Trinamool strongly condemns BJP Youth leader’s bounty on Mamata Banerjee’s head

Trinamool Congress strongly condemns the bounty placed by BJP Youth leader on Mamata Banerjee’s head.

Statement by Partha Chatterjee:

There have been many attempts on Mamata Banerjee’s life since the 1990s. We have seen the violent politics of the 70s, we have been through 34 years of CPI(M)’s violent rule. Anyone can make big statements sitting in Delhi. Statements like these are against the political culture of the country. I ask the Centre to immediately arrest this man. Lakhs of Trinamool workers are ready to sacrifice their lives for Mamata Banerjee. We do not want the politics of 70s to return.

 

Statement by Saugata Roy in Lok Sabha:

Yesterday there was a lathicharge on BJP workers in Birbhum district in West Bengal on the issue of Hanuman Jayanti. Lathicharge was done by the police. After that a BJP youth leader has issued a statement that he would give Rs 11 lakh to anybody who would present him Mamata Banerjee’s head.

Madam, I do not want to raise temperatures further. But, this issue is condemnable because Mamata Banerjee is not only the elected Chief Minister of Bengal and a former Member of this House, she is also one who has come up from the ranks from the grassroots.

So, I take this opportunity to bring this matter to your notice and that of the House and I would ask the government to take all possible actions against such men who create such provocation, especially threatening the beheading of a popular Chief Minister.

Thank you.

 

Statement by Sukhendu Sekhar Roy in Rajya Sabha:

One activist of the ruling party at the Centre in West Bengal has publicly described the Hon. Chief Minister of West Bengal as “demon” and has also announced a reward for those who will bring the head of the Hon. Chief Minister, of Rs 11 lakh.

I urge upon all the honourable Members of this House to request the government to condemn this incident because it appears from this fact that the ruling party at the Centre is trying to unleash a reign of terror in West Bengal in the name of religion and other things.

This should be stopped; otherwise the entire country will be engulfed in such tendencies, which would a danger for our parliamentary democracy. I urge upon the government to condemn this incident.

A constitutionally elected Chief Minister has been called a “demon” and an award has been announced for her head. How can it be done by a ruling party activist? This should be condemned and I urge upon the ruling party to condemn the incident.

This is a case of political patronage.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যুব নেতার ফতোয়ার তীব্র নিন্দা তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যুব নেতার ফতোয়ার তীব্র নিন্দা করল তৃণমূল।

পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি:

৯০ এর দশক থেকে মমতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা ৭০ এর রাজনীতি দেখেছি। ৩৪ বছরের বাম শাসন দেখেছি। এখন দিল্লী/আলীগড়ে বসে কেউ কেউ বড় বড় বুলি আওড়াচ্ছেন। রাজনীতি এইসব কথা বলার জায়গা না। একে অবিলম্বে গ্রেফতার করা উচিত।

আমি কেন্দ্রীয় সরকারকে বলবো অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের লাখ লাখ কর্মী তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য। এরা আবার ৭০ দশকের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।

 

লোকসভায় সৌগত রায়ের বিবৃতি:

হনুমান জয়ন্তী উপলক্ষে বীরভূম জেলায় বিজেপি কর্মীদের ওপর গতকাল লাঠিচার্জ করে পুলিশ। এরপর বিজেপির এক যুবনেতা বিবৃতি দিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনবে তাকে তিনি ১১ লাখ টাকা দেবেন।

ম্যাডাম, আমি আর উত্তেজনা ছড়াতে চাই না। কিন্তু, এই ঘটনাটি নিন্দনীয়। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী নন, তিনি সংসদের প্রাক্তন সদস্যা, সমাজের তৃণমূল স্তর থেকে উঠে আসা এক নেত্রী।

এই ঘটনাটি আমি এই সভার নজরে আনলাম। আমি সরকারকে বলব, এই ধরনের মানুষ যারা এই রকম উস্কানিমুলক কথা বলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে। বিশেষত যখন এরা মুখ্যমন্ত্রীর শিরোচ্ছেদের হুমকি দিচ্ছে।

 

রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের বিবৃতি:

দেশের শাসক দলের এক কর্মকর্তা এক বিবৃতি দিয়েছেন; তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে “শয়তান” বলেন, ও বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনবে তাকে তিনি ১১ লাখ টাকা দেবেন।

আমি সংসদের সকল সদস্যের কাছে আর্জি জানাব তারা যেন সরকারের কাছে দাবি করেন এই ঘটনার নিন্দা করতে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় কেন্দ্রের শাসক দল পশ্চিমবঙ্গে ধর্মের নামে দাঙ্গার পরিবেশ সৃষ্টি তৈরি করতে চাইছে।

এই প্রবণতা এখনই দমন করা উচিত, নয়ত দেশজুড়ে এই প্রবণতা দেখা যাবে। এটা  সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। আমি সরকারকে আর্জি জানাচ্ছি এই ঘটনার নিন্দা করতে।

একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে “শয়তান” বলা হচ্ছে ও তার শিরোচ্ছেদ করার জন্য পুরষ্কার ঘোষণা হচ্ছে। এক শাসক দলের কর্মকর্তা কি করে এই কাজ করে? এটা নিন্দনীয় ও সরকারকে আর্জি জানাব ধিক্কার জানাতে।