GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

German delegation likely to attend Bengal Global Business Summit, 2017

The presence of Chief Minister Mamata Banerjee has created a lasting impression in the minds of the German business fraternity and a big delegation from the country is expected to attend the Bengal Global Business Summit, scheduled to held on January 20 and 21 next year, state Finance minister
Dr Amit Mitra said.

Vikram Solar, one of the leading solar energy solution providers based in Bengal, has signed an MoU with Teamtechnik of Germany to upgrade and expand its production capacity for Rs 400 crore. An MoU was signed between Sanjay Kajaria-led Hastings Group and German security system company Abus to export bio-jute packaging materials.

Before leaving Germany, Dr Mitra said the German businessmen were impressed by the development that had taken place under Mamata Banerjee’s leadership. She met the businessmen and had detailed discussions with them. Representatives from the German manufacturing and engineering, foundry and automobile industries called on the Chief Minister and expressed satisfaction over the meeting. 55 business-to-business and business-to-government talks had taken place and talks had taken place.

Asked what impact the visit would have in Germany, Mitra said the confidence building measures (CBM) had been very successful and now both the countries would have to translate thoughts into action. “I am hopeful that a big German delegation will come for the BGBS next year,” he said.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী বহু জার্মান সংস্থা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি জার্মান ব্যবসায়ীদের ভীষণ ভাবে অভিভূত করেছে ও আশা করা যায় আগামী বছরের ২০-২১ জানুয়ারী যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তাতে একটি বড় জার্মান প্রতিনিধি দল অংশ নেবে, এমনটাই মনে করছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র।

অতিপরিচিত সৌরবিদ্যুৎ সরবরোহকারী সংস্থা বিক্রম সোলার একটি মৌ-সাক্ষর করেছে জার্মানির টেমটেকনিক নামক সংস্থার সঙ্গে। ৪০০ কোটি টাকার বিনিয়োগে তারা উৎপাদন ক্ষমতা বাড়াতে ইচ্ছুক। সঞ্জয় কেজরিয়ার নেতৃত্বে হেস্টিংস গ্রুপ ও জার্মান সংস্থা আবাস এর মধ্যে আরো একটি মৌ সাক্ষর হয়েছে বায়ো-জুট প্যাকেজিং দ্রব্য রপ্তানির জন্য।

জার্মানি ছাড়ার আগে অমিত মিত্র জানান, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হয়েছে তাতে জার্মান শিল্পপতিরা মুগ্ধ। শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। জার্মান উত্পাদন ও কারিগরি, গাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বৈঠকের পর খুব খুশি। শিল্পমন্ত্রী জানান যে গত ৪ দিনে ৫৫টি বি-টু-বি ও বি-টু-জি বৈঠক হয়।

অমিত বাবু বলেন ” আমি আশাবাদী একটি বড় জার্মান প্রতিনিধিদল আগামী বছরের বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে অংশগ্রহণ করতে আসবেন।”

Biswa Bangla products to be available in Germany

An interaction was organized by Government of West Bengal, Consulate General Munich, BVMW and FICCI in Munich on Thursday.

The speakers included prof Dr. Wolgang Reinhardt From BVMW, former CEO, BVMW and Chairman, CUD, Baden-Wurttemberg, Bernd Reuters from German Ministry, Head of Division International Economic Relations, Ministry of Economic Affairs, Labour and Housing, State of Baden-Wurttemberg and senior secretaries of Government of West Bengal.

They were invited to bring a delegation of major auto, engineering,textile and other members to Bengal.

The 160 years old AMANN Group of Germany represented by Sanjeev Grewal, Regional Director said they were Interested in setting up a large textile industry in Bengal manufacturing specialized threads. The dialogue will continue as all the dignitaries were invited to Bengal.

The interaction was attended by Senator H.C. Zaki Kursun, GM, East West, a large importer of home furnishing textiles. He said he is highly interested in sourcing from Bengal. The Benga MSMET Department will facilitate linking with private textile manufacturers of Bengal.

More than 60 German Companies were present to interact with the Government and Business delegates of India. The seminar was followed by meeting with Dr. Gisela Splett, Honorable state Secretary of Ministry of Finance of the state Baden-Wurttemberg and also another meeting with Breuninger Department Store of Biswa Bangla.

 

বার্লিন-মিউনিখের স্টলে পাওয়া যাবে পণ্য

বঙ্গ বাণিজ্যে তাদের লগ্নি আরও বাড়াচ্ছে জার্মান সংস্থাগুলি৷ নতুন করে আরও কিছু সংস্থা রাজ্যে বিনিয়োগ করবে৷ মিউনিখে রাজ্য সরকার আয়োজিত শিল্প সম্মেলনের পর সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার স্পষ্ট জানালেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক পদক্ষেপ ও সম্মেলনে অসাধারণ আহ্বানের জন্যই জার্মান শিল্পমহলের ব়্যাডারে ধরা পড়েছে বাংলা৷।

বিশেষ তাৎপর্যপূর্ণ হল, এদিন স্টুটগার্টে ছিল একটি শিল্পসভা৷ যেখানে গিয়েছিল রাজ্যের একটি উচ্চপর্যায়ের শিল্প-প্রতিনিধিদল৷ সেই শিল্পসভায় জার্মানির ৬০টি সংস্থা ছিল৷ তারা প্রত্যেকেই বাংলা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে৷ অমিতবাবু এই প্রসঙ্গে বলেন, “আমরা আশা করেছিলাম ২০-৩০টি সংস্থা আসবে৷ কিন্তু এই যে বিপুল সংখ্যক সংস্থা এসেছে, এটাই সাফল্যের ইঙ্গিত দিচ্ছে৷”

অমিতবাবু বলেন “এদিন শিল্পসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন থেকে বিশ্ববাংলার প্রোডাক্টগুলি বার্লিন, মিউনিখ, বন-সহ জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সরকারি-বেসরকারি বিপণিতে পাওয়া যাবে৷ এই ব্যাপারে এদিন একটি চুক্তি হয়েছে৷ বাংলার কুটির ও হস্তশিল্প সম্পর্কে জার্মান শিল্পপতিদের মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে৷”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে জার্মানির দক্ষিণ প্রান্তের শহর স্টুটগার্টে গিয়েছিল রাজ্য সরকারের শিল্প-প্রতিনিধিদল৷ সেখানে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে সেখানকার শিল্পোদ্যোগী ও উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন শিল্পকর্তারা৷ স্টুটগার্টের বণিকসভার সঙ্গে আলোচনার পাশাপাশি জার্মানির ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে চেয়েছেন মিউনিখ সফরে আসা বাংলার শিল্পকর্তারা৷

আজ, শুক্রবার কলকাতায় ফেরার বিমানে উঠছেন মুখ্যমন্ত্রী৷ বিকালে উড়ান৷ তিনি কলকাতা পৌঁছবেন শনিবার সকালে৷

“Come to Bengal and invest”: Mamata tells investors in Munich

West Bengal Chief Minister Mamata Banerjee today made an impassioned plea to investors, both foreign and those in the country, to invest in the state and assured them that her government would pull out all the stops to help and support.

“We will help. Give us the choice, we will give you all options. If you want to set up industry, the state government will give land from the land bank. Our land bank, land policy is ready. If you come, we will be happy,” Banerjee said while addressing a business meeting in Munich.

Mamata Banerjee, who led a business delegation to Munich to explore investment opportunities, urged the German auto major BMW to consider investing in the state and said, “We have enough opportunities in transport sector. You will see with your own eyes the opportunities in Bengal,” she said.

“If you think about India, first think about Bengal. Bengal is the gateway to Bangladesh, Bhutan, Nepal. If you invest, you will get a ready market,” she told the investors.

“If you want to invest, you have to set up one unit. Only ancillaries (industries) will not serve the purpose,” she said.

Giving a personal touch to her fervent plea, the Chief Minister said, “please consider me as your sister. Consider Bengal as your home. Bengal is the destination”.

State finance minister Amit Mitra, who had a meeting yesterday with senior management of the BMW in Munich had described it as a productive meeting.

“We told BMW that all options are open for them to invest in Bengal,” he had stated.

 

জার্মানিকে বাংলায় লগ্নির ডাক মমতার

বাংলা পূর্ব এশিয়ার প্রবেশপথ। এখানে কারখানা করলে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারত এবং দক্ষিণ এশিয়ার বাজার পাবেন। আমাদের ল্যান্ডব্যাঙ্ক রয়েছে, বিনিয়োগের উপযুক্ত জায়গা রয়েছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বুধবার মিউনিখে এভাবেই বি এম ডব্লু–কে বাংলায় বিনিয়োগ করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গাড়ি শিল্পের পাশাপাশি বাংলায় ম্যানুফ্যাকচারিং শিল্প গড়তেও জার্মান শিল্পোদ্যোগীদের আহ্বান জানিয়েছেন। জার্মান শিল্পপতি ও উদ্যোক্তাদের উদ্দেশে মিউনিখের সিটি সেন্টারে শিল্প সম্মেলনে মমতা বলেন, শুধু কারখানাই নয়, অনুসারী শিল্প করতেও আসুন।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় অনেক জায়গা আছে যেখানে জল, বিদ্যুৎ, আলো প্রচুর আছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বাভারিয়া প্রদেশের আইনমন্ত্রী উইনফ্রেইড হাউসব্যাককে পাশে বসিয়ে মমতা বলেন, আমাদের ল্যান্ডব্যাঙ্ক আছে। বাংলায় কর্মসংস্কৃতি ফিরেছে। এখন আমাদের রাজ্যে আর কোনও কর্মদিবস নষ্ট হচ্ছে না। বাংলায় রেডি মার্কেট পাবেন। আপনাদের পণ্যের জন্য নতুন করে বাজার খুঁজতে হবে না। বাংলা এখন বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা। আপনারা আসুন।

এদিনের শিল্প সম্মেলনে রাজ্যের ২৯ জন শিল্পপতির একটি দল যোগ দিয়েছেন। সম্মেলনে বাংলার শিল্পপতিদের অনেকে গত ৫ বছরে পশ্চিমবঙ্গে এই সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, তাঁদের এই সরকারের সময়ে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবরকম সহযোগিতা তাঁরা যখনই চেয়েছেন, পেয়েছেন। জানা গেছে, এদিন শিল্প সম্মেলনে জার্মানির কয়েকটি শিল্প সংস্থার প্রতিনিধিরা বাংলায় বিনিয়োগ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন।

জার্মান শিল্পপতিদের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করেন। বলেন, জার্মানির সঙ্গে ভারতের মৈত্রী বন্ধন গড়ে তুলেছিলেন ম্যাক্সমুলার। বলেন, জার্মান ও বাংলার সম্পর্ক দীর্ঘজীবী হোক।

মুখ্যমন্ত্রী বলেন, গাড়ি শিল্পই হোক আর ম্যানুফ্যাকচারিং— বাংলায় বিনিয়োগ করলে আপনারা সবরকম সহযোগিতা, সমর্থন পাবেন। বাংলার তরুণ প্রজন্ম রয়েছে। তাঁদেরকেও আপনারা কাজে লাগাতে পারবেন। জার্মান শিল্পোদ্যোগীদের উদ্দেশে মমতা বলেন, আপনারা এসেছেন। আমি গর্বিত। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। ২০ ও ২১ জানুয়ারি কলকাতায় গ্লোবাল বিজনেস সামিট হবে। আপনারা আসুন।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করি কাজ বেশি কথা কম। এভাবেই চলি। এদিনের বৈঠকে সিমেন্সের সুনীল মাথুর উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব–ফুটবল চ্যাম্পিয়ন জার্মানি। আর বাংলার মানুষ ফুটবল–পাগল। রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখে। আমিও রাত জেগে দেখি। জার্মানির অনেক জিনিস আমরা কলকাতায় ব্যবহার করি। আপনারা যখনই আসবেন, বাংলায় কোনও বাধা পাবেন না। সবরকম সমর্থন, সহযোগিতা আপনারা পাবেন। বাংলায় বিনিয়োগ করলে এশিয়ার অন্য দেশগুলিতেও আপনাদের পণ্যের বাজার পাবেন। পূর্ব এশিয়ার গেটওয়ে পশ্চিমবঙ্গ। আমাদের পরিবহণ ব্যবস্থা ভাল। ল্যান্ডব্যাঙ্ক আছে।

Bengal CM to meet German industry houses, seek investments

Bengal Chief Minister Mamata Banerjee will today hold a meeting with representatives of the German business houses at City Centre, Munich. The Chief Minister will be accompanied by the State finance and industry minister Dr Amit Mitra and a business delegation consisting industry captains from Bengal.

A preliminary meeting was held between the Chief Minister and the business delegation from Bengal yesterday. The Chief Minister urged the industry captains to showcase their experience of doing business in Bengal to their German counterparts. It was also decided regarding which sectors should be highlighted in the meeting,

The Bengal Chief Minister had earlier visited Singapore, London, Bhutan and Bangladesh and held industry meets . Under the present Government there has been a complete turnaround by the State regarding work culture and infrastructure development.

লগ্নি টানতে আজ মিউনিখে শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রীর

বাংলায় জার্মানির লগ্নির প্রত্যাশাকে সামনে রেখে আজ মিউনিখের সিটি সেণ্টারে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের শিল্প সম্মেলন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই নজিরবিহীন শিল্প সম্মেলনে জার্মান শিল্পমহলের শীর্ষস্থানীয় বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন৷

অটোমোবাইল সংস্থা ও সিমেন্স-সহ বহু সংস্থা আজ রাজ্যের আহ্বানে শিল্প সম্মেলনে যোগ দিতে পারে৷ ইউরোপের মাটিতে এই গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রতিনিধি সহ থাকছেন দেশের প্রথমসারির কয়েকজন শিল্পোদ্যোগী৷ টিম বাংলাকে নিয়ে মমতা রোট্যাচ ইগার্ন থেকে মিউনিখে গিয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন৷

মিউনিখের সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলার শিল্পোদ্যোগীরা৷ মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দেশ থেকে আসা শিল্পোদ্যোগীদের সঙ্গে  শিল্প সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন৷ বৈঠকে শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সচিবরাও ছিলেন৷ ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নয়, আপনারাই রাজ্যের শিল্পের কথা জার্মান শিল্পমহলের কাছে তুলে ধরবেন৷” রাজ্যের শিল্প পরিবেশের কোন দিকগুলি সম্মেলনে তুলে ধরা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়৷

২০১৭ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে মিউনিখের এই শিল্প সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর, লন্ডন, ভুটান ও বাংলাদেশ সফরে গিয়েও শিল্প সম্মেলন করেছেন৷ দেশের মধ্যেও বাণিজ্যনগরী মুম্বই এবং দিল্লিতেও শিল্প সম্মেলন করেছেন তিনি৷‘বদলে যাওয়া’ বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন্ শিল্প সংস্থা৷

 

Bengal seeks closer ties with Germany

A high powered official and business delegation from West Bengal, India led by the Hon’ble Chief Minister Mamata Banerjee is in Germany from September 5-9, 2016 to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between the Germany and West Bengal.

Hon’ble Chief Minister of West Bengal, Mamata Banerjee would be addressing an exclusive Interactive Session on the 7 September, 2016 in Munich and a series of interactions are being organised on the occasion of her visit.

Seminar on “Business Opportunities in West Bengal”

The first of the interactive sessions, a seminar on “Business Opportunities in West Bengal” was organised by IHK Duesseldorf, Indo-German Chamber of Commerce, Government of West Bengal, Consulate General of India, Frankfurt and Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) on 5 September, 2016.

The session was addressed by Dr Amit Mitra, Hon’ble Minister-in-Charge, Finance, Excise, Commerce & Industries, Mr Sovan Chatterjee, Hon’ble Mayor of Kolkata and Minister-in-Charge, Environment and Housing from Govt. of West Bengal. From NRW Ministry, Dr. Günther Horzetzky, State Secretary, Ministry for Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia addressed the session.

The event had a vibrant interactive session with German participants and members of the official and business delegation from West Bengal, India. The Seminar was attended by nearly 100 participants from across sectors.

The seminar was followed by G2B meetings between Senior Government officials of the State of West Bengal and major German companies including Elga Biotech, Boson Energy (IMBY Company), Oerlikon Barmag and others.

 

 

জার্মানির সাথে আরও নিবিড় সম্পর্ক চায় বাংলা

বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর নেতৃত্বে একটি উচচ পর্যায়ের সরকারি ও শিল্প প্রতিনিধি দল জার্মানিতে আছেন ৯ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত, দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মিউনিখ শহরে একটি শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন।

গত ৫ই সেপ্টেম্বর “বাংলায় শিল্প সম্ভাবনা” সম্বন্ধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুসেলডর্ফ , ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স, পশ্চিমবঙ্গ সরকার, কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া, ফ্রাঙ্কফুর্ট এন্ড ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স & ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত হয়েছিল সভাটি।

উক্ত সভাটিতে বক্তব্য রাখেন মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র , কলকাতার মেয়র এবং আবাসন ও পরিবেশ মন্ত্রী শ্রী শোভন চ্যাটার্জী, মন্ত্রিসভা থেকে স্টেট সেক্রেটারি, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী, শক্তি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কারু মন্ত্রী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী।

সভা টি তে ১০০ জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন দুই দেশ থেকে ও সভাটিতে আশাপ্রদ বার্তা বিনিময় হয়।

সভাটিতে পশ্চিমবঙ্গ সরকার ও জার্মানির নামি কোম্পানিগুলির মধ্যে কথাবার্তা চলে। কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আলগা বায়টেক, বোসন এনার্জি, ওপেরলিকন বারম্যাগ প্রমুখ।

Captains of industry hail Trinamool’s victory in Bengal

Industry captains have welcomed the massive victory of Mamata Banerjee led Trinamool Congress in the 2016 Assembly elections in West Bengal.

Industry captains are hopeful that development and reforms in the State will receive an impetus because of the huge mandate that Didi has won.

CII’s Eastern Region chairman TV Narendran said, “The decisive election victory of the TMC reaffirms the direction of the government and sets the tone for faster economic reforms in West Bengal.”

RP-Sanjiv Goenka Group chairman Sanjiv Goenka says Mamata’s return is “a great news for those who want Bengal to join and win the eagerly-awaited race for economic development.

FICCI President Harsh Neotia said, “This mandate shows people have voted in favour of the development work in the last five years.”

ASSOCHAM Chairman Sunil Kanoria said, “This huge mandate again proves there is no altervative to the politics of development.”

“MCCI will support in all developmental endeavours in the state”, said Manish Goenka, President MCCI.

T V Mohandas Pai roped in by WB Govt to draft startup policies

Infosys co-founder and IT industry stalwart T V Mohandas Pai will take the leading role in drafting a policy to encourage build and nurture a conducive environment for startups and entrepreneurs in the sector in Bengal.

Pai has proposed a target of building as many as 10,000 startups in the state in 10 years, generating around $50 billion business. Latching onto Pai’s pitch, state finance, industry, commerce and IT minister Dr Amit Mitra requested him to take charge and formulate a comprehensive startup policy for Bengal.

On the sidelines of the Investment Roadshow for the Bengal Global Business Summit in Bengaluru, Pai, “I will wait for the Bengal government’s next proactive step. We have to sit with the government and other authorities. Let them come up with some concrete measures and I will definitely pitch in with ideas.“

At the roadshow organized by industry body Federation of Indian Chambers of Commerce & Industry, Dr Mitra said, “The government has always encouraged technocrats and industry experts to take lead. And, I wish Mohan Bhai to take the leadership. I am assuring him that the government will do its best to fulfil the target by five years. Mr Pai will send us a draft policy on the startup soon.“ He promised to make Bengal the startup capital of the country. According to Pai, startup will be the most vibrant and buzzing sector of the economy. “By 2025, there will be one hundred thousand startups operating in India, generating a business of a staggering $500 billon. West Bengal, with its 93 million people–most of them making a talent pool–can’t lag behind in the race. Imagine the number of jobs that would be created, if you count 35 peoples’ employment involved with one startup,“ said Pai, who is currently the chairman of Manipal Global Education Services.

Pai also urged the state IT minister to come up with or arrange for initial funding for the budding startup space: “The state government needs to set up Rs 1,000 crore angel fund for the seed capital.“ Replying to it, the state finance minister said in the last state budget, the government earmarked Rs 200 crore for the fresh entrepreneurs.

According to Pai, who has become a pioneer in investing, advising and nurturing startups in India and across the globe, startups do not mean something dealing in pure IT jobs only. “They can work in life science, 3D printing, stem cells, and robotics. So, high-quality, Wi-fi equipped digital infrastructure for the common man and a policy to back vibrant enterprises are the need of the hour. Kolkata, once called the east of London, is moving towards it. The road map lies there,“ Pai signed off.

Taking a cue from Pai, Dr Mitra announced that the government would organize Startup Bengal Global Summit this year under the umbrella of Bengal Global Summit, January 8-9. “We needed a mentor, such as Mr Pai, to push us to a new frontier,“ he said.

Expect to sign over 20 MoUs in UK: Mamata

Chief Minister Mamata Banerjee on Sunday said she was expecting to sign over 20 MoUs during her five-day visit to the United Kingdom.

Mamata Banerjee, who left for UK on Sunday, told media persons: “We hope to attract investment to make West Bengal an ideal destination.”

“In all, around 100 people are going to London. We will sign 22 to 23 MoUs, which will be good for business. We will focus on areas such as infrastructure development, education, health and tourism,” said the CM.

The meetings are scheduled to begin with a conference of British CEOs at the UK India Business Council meet on July 27. She would also attend a meeting of UKIBC and FICCI to discuss various issues related to business opportunities in the state on the same day.

The CM would also meet the Duke of York, Prince Andrew, at the Buckingham Palace. Ms Banerjee would meet British Employment Minister Priti Patel at the UK Foreign and Commonwealth Office where several MoUs would be signed.

On July 28, she would meet several business delegates, secretaries and partners who would also sign some MoUs. She would pay floral tributes at the statues of Mahatma Gandhi and Rabindranath Tagore.

There would also be a cultural event in the evening at the Natural History Museum.

Mamata Banerjee arrives in London for five-day visit

West Bengal Chief Minister Mamata Banerjee arrived in London, UK late Sunday night on a five-day tour heading an over 90-member entourage in a bid to attract investment to the state.

The team consists of Finance and Industry Minister Dr Amit Mitra, nearly 50-member business delegation, three Trinamool Congress MPs Derek O’Brien, Sugato Bose and actor Deepak Adhikari (Deb), Kolkata Mayor Sovan Chatterjee and several officials.

ITC chairman Y C Deveshwar, RP-Sanjiv Goenka Group chairman Sanjiv Goenka and Ambuja Neotia Group chairman Harsh Neotia are there in the business delegation.

Industrialist Sanjay Budhia, who is also in the delegation, said he is hopeful that the trip would bring investment in tourism, health and infrastructure sectors.

Mamata Banerjee’s trip to London was finalised following an invitation of British Prime Minister David Cameron. The six-day trip, which will project West Bengal as an ideal destination for investment, would begin with a conference of British CEOs at the UK India Business Council meet on July 27.

She would also attend a meeting of UKIBC and FICCI to discuss various issues related to business opportunities in the state on the same day.

The CM would also meet the Duke of York, Prince Andrew, at the Buckingham Palace. Ms Banerjee would meet British Employment Minister Priti Patel at the UK Foreign and Commonwealth Office where several MoUs would be signed.

On July 28, she would meet several business delegates, secretaries and partners who would also sign some MoUs. She would pay floral tributes at the statues of Mahatma Gandhi and Rabindranath Tagore.

There would also be a cultural event in the evening at the Natural History Museum.