Ham Radio

Bengal Govt’s pilot project on fish farming in temporary water bodies in 5 districts

The State Government is starting a pilot project named Moyna Model on farming of fish in temporary water bodies, like water collected in farmlands during the rainy season, in five districts of Bengal.

It has been determined by experts that it is possible to produce commonly-consumed fish like rohu, catla amd mrigel, both of good quality and quantity, in such water bodies. The pilot is being carried out in the districts of North 24 Parganas, Nadia, Murshidabad, Cooch Behar and Dakshin Dinajpur.

Cultivation of fish in this manner has been successfully carried out at Moyna in Purba Medinipur, and hence the name of the project. There, rohu and catla weighing between 1 kg and 2 kg were cultivated within seven to eight months.

Unlike in permanent water bodies, it would be possible to scientifically care for the fish, provide them adequate food and keep a careful eye on all other aspects of their growth.

Another advantage of temporary water bodies is that food for the fishes would be naturally replenished, unlike the permanent bodies where food scarcity is often seen after a period of time.

The aim is to produce fish at the rate of 12 tonnes per hectare in the temporary water bodies, against 1 to 1.5 tonnes per hectare in the permanent ones.

A total of 75 hectares has been identified in the five districts. Since the water bodies identified are not of a permanent nature, they have been bounded by permanent barriers. The permanent barriers would also enable conservation of rainwater.

A single body of water should be at least 5 hectares. The cultivation would be carried out by local cooperative bodies or fishermen.

The cost has been determined at Rs 10 lakh per hectare, including the cost of hatchlings and fish food. The State Government would give discount to the tune of Rs 8.67 lakh. Hatchlings numbering 12,000, weighing 250 gram, would be released per hectare. The hatchlings would turn into adults weighing 2 kilogram on an average in about two years.

 

 

জলাজমিতে রুই, কাতলা, মৃগেল চাষে নামছে রাজ্য, পাইলট প্রোজেক্ট ৫ জেলায়

 

স্থায়ী জলাশয় নয়, চাষের জমি বা পতিত জমিতে জল জমে থাকলে সেখানেও রুই, কাতলা ও মৃগেলের চাষ করা সম্ভব, উচ্চ ফলনও সম্ভব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন পদ্ধতিতে মাছ চাষে নামছে রাজ্য মৎস্য দপ্তর। এই পাইলট প্রোজেক্টের নাম ‘ময়না মডেল’।
চাষের জমিতে জল জমা থাকাকালিন এই চাষ করে সফল হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েকজন মৎস্যজীবী। সাত আট মাসেই তারা এক-দু কেজি ওজনের রুই কাতলা উৎপাদন করেছেন।
এই পাইলট প্রোজেক্টে পাঁচটি জেলায় মত ৭৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই জলাজমিগুলি যেহেতু স্থায়ী জলাশয় নয়, তাই চারপাশের পাড় বাঁধানো হয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করাও সম্ভব এবং জল বাইরে বেরিয়েও যাবে না।
স্থায়ী জলাশয়গুলিতে গড়ে হেক্টরপ্রতি ১ থেকে দেড় টন মাছ উৎপাদন হয়, সেখানে এই প্রোজেক্টে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হেক্টর প্রতি ১২ টন।
এই পাইলট প্রোজেক্টে একসঙ্গে অন্তত পাঁচ হেক্টর জলাজমি থাকতে হবে, চাষ করবে স্থায়ী সমবায় বা মৎস্যজীবী। হেক্টর প্রতি খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁর মধ্যে মাছের চারা, খাবার সহ ৮লক্ষ ৬৭হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। প্রতি হেক্টরে ২৫০ গ্রাম ওজনের ১২০০০ মাছের চারা ছাড়া হবে। এক বছরের মধ্যে এগুলির ওজন এক থেকে দু কেজি হবে। স্থায়ী জলাশয়ে সঠিক পরিচর্যা অনেক সময় হয় না। কিন্তু, এই প্রোজেক্টে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা, মাছেদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ, সময়ে সময়ে নজরদারি সহ প্রতিটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থায়ী জলাশয়গুলিতে মাছের প্রাকৃতিক খাবার অনেক সময় কমে যায়, কিন্তু, এই প্রোজেক্টে মাছের বিপুল প্রাকৃতিক খাবার থাকবে।

Source: Sangbad Pratidin

West Bengal marches ahead in fish farming

Fish farming in West Bengal is a big industry now, employing thousands of people. The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government has been very proactive in encouraging commercial fish farming.

The government has taken many steps, both to encourage fish farming, and address its allied issues, and to provide fish cultivators with all forms of support.

The government has provided 8,741.94 tonnes of nutritionally-balanced floating feed for free to 13,000 fish farmers for the first time in West Bengal, with a financial involvement of Rs 23 crore.

The government has set up a hilsa preservation and research centre in Sultanpur. The government has also provided temperature-controlled mobile vans and cycle-mounted ice boxes for selling fish; these activities are regulated by fishermen’s cooperatives, and have also ensured a steady income for the cooperatives.

The State government has also arranged for training fishermen on issues related to fish conservation, and conservation of lakes and wetlands. Lakes larger than 5 cottah have been identified for conservation.

The government has taken efforts to preserve local varieties of fish, like the boroli of North Bengal. Hatchlings have been released in lakes, ponds and streams to ensure a steady catch for fishermen all over the State.

Measures have been taken to provide safety to fishermen who go out to the sea. Almost 1.38 lakh such fishermen have been provided biometric cards. About 1,000 distress alert transmitters have been distributed among them. E-registration has been started for sea-going vessels. 11,409 such certificates have already been given. These activities are ongoing, and the idea is to cover all fishermen and vessels.

Due to these efforts of the West Bengal Government, as outlined above, fish cultivation is a booming activity in the State and fishermen are very satisfied.

 

 

ম९স্যচাষে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ

মাছ চাষে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু মৎস্য চাষকে আরও জনপ্রিয় করতে এবং মাছ চাষীদের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

মাছ চাষ, মাছের বাণিজ্যিকিকরণ, মীন সংরক্ষণ, রূপালি শস্য নিয়ে গবেষণা – এমন নানান বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য। সম্প্রতি রাজ্য সরকার প্রকাশিত একটি বইয়ে মাছ চাষ বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে। মাছ চাষ থেকে শুরু করে মত্স্যজীবীদের জন্য বিভিন্ন প্রকল্পের উল্লেখ রয়েছে এই বইয়ে।

ম९স্য চাষীদের ৮৭৪১. ৯৪ টন মাছের খাবার বিনামূল্যে দিয়েছে রাজ্য। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী , এর ফলে উপকৃত হয়েছেন প্রায় ১৩ হাজার ম९স্য চাষী। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি মাছ চাষীরা।

ইতিমধ্যেই রাজ্যের উদ্যোগে ইলিশ মাছ সংরক্ষণ এবং গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে সুলতানপুরে। এর পাশাপাশি মাছ বিক্রির ক্ষেত্রেও সরকারি উদ্যোগ রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে মাছ বিক্রির ব্যবস্থা হয়েছে।

এনডিএফবির সহায়তায় মত্স্যজীবীদের তৈরি সমবায় সমিতির মাধ্যমে এই কাজ চলছে। এই উদ্যোগের ফলে অনেক সমবায় সমিতি উপকৃত হয়েছে।

মত্স্যজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। সচেতনতা শিবির এবং জলাভূমি দিবস, মত্স্যজীবী দিবস এবং বিভিন্ন মেলায় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চলছে প্রশিক্ষণ। ৫ কাঠার বেশি পুকুরকে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণের ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছে রাজ্য। খাল, বিল, পুকুরে স্থানীয় প্রজাতির মাছ ছাড়ার চেষ্টা হয়েছে এবং সেই সমস্ত পুকুর বিল বা খালে মাছের চারা, মাছের খাবার চুন এবং অন্যান্য জিনিস দেওয়া হয়েছে। এছাড়াও সমুদ্রে যারা মাছ ধরতে যান সেইসব মত্স্যজীবীদের নিরাপত্তার জন্যও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

বায়োমেট্রিক  কার্ড

ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া এক লক্ষ আটত্রিশ হাজার মত্স্যজীবীর জন্য এমন কার্ড দেওয়া হয়েছে।

ডিসট্রেস অ্যালার্ট  ট্রান্সমিটার

ইতিমধ্যেই এক হাজার ট্রান্সমিটার দেওয়া হয়েছে। আরও দেড় হাজার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মাছ ধরার ভেসেলের ই রেজিস্ট্রেশন

ম९স্য দফতরের উদ্যোগে উপকূলবর্তী জেলাগুলিতে মাছ ধরার ভেসেলের ই-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১১,৪০৯টি সার্টিফিকেট।

এগুলি ছাড়াও আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মাছ চাষে আগ্রহ যেমন বাড়বে পাশাপাশি ম९স্য চাষীরাও উপকৃত হবেন।