Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

Ham Radio

State Govt to sign MoUs for bringing in foreign investment in fish cultivation

The Bengal Government is signing memoranda of understanding (MoUs) with various companies to bring in investment in the sector of fish farming.

The idea behind these joint ventures with the State Government is to make Bengal self-sufficient in terms of fish requirement and bring down imports from other states, as well as to increase the export of fish to other states and also countries.

Already, over the last three years, agreements worth Rs 1,285 crore have been signed with 44 companies (with 12 in 2015, 14 in 2016 and 18 in 2017), of which 20 have started operating. The rest would start operating soon.

While some are engaged in producing fish food, others in production of prawns and shrimps, and still others in bhetki. In a separate development, the State Government has selected seven districts for the cultivation of big fishes like rohu, catla and mrigel. The districts are Cooch Behar, Nadia, Malda, Purba and Paschim Bardhaman, Hooghly and Dakshin Dinajpur. Cultivation of certain big fishes has also started in Purba Medinipur.

The government is training over 1,000 fish cultivators in these districts in the latest techniques, and is also providing them hatchlings and fish food for free.

Source: Anandabazar Patrika

মাছ চাষে লগ্নি টানতে মউ

শিল্পে বিনিয়োগের জন্য দেশ-বিদেশে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রসনাতৃপ্তিতেও লগ্নি টানতে ঝাঁপাচ্ছে রাজ্য সরকার। মাছে-ভাতে বাঙালি। সেই মাছের যাতে কোনও ঘাটতি না-হয়, তার জন্য লগ্নি টানতে বিভিন্ন সংস্থার সঙ্গে ‘মউ’ বা সমঝোতাপত্র স্বাক্ষর করছে রাজ্য সরকার।

মাছ চাষের সঙ্গে যুক্ত ৪৪টি কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত লগ্নির পরিমাণ ১২৮৫ কোটি টাকা। ২০টি সংস্থা উৎপাদন শুরু করে দিয়েছে। তাদের লগ্নির পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা। অন্য কোম্পানিগুলির বিনিয়োগের কাজও এগোচ্ছে বলে দাবি মৎস্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী চান মাছে স্বনির্ভর হোক বাংলা, বাংলার গ্রামে গ্রামে মাছ চাষ বাড়ুক। সেই দিকে লক্ষ্য রেখে গত তিন বছরে মাছ চাষের উৎপাদন বাড়াতে ৪৪ টি মউ সই করেছে মৎস্য দফতর। তার মধ্যে ২০১৫ সালে ১২টি, ২০১৬ সালে ১৪টি এবং ২০১৭ সালে ১৮টি চুক্তি স্বাক্ষর করেছে মৎস্য দপ্তর।

কোনও সংস্থা মাছের খাদ্য তৈরি করছে, কেউ চিংড়ি চাষ করছে, কেউ বা করছে ভেটকি চাষ। বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ উৎপাদনের জন্য ছ’টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই বড় মাছের চাষ হবে। এর জন্য এক হাজার মৎস্যজীবীকে মাছ চাষের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকার থেকে দেওয়া হচ্ছে মাছের খাবার, মাছের চারা।

কোচবিহার, নদিয়া, মালদহ, বর্ধমান, হুগলি ও দক্ষিণ দিনাজপুরে সাড়ে তিন হাজার জলা আছে। সেখানে বড় রুই-কাতলা-মৃগেল চাষ করা হবে। পূর্ব মেদিনীপুরে বড় মাছ চাষ শুরু হয়েছে, বলেন মৎস্যমন্ত্রী।

Bengal’s largest fisheries hub to come up at Moyna in Purba Medinipur district

Moyna in Purba Medinipur district is being developed as Bengal’s largest fisheries hub. This will bring down to a large extent the quantity of fish which Bengal imports from other states.

This is another of Chief Minister Mamata Banerjee’s ideas. The Chief Minister, during the recent administrative review meeting in Digha, had urged the administration to conduct a study on fish farming.

For this particular fisheries hub, the State Irrigation and Waterways Department will prepare a detailed project report (DPR) to find out ways and means to bring water from the rivers Rupnarayan and Kansabati through canals.

According to officials who visited Moyna, the area has a potential to produce 60,000 to 70,000 metric tonnes of fish annually. Now, fish farming in the area is carried out for only seven to eight months. At the proposed fisheries hub, with water from the rivers to be supplied throughout the year, fish can be cultivated through the year, providing scope for their full growth (size and weight).

রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়নায়

 

পূর্ব মেদিনীপুর জেলার ময়না অঞ্চলকে তৈরী করা হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব হিসেবে। এটি তৈরি হলে বাংলার মাছ রপ্তানির পরিমানে আসবে অনেক পরিবর্তন।

এই ফিশারি তৈরী করার পরিকল্পনাটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সদ্য দীঘায় অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে মৎস্য চাষের ওপর জোর দিতে নির্দেশ দেন।

এই বিশেষ ফিশারি হাবের জন্য রাজ্য সেচ ও জলপথ দপ্তর একটি ডিপিআর তৈরী করবেন। এই রিপোর্টের মাধ্যমে রুপনারায়ণ ও কংসাবতী নদী থেকে খালের মাধ্যমে এই হাবে জল আনার রাস্তা বেরোবে।

যেসকল আধিকারিক ময়না পরিদর্শন করেছেন, তাদের মতে এই অঞ্চলটি বছরে ৬০,০০০ থেকে ৭০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন। এই অঞ্চলে মাছ চাষ মাত্র সাত আট মাস ধরে শুরু করা হয়েছে। নদীর থেকে জল এনে সারা বছর মাছ চাষ করা যায়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যায় ও মাছ গুলির ওজনও হয় পরিমাণ মতো।

আগামী কয়েক বছরের মধ্যে ময়নার এই ফিশারি হাব হয়ে উঠতে চলেছে রাজ্যের সর্ববৃহৎ ফিশারি হাব।
Source: Millenium Post

West Bengal marches ahead in fish farming

Fish farming in West Bengal is a big industry now, employing thousands of people. The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government has been very proactive in encouraging commercial fish farming.

The government has taken many steps, both to encourage fish farming, and address its allied issues, and to provide fish cultivators with all forms of support.

The government has provided 8,741.94 tonnes of nutritionally-balanced floating feed for free to 13,000 fish farmers for the first time in West Bengal, with a financial involvement of Rs 23 crore.

The government has set up a hilsa preservation and research centre in Sultanpur. The government has also provided temperature-controlled mobile vans and cycle-mounted ice boxes for selling fish; these activities are regulated by fishermen’s cooperatives, and have also ensured a steady income for the cooperatives.

The State government has also arranged for training fishermen on issues related to fish conservation, and conservation of lakes and wetlands. Lakes larger than 5 cottah have been identified for conservation.

The government has taken efforts to preserve local varieties of fish, like the boroli of North Bengal. Hatchlings have been released in lakes, ponds and streams to ensure a steady catch for fishermen all over the State.

Measures have been taken to provide safety to fishermen who go out to the sea. Almost 1.38 lakh such fishermen have been provided biometric cards. About 1,000 distress alert transmitters have been distributed among them. E-registration has been started for sea-going vessels. 11,409 such certificates have already been given. These activities are ongoing, and the idea is to cover all fishermen and vessels.

Due to these efforts of the West Bengal Government, as outlined above, fish cultivation is a booming activity in the State and fishermen are very satisfied.

 

 

ম९স্যচাষে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ

মাছ চাষে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু মৎস্য চাষকে আরও জনপ্রিয় করতে এবং মাছ চাষীদের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

মাছ চাষ, মাছের বাণিজ্যিকিকরণ, মীন সংরক্ষণ, রূপালি শস্য নিয়ে গবেষণা – এমন নানান বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য। সম্প্রতি রাজ্য সরকার প্রকাশিত একটি বইয়ে মাছ চাষ বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে। মাছ চাষ থেকে শুরু করে মত্স্যজীবীদের জন্য বিভিন্ন প্রকল্পের উল্লেখ রয়েছে এই বইয়ে।

ম९স্য চাষীদের ৮৭৪১. ৯৪ টন মাছের খাবার বিনামূল্যে দিয়েছে রাজ্য। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী , এর ফলে উপকৃত হয়েছেন প্রায় ১৩ হাজার ম९স্য চাষী। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি মাছ চাষীরা।

ইতিমধ্যেই রাজ্যের উদ্যোগে ইলিশ মাছ সংরক্ষণ এবং গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে সুলতানপুরে। এর পাশাপাশি মাছ বিক্রির ক্ষেত্রেও সরকারি উদ্যোগ রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে মাছ বিক্রির ব্যবস্থা হয়েছে।

এনডিএফবির সহায়তায় মত্স্যজীবীদের তৈরি সমবায় সমিতির মাধ্যমে এই কাজ চলছে। এই উদ্যোগের ফলে অনেক সমবায় সমিতি উপকৃত হয়েছে।

মত্স্যজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। সচেতনতা শিবির এবং জলাভূমি দিবস, মত্স্যজীবী দিবস এবং বিভিন্ন মেলায় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চলছে প্রশিক্ষণ। ৫ কাঠার বেশি পুকুরকে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণের ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছে রাজ্য। খাল, বিল, পুকুরে স্থানীয় প্রজাতির মাছ ছাড়ার চেষ্টা হয়েছে এবং সেই সমস্ত পুকুর বিল বা খালে মাছের চারা, মাছের খাবার চুন এবং অন্যান্য জিনিস দেওয়া হয়েছে। এছাড়াও সমুদ্রে যারা মাছ ধরতে যান সেইসব মত্স্যজীবীদের নিরাপত্তার জন্যও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

বায়োমেট্রিক  কার্ড

ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া এক লক্ষ আটত্রিশ হাজার মত্স্যজীবীর জন্য এমন কার্ড দেওয়া হয়েছে।

ডিসট্রেস অ্যালার্ট  ট্রান্সমিটার

ইতিমধ্যেই এক হাজার ট্রান্সমিটার দেওয়া হয়েছে। আরও দেড় হাজার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মাছ ধরার ভেসেলের ই রেজিস্ট্রেশন

ম९স্য দফতরের উদ্যোগে উপকূলবর্তী জেলাগুলিতে মাছ ধরার ভেসেলের ই-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১১,৪০৯টি সার্টিফিকেট।

এগুলি ছাড়াও আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মাছ চাষে আগ্রহ যেমন বাড়বে পাশাপাশি ম९স্য চাষীরাও উপকৃত হবেন।