Developments undertaken by the Fisheries Department in the last seven years

The State Fisheries Department has undertaken various programmes for the development of the fisheries sector across Bengal. It is leading a balanced approach by enhancing fish production and thus ensuring nutritious food for all. Simultaneously, it is looking after the sustainability of fisher-folk by ensuring the adoption of sustainable methods of fishing and fish production.

This approach has brought about considerable poverty alleviation. The Panchayats Department is also actively involved with the Fisheries Department on a few aspects.

Aquaculture: Bengal has achieved remarkable results in both the inland fishery and marine fishery sectors. During financial year (FY) 2017-18, the production of fish was 17.42 lakh metric tonnes (MT), a substantial increase over the 2010-11 figures, the last year of the Left Front rule.

Fish seeds: During 2017-18, production of fish seeds was 2,017.7 crore, again a big increase from 2010-11. Fingerlings, numbering 1,700 lakh, have been distributed in about 1.21 lakh water bodies from 2011-12 to 2017-18. Bengal also caters to a huge 40 per cent of the country’s demand for fish seeds.

Fish feed: Nutritionally balanced floating feed is being supplied free of cost since 2014-15. Till 2017-18, 27,000 metric tonnes (MT) of ­fish feed has been supplied to about 14,000 ­fish farmers.

Conservation of indigenous local ­fish: To conserve local indigenous fish species, steps have been taken to introduce indigenous fish (ie, pabda, saral punti, deshi tangra, mourala, chital, folui, etc.) in bheels, backyard water bodies, etc. Special emphasis has been given for increasing production of deshi magur.

Introduction of new species: Culture of many new species like silver pompano, nona tangra, cobia, chanos (milk fish) and marine crab has been introduced in brackish water during the last seven years. The culture of boroli is now also being attempted in the freshwater bodies of south Bengal.

Moyna Model and its replication:For augmenting the production of fish, a new model called Moyna Model was adopted during FY 2017-18. Its prime objective is the culture of mainly rohu, catla and mrigel at the rate of 12,000 kg (12 MT) per hectare per year in the seven districts of Cooch Behar, Murshidabad, Dakshin Dinajpur, North 24 Parganas, Nadia, Howrah and South 24 Parganas as well as in Kalyani Fish Farm in Baro Sagar Dighi (Nadia district).Model fish farms have been identified covering 90 hectares of water bodies, along with 113 progressive farmers.

Export:Achievements in the export sector have also been quite significant under the Trinamool Congress Government. From 61,709 MT of fish worth Rs 1,734 crore during FY 2011-12, the figures reached 1,04,762 MT worth Rs 4,455.74 crore during FY 2016-17.

 

Thus, Bengal is marching ahead towards not only self-sufficiency in fish production but substantial contribution towards exports too.

Developments undertaken by the Fisheries Department

The State Fisheries Department has undertaken various programmes for the development of the fisheries sector across Bengal. It is leading a balanced approach by enhancing fish production and thus ensuring nutritious food for all while at the same time protecting fisher-folk by ensuring the adoption of sustainable methods of fishing and fish production.

This approach has brought about considerable poverty alleviation. The Panchayats Department is also actively involved with the Fisheries Department.

Inland fisheries

Bengal has achieved remarkable results in the inland fisheries as well as the marine fisheries sectors. Fish production during financial year (FY) 2017-18, up to December 2017, was 13.42 lakh metric tonnes (LMT), while the estimated production for the entire FY is 17.52 LMT. Fish seed production till December 2017 was 1.24 lakh (KG or TONNE?). Bengal caters for a huge 40 per cent of the country’s demand in this respect. During FY 2018-19, Bengal will start supplying fish seed in large quantities to neighbouring states.

Moyna Model

For augmenting the production of fish, a new model called Moyna Model was adopted during FY 2017-18. Its prime objective is the culture of mainly rohu, catla and mrigel at the rate of 12,000 kg per hectare per year in the seven districts of Cooch Behar, Murshidabad, Dakshin Dinajpur, North 24 Parganas, Nadia, Howrah and South 24 Parganas as well as at the Kalyani Fish Farm in Baro Sagar Dighi (Nadia district).

Model fish farms have been identified covering a total of 90 hectares of water area as well as 110 progressive farmers.

Export

Achievements in the export sector have also been quite significant under the Trinamool Congress Government. From 61,709 MT of fish worth Rs 1,734 crore during FY 2011-12, the figures reached 1,04,762 MT worth Rs 4,455.74 crore during FY 2016-17.

West Bengal Fisheries Investment Policy 2015

For attracting substantial investments in the fisheries sector, the Government has promulgated the West Bengal Fisheries Investment Policy 2015. From FY 2015-17 till now, 30 projects have been initiated at an investment (by both private and government players) of Rs 339.35 crore. During the Bengal Global Business Summit 2018, 19 memorandums of understanding (MoU) worth Rs 760.3 crore were signed.

Thus, Bengal is marching ahead towards not only self-sufficiency in fish production but substantial contribution towards exports too.

মৎস্য দপ্তরের উন্নয়ন 

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন। সমস্ত দপ্তরের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।
রাজ্যে মাছ চাষের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।

রাজ্য সরকার মৎস্যচাষিদের কল্যাণে অনেক প্রকল্প নিয়েছে। ছোট মৎস্যচাষিদের জন্যও বার্ধক্য ভাতা আনা হয়েছে। এই প্রকল্পে ৮৫০০ জন বয়স্কও ও ছোট মৎস্যচাষিদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ২০১৭-১৮ সালে ২২৩০টি জলহুন্ডী বিতরণ করা হয়েছে আন্তঃদেশীয়, সামুদ্রিক মৎস্যচাষিদের জন্য। ২১৬৮জন মৎস্যচাষিকে ইন্সুলেটেড বক্স সহ বাইসাইকেল প্রদান করা হয়েছে। ১৯৮৪-৮৫ সালে শারীরিক ভাবে অক্ষম মৎস্যচাষিদের অর্থনৈতিক সহায়তার জন্য ফিশারমেন্স গ্রুপ পার্সনেল অ্যাকসিডেন্ট বীমা প্রকল্প নেওয়া হয়। এই বছর ২১৭৩৭০ মৎস্যচাষিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। কোনও মৎস্যচাষির মৃত্যু হলে বা ৭ বছরেরও বেশী সময় নিখজ থাকলে, তাঁর পরিবারকজে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। শারীরিক ভাবে অক্ষম হলে ১ লক্ষ টাকা দেওয়া হয়।

কাথি ও ডায়মন্ড হারবারে ৫৩টি খুঁটি সমিতি ইন্টিগ্রেটেড স্কীম ফোর অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স অফ খুঁটিস প্রকল্পে সাহায় পেয়েছে। খুঁটি চালক ও সাফাইকর্মীদের পারিশ্রমিকে সহায়তা করা হয়, লিঙ্ক রোড তৈরী করা হয় খুঁটি পরিকাঠামোতে, নিমজ্জিত পাম্প, সৌর আলো, মাছ শুকোনোর জায়গা, বাসের কাঠামো, পরিষ্কার করার জন্তপাতি, ছোট যন্ত্রপাতি, টিউবওয়েল সারাই। ২০১৭-১৮ সালে ৩.৫ কোটি টাকা দান করা হয়েছে খুঁটি সমিতিগুলির জন্য।

সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য বায়োমেট্রিক পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে। ২৪৬৯২৯ পরিচয়পত্র ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এমএস অ্যাক্ট ১৯৫৮ ও ওয়েস্ট বেঙ্গল মেরিন ফিশিং রেগুলেশন অ্যাক্ট ১৯৯৩ মেনে ১২৪৮২টি সামুদ্রিক মৎস্য যান নথিভুক্ত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য ৩৬৫৬ টি মাছ ধরার নৌকাতে ডিস্ট্রেস অ্যালার্ম ট্রান্সমিটার বিলি করা হয়েছে।নোনাজলে মাছের চাষ বাড়াতে ২০১৭-১৮ সালে ৪.৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

মাছ ও মাছ চাষের ওপর গবেষণা করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগণার পৈলানের গবেষণা কেন্দ্রে। এছাড়া একটি মিষ্টি জলের গবেষণা কেন্দ্র আছে নদীয়ার কল্যাণীতে কুলিয়াতে। এখানে নতুন চারা তৈরীর ওপর গবেষণা করা হয় বিশেষত অবলুপ্তির পথের মাছের, অ্যাকোরিয়ামের মাছের ওপর গবেষণা করা হয়। গ্রামীণ মহিলাদের অ্যাকোরিয়ামের মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

Bengal Govt to cultivate hilsa in ponds and rivers

In a significant stride towards becoming self-reliant in the production of hilsa (ilish), the State Fisheries Department will now take up the cultivation of the fish in ponds and rivers.

The department has signed an agreement with a Norwegian company. The company has been successful in cultivating salmon in pond and river water, and is helping the State Government in replicating that success for hilsa, according to the Fisheries Minister.

The department gradually wants to stop importing the fish from Myanmar, which is much more than gastronomy for a Bengali. Ilish, as hilsa is called in Bengali, is about identity, history and nostalgia.

Hilsa is a significant component of open-water capture fishery in Bengal, contributing about 19 per cent of the total fish landing in the Hooghly-Matla estuarine system.

Over the years, due to wanton exploitation, pollution and habitat destruction, there has been a decline in the availability of hilsa.
One of the measures to combat this was the setting up, inspired by the vision of Chief Minister Mamata Banerjee with regard to self-reliance in hilsa, of the country’s first ever dedicated Hilsa Conservation and Research Centre (HCRC) at Sultanpur in Diamond Harbour in December 2013 by the Fisheries Department.

The department is in the process of setting up two similar HCRCs in Tribeni in Hooghly district, located on the bank of the Hooghly, and Farakka in Murshidabad district, on the bank of the Ganga.

The catching, marketing and transportation of fishes less than 23 cm in length is banned in the state. The Fisheries Department has put in place vigilante teams in all the concerned districts for keeping regular vigil on markets and landing centres. Special raids are conducted during the designated ban period between September 15 and October 24 each year. The department also maintains coordination and synergy with laboratories and institutes working on hilsa fishery.

The department also takes awareness campaigns for hilsa conservation, by distributing leaflets, putting up banners and posters, and conducting boat and road rallies in areas where the fish is netted by fishermen.

The fish is anadromous, that is, migrates up rivers from the sea to spawn, during the periods from June to September and from January to April.

 

 

এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ করবে রাজ্য

ইলিশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ শুরু করবে রাজ্য সরকার। এই বিষয়ে নরওয়ের একটি সংস্থার সাথে চুক্তি করবে রাজ্য মৎস্য দপ্তর। এই সংস্থাটি তাদের দেশে পুকুর ও নদীতে স্যামন মাছ চাষে বিপুল সফলতা পেয়েছে।

ধীরে ধীরে মৎস্য দপ্তর মায়ানমার থেকে ইলিশ আমদানি বন্ধ করতে চায়। ইলিশ মাছ শুধুই বাঙালির রসনাতৃপ্তি করেনা, বাংলার সংস্কৃতি সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাই এই মাছ চাষে স্বনির্ভর হতে চায় রাজ্য।

সাধারনত ইলিশ মাছ চাষ হয় নোনা জলে, মোহনায়। এতদিন হুগলী-মাতলা নদীর মোহনায় যে মাছ চাষ হয়, তার ১৯ শতাংশই ইলিশ। কিন্তু, দূষণ ও অন্যান্য নানা কারণে দিনে দিনে এই পরিমাণ কমছে।

ইলিশ উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, মুখ্যমন্ত্রীরঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারের সুলতানপুড়ে দেশের প্রথম হিলসা কঞ্জারভেসন অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরী করা হয়। এই ধরণের কেন্দ্র আরও দুটি জায়গাতে তৈরী হয়েছে: হুগলী জেলার ত্রিবেণীর ধারে এবং মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গার ধারে।

২৩ সেন্টিমিটারের চেয়ে কম লম্বা ইলিশ মাছ ধরা, বিপণন এরাজ্যে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যথাযথ কার্যকর করতে বেশ কিছু আধিকারিকের অনেকগুলি দল রাজ্যজুড়ে পরিদর্শন করে। ১৫ই সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর প্রচুর রেড করা হয় প্রতি বছর।

ইলিশ মাছ সংরক্ষণের ব্যাপারে মৎস্য দপ্তর সচেতনতা কর্মসূচীরও উদ্যোগ নিয়ে থাকে। লিফলেট বিলি থেকে শুরু করে ব্যানার ও পোস্টার লাগানো, সচেতনতা মিছিল করা এবং মৎস্যজীবীদের সচেতন করা হয় দপ্তরের উদ্যোগে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে যায় ডিম পাড়তে। এই সময় মাছ ধরা বারন।

Source: Millennium Post

Bengal Govt to revive fish dishes of yore

The State Government is making efforts to revive and popularise fish dishes of Bengal, which were once considered delicacies and sumptuous items on the menu throughout the State. Owing to fewer cooks knowing how to make them, only a few of these dishes are made today, and that too in only a few homes and restaurants.

State Fish Development Corporation (SFDC), an organisation under the Fisheries Department, has decided to cook and deliver many of these once-popular dishes after they are ordered through its app. The service would start from Poila Boishak, the Bengali New Year’s day (the day falls on April 15 this year).

Among the dishes are katlar rosha, koi macher haragouri, methi diye mourala, rui macher jhol with sanjne danta, brinjals and bori, posto-based curry of prawns and sanjne danta, mocha chingri, chapila macher shukto, hilsa with kochur sak, various preparations involving shuntki or sun-dried fish, and tentul diye kancha macher tok.

The dishes will be delivered within three hours from the time of ordering. SFDC has bought six motorbikes to transport the food. Initially, the items would be rolled out from Birati to Tollygunge. Gradually, depending on demand, more routes would be added.

 

হারিয়ে যাওয়া মাছের পদ ফিরিয়ে আনছে মৎস্য নিগম

আগে মধ্যবিত্ত বাঙালির রোজকার পাত আলো করে থাকত কই মাছের ‘হরগৌরী’ বা চাপিলার চচ্চড়ি, কখনও আলু-পটল দিয়ে কাতলা মাছের রসার স্বাদে রঙিন হয়ে উঠত মধ্যানহভোজ।

আঠারো-উনিশ শতকের জিভে জল আনা এরম নানা মেছো রান্না বাঙালির পাতে ফিরিয়ে দিতে উদ্যোগী হল খোদ রাজ্য সরকার। বাংলা নতুন বছরের প্রথম দিনেই কলকাতায় পাওয়া যাবে এমন সব মাছের পদ। এজন্য একটি দল গঠন হয়েছে, যারা এই হারিয়ে যাওয়া রান্নার পদ বিভিন্ন গ্রাম থেকে জেনে নিচ্ছে।

কাতলার রসা বা কই মাছের হরগৌরী ছাড়াও থাকছে মেথি দিয়ে মৌরলা, সজনে ডাঁটা-বেগুন-বড়ি দিয়ে রুই মাছের ঝোল, চিংড়ি দিয়ে সজনে ডাঁটা-পোস্তর চচ্চড়ি, মোচা দিয়ে চিংড়ি, চাপিলা মাছের শুক্তো, ইলিশ দিয়ে কচুর শাক। থাকছে শুঁটকি মাছের বিভিন্ন পদ, তেঁতুল দিয়ে কাঁচা মাছের টক।

প্রসঙ্গত, জানুয়ারি থেকে বাড়ি বাড়ি মাছ বিক্রী শুরু করেছে নিগম, এবার রান্না করা মাছ বিক্রী শুরু হবে নতুন বছর থেকে। এজন্য নতুন অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপে ঠিকানা দিয়ে নির্দিষ্ট পদের অর্ডার করার তিন ঘণ্টার মধ্যেই খাবার টেবিলে এসে হাজির হবে সেই পদ। রোজ সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অর্ডার নেওয়া হবে। রাত সাড়ে আটটা পর্যন্ত ডেলিভারি দেওয়া হবে। এজন্য ছটি নতুন বাইক কেনা হয়েছে।

প্রথম ধাপে বিরাটি থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা চালু করছে নিগম, পড়ে এই পরিধি আরও বাড়ানো হবে।

Source: Sangbad Pratidin

 

Grouper fish to complement bhetki this winter

The State Fisheries Department has decided to serve a new type of fish on the plates of Bengalis this winter – grouper. The hatchlings are being procured from Visakhapatnam. They would be reared at the government hatchery in Fraserganj.
The reason for focusing on grouper is that it tastes just like an eternal favourite of Bengalis – bhetki. The government’s aim is to satisfy part of the high demand for bhetki with grouper. This would prevent unscrupulous traders from hiking up the price of bhetki to unreasonable levels – something they are wont to during winter, when the demand is high.
To initiate the project, a few lakh hatchlings would be bought by the Bengal Government this March. The Trinamool Congress Government has been putting a lot of stress in the farming of fish as well as on its exporting. Then, a lot of restaurants and ready-to-eat outlets are opening up in Kolkata and its outskirts as well as across the state, many by the State Government too, creating a huge demand for bhetki, among other types of fishes. Hence, the potential for grouper is quite high.
The whole project is being overseen by the State Fisheries Development Corporation (SFDC). According to officials of SFDC, the tastes of both the fishes are similar and hence the grouper’s price too would be at the same level as the bhetki’s. SFDC officials expect grouper to capture the hearts and minds of Bengalis soon.

আগামী শীতে ভেটকির বদলে নতুন মাছ গ্রুপার

 

আগামী শীতে বাঙালির পাতে নতুন মাছ পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বিশাখাপত্তনম থেকে আনা হচ্ছে নতুন মাছের চারা। এই মাছের নাম গ্রুপার। এই চারা নিয়ে যাওয়া হবে ফ্রেজারগঞ্জ হ্যাচারিতে। সেখানেই এই মাছের চাষ করবে নিগম।

এই মাছ দেখতে ভেটকি মাছের মতো। স্বাদও একই রকম। শীতের সময় যেভাবে ভেটকি মাছের চাহিদা বাড়ে, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে জোগান দেওয়া যায় না, এই ঘাটতি মেটাতেই এই নতুন মাছের কথা ভাবা হয়েছে।

নিগমের বক্তব্য অনুযায়ী, এই মাছের স্বাদ ভেটকি মাছের থেকেও ভালো, তাই, আশা করা যাচ্ছে বাঙালির পাতে এই মাছ সহজেই জায়গা করে নেবে। এই মাছের বৃদ্ধির হার একটু কম, তাই এক দেড় কিলোর মাছ পেতেও অন্তত শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভেটকি মাছের মতোই এই মাছের দাম রাখা হবে বলে মনে করা হচ্ছে।

Source: Khabar 365 Din

Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

Bengal Govt to take steps to encourage cultivation on fallow land

The Bengal Government has decided to advice farmers on ways to cultivate land generally considered uncultivable or which are lying fallow.

The Agriculture Department is going to hold a meeting with its officials posted in different districts to ensure that not even one cottah of land in its 194 farms lie unused. There are many farms where land is vacant and so directions will be given to cultivate something those plots.

According to a senior departmental official, if nothing can be cultivated, it will be advised to plant at least lemon trees; anything to ensure land doesn’t lie vacant.

There are also 300 ponds in the 194 farms. A letter has already been given to the Fisheries Department to ensure cultivation of fish in the ponds.

Recently too, the State Agriculture Department coordinated a meeting with all other allied departments in which sabhadipatis from all the districts were present. Most of the sabhadipatis appreciated the move of organising this co-ordination meeting.

Source: Millennium Post

অনাবাদী জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নিয়েছে মমতার সরকার

অনাবাদী জমিকে চাষযোগ্য করে তুলতে পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে এখনও বহু জমি অনাবাদী রয়েছে। প্রতিটি জমিকে চাষযোগ্য করতে হবে। তা ডালশস্য হোক বা অন্য কোনও ফসল, সেখানে চাষ করার ব্যবস্থা করতে হবে। কিছু না হোক কাগজী লেবুর চাষ যাতে করা যায়, তার পরিকল্পনা করতে হবে। কোনও ভাবেই ফেলে রাখা যাবে না। কৃষিতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত সিঙ্গুরের অনাবাদী হয়ে যাওয়া জমিকেও মাত্র ছ’মাসের মধ্যে চাষযোগ্য করে ফসল ফলানোর উদাহরণ হয়েছে এই কৃষি দপ্তরের।

কৃষিখামারেও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিকেও ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ১৯৪টি কৃষি খামার রয়েছে। সেখানে বহু জমি অনাবাদী রয়েছে। সেই সঙ্গে কৃষি খামারের মধ্যে থাকা পুকুরেও মাছ চাষের জন্য মৎস্য দপ্তরকে বলা হয়েছে বলে কৃষিমন্ত্রী বলেন। খুব শীঘ্রই কৃষি খামারের অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানেও যাতে নানা ধরনের চাষ করা যায়, তার জন্য বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান, কৃষকদের আরও চাষের সুবিধা করে দিতে। কৃষিপণ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাক।

Bengal Govt takes initiative to install Emergency Alert System in fishing trawlers

To protect the lives of fishermen at the time distress while sailing in the sea, the Bengal Fisheries department has taken a unique initiative to install emergency alert system in all the fishing trawlers.

In some trawlers, the distress alarm technology has been used but the government has a plan to set up the device in all the fishing trawlers in the state. Through the emergency alert system, the fishermen can draw the attention of the Coast Guard if there is any danger in the sea or in case of a natural calamity.

The fishermen have to press a distress alarm and the message will be automatically delivered to the Coast Guard officials and they would be able to take prompt action to help the fishermen in distress.

The State Fisheries department will install the emergency alarms in all the fishing boats. The work has already started. The department is also conducting awareness drive among the fishing folk to check the misuse of distress alarm. If the distress alarms are misused, it would be difficult for the rescue team to track down the fishing boat which is actually in distress.

The State Fisheries department is working on how to check the misuse of the distress alarm. An awareness campaign would be conducted among the fishing community so that they do not trigger emergency alarm without a purpose. The department is also contemplating on imposing a fine on the owners of the trawlers if they are found misusing the distress alarm, despite of the campaign. The department will take the final decision in this regard.

A fine may be imposed on the owners of the fishing trawlers in case of misuse. The state government may also cancel the license of the fishing trawlers if there are repeated incidents of misuse of the distress alarm by a particular trawler in addition to the fines. In few occasions, it has been noticed that fishermen press the distress alarm without a valid reason.

The Bengal government also announced financial benefits to the family members in case a fisherman dies due to an attack by pirates in the sea. The deceased’s family members would be given Rs 2 lakh.

The Fisheries department is also giving financial assistance to the fishing community during the off season. The new schemes have improved the socio-economic condition of the fishing community in the state. A pension scheme has also been introduced by the state government to improve the quality of life of people involved in fishing.

 

রাজ্য সরকারের উদ্যোগে মাছ ধরার ট্রলারগুলিতে এবার ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’ বসানো হবে

যে মৎস্যজীবীরা নিজেদের জীবন বিপন্ন করে সমুদ্রে মাছ ধরতে যান তাদের সুরক্ষা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য মৎস্য দপ্তর। এখন থেকে মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলিতে ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’ বসানো হবে।

বর্তমানে কিছু ট্রলারে এই ব্যাবস্থা আছে। কিন্তু রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এবার সব ট্রলারে বসানো হবে এই ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’। এর ফলে মৎস্যজীবীরা যেকোনও প্রতিকূল অবস্থায় উপকুলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই যন্ত্রের একটি বোতাম টিপলেই উপকুলরক্ষী বাহিনীর আধিকারিকদের কাছে তার বার্তা পৌঁছে যাবে।

ট্রলার ছাড়াও মাছ ধরার ছোট নৌকোগুলিতেও এই যন্ত্র বসানো হবে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মৎস্যজীবীদের সচেতন করতে কিছু প্রশিক্ষণ কর্মসূচীও গ্রহণ করেছে মৎস্য দপ্তর।

রাজ্য সরকার আগেই ঘোষণা করেছেন জলদস্যুর হাতে কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তার পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

মৎস্য দপ্তর মৎস্যজীবীদের অফ-সিজনে আর্থিক সাহায্যও করে থাকে। মৎস্যজীবীদের জন্য একটি পেনশন প্রকল্পও চালু করেছে রাজ্য সরকার।

 

Bengal Govt to provide ‘fish-meal’ @ Rs 21 under ‘Ekushe Annapurna’ initiative

Bengal Fisheries Department has taken a novel initiative through which ‘Fish Meal’ will be made available to the public at just Rs 21. In general, Bengalis prefer fish, which is rich in nutrients.

The Annapurna Thali, as it has been named will have fish curry with a piece of fish weighing 50 gms, 100 gms of rice and 75 gms of lentil dal and 50 gms of vegetable curry, prices at RS 21. ‘Ben Fish’ vehicles will be selling the fish thalis at important junctions around the city and districts. The thalis will be jacketed and covered and the food quality will be of high standard.

The Fisheries department had conducted a trial run which had been successful. Now, the project will be launched from February, 2017 with 21 ‘Ben Fish’ vehicles.

 

Image is representative (source)

 

২১ টাকায় মাছ-ভাতের আস্বাদ দেবে রাজ্য সরকারের ‘একুশে অন্নপূর্ণা’

মাত্র একুশ টাকায় মিলবে ডাল, ভাত, তরকারি, মাছ৷ শুধু কলকাতা শহরই নয়, জেলায় জেলায় ম९স্য দপ্তরের এই নয়া প্রকল্পের সুবিধা মিলবে। রাজ্যের ম९স্য দপ্তরের নয়া এই প্রকল্প সাধারণের মনও কেড়েছে। একুশ টাকায় মিলবে ৫০ গ্রাম ওজনের একটি মাছ, ১০০ গ্রাম ভাত, ৭৫ গ্রাম মুসুর ডাল ও ৫০ গ্রাম সবজি৷

ডালহৌসি, ধর্মতলা, গড়িয়া সহ শহরের একাধিক জায়গায় ঘুরবে বেনফিশের এই ‘অন্নপূর্ণা’ গাড়ি৷ দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এই গাড়ির সামনে দাঁড়ালেই মিলবে খাবার৷ আগামী তিন মাসের মধ্যে একুশটা গাড়ি চলবে শহরে ও জেলায়৷ ধীরে ধীরে বাড়ানো হবে গাড়ির সংখ্যা৷ ছ মাসের মধ্যে শহরে ও জেলায় পঞ্চাশটি অন্নপূর্ণা গাড়ি নামাতে চলেছে ম९স্য দপ্তর৷

হিন্দুমতে ঘরের খাবার যোগান দেন দেবী অন্নপূর্ণা তাই নাম রাখা হয়েছে ‘একুশে অন্নপূর্ণা’। কাগজের প্যাকেটে থাকবে খাবার৷ তা ঢাকা থাকবে একটি প্লাস্টিক জ্যাকেট দিয়ে৷ কম টাকায় খাবার মিললেও গুণমানের দিকেও বিশেষ নজর দিচ্ছেন ম९স্য দপ্তরের আধিকারিকরা৷

ম९স্য দপ্তর সূত্রে খবর, আপাতত বেশ কয়েকটি জায়গায় এই প্রকল্পের ট্রায়াল রান দেওয়া হয়েছে৷ সেখানে যাঁরা এই খাবার খেয়েছেন, তাঁরা প্রশংসা করেছেন৷ ম९স্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কথা বারবার বলেন৷ ইতিমধ্যেই দু’টাকা কিলো দরে চাল দিচ্ছে রাজ্য সরকার৷ এবার তাই ম९স্য দপ্তর মানুষের কাছে সস্তায় পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে চায়৷ তার জন্যই শুরু হচ্ছে ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প৷”

 

Making women self-sufficient through the rearing of coloured fish

In order to make women living in the far-flung regions of West Bengal self-sufficient, the State Fisheries Department has thought up an innovative programme – rearing of coloured fishes. The women would set up the culturing of such fish through self-help groups that they would form. According to the Fisheries Minister, there is a huge demand for such fishes for aquariums in both national and international markets.

The well-thought out plan by the Department includes the setting up of two well-equipped marketplaces for the selling of such fishes by the women – in Amtala in South 24 Parganas district and in Dasnagar in Howrah district, with financial help from the National Fisheries Development Board (NFDB) and the National Co-operative Development Corporation (NCDC), respectively.

It is sincerely hoped by the State Government that this project would be another step towards empowering the women of the State.

 

Image is representative (source: agrifarming.in)

 

রঙ্গিন মাছ প্রতিপালনের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার প্রচেষ্টা রাজ্যের

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মহিলাদের স্বনির্ভর করার জন্য রাজ্য মৎস্য দপ্তর একটি উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে তা হল রঙ্গিন মাছ প্রতিপালন। মহিলারা একটি স্বনির্ভর গ্রুপ গঠন করে এই ধরনের মাছ চাষ করবে। মৎস্য মন্ত্রীর মতে, জাতীয় ও আন্তর্জাতিক বাজারে অ্যাকোরিয়ামের রঙিন মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

রঙিন মাছ বিক্রির জন্য হাওড়া জেলার দাসনগর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলায় দুটি সুসজ্জিত বিপণন কেন্দ্র গঠন করা হবে যেখানে মহিলারা এই সব মাছ বিক্রি করতে পারবেন। ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড (NFDB) এবং ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (NCDC) এদের আর্থিক সহায়তা প্রদান করবে।

এটা আশা করা যায় যে রাজ্য সরকারের এই প্রকল্প নিঃসন্দেহে রাজ্যের নারীর ক্ষমতায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।