengal Fisheries Development Corporation Limited started farming new fish varieties which can survive even in saline waters outside the sea, which is rare for fish breeds. The market price of those edible fish is pocket friendly.

Add more variety to the Bengali fish platter, some new types of fish are being cultivated in Bengal. The cultivation by the state fisheries department has been started on an experimental basis. If successful, the cultivation would be opened up to all interested people.

The three varieties – silver pompano, changosh and cobia – are being cultivated through the method of cross-breeding. Silver pompano is akin to the ever-popular pomfret whereas changosh is a type of lobster. Pomfrets and lobsters have always been popular among Bengalis.

Cobia, which looks like catfish, is also a delicious fish, which was earlier not available in markets.

Silver pompano, as the name suggests, is silver in colour. It can acquire a weight of 450-550 gram within three months. The fish can weigh 7 kg by seven months. Popularly known as Chanduva in Andhra Pradesh, this rare variety of pomfret is not available even in sea waters now.

Farming of these fishes are being done at Alampur near Digha. A full-grown changosh can weigh about one-and-a-half kilograms. The delicious cobia, which can weigh between three to four kilograms, is also being cultivated near Digha, said a Fisheries Development Corporation officer.

All the three new varieties have a huge export potential too. The interest in cultivating these fish is expected to grow. The daily demand of the fish will also be under control.

 

নতুন প্রজাতির মাছ বাজারে আনতে চলেছে ম९স্য দপ্তর

রাজ্য ম९স্য দপ্তর নতুন নতুন প্রজাতির মাছ চাষ শুরু করেছে যেমন – যেসব মাছ সমুদ্রের বাইরের নোনা জলেও বেঁচে থাকতে পারে। এই মাছের দামও খুব সস্তা হবে।

আপাতত রাজ্য ম९স্য দপ্তর এই চাষ শুরু করেছে পরীক্ষামূলক ভাবে। এই পরীক্ষা সফল হলে, সকল আগ্রহী মানুষকে এর ব্যাপারে জানানো হবে।

সংকর পদ্ধতিতে তিন ধরনের মাছের চাষ করা হচ্ছে – ‘সিলভার পম্পানো’, ‘চ্যাঙস’ ও ‘কবিয়া’। ‘সিলভার পম্পানো’ আমাদের পরিচিত পমফ্রেট মাছের মতো, ‘চ্যাঙস’ তেমনই গলদা চিংড়ির সঙ্গে সদৃশ। পমফ্রেট ও গলদা চিংড়ি বাঙ্গালির খুবই প্রিয়।

‘কবিয়া’ একধরনের ক্যাট ফিস, যেটি খেতে খুবই সুস্বাদু, এর আগে বাজারে পাওয়া যেত না। ‘সিলভার পম্পানো’ তাঁর নামের মতই রুপালি রঙের হয় ও মাত্র তিন মাসে ৪৫০-৫৫০ গ্রাম ওজনের হয় ও সাত মাসে সাত কিলো ওজনের হতে পারে। এই মাছটি অন্ধ্রপ্রদেশে চন্দুভা নামে পরিচিত। এটি খুবই বিরল প্রজাতির মাছ যা সমুদ্রেও এখনও পাওয়া যায় না।

ম९স্য দপ্তরের এক আধিকারিক জানান, দিঘার কাছে আলমপুরে এই তিন ধরনের মাছ চাষ করা হচ্ছে। একটি ‘চ্যাঙস’ মাছ দেড় কিলো পর্যন্ত ওজন হতে পারে। সুস্বাদু ‘কবিয়া’ মোটামুটি ভাবে তিন থেকে চার কিলোর মধ্যে ওজন হয়।

এই তিন ধরনের মাছেরই রপ্তানি হওয়ার বিপুল পরিমান সম্ভবনা আছে। এই ধরনের মাছ চাষের উ९সাহ বাড়বে বলে আশা করা যায়। এই মাছগুলি বাজারে এলে দৈনিক মাছের চাহিদাও অনেকটা নিয়ন্ত্রনে আসবে।