Fish production on the rise in Bangla

While answering a question on fish production in the Assembly on November 22, Chief Minister Mamata Banerjee said the overall production in the State was 17.42 lakh metric tonnes last year.

The State Fisheries Department has also prepared a roadmap for increasing the production of fishes in the next couple of years. A committee comprising seven to eight departments has been set up for the purpose. The plan is to make Bengal self-sufficient in fish production.

Under the Jal Dharo Jal Bharo Scheme, 2.5 lakh ponds have been dug to encourage pisciculture. Further, she said, initiatives have been taken to produce big fish, which take two years to grow, in 700 ponds. Unused waterbodies are being utilised for pisciculture.

A pisciculture research centre has been set up for further development of the sector. Initiatives have also been taken for production of hilsa in the state itself, she added.

Source: Millennium Post

Ham Radio

Govt initiatives to increase production of koi, tangra, bata and other tasty fish

Fish like singhi, magur, tangra, bata and koi lay eggs in freshwater lakes and rivers during the rainy season, and these tasty species also happen to be some of the favourites among Bengalis.

However, many fishermen illegally use mosquito nets to catch fish, and in the process also snare the eggs in the nets. Unable to hatch, fish production gets hampered.

Secondly, during the rainy season, pesticides used in paddy fields flow with the water to these freshwater areas. This also kills many hatchlings and destroys eggs.

The insecticides also kill certain microorganisms which form a primary food source for the fish. Lack of this food causes the fish to develop diseases. Fish production gets affected for this reason too.

To normalise as well as increase the production of fish, the Bengal Fisheries Department is releasing hatchlings in the water bodies across the State during this rainy season. Alongside this, awareness programmes are being conducted to tell people about the ill-effects of using mosquito nets to catch fish, and also about the negative effects of pesticides overuse.

The increased, healthy production of these natural inhabitants of freshwater bodies will also help in preserving the ecological balance of the State.

Source: Bartaman

দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার

যে জলাশয়ে কল জল থাকে, সেখানে দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছ বর্ষায় ডিম পাড়ে। কিন্তু সচেতনতার অভাবে অবাধে মশারি জাতীয় নেট ব্যাবহার করে মাছ ধরা হয়। এর ফলে সমস্ত ডিম নষ্ট হয়ে যাচ্ছে।

দ্বিতীয়ত, ধান চাষ এবং অন্যান্য সবজি চাষের জমিতে রাসায়নিকের ব্যাবহার বেড়েছে। বর্ষার সময় জমির জল গিয়ে পড়ছে ওইসব জলাশয়ে। এতে এই সকল প্রাকৃতিক মাছের ‘ব্রিডিং গ্রাউন্ডের’ ক্ষতি হচ্ছে। তাছাড়া, এই রাসায়নিকের প্রভাবে ডিম এবং ডিমপোনার মৃত্যু হচ্ছে। আগে ধানচাষের জমিতেও এই ধরনের মাছের জন্ম হত।

তৃতীয়ত, জলাশয়ে এক ধরনের জলজ জীব এবং উদ্ভিদ তৈরি হয়। এই মাছেদের ওটাই প্রধান খাবার। কিন্তু, রাসায়নিকের জেরে সেই সকলও তৈরি হচ্ছে না। এতে, খাদ্য সঙ্কট দিচ্ছে।

পাশাপাশি মাছের গায়ে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তার জেরেই মৃত্যু হচ্ছে ডিমপোনার। চতুর্থত, এখন মাছ ধরার কৌশল আধুনিক হয়েছে। কোনও মাছই নেট ভেদ করে বের হতে পারে না। ফলে, এই মাছের ডিমপোনাও নষ্ট হয়ে যাচ্ছে।

এইসকল সচেতনতার অভাবেই হারিয়ে যেতে বসেছে বাংলার দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছ। এই ধরনের মাছ বাঁচিয়ে রাখতে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে চলতি বর্ষায় প্রতিটি জেলায় এই দেশীয় প্রাকৃতিক জলের মাছের ডিমপোনা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডে সাধারন মানুষকেও উৎসাহিত করার পাশাপাশি রাজ্যজুড়ে প্রচার অভিযানও শুরু হয়েছে। চলছে সচেতনতা অভিযানও।

মৎস্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগে এই দেশীয় প্রাকৃতিক মাছের কদর ছিল না, ফলে দামও কম ছিল। কিন্তু, এখন উৎপাদনের পরিমাণ কমে যাওয়ায় চাহিদা ও দাম দুই বেড়েছে। রুই, কাতলা, মৃগেল ছাড়াও কই, মাগুর, ট্যাংরা, শিঙি, বাটা প্রভৃতি দেশীয় প্রাকৃতিক মাছের ডিমপোনাও ছাড়া হয়েছে এবার। এই ধরনের মাছ জলাশয়ের বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

Bengal Govt starts new schemes to augment fish cultivation in north Bengal

Bengal government has started some new schemes to augment fish production in north Bengal where pisciculture could not be done in large scale.

In addition to these schemes, the state Fisheries department is also procuring the most advanced satellite images through which the department officials will be able to assess the condition of various water bodies across the state.

Water quality mapping is an important factor in the production of fishes. An increase in fish production depends on the water quality. A host of parameters such as dissolved oxygen content in water, chlorophyll, water turbidity, water depth etc plays a vital role.

Fish production in north Bengal has comparatively been low and hence several steps have been taken to boost the pisciculture there. The department has started to put fishlings into rivers and government ponds. They were distributing free food for feeding small fishes. Fish farmers are being provided training on how to apply scientific methods to cultivate fishes. Food is being distributed for feeding small fishes completely free of cost.

After carrying out a study, it has been observed that most of the fish cultivators do not feed the fish sufficiently and as a result of this, the growth of the fishes is not up to the mark. The state government is conducting awareness camps to inform the farmers how to detect diseases of the fishes and boost fish growth. The department has already chosen some government ponds for cultivating fish.

Fishlings have been put into different ponds across North Bengal and also in rivers like Teesta, Torsha, Kalijani, Karla, Jaldhaka, Sankosh and others. Awareness campaigns in local areas has been started where tea gardens exist, so that people learn to avoid using the river water to clean the spray machines after using them for pest control purposes. It was learnt that around 6,000 ton of fish are currently produced in Jalpaiguri and Alipurduar districts annually.

To increase the fish production, the satellite images would help the department in many ways. The department will procure current satellite data to know the exact contents of a particular waterbody. It will also help understand the nature and quality of each waterbody.

 

উত্তরবঙ্গে মাছচাষ বৃদ্ধির উদ্যোগ রাজ্য সরকারের

উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বড় আকারে মাছ চাষ সম্ভব নয়, সেই সব অঞ্চলে মাছচাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে রাজ্য ম९স্য দপ্তরের তরফে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করছে। এই প্রযুক্তিতে সারা রাজ্যে যত জলাশয় আছে তার স্যাটেলাইট মারফত ছবি ম९স্য দপ্তরের আধিকারিকদের কাছে চলে যাবে। এছাড়াও জলাশয়গুলির জলের গুনমানও জানা যাবে প্রযুক্তির সাহায্যে।

মাছ চাষের জন্য জলের গুনমান বিচার খুব জরুরি বিষয়। জলাশয়ের অনেক গুরুত্বপূর্ণ মাপকাঠির ওপর নির্ভর করে মাছচাষ। যেমন, জলে অক্সিজেনের পরিমান, ক্লোরোফিলের মাত্রা, জলের গভীরতা ইত্যাদি।

মাছ উ९পাদন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। তাই, সেখানে মাছ উ९পাদন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য দপ্তর তিস্তা, তোর্সা, কালিজানি, কারলা, জলঢাকা, সঙ্কশ নদী ও রাজ্য সরকারের অধীন পুকুরগুলোতে চারা মাছ ছাড়ছে। মাছ চাষে অত্যাধুনিক পদ্ধতি ব্যাবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাছচাষিদের।

একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে মাছ চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই মাছেদের উপযুক্ত পরিমানে খাবার দেয় না। তাই, ছোট মাছের খাদ্যও বিনামূল্যে বিতরণ করছে। মাছের রোগ চিহ্নিত করার তালিমও দেওয়া হবে এই প্রশিক্ষণে। এর ফলে ফলন বাড়বে।

 

 

West Bengal Government to set up lab to boost fish productivity, eliminate diseases

The State Fisheries department will set up a laboratory to find out the cause of various diseases of fishes and help augment its production.

The proposed laboratory will come up on 10 acre of land at Chakgeria in South 24 Parganas. The laboratory will help find out causes of various diseases that affect fish population.

Before the fisherman releases fish seed, it was necessary to test the soil.

This testing will be done in the laboratory. Also, when a disease breaks out, it is necessary to do intense research to find out the cause as in fishes disease spreads very fast. Once the cause is detected it is easier to tackle the situation.

Also, the laboratory will be of immense value as it will help in augmentation of fish production.

A large chunk of fish in the state comes from Andhra Pradesh and if there is transport strike or something of that sort, the supply is affected and there is crisis in the city and state markets. Steps have been taken to make the state self sufficient in fish production.

From time to time the farmers will be given training on how to increase fish production and maintenance of the ponds.

 

মাছের রোগ প্রতিরোধ ও উ९পাদন বৃদ্ধির জন্য গবেষণাগার তৈরি করবে রাজ্য সরকার   

মাছের নানা রোগের কারণ এবং তাদের উ९পাদন বৃদ্ধির জন্য রাজ্য ম९স্য বিভাগ একটি গবেষণাগার স্থাপন করবে।

দক্ষিণ ২৪ পরগনার চাকগেরিয়াতে ১০ একর জমির ওপর তৈরি হনবে এই গবেষণাগার। বিভিন্ন রোগ নির্ধারণে সাহায্য করে মাছের উ९পাদন বৃদ্ধিতে সহায়তা করবে এই পরীক্ষাগার।

মাছের বীজ লাগানোর আগে মাটি পরীক্ষা করার প্রয়োজন।

সবরকম পরীক্ষা-নিরীক্ষা করা হবে এই গবেষণাগারে। যখন কোন একটি রোগের প্রকোপ বেড়ে যায়, ত९ক্ষণা९ তার কারণ খুঁজে বের করা প্রয়োজন। রোগের কারণ জানা গেলে পরিস্থিতি মোকাবিলা করা সহজতর হয়।

এছাড়াও,  মাছের উ९পাদন বৃদ্ধিতে সাহায্য করবে এই পরীক্ষাগার।

অন্ধ্রপ্রদেশ থেকে অনেক মাছ রাজ্যে আসে, আর যদি কোন রকম পরিবহন ধর্মঘট হয় সেক্ষেত্রে মাছের যোগাণ ক্ষতিগ্রস্ত হয় এবং তার প্রভাব পড়ে শহরের বাজারে। রাজ্যে মাছ উ९পাদন যথেষ্ট করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

মাছের উ९পাদন বৃদ্ধি কি করে সম্ভব এবং পুকুরের রক্ষণাবেক্ষণ কিকরে করতে হয় এখন থেকে সেই ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।