Bengal Govt redeveloping Milan Mela to make it of international standards

The State Government has taken up a project for the redevelopment of the Milan Mela fairground at a cost of Rs 200 crore. Milan Mela is Bengal’s premier spot for holding all types of fairs.

The work would be done by the West Bengal Industrial Development Corporation, which is responsible for the upkeep of the space. It would take around 18 months for the work to complete.

According to the new design conceived, Milan Mela would have six auditoriums, of which two would be very large, being able to hold 2,000 to 2,500 people. There will be four conference halls, an open-air auditorium, two indoor exhibition halls, one open-space exhibition hall, an administrative building, a food park and cafeteria.

Currently the Milan Mela campus is spread over 25 acres. There is a further 5-acre space outside it. These two are going to be combined to redevelop Milan Mela.

After the highly successful hosting of the FIFA Under-17 World Cup, Kolkata is increasingly being seen as a capable and attractive venue for hosting national-level and international meetings and conferences, and major sporting tournaments. The redeveloped Milan Mela is going to be a major addition to that capability.

মিলনমেলার চেহারা বদলে ফেলা হবে ২০০ কোটিতে

সব ধরনের মেলার জন্য নির্ধারিত ই এম বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণের চেহারা বদলে ফেলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ জন্য খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
রাজ্য শিল্পোন্নয়ন নিগম ওই টাকা খরচ করে মেলাপ্রাঙ্গণের আমূল পরিবর্তন করতে চলেছে। এই কাজের জন্য সময় নেওয়া হয়েছে ১৮ মাস। তার জন্য হাতে কিছুটা সময় রেখে আগামী দু’বছর মিলনমেলা প্রাঙ্গণে কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, মেলা করার আদর্শ জায়গা হিসাবে মিলনমেলা প্রাঙ্গণেও থাকুক আধুনিকতার ছোঁয়া। সেখানে সবরকমের মেলা করার জন্য সমস্ত রকম আধুনিক পরিকাঠামো যেন থাকে। বর্তমানে সেখানে যে হ্যাঙ্গারগুলি রয়েছে, সেগুলিতে ৫০০-৭০০ মানুষ বসতে পারে। এর বেশি সংখ্যক মানুষ বসার জন্য অস্থায়ী অডিটোরিয়াম তৈরি করতে হয়। এবার স্থায়ী কাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেএলএল নামে বিশেষজ্ঞ সংস্থা মিলনমেলা প্রাঙ্গণের ডিজাইন করেছে।
নিগম সূত্রে জানা গিয়েছে, সেই ডিজাইন অনুযায়ী, ছ’টি অডিটোরিয়াম থাকবে। তার মধ্যে দু’টিতে দু’থেকে আড়াই হাজার মানুষ একসঙ্গে বসতে পারবেন। এছাড়াও থাকবে চারটি কনফারেন্স হল। থাকবে ওপেন স্পেস অডিটোডিয়াম। দু’টি এগজিবিশন হল। একটি ওপেন স্পেস এগজিবিশন তৈরি হবে। সেখানে নানা ধরনের প্রদর্শনীর সুযোগ থাকবে। হবে ফুডপার্ক ও কাফেটোরিয়া। এছাড়াও থাকবে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বর্তমানে একটি আছে। সেটিকে বদলে দেওয়া হবে।
যেভাবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার তৈরি হয়েছে, ঠিক সেই রকম বিশ্বমানের মেলাপ্রাঙ্গণ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এককথায় তা হবে দর্শনীয়।

Source: Bartaman

After the successful U-17 World Cup, Transport Dept to promote Ganga Sagar Mela & Book Fair

The Bengal Transport Department’s branding of the FIFA Under-17 World Cup had caught everyone’s eyes, and became very successful. On all the buses the department had designated for ferrying the fans and players, was written ‘Ebar Khela Jombe Bangla’.

Now the department is planning similar branding for two of the most popular annual events that Bengal hosts – Ganga Sagar Mela and the Kolkata International Book Fair (KIBF). What exactly is to be written would be decided later.

While the former will be held in January, with the main events scheduled on January 14 and 15, on Sagar Island in the Sundarbans, the latter will be held from January 30 to February 11 at Central Park in Salt Lake (because the usual venue, the Milan Mela fairground, is being renovated).

The branding would appear on the buses (from Esplanade, Babughat and Howrah) and the 30 vessels (16 belonging to West Bengal Transport Corporation and 14 to Hooghly River Transport Corporation) to be designated for the Ganga Sagar Fair, and on the buses (both AC and non-AC) to be designated specially for ferrying people to and from the Book Fair.

বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে ব্র্যান্ডিং করার ভাবনা রাজ্যের

 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে এবার এই দুই উৎসবকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা রাজ্যের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি বাসে ব্র্যান্ডিং করা হবে।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত নানা মানুষ আসেন এই মেলায়। তাদের কাছে রাজ্যের মান বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য রাখা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা। এসি নন এসি সব রকম বাসই থাকছে। বাসের গায়ে বইমেলার ব্র্যান্ডিং করা থাকবে।

একই ভাবনা গঙ্গাসাগর মেলা উপলক্ষেও। এই বাসের গায়েও ব্র্যান্ডিং এর পরিকল্পনা রাজ্যের। বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই এই ব্র্যান্ডিং থাকবে যাতে সব রকম মানুষের বুঝতে সুবিধা হয়।

ধর্মতলা, বাবুঘাট এবং হাওড়া থেকে ছাড়বে গঙ্গাসাগর যাওয়ার বাস, যাবে লট এইট পর্যন্ত। সেখান থেকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য থাকবে ভেসেলের ব্যবস্থা। এবার মেলা উপলক্ষে ৩০ টি ভেসেল রাখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

After Durga Puja, Kali Puja immersion carnival to become another showpiece event

After the immense success of the Durga Puja immersion carnival, now another immersion carnival, or ‘bishorjon carnival’, has been conceived – for Kali Puja. This would be organised by Kolkata Police from next year, and it has the potential to become another success story.

During a recent meeting between Kolkata Police and Kali Puja organisers at Kala Mandir, this idea was agreed upon, as anything that is good and appreciated by people can take place again and again.

During the meeting, the Kolkata Police commissioner said that from this year, Kali Puja organisers can also avail the Aasaan app (like Durga Puja organisers) to get necessary clearances to organise Kali Puja.

The police requested organisers to spread awareness about the ‘Safe Drive, Save Life’ road safety awareness programme, for which they will provide hoardings.

The police also asked puja committees to take necessary steps so that pandal-hoppers do not face any trouble. With the FIFA Under-17 World Cup in full swing, many foreigners are also expected to visit Kali Puja pandals this year.

 

আগামী বছর থেকে সেরা কালী পুজো নিয়ে কার্নিভাল করবে কলকাতা পুলিশ

দুর্গাপুজোর মতো এবার সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান কলকাতা পুলিশ কর্তারা।

কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের বৈঠক হয়। অনেক কালীপুজো কমিটি এই কার্নিভালের দাবি জানান। পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মন্ডপেও -সেফ ড্রাইভ সেভ লাইফ- থিম চালু করুন। এর পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশী শহরে এসেছেন, তাই, দুর্গাপুজোর মতো কালী পুজোতেও ফুটবলের থিম রাখুন।”

এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও এবার থেকে সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।

Source: Millennium Post

Bengal Govt makes tight security arrangements for Under-17 World Cup

The Bengal Government has made tight security arrangements at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) for the FIFA Under-17 World Cup.

The stadium, refurbished at a huge cost, will host 10 matches, including the final, across six days. The first set of matches were held on October 8.

The security arrangements at a glance:

  • Stadium gates will be opened two hours before the matches
  • All tickets will be scanned before letting ticket-holders enter the stadium
  • Once a ticket-holder leaves the stadium, the person won’t be allowed in again
  • Spectators will not be allowed to carry bags, newspapers, cold drinks and bottles of water inside
  • Spectators will be allowed to carry raincoats
  • Women will be allowed to carry handbags inside
  • There will be 110 ticket-checking points, all of which will have doorframe metal detectors passing through which will be compulsory for spectators
  • Spectators will be allowed to carry in flags of countries they are supporting but no sticks or stick-like objects will be allowed
  • To avoid any confusion, the tickets for all the six days (10 matches) are of different colours
  • Only FIFA-approved vendors will sell drinking water at the stadium
  • State Government will distribute water pouches free of cost at the parking venue
  • Parking space for 2,600 cars is being provided
  • To avoid unnecessary congestion, quite a few areas have been marked as no-parking zones
  • The police have been trained in such a way that, if necessary, all 66,000 spectators can be evacuated within eight minutes
  • To secure the area, 260 CCTV cameras have been installed
  • A police control room has been opened inside the stadium
  • The Bidhannagar Police Commissionerate has tied up with two prominent hospitals in Salt Lake to admit any spectator who may need treatment
  • Smoking will be banned at the stadium premises

 

একনজরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে পাখির চোখ করে পুরো নিরাপত্তায় ঢেকে গেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

একনজরে দেখা যাকঃ-

  • খেলা শুরুর দু’ঘণ্টা আগে খোলা হবে স্টেডিয়ামের গেট।
  • ফিফা মনোনীত সংস্থা স্টেডিয়ামে জল বিক্রি করবে।
  • থাকছে ২৬০০ গাড়ির পার্কিং। পার্কিং এরিয়ায় বিনামূল্যে জল বিতরণ করবে রাজ্য সরকার।
  • বেশ কিছু অঞ্চল নো-পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা হবে।
  • প্রতিদিনের জন্য আলাদা আলাদা রঙের টিকিট।
  • স্টেডিয়ামে ঢোকার আগে প্রতিটি টিকিট স্ক্যান করা হবে।
  • একবার স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ওই টিকিট নিয়ে ফের স্টেডিয়ামে ঢোকা যাবে না।
  • মহিলারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন।
  • থাকছে ১১০টা চেকিং পয়েন্ট। প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে হবে দর্শকদের।
  • পছন্দের দেশের পতাকা নিয়ে ঢোকা যাবে তবে লাঠি জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না।
  • কোনও দুর্ঘটনা ঘটলে ৬৬হাজার দর্শককে আট মিনিটের মধ্যে স্টেডিয়াম থেকে বাইরে বার করে আনতে পারবে পুলিশ কর্মী।
  • যুবভারতী চত্বরে ধূমপানও নিষেধ।
  • নিরাপত্তার জন্য ২৬০টি সিসি টিভি থাকছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে স্টেডিয়ামের মধ্যেই।
  • কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে চিকিৎসার ব্যবস্থা। সল্টলেকের দুটি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কমিশনারেট।
  • ব্যাগ, খবরের কাগজ, কোল্ড ড্রিঙ্কসের ও জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ।
  • থাকছে স্টুয়ার্ট স্কোয়াড

 

Source; Sangbad Pratidin

 

Bengal Govt designates Vivekananda Yuba Bharati Krirangan as ‘green zone’ for duration of World Cup

The Bengal Government is taking special steps to keep the area around Vivekananda Yuba Bharati Krirangan (VYBK), the venue for the 10 matches to be held in Kolkata, pollution-free during the FIFA Under-17 World Cup, when players, officials and delegates from across the world will be coming over.

The region comprising the stadium, the airport and their surrounding areas, Jessore Road, VIP Road, Parama Island and the part of EM Bypass passing through those areas, has been designated as a ‘green zone’.

Every day, twice a day, the streets are going to be watered to keep the dust particles from flying around. For the same reason, all construction activities will also be postponed for the duration of the tournament.

Vehicles movement will be strictly regulated. Parking anywhere and everywhere will not be allowed. To keep smoke under control, burning anything in open spaces will not be allowed.

Garbage too would be regularly cleaned thoroughly in all the areas in the green zone.

 

ফুটবল উৎসব দূষণমুক্ত রাখতে তৎপরতা

এ খেলা শুধু খেলা নয়। খেলা, খেলাকে ঘিরে গোটা কর্মযজ্ঞ— সবই হতে হবে দূষণমুক্ত পরিবেশে।

সেই জন্য রোজ দু’বেলা জল দিয়ে ধুতে হবে রাস্তা। বন্ধ রাখতে হবে সমস্ত নির্মাণকাজ। বালি-সিমেন্ট-পাথরকুচি-সহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাস্তার ধারে রাখা যাবে না। রাশ টানতে হবে যান চলাচলে। যত্রতত্র গাড়ি পার্ক করা নয়। খোলা জায়গায় কিছু জ্বালানো নিষেধ।

অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপ ফুটবল চলাকালীন শহরের বাতাস দূষণমুক্ত রাখতে কলকাতা ও বিধাননগর পুরসভা এবং পুলিশকে এমনই নানা ব্যবস্থা নিতে বলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর যুবভারতী ক্রীড়াঙ্গন ও বিমানবন্দরের আশপাশের এলাকা, যশোর রোড, ভিআইপি রোড, পরমা আইল্যান্ড পর্যন্ত ইএম বাইপাস ও তার দু’ধারের এই বিস্তীর্ণ এলাকাকে ‘গ্রিন জোন’ তকমা দিয়েছে যুব বিশ্বকাপ উপলক্ষে।

 

Source: Anandabazar Patrika
PC: colorlibrary.blogspot.in

Bengal Govt to provide opportunity for 5000 students to watch U-17 World Cup matches

The Bengal Government’s measures to weave events and initiatives around the FIFA Under-17 World Cup, as part of efforts to further popularise football among the young generation and take it to the grassroots, continues.

Now, the Education Department has taken a decision to arrange for 5,000 students to watch every World Cup match to be held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata for free. The students will be selected from only among those who take part in sports.

Ten matches, including the final, are scheduled for the venue, which has been extensively modernised and renovated for the quadrennial showpiece.

All logistical requirements for watching the matches have been taken care of by the department. Besides reserving seats for 5,000 students for every match, 70 AC and non-AC buses for transport have been arranged too. Students coming from faraway places will be put up for the nights, if needed.

Students from schools, colleges, madrasahs and polytechnics – 2,000 each from schools and colleges, and 500 each from madrasahs and polytechnics – will be selected for every match. Schools and colleges have been asked to prepare lists of students who are interested in watching the matches.

 

ছাত্রছাত্রীদের বিনামূল্যে যুব বিশ্বকাপ দেখাবে রাজ্য সরকার

 

স্কুল কলেজের উঠতি ফুটবলারদের বিনা পয়সায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৫ হাজার ছাত্র মাঠে বসে এই ম্যাচ দেখবে।

প্রতি ম্যাচে এই ৫হাজারের মধ্যে ২ হাজার স্কুলের, ২ হাজার কলেজের, ৫০০ মাদ্রাসা এবং ৫০০ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী থাকবে। যারা অনেক দূর থেকে আসছে তাদের জন্য থাকা, খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

যুব ভারতীতে তাদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা বক্স, থাকছে বিশেষ বরাদ্দ সিট। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসবে এই ম্যাচ দেখতে। যারা স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধুমাত্র তারাই পাবে এই ম্যাচ দেখার সুযোগ।

বিদেশি খেলোয়াড়দের স্কিল চোখের সামনে থেকে দেখার সুযোগ পাবে তারা। এসি ও নন এসি মিলিয়ে ৭০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বভাবতই ফুটবলপ্রেমী ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার।
Source: Sangbad Pratidin