Traditional fish items during Durga Puja at SFDC restaurants

Like every year, this year too, the State Fisheries Development Corporation (SFDC) will be serving special dishes at its five restaurants in Kolkata during Durga Puja.

The five are located at Nalban Food Park, Nabanna, Eco Park, Bidhan Sishu Udyan in Ultadanga and in front of Nicco Park. The food will be served in bell metal (kansa) or terracotta plates.

This year, the highlight will be fish items associated with the famous traditional pujas of zamindars of Kolkata and temple pujas of other places in Bangla.

The organisation is finalising the menu in consultation with the descendents of Sovabazar Rajbari, Sabarna Roy Choudhury Rajbari and other famous rajbaris of Kolkata. With respect to the temple pujas, one will be able to relish the magur macher tok of Sarbamangala Temple in Bardhaman and shol pora of Kanakdurga Shrine at Chilkagarh in Jhargram, among others.

The bhogs served at some of the traditional pujas of Kolkata will also be an integral part of the menu.

People will be able to try out boroli, the famous delicious fish from the streams of north Bengal, now being cultivated by the SFDC in three large waterbodies in Kolkata and Memari, and groupers and Indian pompano, also being cultivated by it in the last few months.

There will be a discount of 7 per cent in the thali items and on ordering over the online delivery app, Smart Fish (during the Puja days).

The SFDC will also set up stalls at the premises of 23 famous Durga Pujas in Kolkata, including Singhi Park, Hazra Park, Kalighat Milan Sangha and Hindustan Park in south Kolkata, and Jagat Mukherjee Park, Sovabazar, Tala Sarbajanin and Nalin Sarkar Street in north Kolkata.

Source: Millennium Post

 

Rare pengba fish given new lease of life by Bangla Govt

Through an initiative of the State Fisheries Department, fish farmers in Haldia have started cultivating the fish, pengba. According to experts, this fish of the carp family (to which rohu, catla, silver carp, etc. belong) is very tasty and hence has a high potential.

Pengba is the State fish of Manipur. However it has become rare there for various reasons. For this reason too this is a commendable effort by the Bangla Government.

Though native to colder climates, experts have found the fish to be readily adaptable to warmer waters too, thus making it a good choice for Haldia.

Also, being part of the carp family, pengba can be cultivated in mixed-carp cultivation farms, where rohu, common carp, catla, silver carp, mrigal, etc. are cultivated, thus making it easier to rear the fish.

Source: Aajkaal

Image Source

Submission of license forms & fees for agri-business goes online

The submission of forms for getting license, and the payment of fees, for a starting an agricultural business can now be done online. This would make the whole process hassle-free as one would be able to apply from anywhere.

Another advantage, according to an official of the Agricultural Marketing Department, which issues such licenses through its market committees, is that the process, be it for issuing new licenses or renewing licenses, would become quicker and hence many more licenses can be issued. The department is targeting 20,000 licenses per year.

A pilot project for implementing this new mechanism would soon be started in the Krishak Bazaar of Bishnupur-2 block in the district of South 24 Parganas.

Among the licenses to be issues online are for more than 50 types of businesses including paddy, pulses, eggs, paddy-cutting machine, vegetables, fruits, fish, betel leaves (paan), honey, and also plywood factories, hotels and malls.

Source: Bartaman

Developments undertaken by the Fisheries Department in the last seven years

The State Fisheries Department has undertaken various programmes for the development of the fisheries sector across Bengal. It is leading a balanced approach by enhancing fish production and thus ensuring nutritious food for all. Simultaneously, it is looking after the sustainability of fisher-folk by ensuring the adoption of sustainable methods of fishing and fish production.

This approach has brought about considerable poverty alleviation. The Panchayats Department is also actively involved with the Fisheries Department on a few aspects.

Aquaculture: Bengal has achieved remarkable results in both the inland fishery and marine fishery sectors. During financial year (FY) 2017-18, the production of fish was 17.42 lakh metric tonnes (MT), a substantial increase over the 2010-11 figures, the last year of the Left Front rule.

Fish seeds: During 2017-18, production of fish seeds was 2,017.7 crore, again a big increase from 2010-11. Fingerlings, numbering 1,700 lakh, have been distributed in about 1.21 lakh water bodies from 2011-12 to 2017-18. Bengal also caters to a huge 40 per cent of the country’s demand for fish seeds.

Fish feed: Nutritionally balanced floating feed is being supplied free of cost since 2014-15. Till 2017-18, 27,000 metric tonnes (MT) of ­fish feed has been supplied to about 14,000 ­fish farmers.

Conservation of indigenous local ­fish: To conserve local indigenous fish species, steps have been taken to introduce indigenous fish (ie, pabda, saral punti, deshi tangra, mourala, chital, folui, etc.) in bheels, backyard water bodies, etc. Special emphasis has been given for increasing production of deshi magur.

Introduction of new species: Culture of many new species like silver pompano, nona tangra, cobia, chanos (milk fish) and marine crab has been introduced in brackish water during the last seven years. The culture of boroli is now also being attempted in the freshwater bodies of south Bengal.

Moyna Model and its replication:For augmenting the production of fish, a new model called Moyna Model was adopted during FY 2017-18. Its prime objective is the culture of mainly rohu, catla and mrigel at the rate of 12,000 kg (12 MT) per hectare per year in the seven districts of Cooch Behar, Murshidabad, Dakshin Dinajpur, North 24 Parganas, Nadia, Howrah and South 24 Parganas as well as in Kalyani Fish Farm in Baro Sagar Dighi (Nadia district).Model fish farms have been identified covering 90 hectares of water bodies, along with 113 progressive farmers.

Export:Achievements in the export sector have also been quite significant under the Trinamool Congress Government. From 61,709 MT of fish worth Rs 1,734 crore during FY 2011-12, the figures reached 1,04,762 MT worth Rs 4,455.74 crore during FY 2016-17.

 

Thus, Bengal is marching ahead towards not only self-sufficiency in fish production but substantial contribution towards exports too.

Fisheries sector policies of the Bengal Govt benefiting fishermen

The State Government has created several policies for the development of the fisheries sector. The important ones are given below.

West Bengal Fisheries Investment Policy 2015:For attracting substantial investments in the fisheries sector, the Government has promulgated the West Bengal Fisheries Investment Policy 2015. From FY 2015-17 till now, 30 projects have been initiated at an investment (by both private and Government players) of Rs 339.35 crore. During the Bengal Global Business Summit 2018, 19 memorandums of understanding (MoU) worth Rs 760.3 crore were signed.

Amendment of method of settlement of Government waterbodies:The chapter dedicated to Government water bodies in the West Bengal Land & Land Reforms Manual was amended by the State Government with the intention of infusing better competitiveness and adoption of scientific methods of pisciculture and thereby increasing the production of fish. This step has boosted rural employment generation and optimum use of Government fisheries as a resource by giving priority in the tendering process to functional fishermen’s cooperative societies, fish production groups and self-help groups (SHG).

Training and extension:The number of fishermen who have received training has gone up from 6,170 in 2010-11 to 16,394 in 2017-18. Awareness camps in the form of Krishi Mela, Wetland Day, Fish Farmers’ Day, etc., are being regularly organised.

 

Urban ‘haat’ near Nalban from Poila Baisakh

The State Fisheries Department has decided to set up a daily market (or ‘haat’) on the field beside the lake in Nalban. This venue will be used for selling fish, meat, poultry, vegetables as well as handicrafts, to be sold by the manufacturers themselves.

The handicrafts stalls will be run by women belonging to self-help groups (SHGs). These SHGs get financial aid under the State Government’s Anandadhara Scheme, which entails making and selling handicrafts and other items.

This city haat, or market, is expected to become famous the same way the Sonajhuri Haat in Santiniketan, Mangala Haat in Howrah and the Hari Sahar Haat in Shyambazar, Kolkata, have become.

The spot is ideal for a haat as it is quite near the IT hub of Sector V, where thousands come every day to work. Already a few snacks outlets and restaurants have opened up at Nalban, including by the State Fisheries Development Corporation (SFDC).

 

পয়লা বৈশাখ থেকে নলবনে ঝিলের পাড়ে বসবে শহুরে হাট

 

খোদ কলকাতায় দৈনন্দিন গেরস্থালির যাবতীয় উপকরণ নিয়ে হাট বসতে চলেছে। সৌজন্যে মৎস্য দপ্তর। এখানে একদিকে মাছ-মাংস, সব্জি তো বিক্রি হবেই, অন্যদিকে হাতের কাজের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হবেন প্রত্যন্ত গ্রামের শিল্পীরা। নলবনের জলাশয়ের পাড়ে খোলা মাঠে ঘুরতে ঘুরতে কেনাকাটা করবেন শহরের বাসিন্দারা।

শান্তিনিকেতনে সোনাঝুরির হাট, হাওড়ার মঙ্গলা হাট বা হরি সাহার হাটের মতো এখনও শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে বহু হাট রয়েছে। কিন্তু, এর অনেকগুলিরই পুরনো ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। তাই এবার সেই হাটের ঐতিহ্য এবং ব্যবসায়িক গুরুত্বকে বোঝাতেই নলবনে ভেড়ির পাশে বসবে নগরায়িত হাট। মৎস্য দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই হাট বসানো হচ্ছে।

নলবনের কাছেই তথ্যপ্রযুক্তি তালুক। এখানে প্রচুর মানুষ কাজ করতে আসে। সপ্তাহান্তে যদি তাঁরা জলাশয়ের পাশে একটু ‘স্ন্যাক্স’ খেতে খেতে জরুরি সমস্ত সামগ্রী পেয়ে যান, তাহলে অনেকেই হাটে আসতে চাইবেন। সেই কথাকে মাথায় রেখেই সপ্তাহান্তের বিকেলে এই হাট বসানো হবে। পয়লা বৈশাখ থেকে বসবে এই হাট।

প্রসঙ্গত, নলবনের ওই মাঠে ইতিমধ্যে একাধিক বাঙালি-কন্টিনেন্টাল খাবারের রেস্তরাঁ আগে থেকেই রয়েছে। পাশাপাশি নিগমের পক্ষ থেকে কাঁচা প্যাকেটজাত মাছ বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রান্না মাছের বিভিন্ন পদও বিক্রি করা শুরু হয়েছে। হরিণঘাটা থেকে কাঁচা মাংস সহ বিভিন্ন পদ বিক্রি করা হচ্ছে। সুফল বাংলাও ইতিমধ্যে দোকান দিয়েছে সেখানে। ফলে কাঁচা সব্জি থেকে আরও বিভিন্ন রান্নার সামগ্রী সেখানে বিক্রি করা হবে।
সেই তালিকায় এবার নতুন সংযোজন হাতের কাজের সম্ভার। আনন্দধারা প্রকল্পের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাদের নলবনের হাটে আনা হবে। প্রত্যেক সপ্তাহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে এসে নিজেদের হাতে তৈরি বড়ি, আচার, পাঁপড় ছাড়াও হাতের কাজের বিভিন্ন ব্যাগ, শৌখিন ঘর সাজানোর জিনিস বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে গ্রামীণ মহিলারা যেমন নিজেদের সামগ্রী বিক্রির একটা নতুন জায়গা খুঁজে পাবেন, সেই সঙ্গে শহুরে ক্রেতারাও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন নিজের হাতে দেখে নিয়ে।

সর্বোপরি জলাশয়ের পাড়ে ঘুরতে ঘুরতে একেবারে গ্রামীণ পরিবেশেই ‘হাটে’র মজা নিতে পারবেন কলকাতাবাসী।

Image Source: TripAdvisor

Tuna, salmon & other marine delicacies to be available in Kolkata, courtesy State Govt

Thanks to the State Fisheries Development Corporation (SFDC), fish-lovers in Kolkata would soon be able to lay their hands on sea fishes like tuna, salmon and sardines, and sea crabs as well. The Corporation is busy making arrangements to make these available soon.

They would be imported from the Andaman and Nicobar Islands.

After the necessary processing, the fishes would be made available through various wholesalers and retail sellers, and also through the fish-selling vans run by the SFDC.

Not just selling, the SFDC is also making preparations to breed and export these fishes, alongside the other exotic fishes it already does, like cobia, chanos, prawns (bagda) and basa.

At the recent Bengal Global Business Summit (BGBS), memoranda of understanding (Mou) worth Rs 1,500 crore was signed in agriculture and related sectors, of which 19 MoUs worth Rs 480 crore were signed in the fisheries sector.

 

শহরেই মিলবে টুনা , সার্ডিন , স্যামন

টুনা , সার্ডিন , স্যামন৷ ইচ্ছা থাকলেও কলকাতাবাসীর এই সামুদ্রিক মাছগুলি জোগাড়ে কালঘাম ছোটার উপক্রম৷ নিউ মার্কেটের মতো শহরের হাতেগোনা কয়েকটি বাজারেই টিন ফুডে এই মাছগুলি মিললেও, তা সাধারণের নাগালের বাইরে৷

মাস দেড়েকের মধ্যেই বদলে যেতে চলেছে এই পরিস্থিতি৷ কারণ, বাংলা থেকে চারা পোনা ও মাছের খাবার সরবরাহের বিনিময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে টুনা , সার্ডিন , স্যামন এবং সামুদ্রিক কাঁকড়া আনতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম৷ এ নিয়ে আন্দামানের সঙ্গে একটি চুক্তিও রয়েছে নিগমের৷

আন্দামান থেকে আনা সেই সামুদ্রিক মাছগুলির প্রক্রিয়াকরণের পর স্থানীয় পাইকারি এবং খুচরো বাজারে তা বিক্রি করবে নিগম৷ নিগমের গাড়িগুলির মাধ্যমেও সেগুলি বিক্রি করা হবে৷ এমনকী , কোবিয়া , চ্যানোস , বাগদা , বাসার পাশাপাশি টুনা , সার্ডিন , স্যামন , সামুদ্রিক কাঁকড়া রন্তানির উদ্যোগও নিচ্ছে নিগম৷

এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তার মধ্যে শুধু মৎস্য সংক্রান্ত চুক্তিই স্বাক্ষরিত হয়েছে ১৯টি, যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে মাছ প্রক্রিয়াকরণ শিল্পের অনেকটাই বিকাশ ঘটবে এ রাজ্যে৷

Source: Ei Samay

Bengal’s popular ‘Fish on Wheels’ in Digha and Puri soon

The popular ‘Fish On Wheels’ concept of Benfish is going to be introduced in Digha and Puri soon.

The named is used for the Benfish service wherein cooked fish is sold in vans. The service is available in Kolkata and is very popular. These tourist spots – on in Purba Medinipur district and the other in Odisha – are very popular with Bengali tourists and hence, Benfish has come up with the decision.

Benfish functions under the State Department of Fisheries. The vans to be introduced in Digha and Puri would also be of the latest model, and the ones in Kolkata would be replaced with these latest models too.

Further, Fish On Wheels would be introduced to tap the tourist market in Jangalmahal, Ayodhya Hills, Malda, Murshidabad, Siliguri, Darjeeling, the Dooars, Cooch Behar.

 

মাছের নানা মুখরোচক পদ নিয়ে এবার বেনফিশের গাড়ি চলবে দীঘা-পুরীতেও

বেনফিশের ‘ফিশ অন হুইলস’ এবার নামতে চলেছে দীঘা-পুরীতে। এতদিন কলকাতা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন মুখোরোচক মাছের খাবার বিক্রি করত বেনফিশের ‘ফিশ অন হুইলস’ গাড়ি। এবার সেই গাড়িই পৌঁছে যাবে সমুদ্র সৈকতের বুকে।

উল্লেখ্য, দীঘা-পুরী দুই জায়গাতেই পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করেছে বেনফিশ। সারা বছর সেখানে বহু পর্যটক বুকিং করেন, ঘুরতে যান। কিন্তু এতদিন সেই এলাকায় বেনফিশের ‘ফিশ অন হুইলস’ বা গাড়িতে করে খাবার বিক্রির কোনও ব্যবস্থা ছিল না। অবশেষে সেই ব্যবস্থাও শীঘ্র ওই দুই জায়গাতে চালু করতে চাইছে বেনফিশ।

‘ফিশ অন হুইলস’-এর নতুন মডেলের গাড়ি দীঘা ও পুরীতে নামানো হচ্ছে। ইতিমধ্যে নতুন গাড়ির বরাত দেওয়া হয়ে গিয়েছে। গাড়ি এলেই ওই দুই জায়গায় খাবার বিক্রি করা শুরু হবে। ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, ফিস পকোড়া, ফিশ চপ, ফিশ শিক কাবাব থেকে শুরু করে বিভিন্ন বাহারি খাবার সাজিয়ে ‘ফিশ অন হুইলস’ পৌঁছে যাবে দীঘা এবং পুরীতে।

আগামী দিনে রাজ্যের আরও একাধিক জেলা, বিশেষত পর্যটন এলাকাগুলিতেও ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। বিশেষ করে জঙ্গলমহল, অযোধ্যা পাহাড়, মালদহ-মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স, কোচবিহার থেকে একেবারে দক্ষিণের সুন্দরবনেও অদূর ভবিষ্যতে ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

Source: Bartaman

Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

State Govt firming up plans for fish tourism

Bengalis are synonymous with being fish-eaters. Keeping that in mind, the State Government is firming up plans to set up a fish tourism circuit. And not just Bengalis, anyone can partake of delicious fish dishes to be served as part of tours.

The State Fisheries Development Corporation (SFDC) is preparing the blueprint for the tourism circuit. The circuit would centre around the hotels run by SFDC in places like Digha, Udaypur, Henry Island, Bishnupur, Jamunadighi and Siliguri.

A typical tour would consist of a two days-one night package, with fish as the focal theme – be it food or sightseeing. And fish dishes to be served would comprise the traditional favourites of Bengalis as well as newly-introduced varieties in the state like chanos (also called milkfish), pompano, cobia (all marine fishes) and vannamei (a type of shrimp).

The fish tourism circuit would begin functioning with tours to Digha.

Salient points:

· Air-conditioned luxury buses would take tourists to the SFDC-run hotels (from Kolkata, in the case of Digha).

· Lunch and dinner would consist of a range of fish dishes, cooked both in the Bengali as well as in foreign styles.

· Supper would consist of fish pakoda or fish fry, along with coffee.

· After lunch, films where fish is the focal theme, like Ganga and Padma Nadir Majhi, would be shown.

· During the evening, the hotel would arrange fishing trips.

· Early morning the next day, the guests would be taken to bheris or fish farms to watch live huge fishes being caught for commercial exploitation.

· After coming back to the hotel, breakfast would be served, which would consist of fish kachori, fish sandwich or fish-stuffed paratha.

· Breakfast would be followed by sightseeing (to places like Mandarmani and Talsari, in the case of the Digha tour).

· Coming back, lunch would be served, again consisting of a huge fish spread.

· Later, the tourists would be taken back home/to their bases aboard the luxury buses.

 

মাছের পদে মন ভরিয়ে ঘোরার আমেজ রাজ্যজুড়ে

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। নিপুণ হাতে কাঁটা বেছে মাছ খাওয়ার যে কৌশল বাঙালি যুগ যুগ ধরে রপ্ত করেছে, সেই রেওয়াজকে আর চার দেওয়ালে আটকে রাখতে চায় না রাজ্য সরকার।

দুপুরে সরষে বাটা-কাঁচালংকা অথবা আদা-পিয়াজ-রসুনের রসায়নে মাছের ঝাল খেয়ে যাদের অরুচি ধরে গিয়েছে, তাদের জন্য একেবারে নতুন আয়োজন। রেস্তরাঁয় গিয়ে ভিন্ন স্বাদের মাছ চাখা নয়। শুধু মাছকে থিম করেই আস্ত একটা পর্যটন প্যাকেজ চালু করতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। শুধু নিছক বেড়ানো নয়। ঝালে-ঝোলে-অম্বলে মাছ দিয়ে পাত সাজিয়ে বাজিমাৎ করতে চায় নিগম। সেই ভাবনা থেকেই মাছকে থিম করে সকাল-সন্ধ্যা অতিথি আপ্যায়নে এবার রাজ্যে আসছে ফিশ ট্যুরিজম।

মৎস্য দপ্তরের আওতায় থেকে এখন চুটিয়ে ব্যাবসা করছে মৎস্য উন্নয়ন নিগম। কাঁচা মাছ বিক্রি তো আছেই, পাশাপাশি রয়েছে তাদের নিজস্ব রেস্তরাঁয় রকমারি খাওয়ার আয়োজন। রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নিগমের ফুড কোর্ট। কলকাতার পাশাপাশি দীঘা, উদয়পুর, হেনরি আইল্যান্ড, বিষ্ণুপুর, যমুনাদিঘি বা শিলিগুড়িতে আছে সেসব হোটেল। দপ্তরের কর্তাদের কথায়, যেখানে যেখানে নিগমের বড় ভেড়ি রয়েছে, সেই সব এলাকার আশপাশে তৈরি করা হয়েছে হোটেলগুলি। সেগুলিতেই এই ফিশ ট্যুরিজম চালু করছে নিগম। নলবনে এমনই আহারি পর্যটনের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী।

ভারতে কোথাও আলাদা করে মাছ কেন্দ্রিক পর্যটন নেই, এমনটাই দাবি করছেন দপ্তরের কর্তারা। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌম্যজিৎ দাস বলেন, যারা মাছ ভালোবাসেন, তারা যাতে মাছকে সঙ্গী করে ঘুরে-বেড়াতে পারেন, সেই ব্যবস্থাই করছি আমরা। সেখানে থাকবে ছিপ নিয়ে মাছ ধরার বিলাসিতা বা ভেড়ি থেকে মাছ ধরা চাক্ষুষ করার আয়োজন। থাকবে সাইট সিয়িং। সঙ্গে থাকবে নানা ধরনের মেছো পদ। দীঘা বা উদয়পুর বা বকখালির কাছে হেনরি আইল্যান্ডে যেমন সেগুলি সহজে হবে, তেমনই বিষ্ণুপুর, বর্ধমান বা শিলিগুড়িতেও পর্যটকরাও আনন্দ পাবেন। নিগমের এই উদ্যোগটিকে কাজে লাগাতে দায়িত্ব দেওয়া হয়েছে একটি প্রথম সারির ট্যুর অপারেটর সংস্থাকে।

সংস্থাটির কর্ণধারের কথায়, আমরা যেমন গোটা ট্যুরে পর্যটকদের চিরাচরিত মাছ খাওয়াব, তেমনই থাকবে চ্যানোস, পমপ্যানো, কোবিয়া বা ভেনামাই’য়ের মতো মাছ। রান্নাতেও থাকবে কেরামতি। সব মিলিয়ে মাছ দিয়েই পর্যটনের নতুন দরজা খুলতে তৈরি রাজ্য।

মেছোবিলাসঃ-

দীঘায় যে ফিশ ট্যুরিজম চালু হচ্ছে, সেখানে সকালে কলকাতা থেকে বিলাসবহুল বাসে পর্যটকদের নিয়ে যাবে নিগম। এক রাত-দু’দিনের প্যাকেজে পরের দিন ফের কলকাতায় ফেরা।

দুপুরের খাবার পাতে থাকবে পাঁচ রকমের মাছের পাঁচ পদ। কোনওটা আবহমানকালের বাঙালি রান্না, আবার কোনওটায় বিদেশি ‘টাচ’ দিয়ে ফিউশন। খাওয়ার শেষে ভাত-ঘুমের আগে ভিসিডিতে ‘পদ্মা নদীর মাঝি’ বা ‘গঙ্গা’র মতো সিনেমা, যেখানে মাছই থিম।

বিকালে ফিশ পকোড়া বা ফিশ ফ্রাই সহযোগে কফি। ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে দেবেন কর্মকর্তারাই। রাতে ফের খাবার পাতে পাঁচ রকমের মাছ দিয়ে আয়োজন।

ভোরবেলা মাছ ধরা দেখতে নিয়ে যাবেন উদ্যোক্তারা। কীভাবে পেল্লায় সাইজের গলদা জালে ধরা পড়ছে, সেসব দেখা যাবে একেবারে ‘লাইভ’।

ফিরে এসে মাছের কচুরি, ফিশ স্যান্ডউইচ বা মাছের পুরভরা পরোটার মতো জলখাবার খেয়ে বেড়াতে বেরনো। নিজস্ব টোটোতে মন্দারমণি বা তালসারির মতো সাইট সিয়িং করাবেন উদ্যোক্তারাই। ফিরে এসে ফের পাঁচ রকম পদ সাজিয়ে লাঞ্চ।

দীঘার মতোই মৎস্য উন্নয়ন নিগমের হাতে থাকা রাজ্যের সবক’টি হোটেলেই এমন প্যাকেজ ট্যুর থাকছে।

 

Source: Bartaman