Within a few years, Kolkata will become one of the biggest financial hubs in India, according to Bengal Finance and Commerce & Industries Minister, Dr Amit Mitra.
While talking to reporters at an international trade fair in New Delhi, he said that 27 banks are taking land in Bengal to create a financial hub. The State Bank of India is constructing its largest training centre on 11 acres, adjacent to the hub. Not only that, HSBC back office is in Kolkata today.
Bengal’s core competence of human capital is gradually becoming known to industry in India, resulting in more and more major investments coming to the state. Dr Mitra said that the industrialists now feel that Bengal is the state to invest in.
He said that the financial cluster that is coming up in Kolkata for various activities like banking, insurance, mutual funds, spread over more than 100 acres, is a unique example of how Bengal is progressing.
He also said that 81 lakh people in the state have been provided jobs since the Trinamool Congress came to power in 2011.
As far as the ease of doing business is concerned, Bengal has climbed up remarkably from 15th to 3rd, and is on its way to the top, stated the minister.
Source: Business Today
কলকাতা হয়ে উঠবে ভারতের অন্যতম শীর্ষ ফিনান্সিয়াল হাব: অমিত মিত্র
ভবিষ্যতে ভারতের অন্যতম শীর্ষ ফিনান্সিয়াল হাব হয়ে উঠবে কলকাতা। এমনটাই বললেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র।
দিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৭তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২৭ টি ব্যাঙ্ক ইতিমধ্যেই রাজারহাটে গড়ে ওঠা ফিনান্সিয়াল হাবে জমি চেয়েছে। এর অদূরেই ১১ একর জমির ওপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সবথেকে বড় প্রশিক্ষণ কেন্দ্র খুলছে। এছাড়া এইচএসবিসির ব্যাক অফিসও এই মুহূর্তে কলকাতায় রয়েছে।
বাংলার মানব সম্পদ ও দক্ষতা সারা বিশ্বে স্বীকৃত। এর ফলে শিল্পপতিরা বুঝেছেন বাংলায় বিনিয়োগ করা উচিত।
অমিত মিত্র বলেন, এই ১০০ একর জমির ওপর যে ফিনান্সিয়াল ক্লাস্টারটি তৈরী হচ্ছে সেখানে ব্যাঙ্কিং, ইনস্যুরেন্স, মিউচুয়াল ফান্ড প্রভৃতি ক্ষেত্রে কাজ হবে। এর থেকেই বোঝা যায় বাংলা এখন অগ্রগতির পথে।
অর্থমন্ত্রী আরও বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর গত ছয় বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে। শিল্প গড়ার সুবিধের মাপকাঠিতে ১৫নম্বর স্থান থেকে সরাসরি তিন নম্বরে উঠে এসেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।